শূন্যস্থানে_তুমি_পূর্ণতা #পর্বঃ০৯

0
799

#শূন্যস্থানে_তুমি_পূর্ণতা
#পর্বঃ০৯
#ফারজানা_আক্তার

আকাশে লাল আভা ফুটে উঠেছে, একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পাখিরা সব ছুটে চলেছে নিজ গন্তব্যে, পৃথিবী যেনো সেজেছে হলুদে হলুদে। আর মাত্র কয়েক মিনিট বাকি মাগরিবের আজান দেওয়ার। সিয়াম আর রাইসা বাসায় পৌঁছে গিয়েছে, গাড়ি থামতেই রাইসা দ্রুত গাড়ি থেকে নেমে জোরে জোরে শ্বাস নেয়। সিয়াম ওর এমন অবস্থা দেখে বিরক্ত হয়ে বলে “এই কালো পরি সমস্যা কি তোমার হ্যাঁ?”
রাইসা একবার সিয়ামের দিকে তাকিয়ে কিছু না বলেই ঘরের ভেতরে প্রবেশ করে। সিয়ামের মুখে কালো পরি নামটা শোনে রাইসার সেই প্রথম দেখার কথা মনে হয়ে যায় আর এটা মনে হতেই ওর মনটা খারাপ হয়ে যায় ভীষণ। রাইসার প্রাকৃতিক হাওয়া ভালো লাগে, প্রাকৃতিক বাতাসে স্বস্তি মিলে রাইসার তাই সে দ্রুত এসি গাড়ি থেকে নেমে জোরে জোরে শ্বাস নিচ্ছিলো। সিয়ামের এমন রাগান্বিত প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন মনে হয়নি রাইসার তাই সে ঘরের ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই রাইসা দেখে সবাই ওদের অপেক্ষায় প্রহর গুনছে। রিয়া ছুটে এসে রাইসাকে জড়িয়ে ধরে বলে “আজ কলেজে খুব বেশিই মিস করেছি আমি আর হুসনা তোমায়।”
রাইসা মুচকি হেঁসে রিয়ার গালে হাত ছোয়ায়। তারপর শ্বশুড় শ্বাশুড়িকে সালাম দিয়ে কোশল বিনিময় করে। রাহেলা খাতুন বলেন “কথা সব পরে হবে আগে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো কিছুক্ষণ। আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি।” এটা বলে রাহেলা খাতুন রান্না ঘরের দিকে এগিয়ে যায়। রাহেলা খাতুন চলে গেলে রাইসাও পা এগোই নিজের রুমের দিকে।

চারিদিকে মাগরিবের আজানের সুর। রাইসা ওজু করে এসে দেখে সিয়াম পা ঝুলিয়ে বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। রাইসা ধীরে ধীরে সিয়ামের পাশে গিয়ে দাঁড়ায়। রাইসা সিয়ামের পাশে বসে সিয়ামের চুলে হাত বুলিয়ে বলে “উঠুন মাগরিবের নামাযের সময় হয়েছে”
রাইসা কথা টা বলতে বাকি সিয়ামের হুংকার দিতে দেরি হয়নি। সিয়াম চিল্লিয়ে বলে উঠে “এই শুনো এটা তোমার বাপের বাড়ি নয় এটা আমার বাড়ি, এখানে আমি যা বলবো তা-ই হবে। এখানে তোমার কোনো কথার মূল্য আমার কাছে নেয়। রাতে তৈরি থেকো, আজ রাতেই তোমাকে সম্পূর্ণ আমার করে নিবো।”
কথাগুলো বলেই হনহনিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য সিয়াম। সিয়ামের এমন আচরণে বেশ ভয় পেয়ে যায় রাইসা। এইদিকে মাগরিবের নমাযের সময় কম বলে রাইসা আর সময় নষ্ট না করে দ্রুত নামাযে দাঁড়িয়ে যায়। মোনাজাতে রাইসার একটা-ই প্রার্থনা সিয়াম যেনো সঠিক পথে ফিরে আসে, আল্লাহ যেনো হেদায়েত দান করেন সিয়ামকে।

*
রাতে সিয়াম রাইসাকে স্পর্শ করতেই রাইসা দূরে সরে যায় এতে সিয়ামের রাগ উঠে কিছুটা আর বিড়বিড়িয়ে দাঁত গিজগিজ করে বলে “তোমার দেনমোহর পরিশোধ করেছি বিয়ের দিনেই। সব টাকা তোমার একাউন্টেই আছে সুতরাং তুমি এখন আমার জন্য বৈধ তবে কেনো এভাবে দূরে সরে গেলে তুমি? পর্দার পেঁছনে কি অন্য ছেলেদের সাথে মেলামেশা আছে নাকি হুম? ধরা পরে যাওয়ার ভয় হচ্ছে কি?”

“ছি কি যা তা বলছেন আপনি? আপনি না জেনে এভাবে আমার চরিত্র নিয়ে বাজে কথা বলতে পারেননা আর সেই অধিকার আপনার নেই। আপনি আমার স্বামী আমার উপর সম্পূর্ণ অধিকার আপনার আছে কিন্তু আমার চরিত্র নিয়ে এমন কথা বলার অধিকার নয়।”

“তাহলে কাছে আসো তৃপ্তি মিটিয়ে দাও আমার”

“আগে ওজু করে আসুন, দুই রাকাআত নামাজ পড়তে হবে”

“মানে কি? পড়বো না আমি নামায”

“নামায না পড়লে আমিও নিজেকে আপনার কাছে বিলিয়ে দিতে পারবোনা।”

“তোমার ধারণা আছে কি বলতেছো তুমি? আমি কিন্তু চাইলেই জোর করতে পারি আর তুমি চিৎকারও করতে পারবেনা লজ্জায় কারণ আমি তোমার স্বামী। ”
দাঁত কিড়মিড় করে বলে সিয়াম।

“আপনি স্বামী নামক ধর্ষক হতে চাইলে জোর করতেই পারেন”
একটু হেঁসেই কথাটি বলে রাইসা যা সিয়ামের মোটেও সহ্য হয়নি তাই সে দ্রুত ওজু করতে চলে যায়। মানুষটা এতোটাও খারাপ নয় যতটা রাইসা ভাবছে এটা ভেবেই সে ওষ্ঠ মেলে হাঁসে। এই নামায ফরজ নয় তবুও রাইসা এই নামাযের জন্য সিয়ামকে জোর করার কারণ হলো সে চাই সিয়ামের অভ্যাস হোক ধীরে ধীরে নামায পড়ার। রাইসা চাই সিয়ামকে নামাযের প্রতি আসক্ত করতে যেমনকি সে তার মোবাইল নিয়ে আসক্ত। সিয়াম অতিরিক্ত ফোন চালায় যা রাইসার মোটেও পছন্দ না। রাইসা খুব সাদামাটা একটা মেয়ে, জীবনের জটিলতা তেমন একটা পছন্দ করেনা তবুও জীবনটা কেমন জটিল হচ্ছে ধীরে ধীরে। এই অল্প বয়সে বিয়ে হয়ে যাবে তার সে কখনোই ভাবেনি তবুও মেনে নিতে হবে আল্লাহর হুকুম।

*
“ইমতিয়াজ হোসেন জাহানারা বেগমকে প্রতি রাতেই মা’রে তারপর দুতলায় গিয়ে দ্বিতীয় স্ত্রী কে নিয়ে ফূর্তিতে মেতে উঠে। আর এসব হুসনা আর ওর বড় বোনের চোখের সামনেই ঘটে। ওরা দুই বোন মায়ের কষ্ট সহ্য করতে না পেরে লুকিয়ে লুকিয়ে কাঁদতো সবসময়ই। জাহানারা বেগমকে কোনো খরচা দিতেননা ইমতিয়াজ হোসেন এমনকি মেয়ে দুটোর পড়ালেখার খরচও দিতেননা তাই উনি বাধ্য হয়েই মানুষের বাসায় কাজ করে সংসার চালাতেন। এটা নিয়েও জাহানারা বেগমের সতীন ঝামেলা করতো আর ইমতিয়াজ হোসেন কে উল্টাপাল্টা বুঝিয়ে দিতো পরে ইমতিয়াজ হোসেন ক্ষেপে গিয়ে জাহানারা বেগমকে প্রচুর মার’ধর করতেন। এভাবে চলে প্রায়ই এক বছরের মতো তারপর এক রাতে দ্বিতীয় বউয়ের কথায় ঘাড় ধা’ক্কা দিয়ে দুই মেয়েকে সহ জাহানারা বেগমকে বের করে দেন ঘর থেকে। তারপর মেয়ে দুটোকে নিয়ে বাপের বাড়ি চলে যান জাহানারা বেগম। সেখানেও আরেক ঝামেলা, জাহানারা বেগমের নিজের মা নেই, জাহানারা বেগমের জন্মের তিন মাসের সময়ই উনার মা মা’রা যান তারপর উনার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের সংসারে বড় হয়েছেন জাহানারা বেগম। জাহানারা বেগম এর আপন ভাই বোন নেই কিন্তু সৎ ভাই বোন আছেন। বাপের বাড়িতে এসেও বিন্দুমাত্র শান্তি পাচ্ছেননা জাহানারা বেগম। একদিকে সৎ মা জ্বা’লাতন করছেন তো অন্যদিকে সৎ ভাইবোন। মায়ের কষ্টে যেনো বুক ফেঁটে যাচ্ছিলো হুসনার সে মায়ের কষ্ট সহ্য করতে না পেরে বাবার বাসায় চলে আসে একদিন চু’রি করে। হুসনা এসেই সোজা দুতলায় গিয়ে ইমতিয়াজ হোসেন এর সামনে দাঁড়িয়ে বলে “আপনি বাবা নামের কলঙ্ক শুধু বাবা নয় আপনি তো মানুষ নামেই কলঙ্ক। লজ্জা করছেনা আপনার বেঁচে থাকতে? আপনি কি জানেন মা কত কষ্ট করছে আমাদের দুই বোনকে নিয়ে? আপনার জন্যই আজ আমার মা আধ’মরা হয়ে বেঁচে আছেন। আপনাদেরকেও শান্তিতে সংসার করতে আমি দিবোনা। আমি থা’নায় ডাইরি করে এসেছি এবং একটা চিঠি লিখে আমাদের নিচতলায় এমন জায়গায় রেখে এসেছি যেখানে হাত দিলেই পুলিশ সহজে চিঠিটা পেয়ে যাবে কিন্তু আপনারা পাবেননা।”
এবার ইমতিয়াজ হোসেন এর দ্বিতীয় স্ত্রী নাজমা আক্তার ভয় পেয়ে ঢুক গিলে বলে “এই মেয়ে কি বলছো এসব তুমি, কিসের ডাইরি করে এসেছো তুমি কি করেছি আমরা? আর কিসের চিঠির কথা বলছো তুমি?”
এবার হুসনা বাঁকা হাসে আর বলে “কিছুই তো করেননি আমার মা তো এমনিতেই কষ্ট পাওয়ার ঢং করছে। কিন্তু এবার করবেন আপনারা কিছু তারপর পুলিশ এসে আপনাদের দুজনকে বেঁধে নিয়ে যাবে”। এটা বলেই উচ্চস্বরে হাঁসে হুসনা।
নাজমা আক্তার ইমতিয়াজ হোসেন কে বলেন ” তোমার মেয়ে উম্মাদ হয়ে গেছে, ও কি বলছে নিজেই জানেনা। ভালো করে জিজ্ঞেস করো কি করতে চাই ও?”
হুসনা নাজমা আক্তার এর কথা শুনে বলে “কেউ কিছু জিজ্ঞেস করতে হবেনা যা বলার আর করার আমি এখনই করতেছি” এটা বলেই হুসনা ওর জামার ভেতরে লুকিয়ে রাখা ছু’রিটা বের করে ওর গলায় ধরে আর ইমতিয়াজ হোসেন কে উদ্দেশ্য করে বলে “আমি এখন এই মুহুর্তে নিজেকে শেষ করবো যদি আপনি আমার মায়ের আর আমাদের দুই বোনের দায়িত্ব না নেন। চিন্তা করিয়েননা আমি শেষ হয়ে গেলেও আপনাদের রক্ষা নেয় কারণ চিঠিতে আমি লিখে এসেছি আমাকে আপনারা দুজনে মিলেই খু’ন করার পরিকল্পনা করেছেন এবং বহুবার আপনারা আমাকে খু’ন করতে চেয়েছেন কিন্তু সফল হননি আর ডাইরি তো করেই এসেছি। আমার মনে হয় আপনাদের জীবন ধ্বংস করার জন্য এর চেয়ে বেশি কিছু করতে হবেনা আমাকে আর। আমি চলে যাবো ওপারে আমার নিজের মতোই কিন্তু আপনারা কষ্ট করে যাবেন যতদিন বাঁচবেন আমাকে খু’ন করার দ্বায়ে।”
কথাগুলো বলতে বলতে হুসনার গলার নিচে একটুখানি কেটে র’ক্ত বেরিয়ে আসে তাতে খুব বেশি ভয় পেয়ে যান নাজমা আক্তার। ভয়ে নাজমা আক্তারের গলা শুকিয়ে আসে। উনি হুসনাকে বলেন “দেখো মেয়ে তুমি এসব কিছুই করবানা। আ আমি কথা দিচ্ছি আমি আর তোমার বাবা এখনই গিয়ে তোমার আম্মু আর বোনকে নিয়ে আসবো এই বাসায়। দয়া করো একটু মা। আ আমি এ এখনি যাচ্ছি তোমার মা বোনকে আনতে চলো তুমিও চলো আমাদের সাথে।” কাঁপা কাঁপা কন্ঠে বলেন নাজমা আক্তার।

“উঁহু শুধু আনতে গেলে হবেনা আপনাদের এই কাগজে সিগনেচার করতে হবে আগে।”
ডান হাতে গলায় ছু’রি ধরে রেখে বাম হাত দিয়ে একটা কাগজ এগিয়ে দেয় হুসনা ইমতিয়াজ হোসেনের দিকে। ভ্রু কুঁচকে ইমতিয়াজ হোসেন বলেন “কিসের কাগজ এটা?” নাজমা আক্তারের চোখে ভয় দেখলেও ইমতিয়াজ হোসেনের চোখে বিন্দুমাত্র ভয় বা লজ্জা দেখলো না হুসনা।
“এই কাগজে লেখা আছে আপনি আজকে আমার মাকে ঘরে আনার পর থেকে আর কখনো আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবেননা গায়ে হাত তোলা তো দূরে থাক। আর আজকে গিয়ে আপনারা দু’জনেই ক্ষমা চাইবেন আমার আম্মুর থেকে। আর যদি কখনো আমার মা কষ্ট পায় এমন কাজ করেন তবে সব শাস্তি নিজ থেকেই মাথা পেতে নিবেন নয়তো পুলিশ আপনাদের খুব বাজে অবস্থা করে দিবে। আরো অনেক কিছু লেখা আছে এতে”।
নাজমা আক্তার দেরি না করে দ্রুত সিগনেচার করে দেন আর ইমতিয়াজ হোসেনকে দিয়েও করিয়ে নেন তারপর তারা তিনজন জাহানারা বেগমকে আনার জন্য পথ দেন। ”
পুরোনো কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় হুসনা। হুসনা এতকিছু করেছে তার মা বোনের জন্য কিন্তু আজও সবার কাছে সবটা অজানা।

*
মাহিন শুয়ে শুয়ে পড়ছিলো তখনই ওর ফোনে একটা কল আসে ওর বন্ধু শান্তর। শান্ত মধ্যবিত্ত পরিবারের তাই মাহিন শান্তর সাথে বেশি মিশে যদিও সব বন্ধুই জানে মাহিনের পরিস্থিতির কথা তবুও তারা মাহিনের সাথে খুব ভালো আচরণ করে। মাহিন লজ্জায় কম মিশতে চাই তাদের সাথে কারণ সবাই সবাইকে ট্রিট দেয় খাওয়ায় কিন্তু মাহিন তা পারেনা তাই ও দূরে থাকতে চাই সবার থেকে। মজার কথা হলো মাহিন যতই দূরে থাকতে চাই সবার থেকে ততই সবাই মাহিনকে আরো বেশি কাছে টেনে নেয়। শান্ত মাহিনকে কল করে বলে একটু পাশের খেলার মাঠে আসার জন্য, মাহিন ভয় পেয়ে যায় এটা ভেবে যে শান্তর কোনো বিপদ হলো না তো? কেনো এতো রাতে ওকে মাঠে ডাকছে? এসব ভাবতে ভাবতে চেয়ারের উপরে রাখা টি-শার্ট টা টান দিয়ে পরিধান করতে করতে ঘর থেকে বেরিয়ে মাঠের দিকে ছুটতে থাকে। মাঠে হেঁটে যেতে পাঁচ মিনিট লাগলেও মাহিন তিন মিনিটে পৌঁছে যায়, মাহিন মাঠে গিয়ে কাউকে দেখতে পাচ্ছেনা। চাঁদের আলোয় মাঠ ঝিকিমিকি করছে। মাহিন পাগলের মতো শান্তকে খোঁজে চলেছে কিন্তু কোথাও শান্তর হদিস পাচ্ছেনা সে। মাহিন খুব চিন্তায় পরে গেলো, শান্তকে অনেকবার কল দেয় মাহিন কিন্তু সে কল রিসিভ করছেনা মাহিনের চিন্তা আরো বেড়ে গেলো। রাত ১২টা বাজার আর মাত্র এক মিনিট বাকি আছে। এতো রাতে কোথায় খুঁজবে শান্তকে সেই চিন্তায় মাথায় হাত দিয়ে মাঠে বসে পরে মাহিন। মাঠে বসার জন্য একটা এক্সট্রা টুল রাখা আছে সেখানে হেলান দিয়ে চোখ বুঁজে বসে আছে মাহিন তখনই কিছু সুর ভেসে আসে মাহিনের কর্ণধারে। মাহিন চোখ খুলে দেখে ওর চারপাশে ঘিরে আছে_______

#চলবে_ইনশাআল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here