শ্রাবণ_তোমার_আকাশে,১৫,১৬
লেখনীতে: ইসরাত জাহান ফারিয়া
পর্ব___১৫
ভোরবেলা ঘুম থেকে উঠতেই বেলা নিজেকে আবিষ্কার করলো শাইনির বুকে। ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। চোখেমুখে প্রশান্তির ছাপ। বেলা নড়তে গিয়ে দেখলো ওর ওপর পা তুলে শাইনি আরামসে ঘুমাচ্ছে। উঠার চেষ্টা করে ব্যর্থ হলো সে। ভোর ছয়টা বাজে। একটু আগেই নামাজ পড়ে শুয়েছে বেলা। এত ভোরে কেউ উঠেনি হয়তো। আর বিছানা থেকে নামতে হলে শাইনির ঘুম ভাঙাতে হবে। বেলার ইচ্ছা করলো না ওকে ঘুম থেকে উঠাতে। তাই ঘাপটি মেরে আবার শুয়ে পড়লো। ঘুমের ঘোরে শাইনি আবার ওকে বুকে জড়িয়ে নিলো। ওর হার্টবিটের প্রতিটি শব্দের সাথে কেঁপে কেঁপে উঠছে বেলা। অদ্ভুত অনুভূতি হচ্ছে, ভালো লাগছে। মুহূর্তটাকে এখানেই থামিয়ে দিতে ইচ্ছা করছে। পর্দার ফাঁক দিয়ে নরম আলো এসে পড়ছে শাইনির মুখের ওপর। বেলা হাত দিয়ে আড়াল করে দিলো। তারপর মুচকি হাসলো। লোকটা পাগলই বটে!
সারাটাক্ষন শাইনির ঘুমন্ত মুখটার দিকে চেয়ে থেকেই কাটিয়ে দিলো বেলা। বারান্দায় থেকে ফুলের সুবাস ভেসে আসছে। একটু নড়লো বেলা। ধীরে ধীরে চোখ খুলে তাকালো শাইনি। ঘুমের কারণে চোখমুখ ফুলে আছে। দেখতে অদ্ভুত লাগছে। বেলা লজ্জায় চোখ বন্ধ করে নিলো। ইশ, কি লজ্জাজনক পরিস্থিতি! শাইনি ওর এই অবস্থা দেখে হু হা করে হাসতে লাগলো। বলল, ‘এত লজ্জা তোমার? আগে তো দেখিনি।’
বেলা বলল, ‘মোটেও না। ছাড়ুন আমাকে।’
-ধরে রেখেছি নাকি যে ছাড়বো?
-তো কি করছেন?
-কোথায় কি করলাম?
বেলা বিরক্ত গলায় বলল, ‘ওফ সরুন তো, আপনি এত ভারী কেন? ইশ হাতটা আমার ভেঙ্গে গেলো!’
বেলা শাইনিকে ঠেলে সরিয়ে উঠে বসলো। তারপর ওড়না জড়িয়ে চুলগুলো হাতখোঁপা করতে করতে নামতে নিলে পেছন থেকে ওর হাত ধরে ফেললো শাইনি। বেলা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো।
-কী হয়েছে?
-কোথায় যাচ্ছো?
-সাতটা বাজে। উঠতে হবে না?
-না।
বেলা ভ্রু কুঁচকে বলল, ‘কেন?’
-কারণ আমাদের বাসার মানুষ এত সকালে ঘুম থেকে উঠে না।
-মানে?
-সবাই নয়টার পরে উঠে। ওদের কাছে সকাল সাতটা মানে ভোর।
বেলা অবাক হয়ে বলল, ‘আপনার আব্বুও?’
-না। আব্বু তো আটটায় অফিসে চলে যায়।
-আপনি আপনার মায়ের কথা বলছেন?
-হুম।
-ওহ! শিলা স্কুলে যায় না?
-ওর তো ডে শিফট। বারোটা থেকে ক্লাস শুরু।
-কীসে পড়ে ও?
-এবার নাইনে। সি হ্যাজ দ্যা ফায়ার..
-তাই?
-হুম।
-ওহ, আর আপনি?
-আগ্নেয়গিরি…
বেলা পা গুটিয়ে বসে পড়ে। কেউ যখন ওঠেই না তাহলে এখন বেরুবার দরকার নেই। খানিকক্ষণ পরে গিয়ে ও না হয় নাস্তা তৈরি করে ফেলবে। তাহলে নাজনীন বেগমের একটু হেল্প হবে। শাইনি হঠাৎ সোজা হয়ে বসে হাত পিঠের দিকে নেওয়ার চেষ্টা করতে লাগলো। বোধহয় পিঠ চুলকাচ্ছে। কিন্তু কিছুতেই নাগাল পেলো না। বেলা বলল, ‘আমি হেল্প করব?’
-করবে?
-হুম।
-তোমার যা লজ্জা, আবার আসছো আমার পিঠ চুলকাতে।
-এত কথা বলেন আপনি, মাঝে মধ্যে সেলাই করে দিতে ইচ্ছা করে।
-আচ্ছা দাও।
শাইনি টি-শার্ট একটানে খুলে ফেলে। বেলা ইতস্তত করে মুখ ঘুরিয়ে ওর পিঠ চুলকাতে সাহায্য করলো। একবারও তাকালো না। শাইনি ব্যস্ত কন্ঠে বলতে লাগলো,
-ইশ, এখানে না আরেকটু উপরে…এদিকটায়, হুম.. না ডানপাশে! ওফ শিট কী হলো আমার..দেখো তো বউ!’
বেলা শাইনির পিঠ দেখে অবাক হয়ে বলল, ‘আপনার পিঠ তো লাল হয়ে আছে, র্যাশ উঠেছে..!’
-ওফ শিট। আর বাঁঁচবো না আমি!
-এসব কেন বলছেন?
-দেখছো না রোগের এফেক্ট ছড়িয়ে পড়ছে। তুমি জানো এটাও রোগের আরেকটা লক্ষণ।
-আপনাকে কে বললো?
-আমি জানি।
-সবকিছু বেশি জানেন আপনি!
-ওফ জ্বলছে পিঠ! ড্রয়ারে দেখো তো মলম টলম কিছু একটা পাও কি-না?
বেলা প্রচন্ড মন খারাপ নিয়ে ড্রয়ার খুঁজে একটা মলম নিয়ে এলো। ওটা লাগিয়ে দিতে দিতে শাইনির অসহায় মুখখানা দেখে ওর বুকের ভেতর মুচড়ে উঠছিল! তোলপাড় শুরু হয়ে গেলো ওর মনের ভেতর। কতটা কষ্ট পাচ্ছে শাইনি ভেবেই ওর চোখ দিয়ে কয়েক ফোঁটা জল চলে এলো। খুব যত্ন করে মলম লাগানো শেষ করেই ফুঁপিয়ে কেঁদে উঠলো বেলা। শাইনি পেছনে ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘কেঁদো না প্লিজ!’
-আপনার খুব কষ্ট হচ্ছে তাই-না?
-একদমই না।
-মিথ্যা বলবেন না।
শাইনি ওর কান্না থামাতে হাসতে হাসতে বলল, ‘কষ্ট হচ্ছে বুঝি?’
বেলা কান্নামাখা গলায় বলল, ‘হওয়াটাই কি স্বাভাবিক নয়?’
-না। অস্বাভাবিক।
-যেমন?
-তুমি তো আমাকে পছন্দ বা ভালোবাসো না। শুধু আমার জোরাজুরিতে তুমি আমার কাছে আছো। তাহলে কেন তুমি আমার কষ্টে কাঁদবে? তোমার তো খুশি হওয়ার কথা। তাই না? উলটো আমার কষ্টে তুমি নিজে কষ্ট পাচ্ছো৷ তাহলে এটা কি অস্বাভাবিক নয়?
বেলা ঢোক গিলে ভেজা গলায় বলল, ‘মানুষের কষ্ট দেখলে বরাবরই আমার খারাপ লাগে। এখানে অন্যকিছু ভাবার প্রয়োজন নেই।’
-আই সোয়্যার বেলা বউ। যেদিন তুমি মুখ ফুটে নিজে আমাকে জানাবে যে তুমি আমায় ভালোবাসো, সেদিন মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না। তবে এর আগ অবধি তোমার মতো মিষ্টি বউকে কোত্থাও যেতে দেবো না। আটকে রাখবো।
বেলা চোখ উঠিয়ে বলল, ‘কোনোদিন এমন সময় না আসুক।’
-সময়কে যে আসতেই হবে!
-কেন আসবে?
-কেননা, ইতোমধ্যেই তুমি আমার ওপর দুর্বলতা অনুভব করছো। তাই সত্যটা স্বীকার করতে ভয় পাচ্ছো। সময় এসে তা প্রমাণ করে যাবে। শুধু অপেক্ষার প্রহর গুণার পালা।
-জি না, এমন হবে না।
-হতেই হবে।
শাইনি বেলার হাতটা ওর মাথায় রেখে বলল, ‘সত্যি করে বলো আমার জন্য কষ্ট হচ্ছে না?’
বেলা হাতটা নামিয়ে নিতে চেয়েও পারলো না। শাইনির সকাল সকাল এই অদ্ভুত কথাবার্তা শোনার পর ওর ভীষণ রাগ হচ্ছে। কিন্তু সত্যটা অস্বীকারও করতে পারবে না। সত্যই শাইনির জন্য কষ্ট হচ্ছে। মাথা নিচু করে বেলা উত্তর দিল, ‘হুম হচ্ছে।’
শাইনি গম্ভীর কন্ঠে বলল, ‘এটা তোমার শাস্তি বুঝলে?’
বেলা অবাক হয়ে বলল, ‘কীসের শাস্তি?’
শাইনি ধরা গলায় বলল, ‘আমার সাথে সম্পর্ক ছিন্ন করা এবং আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করেছিলে যেদিন, সেদিনই মনে মনে ঠিক করেছিলাম তুমি আমাকে ভালোবাসতে একদিন ঠিকই বাধ্য হবে, আমি বাধ্য করাবো। তুমি আমার সুখে সুখী হবে, আমার কষ্টে কষ্ট পাবে। আমার জন্য কাঁদবে। জানো, তোমার চোখের জলের প্রতিটি ফোঁটা অমূল্য রত্ন আমার কাছে। এখন দেখো, আমার কাছাকাছি থাকতে থাকতে, আমাকে বুঝতে গিয়ে, অনুভব করতে গিয়ে তুমি একটু হলেও আমার জন্য চিন্তা করো, কাঁদো আর তোমার অপ্রিয় হলেও সত্যটা এই যে, তুমি আমাকে মনের কোণে জায়গা দিয়েছো, এক অর্থে ভালোবেসে ফেলেছো। এটা আমার স্বার্থকতা, আমার ভালোবাসার জয়। এখন তোমাকে ছাড়া আমার আর চাওয়া-পাওয়া নেই। যতদিনই বাঁচি না কেন তুমি আমারই থাকবে। যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবে ভালোবাসা দূরে চলে গেলে ঠিক কতোটা কষ্ট লাগে!’
শাইনির কথা শুনে বেলার মনে ঠিক কী অনুভূতি হচ্ছিলো বলে বোঝানো দায়। লোকটা নিষ্ঠুর, হ্যাঁ নিষ্ঠুর সে! বেলা অভিমানী গলায় বলল, ‘আপনি খুব খারাপ!’
-জানি আমি।
-কিচ্ছু জানেন না আপনি। শুধু ইমোশন নিয়ে খেলতে জানেন।
শাইনি এবার আবদার করলো, ‘আমাকে একটু ভালোবাসো না! রাতের মতো কপালে আদর দাও না!’
-পাহাড়ে গিয়ে তো এমন করেননি? বাসায় ফেরার পর থেকেই আপনার যত উদ্ভট আবদার ছিঃ!
-তখন সময় অন্য ছিল। এখন অন্যরকম। দাও না…
শাইনি বেলাকে বিছানা থেকে নামতে দিলো না। ওড়নার কোণা টেনে ধরে আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে বাচ্চাদের মতো করে বলল, ‘নইলে আজ ছাড়ব না।’
-দিব না।
-তাহলে আমি দিই?
বেলা আঁতকে উঠে বলল, ‘নো ওয়ে। আপনার পিঠের চুলকানো কমেছে?’
-হুম। এসব কথা ছাড়ো..
বলেই এগিয়ে এসে বেলার ঠোঁটে চুমু খেলো। আচমকা বেলা হতভম্ব হয়ে গেলো। লজ্জায় হাত-পা কাঁপতে লাগলো, কোনোমতে সেখান থেকে উঠে দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলো। হার্টবিট ছুটছে একশো মাইল স্পিডে। শাইনিটা এত বেহায়া..আজ আর ওর সামনেই পড়তে পারবে না সে। ইশ কি লজ্জা!!
শাইনি বেলাকে লজ্জা পেতে পালিয়ে যেতে দেখে স্বগোতক্তি করলো, ’প্রেমে পড়া ভীষণ সহজ, তবে প্রেম থেকে বেরিয়ে আসা মৃত্যু যন্ত্রণার ন্যায় কঠিন। একদিন তুমিও বুঝবে!’
চলবে…ইনশাআল্লাহ!
#শ্রাবণ_তোমার_আকাশে
#লেখনীতে-ইসরাত জাহান ফারিয়া
#পর্ব___১৬
এ বাড়িতে আসার পর বেলা পরিবারের প্রতিটি সদস্যদের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। তাঁদের
হাসি-আনন্দ, সুখে-দুঃখে পাশে থেকেছে। তবে নাজনীন বেগমের সাথে চলতে-ফিরতে গিয়ে ওর মনে হলো এই মহিলা উপরে উপরে যতোটা কোমলতা দেখায়, ভেতরে তা নয়। তবুও ও শ্বাশুড়ির মন রক্ষার জন্য ওনার নির্দেশনা মতোই সবকিছু করেন৷ তবে নাজনীন বেগম ওর সাথে খুব একটা খারাপ ব্যবহার করেন না, হাসিমুখেই কথা বলেন। শিলা আর আলম সাহেব খুব ভালো৷ তাঁদের সাথেও বেলার কথাবার্তা ফ্রি মাইন্ডের। পুরোদস্তুর একটা বিবাহিত নারীর মতোই নিজের সব দায়িত্ব-কর্তব্য পালন করে যাচ্ছে।
বেলার পরিবারে শুধু ওর মা জানতো সবকিছু। তিনি প্রথমে শাইনির বাড়িতে ওকে রাখতে রাজি ছিলেন না। কিন্তু সবকিছু শোনার পর সীমা বেগম নিজের মনের বিরুদ্ধে গিয়ে মেয়ের কাজে সমর্থন দিয়েছেন। হাজার হোক, শাইনি এখনো বেলার স্বামী এবং অসুস্থ। তাঁর পাশে থাকা বেলার কর্তব্য। আর বাড়িতে এই বলে ম্যানেজ করেছেন যে, বেলা শাইনির কাছ থেকে দূরে থাকার জন্য ওর কোনো এক বান্ধবীর বাসায় উঠেছে। নাইমুদ্দীন সাহেবের খটকা লাগলেও বিষয়টা আর খতিয়ে দেখলেন না। মেয়ে যেখানেই থাকুক, ভালো থাকুক। ওই কুলাঙ্গারের কাছে কোনোভাবেই মেয়েকে গছিয়ে দেবে না। এবার আর কোনো ছাড় নেই, সোজা আইনী সহায়তার দ্বারস্থ হবেন তিনি।
এভাবেই পেরিয়ে যায় একটি মাস। শাইনির নিয়মিত ট্রিটমেন্ট চলছে। তবে ভালো-মন্দ কিছুই সে কাউকে বলে না। আলম সাহেবও বেলাকে কিছু জানায় না। জানতে চাইলে এড়িয়ে যায়। এভাবেই দিনগুলো কাটছে। বেলার অবশ্য শাইনির জন্য খুব চিন্তা হয়। তবে কোনোটাই সে প্রকাশ করে না।
রৌদ্রকরোজ্জ্বল দুপুর। শ্রাবণ মাস শেষ হয়েছে সপ্তাহ তিনেক আগে। এখন নীল আকাশ তার নীল রঙের মেঘবালিকাদের পসরা সাজিয়ে মেলা বসিয়েছে দূর দিগন্তে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বেলার চোখ ঝাপসা হয়ে আসে। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে, কিছুই ভালো লাগছিল না। ঘরের ভেতর থাকতে থাকতে ওর দম বন্ধ হয়ে যাচ্ছিলো। গতকাল রাতে শাইনির শরীর বেশ খারাপ হয়ে যায়৷ রক্তবমি করেছে কয়েকবার। মাথা ঘুরা, দুর্বলতা তো ছিলোই। নিজের হাতে সবকিছু পরিষ্কার করেছে বেলা। ওর একটু ঘেন্না লাগেনি, অথচ কাজ করতে গিয়ে আঙুল কেটে যখন রক্ত চলে আসতো, তখন চিৎকার করে সারাবাড়িতে হুলস্থুল কান্ড বাঁধিয়ে বসতো। একদম সহ্য করতে পারতো না টকটকে লাল বর্ণের সেই রক্ত। নিয়তির পরিহাসে আজ নিজ হাতে, নিজের স্বামীর রক্তাক্ত বমি পরিষ্কার করেছে৷ তাতে ঘেন্না না লেগে ওর খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, চোখে জল এসে জমা হয়েছে। লোকটার শরীরের প্রতিটি জায়গায় র্যাশ হয়ে ফুলে ফুলে গেছে। ফর্সা শরীরটা তখন লালচে হয়ে যায়। শাইনির কষ্টে বেলার তখন বুক কেঁপে উঠে। খাওয়ার সময় নিজের হাতে খাইয়ে দেয়, কাপড়চোপড় ধুয়ে গুছিয়ে রাখে, হসপিটালের যাওয়ার দিনতারিখ মনে রাখে, নিয়মিত ঔষধ সেবন করায়। তাতে ওর বিন্দুমাত্র আক্ষেপ নেয়। চাওয়া একটাই, লোকটা যাতে সুস্থ হয়ে যায়। এই অনুভূতিটুকুকে বেলা মূল্যহীন ভাবতো। ভাবতো, একজন অসুস্থ মানুষের জন্য এটুকু করা মোটেও অন্য কোনো অনুভূতির নাম বহন করতে পারেনা। কিন্তু কাল রাতের পর, বেলা বুঝতে পারছে শাইনির জন্য জমানো সব অনুভূতি মোটেও মূল্যহীন নয়। সেগুলো খুব কঠিন অনুভূতি। সেই কঠিন অনুভূতির নাম ‘ভালোবাসা’। বেলার মতে, ভালোবাসা নামক অনুভূতি এক ধরনের অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো যাওয়া যায় না, সহ্য করে নিতে হয়। নয়তো নিজেকেই সেই অত্যাচারে পুড়ে পুড়ে মরতে হয়। এই অত্যাচার পৃথিবীর সবচেয়ে ভয়ংকর অত্যাচার।
বেলা শাইনিদের বাসার ছাদের দোলনাটায় একা বসে আছে। রাতের অসুস্থতার পর শাইনিকে ডাক্তার মাহমুদুল হাসান এসে দেখে গেছেন বাড়িতে। ও এখন ঘরে ঘুমাচ্ছে। বেলা সেই সুযোগে ছাদে উঠে এসেছে। নিজেকে কিছুক্ষণ সময় দিতে, ভাবনাগুলোর উত্তর বের করার জন্য। মনটাকে শান্ত করার জন্য। এমন সময় আলম সাহেব এসে ওর পাশে বসেন। বেলা ভাবনার গভীরতা থেকে বাস্তবে ফিরে আসে। আলম সাহেবের চোখের কোণে জমাকৃত পানি আর বিধবস্ত চেহারা দেখে কষ্ট হয় ওর। অথচ বেলার মনে পড়ে গতকাল রাতে শাইনি যখন অসুস্থ হয়ে যায়, তখ একবারের জন্য নাজনীন বেগম ওকে দেখতে আসেন। হালকা সেবাযত্ন করেন ঠিকই, তবে একজন মায়ের যেমন বিচলিত হওয়ার কথা বা কষ্ট পাওয়ার কথা সেসবের ছিঁটেফোঁটাও তাঁর মধ্যে ছিল না। যেন নেহাৎই তাঁর সংসারে শাইনি নামক ছেলেটা পড়ে আছে। সে তাঁর আপন কেউ নয়! বেলা ভাবছে প্রশ্নটা করবে কি-না আলম সাহেবকে। ওর ভীষণ কৌতূহল হচ্ছে। শেষমেশ ঠিক করলো জিজ্ঞেস করবে, তাতে যা-ই হোক না কেন!
বেলা নিচু কন্ঠে বলল, ‘আঙ্কেল একটা কথা ছিল!’
-বলে ফেলো মা।
বেলা ইতস্তত করে বলেই ফেললো, ‘কিছু মনে করবেন না আঙ্কেল, বলতে চাইছিলাম যে আন্টি এত স্বাভাবিক কেন ওনার বিষয়ে? ওনি কী কোনো বিষয় নিয়ে চিন্তিত নাকি অন্য কোনো প্রবলেম আছে?’
আলম সাহেব গম্ভীর মুখে তিক্ত গলায় যা বললেন তা বেলার ভাবনার বাইরে ছিলো।
-শাইনি আসলে নাজনীনের পুত্র নয়।
বেলা যেন ঝটকা খেলো একটা। একটু জোরেই সে জিজ্ঞেস করলো, ‘মানে? আন্টি ওনার মা নন?’
-না।
-তাহলে?
-শাইনি নাজনীনের সৎপুত্র। কিন্তু এটা শাইনি আজ অবধি জানতে পারেনি, আমরা বলিনি। নাজনীন বেশ কয়েক বার চেষ্টা করেছিল, কিন্তু আমার কারণে পারেনি। এজন্যই আমার ছেলের প্রতি ওর আচরণ ভালো ছিলনা।
বেলা অবাক হলো। শাইনি নাজনীনকেই নিজের মা জানে। তার যে নিজের একটা মা ছিল সেটা ও জানেইনা। এতগুলো বছরে একবারও জানায়নি কেউ ওকে এই কথাটা? অদ্ভুত!
আলম সাহেব যে পুরোনো দিনের স্মৃতির খোঁজ দিতে লাগলেন বেলাকে। তাঁর কন্ঠস্বর কাঁপছে।
-শাইনির মা’ শাহানাকে বিয়ে করেছিলাম পরিবারের কথায়। খুব সুন্দরী ছিল সে। রুপে-গুণে অনন্যা যাকে বলে। শাইনির জন্মের কয়েক মাসের মাথায় ওর এক কঠিন অসুখ দেখা দেয়৷ গ্রামের ডাক্তাররা কিছুতেই সেটা ধরতে পারছিলেন না। কথায় আছে, মানুষের মৃত্যু যত ঘনিয়ে আসতে থাকে, মানুষ ততই মৃত্যুকে উপলব্ধি করতে পারে। আমি ওকে ঢাকায় সবচেয়ে বড় হসপিটালে নিয়ে আসি, চিকিৎসা করাই এবং জানতে পারি ওর ক্যান্সার। যেনতেন নয়, লিউকেমিয়া। শাহানা একথা জানতে পেরে খুব ভেঙ্গে পড়ে৷ শাইনির মুখের দিকে তাকিয়ে ও আমাকে আরেকটা বিয়ে করার জন্য জোর করে। আমি রাজি ছিলাম না, কিন্তু ওর জোরাজুরিতে বাধ্য হয়েই আমি নাজনীনকে বিয়ে করি। শাইনি তখন দেড় বছরের শিশু৷ আমাদের বিয়ের কিছুদিন পরেই শাইনির মা মারা যায়। আমি তখন শাইনিকে নাজনীনের হাতে তুলে দিয়ে বলি কখনো যাতে মায়ের অভাব বুঝতে না দেয়৷ ওর যে মা নেই সেটা যেন না বুঝে।’
বেলা জিজ্ঞেস করলো, ‘তারপর?’
আলম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘তারপর! আমি শাহানার মৃত্যুর পর একেবারে ঢাকায় স্যাটেল হয়ে পড়ি। আর নাজনীন ঠিকই শাইনিকে দেখাশোনা করতো তবে তেমনভাবে নয়। গা-ছাড়া ভাবে। সে বিরক্ত হতো। অথচ শাইনি এই নাজনীনেরই ন্যাওটা ছিল। সারাক্ষণ মা মা করতো। নাজনীন তা পছন্দ করতোনা। তবে মুখ ফুটে কিছু না বললেও কাজে তা দেখিয়ে দিতো। সে শাইনিকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতো। মনে মনে চাইতো আমার ছেলেটা যাতে খারাপ পাল্লায় পড়ে নষ্ট হয়ে যায়। আর আমি ওকে বাড়ি থেকে বের করে দিই। আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলো। নাজনীন হিংসা করে ওকে এসব থেকে দূরে পাঠিয়ে দেয়। এক্সামে টিকে গেলেও পরবর্তীতে খারাপ বন্ধুবান্ধবদের পাল্লায় ঠেলে দেয়। আমি কখনো ভাবতেই পারিনি মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে নাজনীন কীভাবে এসব করতে পারে! অথচ শাইনি নিজের আপন মায়ের চেয়েও বেশি আপন ভাবতো ওকে। ইভেন এখনো ভাবে।’
-কিন্তু আমাকে যে বললেন, ছেলেকে খুব ভালোবাসেন?
-ওসব লোক দেখানো। আমিও আগে তাই ভাবতাম কিন্তু সময়ের সাথে বুঝতে পারি ওর জন্যই আমার ছেলে আজ এমন।
-আপনি কিছু বলেননি?
-বলেছি। তাতে ওর কোনো যায় আসেনা। সবার সামনে ভালো মানুষীর নাটক করে। আমি যে শাইনিকে ভালোবাসি, ওর সব আবদার পূরণ করি এটা ওর মোটেও পছন্দ না। আমি ভাবতেই পারিনা নাজনীন এমন কেন? ওর সব চাহিদা আমি পূরণ করি। আসলে পর কখনো আপন হয়-ই না। সবাই স্বার্থপর আর লোভী!
বেলা বলল, ‘ওনি হয়তো চান-না আমি আপনাদের পরিবারে বউ হয়ে থাকি। ওনার গা-ছাড়া কথাবার্তা আমি সেদিন ঠিক বুঝতে পারিনি। প্রথমে বললেন আমি যাতে ওনার ছেলের জন্য স্যাক্রিফাইস না করি, পরে আবার বললেন যাতে সময় নিয়ে ভাবি আর ডিভোর্স না করি৷ মানে ইনডিরেক্টলি ওনি এটাই বুঝাতে চান যাতে আমি এই বিয়েটা ভেঙে দিই। কিন্তু কেন বুঝতে পারছিনা।’
আলম সাহেব অবাক হয়ে বললেন, ‘ও তোমাকে এসব বলেছে?’
বেলা মাথা নাড়ালো।
-জি। প্রায়ই বলে।
আলম সাহেব শ্লেষের হাসি হাসলেন। পরক্ষণেই রাগী স্বরে বললেন, ‘ও আসলে নিশার সাথে শাইনির বিয়ে দিতে চেয়েছিল। যাতে করে সম্পত্তি হাতাতে পারে।’
বেলা অবাক হয়ে বলল, ‘ওনি তো ওদের সম্পর্কের বিষয়ে জানতোনা৷ তাহলে?’
-জানতো প্রথম থেকেই। লুকিয়েছে সবার কাছ থেকে।
-ওনার নিজেরও তো সন্তান আছে আঙ্কেল। শিলা তো ওনারই মেয়ে তাইনা? নাকি না?
আলম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘হুম। শিলা ওর আর আমার মেয়ে। নাজনীন চায় আমি আমার সব সম্পত্তি শুধু শিলার নামে করে দিই।’
-সে তো আপনার মেয়েই!
-হুম। কিন্তু শাইনি ও তো আমারই ছেলে।
-একটা ভালো পরিবার পেলে হয়তো তিনি এমন হতেন না।
বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে। বলল, ‘আপনি ওনাকে শাসন করেননি?’
-মা মরা ছেলে। কখনো শাসন করতে পারিনি। তবে বুঝিয়েছি অনেক। অফিসের কাজে সময় দিতে গিয়ে, চারদিক সামলাতে গিয়ে আমি ছেলেটাকে ঠিকঠাক শাসন করতে পারিনি। তবে মনের দিক থেকে অনেক বেটার সে৷ অথচ দেখো, সে-ও মায়ের পথে পথযাত্রী হতে চলেছে। একই রোগ ওর শরীরে বাসা বেঁধেছে। আমি কী করবো বুঝতে পারছিনা।
আলম সাহেব মাথা নাড়ালেন। তার চোখ ভেজা। গলা ভারী। বেলার গলা ধরে আসছে। ঘরে যাওয়া প্রয়োজন। সে এবার জিজ্ঞেস করলো, ‘আর কিছু বলবেন আঙ্কেল?’
-হ্যাঁ।
-কী?
-একটা অনুরোধ।
-কীসের অনুরোধ?
-আমার ছেলেটার পাশে থেকো। খুব পছন্দ করে তোমায়! খুব ভালোবাসে।
বেলা ঢোক গিলে বলল, ‘কিন্তু আমি পছন্দ করিনা। ওনার ব্যবহার আমার মাথায় রক্ত ওঠিয়ে দেয়। কিডন্যাপের মতো জঘন্য কাজ করেছেন ওনি।’
-প্লিজ। আমার ছেলেটা অসুস্থ। তুমি পাশে থাকলে কিন্তু ভরসা পাবে।
বেলা বলল, ‘প্লিজ আংকেল, এভাবে অনুরোধ করবেন না, কথা দিতে পারছি না আমি! এখন মানবিকতার খাতিরে আছি, কিন্তু বাবা জানতে পারলে এক মুহূর্ত আমাকে থাকতে দিবে না।
আলম সাহেব নির্লিপ্ত কণ্ঠে বললেন, ‘তোমার পরিবার মানুক আর না মানুক, এখনো তুমি শাইনির স্ত্রী।’
বেলা চমকে উঠলো। কথাটা বাস্তব সত্য।
মাথা নিচু করে বেলা বলল, ‘বাবা আবার ব্যবস্থা করছেন!’
-ততদিন পর্যন্ত একটু সময় দাও। মানছি আমার ছেলে ভালো নয়!
-চেষ্টা করবো।
বেলা ছাদ থেকে নেমে এলো। ওর পা কাঁপছে। দ্রুত পায়ে শাইনির ঘরে এগিয়ে গেলো সে। লোকটাকে ভালোবাসে সে! দরজা ঠেলে ভেতরে ঢুকে শাইনির শিয়রে বসলো সে৷ শাইনি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। বেলা জিজ্ঞেস করলো, ‘কিছু প্রয়োজন?’
-হুম।
বেলা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, ‘কী?’
-ভালোবাসা।
-মানে?
-ভালোবাসা প্রয়োজন।
বেলা লজ্জা দূরে ঠেলে বলল, ‘আপনি অন্য কাউকে ভালোবাসুন, আর আমাকে আপনি ভুলে যান।’
শাইনি অসুস্থ কন্ঠে বলল, ‘চাইলেই সবাইকে ভালােবাসা যায় না! আর যাকে ভালােবাসা যায় তাকে ভুলে থাকা যায় না।’
বেলা বলল, ‘মন থেকে ভালোবাসলে সবই সম্ভব। আবার হয়তো অন্য কোনো সুন্দরীকে দেখলে তাঁকেও পটিয়ে বিয়ে করে ফেলবেন। হুহ!’
শাইনি মুচকি হাসলো। নম্র কন্ঠে বলল, ‘অন্যদের মতাে আমি অভিনয় করতে পারিনা, কিন্তুু যতটুকু ভালোবেসেছি সবটাই মন থেকে। অন্য কাউকে পাইনি বলে যে তােমাকে ভালােবাসি এমনটা নয়। তোমাকে ভালােবাসি বলেই অন্যকাউকে পেতে চাই না। ভালোবাসি লজ্জাবতী লাজুকলতাকে।’
বেলা চোখ বন্ধ করে বলল, ‘ভালোবাসি। খুব ভালোবাসি।’
চলবে…ইনশাআল্লাহ!