সত্যি ভালোবাসো,part_23 সারপ্রাইজ
writer Fatema Khan
চোখের উপর থেকে কাপড় সরিয়ে নিতেই দেখি চারপাশ অন্ধকার হয়ে আছে।আরিশকে ডাকছি কিন্তু আরিশের কোনো সারাশব্দ নেই।হঠাৎ আমার চারদিকে আলো জ্বলে উঠলো।হুট করে চারপাশ আলোকিত হওয়ায় চোখ বুজে ফেললাম আমি।আস্তে আস্তে চোখ খুলে তো আমার চোখ ছানাবড়া, যেনো চোখ কোটর থেকে বেড়িয়ে পরবে।এতো সুন্দর করে সাজানো।চারদিকে গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে,লাভ শেপের বেলুন দিয়ে সাজানো আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও গোলাপের পাপরি দিয়ে সাজানো আমি মাঝ বরাবর।সামনে তাকিয়ে দেখি আরিশ এক হাটুর উপর ভর করে বসে আছে হাতে তার একটা লাল গোলাপ।আমি তো পুরাই অবাক,বিয়ের এতোদিন পর আরিশ আমার জন্য এগুলো করছে।যা সবসময় আমি চাইতাম।
আরিশঃতোমাকে সেদিন থেকে ভালোবাসি যেদিন থেকে ভালোবাসা কি বুঝতে শিখেছি।কিন্তু বলতে পারি নি বয়সে আমার থেকে অনেক ছোট তুমি।কিন্তু ফাইনালি তুমি আমার হলে।সেটা যেভাবেই হোক না কেনো।নিজের ফিলিংস প্রকাশ করতে পারি না আমি।তুমি আমার জীবনের সেই গোলাপ যার সুবাসে আমি প্রতিদিন তোমার প্রেমে পরি।তোমাকে হারানোর ভয়ও ছিলো মনে।কিন্তু তুমি আমার পাশে ছিলে সবসময়।স্ত্রীর সুখ তোমায় দেইনি আমি নিজেকে সবসময় তোমার থেকে দূরে রেখেছি তোমাকে কষ্ট দিয়েছি শুধু আজকের দিনের জন্য।খুব ভালোবাসি তোমায় তুমিও কি আমায় #সত্যি_ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে এই ফুলটি গ্রহণ করো।
তাহিয়াঃতোমাকে অনেক ভালোবাসি আমি।(গোলাপটি আরিশের হাত থেকে নিয়ে)
আরিশ তার পকেট থেকে ছোট একটি বক্স বের করলো,বক্সটি থেকে একটি ডায়মন্ডের আংটি নিয়ে আমার সামনে ধরলো আর বললো-
আরিশঃতোমাকে আজ আমি আমার করে নিতে চাই।হবে কি আমার?
তাহিয়াঃআমি তো তোমারই।(নিজের হাত বাড়িয়ে দিয়ে)
“আরিশ আমাকে আংটি পড়িয়ে দিলো।তারপর উঠে দাড়ালো।”
আরিশঃএকি তুমি কান্না করছো কেনো?(আমার চোখের পানি মুছে দিয়ে)
তাহিয়াঃআমি তো খুশিতে কান্না করছি।এতো ভালোবাসো কিভাবে আমাকেও একটু শিখিয়ে দিও।
আরিশ হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরলো।আর বললো চলো ওইদিকে যাই।তারপর আমার হাত ধরে একটা নৌকার সামবে দাড় করালো।নৌকাটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো।আমি তো একটার পর একটা ঝাটকা খাচ্ছি।সে আমার হাত ধরে নৌকায় উঠালো।আমি আর আরিশ নৌকার একপাশে বসেছি অন্যদিকে মাঝি।আরিশ আমায় পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে রেখেছে।আর গান গাইছেন।
_________________________________
তাহসিন আর জারা পাশাপাশি হাত ধরে হাটছে।তাহসিন বারবার হাত ছেড়ে দিচ্ছিলো,কিন্তু জারা বারবার হাত ধরছিলো তাই এখন আর মানা করছে না।অনেকদূর যাওয়ার পর একটা আইসক্রিমের গাড়ি দেখে জারা তাহসিনের হাত আরও চেপে ধরে বলতে লাগলো আমি আইসক্রিম খাবো।তাহসিন তাতে বিরক্ত হলো না বরং হাসলো।
তাহসিনঃচলেন।(মেয়েটা পুরো বাচ্চাদের মত করে।)
(তাহসিন জারাকে আইসক্রিম নিতে বললো।জারা ৩টি আইসক্রিম নিলো।আর খাওয়া শুরু করলো।খাওয়ার সময় তার পুরো মুখে লাগিয়ে ফেলছে।তাহসিন নিজের অজান্তেই জারার ঠোঁটে থাকা আইসক্রিম হাত দিয়ে মুছে দিলো।তারপর একটা টিস্যু দিয়ে পুরো মুখ ভালো করে পরিষ্কার করে দিলো।জারা লজ্জায় দূরে সরে এলো।তাহসিন বুঝতে পেরে ভাবলো সে করছিলো কি,তার ঠোঁটের কোণে হাসি বজায় রেখে জারার দিকে এগিয়ে গেলো।)
তাহসিনঃবাসায় যাবেন না,চলুন আপনাকে দিয়ে আসি।
জারাঃ হুম চলুন।
তারপর আবার হাটা শুরু করলো দুইজনে তবে এবার জারা হাত ধরে নি কেমন লজ্জা লাগছিলো তার।হটাৎ বৃষ্টি শুরু হলো।তাহসিন জারার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলো।একটা ছাউনির নিচে দুইজন দাঁড়ায়।তাহসিন নিজের চুল ঝাড়তে ঝাড়তে দেখে জারা তার পাশে নেই।জারা দুই হাত মেলে বৃষ্টি উপভোগ করছে।তাহসিন জারার দিকে তাকিয়ে আছে।তার দিকে তাকিয়ে তাহসিন হেসে দিলো আর বললো পুরাই বাচ্চা একটা মেয়ে।জারার জামা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে যার দরুন জারার শরীরের প্রতিটি ভাজ দৃশ্যমান।জারার ওরনাও অনেকটা সরে গেছে বুকের উপর থেকে সেইদিকে জারার কোনো খেয়াল নেই সে তো বৃষ্টিবিলাশ করতে ব্যাস্ত।তাহসিন জারার মেয়েলি দেহের গরনের প্রতিটি ভাজের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে।তাহসিন কিছুক্ষণ পরেই নিজের চোখ নিচে নামিয়ে নেয়।সে জারার দিকে এগিয়ে যায় আর জারার কাছে গিয়ে জারার হাত ধরে বলে বাসায় যেতে হবে দেরি হচ্ছে তো।জারা তার দিকে তাকিয়ে তাহসিনকে জড়িয়ে ধরলো।তাহসিন তাল সামলাতে না পেরে জারাকে নিয়েই হালকা পিছিয়ে যায়,সে জারার চুলে হাত বুলাতে বুলাতে বললো
তাহসিনঃ কি হয়েছে?
জারাঃকিছুনা
তাহসিনঃতাহলে চলুন যাওয়া যাক
জারাঃথাকি না কিছু সময় এভাবে ভালোই তো লাগছে আমার।আপনার ভালো লাগছে না?
তাহসিনঃজ্বর আসবে তো
জারাঃআপনি আছেন তো আসলে আসবে আমার জ্বর। আপনার উষ্ণতায় আমার জ্বর সারিয়ে দিবেন।
তাহসিনঃ……….(জারাকে জড়িয়ে ধরে)
___________________________________
আরিশ আর তাহিয়া নৌকা থেকে নামার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো।আরিশ তাহিয়াকে নিয়ে পাশে থাকা ছোট ঘরটার কাছে দৌড়ে গেলো।ঘরটাতে ঢুকে তাহিয়া আরও অবাক।ঘরটা পুরো গোলাপ রজনীগন্ধা দিয়ে সাজানো।তাহিয়া লজ্জায় এককোনায় চুপ করে বসে আছে।
আরিশঃকি গো বউ এতো লজ্জা পেও না।একটু পর সব লজ্জা যে বিসর্যন দিতে হবে।এর আগেও একবার তোমার কাছে এসেছি তবে তখন হয়তো অনুমতি নেই নি।কিন্তু আজ যে আমার তোমায় ভালোবাসতে তোমার অনুমতি চাই।দিবে কি আমাকে সেই অধিকার।খুব করে ভালোবাসতে চাই তোমাকে।
তাহিয়া আরিশের বুকে মাথা ঠেকিয়ে বলে-
তাহিয়াঃভালোবাসতে চাই তোমাকে।তোমার ভালোবাসায় নিজেকে রাঙাতে চাই।আমাকে নিজের করে নাও।এই জীবনে আমি শুধু তোমার হতে চাই।
চলবে ,,