সর্বনাশিনী,১৭,১৮

0
993

#সর্বনাশিনী,১৭,১৮
#সুরাইয়া সাত্তার ঊর্মি
১৭।

” লুবান? তুমি কি সত্যি মেরেছো এলেক্সকে?”

লুবান ভাবলেশহীন ভাবে দাঁড়িয়ে রইলো। ছোট বাচ্চাটি ঠিক যেন দিলশাদের মতো হয়েছে। খাঁড়া নাক তীক্ষ্ণ দৃষ্টি, চুল, গায়ের রং এমন কি চোখ জোড়াও। একদম গম্ভীর আর ঠান্ডা স্বভাবের। ওর বয়সের বাচ্চারা যেখানে ছুটোছুটি, হৈ-হুল্লোর করে? সেখানে লুবানের চারিদিক যেন একদম স্তব্ধ। ছেলেটি নিজের মাঝেই ঢুবে থাকে। সারা দিন বই আর নানান রকম ডিভাইস নিয়েই তার দিন পার হয় । এই নিয়ে তেরোবার কমপ্লিন এসেছে লুবানের নামে। কিন্তু বরাবরের মতোই স্নেহা হতাশার শ্বাস ছাড়লো। বিড়বিড় করে বলল,

” ছেলেটি আমার, তার বাপকেও ছাড়িয়ে গেছে।”

স্নেহা নিজের সাথে কথা বলতে বলতেই লুবানের প্রিন্সিপাল স্যারের রুম নক করলো,

” মে আয় কামিং?”

প্রিন্সিপাল স্যার আধ বয়সি। স্নেহাকে দেখে খুশিতে গদগদ হলেন ।এই লাল টুকটুকে দেশি মেমকে উনি খুবই পছন্দ করেন। বললেন,

” আরে আসুন আসুন!”

স্নেহাকে এভাবে আপ্যায়নে ব্যস্ত দেখে, পাশেই দাঁড়ানো এলেক্সের মমি তেলে বেগুনে জ্বলে উঠলেন,

” মিঃ স্মীথ। আপনি আজ এর একটা বিহিত করবেনি!”

স্মীথ গলা ঝাড়লেন। স্নেহার পাশেই নির্ভয়ে লুবানকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নিজেই বিষম খেলেন। এতটুকু বাচ্চা , অথচ ওর সিনিয়াররা পর্যন্ত বাচ্চাটিকে ভয় পায়। অথচ এই পাঁচ বছরের বাচ্চাটি সব সময় থাকে গম্ভীর। আর এদিকে মার খেয়ে এলেক্স মায়ের পিছনে লুকিয়ে আছে। যেন কিছু চুরি করেছে। স্নেহা হাসার চেস্টা করে বলল,

” এলেক্স! সান? লুবান হিটস ইউ?”

এলেক্সের মাথা ফেটে গেছে, বেন্ডেজ করা। বোঝাই যাচ্ছে চোট ভালোই পেয়েছে। এলেক্স মাথা ‘হ্যাঁ ‘ বোধক নাড়লো। তারপর আবার লুবানের দিক তাকিয়ে ‘না’ বোধক মাথা নাড়লো। এলেক্সের কান্ডে উপস্থিত সবাই দ্বিধায় পড়ে গেলো। বরাবরই এমন হয়, কোনো বাচ্চাই লুবানের নামে বিচার দিতে সাহস করে না। কিন্তু কেন? তা কেউ বুঝতে পারেনা। স্নেহা নির্ভয় দিলো। আবারো এলেক্সকে জিগ্যেস করতেই, একই উত্তর পেয়ে সকলেই হতাশা হলো। বিরক্ত হলো লুবান নিজেই। এলেক্সের সামনে এসে দাঁড়িয়ে কাটখোট্টা ভাবে বলল,

” এলেক্স? স্যারকে সত্যি কথা বল, আমি কি তোকে মেরেছি?”

লুবানের কথা বাকি সবার কাছে নরমাল শোনালেও, এলেক্স যেন বুঝে গেছে, এরপর কঁপালে শনি আছে। সঙ্গে সঙ্গে মাথা দুলিয়ে বলল,

” সরি স্যার, এলেক্স আমায় মারেনি। আমি মিথ্যে বলেছি।”

এবার চমকানোর পালা যেন মি. স্মীথের। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেড়িয়ে তারা সোজা গাড়িতে উঠে। স্নেহা গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করে লুবানকে,

” লুবান? স্পীক দ্যা ট্রুথ! ”

মায়ের থমথমে মুখের কন্ঠে শুনেও লুবান মুখ খুললো না। স্নেহা এবার রেগে গিয়েই বলল,

” লুবান? আমি কিন্তু খুব ডিসা পয়েন্টেড। তুমি দেখছো এলেক্সের হালটি? মাথা ফেটে গেছে, যদি কিছু হতো তখন?”

লুবান এবার মুখ খুললো,

” বেশ করেছি মেরেছি!”

“লুবান?”

স্নেহা থমকে গেলো যেন। সঙ্গে সঙ্গে ব্রেক কসলো। লুবানের দিকে তাকাতেই, দেখতে পেলো, বাচ্চাটি কাঁদছে। স্নেহা মাথা হাত বুলিয়ে দিতেই লুবান মিনমিন করে বলল,

” যারা আমাকে বলবে, আমি পাপা ছাড়া সন্তান, আমার পাপা নেই, আমার পাপা আমাকে ভালোবাসে না, তাদের সবাইকে মারবো আমি।”

স্নেহার বুকে মোচড় দিয়ে উঠে। ছেলেটি ঠোঁট ভেঙ্গে কাঁদছে। স্নেহা বুকের সাথে জড়িয়ে নেয়। জানতো ভবিষ্যতে এমন প্রশ্নের সম্মুখীন সে হবে। কিন্তু এত জলদি? তা ভাবা ছিলো না। স্নেহা লুবানকে আদুরে কন্ঠে বলল,

“, লুবান, ডোন্ট ক্রাই। তোমার পাপা তোমাকে অনেক ভালোবাসে, অনেক!

লুবান আকুতি ভরা দৃষ্টিতে তাকায় বলে,

” কবে আসবে মমি?”

স্নেহা এর উত্তর দিতেনপারে না। বুকের ভিতর শুধু শক্ত করে ছেলেকে জড়িয়ে রাখে। ভেবে পায় না স্নেহা, কখনো সত্যি দিলশাদ যদি বুঝতে পারে তার একটি সন্তান আছে? তাহলে? তাহলে কি হবে? কেড়ে নিবে নাতো, লুবানকে? নাহ্। স্নেহা লুবানকে এভাবেই বুকের ভিতর লুকিয়ে রাখবে। স্নেহার জীবনের এক মাত্র বাঁচার পন্থা এই ছেলেটিই তো!

—————

বাংলাদেশ সময়ে ঘড়ির কাঁটা ১২ টা ছুঁই ছুঁই। একটি ছোট পুতুল যেন আরেকটি পুতুল নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বসে আছে ডিভানে। বড় বড় চুলে তার পোনিটেল করা। গায়ের রঙের সাথে গোলাপি জামাটা অদ্ভুত ভাবে মানিয়ে গেছে। বড় বড় চোখ দিয়ে বার বার ঘড়ি আর দরজায় নজর দিচ্ছে। তার পাশেই বসা বেবি সিটার হাই তুলছে এই মুহুর্তে তিনবার। কিন্তু বাচ্চা মেয়েটি তার পাপাকে না দেখে নাকি কিছুতেই ঘুমাবে না।

” লিলিয়ান কাম বেবি?”

দিলশাদ তার পাঁচ বছরের ছোট মেয়েটিকে কাছে ডাকলো। এতক্ষণে বাবাকে পেয়ে বাচ্চা মেয়েটি লাফিয়ে উঠে কাছে চলে গেলো। আবারো মুখ গুমরো করে নিলো। বলল,

” পাপা আই মিস ইউ!”

দিলশাদ হাসলো। বলল,

” এই সেন্টেন্সটি কে শিখালো?”

লিলিয়ান গর্বের সাথে নিজের ছোট ছোট হাত গুলো বাবার গালে স্পর্শে করে বলল,

” আমি, আমিতো টিভিতে দেখেছি। সেখানে একটি বাচ্চা ছেলে তার পাপা আর মমিকে বলছে এইটা!”

পরক্ষণেই আবার মন খারাপ করে মিনমিন করে বলল,,

” আমার তো মমি নেই, তাই শুধু পাপাকে বলেছি!”

দিলশাদের হাসি মুখে, মেদুর ছায়া। বাচ্চা মেয়েটির বড্ড মায়ের অভাব তা বুঝতে পেরেও কিছু করার নেই দিলশাদের। যাকে তাকে তো আর তার মা বানিয়েনদিতে পারে না? দিলশাদ লিলিয়ানের গালে চুমু এঁকে দিলো। ঠোঁটের কোনে হাসি আবারো জোর পূর্বক টেনে বলল,

” পাপা অলওয়েজ মিস ইউ লিলি।”

লিলিয়ান এবার বাবার দিকে তাকালো । বারবি ডলের মতো চোখ জোড়া লাল হয়ে গেছে মেয়েটির। ঠোঁট ভেঙ্গে কাঁদতে কাঁদতে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,

” পাপা, মমি আমাকে মিস করে না, তাই না? তাই তো সে আসে না সবার মমির মতো!”

দিলশাদ এর উত্তর কি দিবে ভেবে পেলো না। মেয়ের কান্না থামাবার জন্য চেষ্টা করতে লাগলো শুধু। জানালার বাহিরের চোখ মেলে রাতের আকাশের দিকে। তারপর? বুক চিঁড়ে দীর্ঘ শ্বাস বেড়িয়ে এলো দিলশাদের……।

———–

সময় পরিবর্তন হতে থাকলো দুটি মানুষের দিলশাদ তার লিলিয়ান আর স্নেহা তার লুবানকে নিয়ে সুখে দিন কাঁটালেও, এদের জীবন গুলো আজো অসম্পূর্ণ রয়েই গেছে। এদের কি আবার ভাগ্য একসাথে করবে? এটাই যে দেখার পালা এবার। স্নেহা বেলকনিতে দাঁড়িয়ে আছে। লুবান ঘুমিয়ে। ঘুমের মাঝে তার পাপা চাই। স্নেহার এই পাঁচটি বছর কিভাবে পাড় করেছে স্নেহা নিজেই জানে। ওর পাশে যদি শেখ পরিবার না থাকতো? এই সিচুয়েশনে ভেঙে পড়তো স্নেহা। অন্য দিকে দিলশাদ-ও ধোঁয়া উঠা কফি নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে। আকাশের মাঝে আজ চাঁদ নেই। আঁধার। টিমটিম করা তারার আলো-ও দূর করতে পারছেনা যেন এই আঁধার। ঠিক যেন দিলশাদের বুকের ভিতরটার মতো। হয়তো এই আঁধারেই সে হারিয়ে যেত। যদি তার কাছে লিলিয়ান না থাকতো। হ্যাঁ লিলিয়ান, স্নেহার অংশ। বাচ্চা মেয়েটি একেবারে তার মায়ের মতো হয়েছে। স্নেহার মতো। ছোট বেলায় স্নেহা দেখতে ঠিক যেন এমনি ছিলো। দিলশাদ পিছনে ফিরে নিজের মেয়েকে একবার দেখে নিলো। মেয়েটির তার মমি চায়, কিন্তু দিলাদ তা কিভাবে দিবে? সে নিজেও তো চায় স্নেহাকে, আবার আসুক তার জীবন, যে ভুল গুলো করেছিলো? সব দূর করে নতুন করে বাঁচতে চায় দিলশাদ। দিলশাদ খোলা আকাশের দিকে তাকালো। বলল,

” স্নেহা প্লিজ কাম ব্যাক! প্লিজ?”

দিলশাদের কন্ঠ ধরে এলো যেন। এদিকে মাঝ রাতেই স্নেহার ফোনে ফোন এলো। ফোন তুলতেই তারুনের কন্ঠ ভেসে এলো,

” ভাই?”

তারুন বলল,

” স্নেহা? মা হঠাৎ করেই অনেক অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে আছে। আর তার দ্বিতীয় মেয়েকে দেখতে চায়ছে।”

স্নেহা বিচলিত হয়ে উঠলো,

” ভাই, কিভাবে কি হলো? এখন কেমন আছে?”

ওপাশ থেকে শুধু একটি বাক্য ভেসে আসলো,

” ভালো নেই, আই টিকেট কেটে দিয়েছি, জলদি এসো!”

ফোন কেঁটে গেলো। যেই মানুষ গুলোকে ছেড়ে চলে এসেছে, তাদের সাথে আবারো দেখা হবে। আচ্ছা দিলশাদ কেমন আছে? সে কি ভুলে গেছে তাকে? খবরে দেখেছিলো তার নাকি একটি বাচ্চা আছে। তাহলে হয়তো সে বিয়েও করেছে। স্নেহাকে কি তাহলে দিলশাদ সত্যি ভুলে গেছে!!!

চলবে,

#সর্বনাশিনী
#সুরাইয়া_সাত্তার_ঊর্মি
#পর্ব-১৮

ঢাকা শহরের মাটিতে পা দিতেই হুড়মুড় করে বৃষ্টি নেমে স্বাগতম জানালো স্নেহাকে। পাশেই তার ছোট লুবান। মাকে এভাবে বৃষ্টির পানি হাত-পা নাড়িয়ে উপভোগ করতে গেছে নাক ছিটকালো। খানিকটা বিরক্তি হয়ে মাকে তার গম্ভীর কন্ঠে বলল,

” মমি পানি দিয়ে খেলছো কেন? তুমি কি বাচ্চা? ঠান্ডা লেগে যাবে তোমার, স্টপ প্লিজ!”

স্নেহা ফিক করে হেসে দিলো। ছেলের সামনে হাটু গেড়ে বসে গাল টেনে বলল,

” এইটা আমার জম্মভূমি লুবান, আর এখানে পা রাখতেই প্রকৃতি আমাকে কিভাবে স্বাগতম জানালো দেখছো? ”

লুবান মায়ের কথা বুঝলো না। কঁপাল কুচকে রইলো শুধু। এর পর তার একটি ট্যাক্সি ডেকে উঠে পড়লো। যেতে লাগলো নিজ গন্তব্যে। যাওয়ার পথেই একটি বড় আলিশান বাগকন বাড়ি দেখে লুবান চেচালো,

” মমি দেখো, কত সুন্দর বাড়ি। বড় হয়ে আমি কাজ করে তোমাকে ঠিক এমন একটি বাড়ি গিফট করবো। ”

স্নেহা তাকালো। চোখে মুখে মেদুর ছায়া। একবার ইচ্ছে করলো লুবানকে বলতে,

” লুবান, এটি তোমার পিতার বাড়ি!”

স্নেহা দীর্ঘনিঃশ্বাস ছাড়লো। নাহ্! স্নেহা বলবে না। দিলশাদ যদি কেড়ে নেয় তাকে? স্নেহা তো সব সম্পর্ক ছিন্ন করেই পাড়ি জমিয়েছিলো অন্য শহরে, অন্য দেশে, অন্য পরিবেশে। স্নেহা অতীতের পাতায় ঢুবে গেলো। ঠিক সেই মুহূর্তে বুদবুদ আর ফটফট শব্দ করেই গাড়িটি থেমে গেলো আমরিন ভিলার পাশেই। স্নেহা হতাশার শ্বাস ছাড়লো,

” এখানেই থামতে হলো?”

লুবান খুশি হলো। ধৈই ধৈই করে নেচে উঠে বেড়িয়ে গেলো গাড়ি থেকে। স্নেহা পুরাই স্তম্ভিত। কিছু বুঝার আগেই তার বাচ্চা ছেলেটি একে বারে গাড়ি থেকে বেড়িয়ে ছুটে গেলো আমরিন ভিলার সামনেই। স্নেহা কিছুতেই বুঝতে পারছে না তার এই পুচকে ছেলেটি গম্ভীররূপ কোথায় হাড়িয়ে গেলো?

সময়টা সকাল। চারিদিকে সোনালী আলোয় ঝলমল করছে। সূর্যের কিরণ এসে ভিলায় পড়তেই তা ঝিলিক দিয়ে উঠছে। সামনেই বড় ঝর্ণা থেকে পানির ফোয়ারা ছিটকে পড়ছে।দু’পাশের বাগানে শত শত ফুল। ঠিক তার উল্টো পাশেই ছোট একটি প্লে গ্রাউন্ড বানানো। ছোট লুবানের স্বপ্ন এমন একটি বাড়ি হবে, তার পাপা-মমির সাথে থাকবে এমন একটি বাড়িতে। লুবান আমরিন ভিলার সামনে দাঁড়িয়ে বলল,

” মমি, কত সুন্দর তাই না!”

স্নেহা চাপা হাসলো। পাশেই একটি সুপার শপ দেখে ছেলে টেনে নিয়ে গেলো সেখানে। বলল,

” চল তোমার নানু আর নানা ভাইয়ার জন্য কিছু কিনে নিয়ে আসি। ”

লুবান মাথা নাড়লো। মায়ের সাথে সাথে চলতে লাগলো। ভিতরে ঢুকেই লুবান বলল,

” মমি আমি একটু ঘুরে দেখছি।”

স্নেহা মাথা নাড়লো,

“ঠিক আছে, তবে বেড় হবে না শপ থেকে।”

“ওক্কে”

লুবান তার ছোট ছোট পায়ে হেঁটে যেতে লাগলো।খেলনার লাইনে এসে থামতেই, তার বয়সি এক বাচ্চা মেয়েকে লাফা- লাফিয়ে করছে, একটি পুতুলকে ধরার চেষ্টা করছে। লুবান অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। তারপর এগিয়ে গিয়ে নিজেই পেরে মেয়েটিকে দিলো। মেয়েটি বাচ্চা পুতুলটি পেয়ে খুব খুশি। এতটাই যে ওকে ঝাপটে ধরে চুমু খেতে লাগলো। তা দেখে লুবান বিরক্তিতে ভ্রু কুচকালো। এবং পিছনে ফিরে যেতেই মেয়েটি চেচিয়ে ডাকলো,

” ভাইয়া, তোমাক ধন্যবাদ। ”

লুবান পিছনে না ফিরেই বলল,

“ওয়েলকাম!”

লুবান চলে যেতে নিয়ে আবারো পিছনে ফিরে চাইলো। মেয়েটির মুখের দিকে তাকিয়ে আবার নিজের মুখের আদলে হাত বুলালো। বিড়বিড় করে বলল,

” মেয়েটির সাথে আমার চেহারার এতো মিল কেন?”

লুবান আবারো পিছনে ফিরতেই মেয়েটিকে আর পেলো না। সে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে হুট করেই কিছু একটার সাথে বেজে নিচে পড়ে যেতে নিতেই কেউ একজন ধরে ফেললো। বলল,

” তুমি ঠিক আছো? এভাবে হাটছো কেন? এখনি ব্যথা পেতে।”

লুবান লোকটির বুকের সাথে জড়িয়ে ছিলো। লুবানের বাচ্চা মনে কেমন যেন একটা অনুভূতি হলো না চাইতেও লোকটিকে শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ ছোট লুবানের চোখের কোনে জল টলমল করতে লাগলো। কাঁদো কাঁদো মুখ করে মিনমিন করে বলল,

“পাপা!”

দিলশাদের কেমন জানি অনুভব হলো। বাচ্চা ছেলেটিকে তার খুব আপন মনে হতে লাগলো। অন্য দিকে, লিলিয়ান দোকানদার লোকের সাথে ঝগড়া করছে,

” আমার এই পুতুল চাই!”

” টাকা দাও নিয়ে যাও!”

” টাকা নেই!”

” তাহলে পুতুল নিতে পারবে না!”

” প্লিজ দেন, টাকা পাপা দিবে!”

” পাপা কই?

” অফিসে!”

” তাহলে পাপার সাথে এসো এখন যাও!”

লিলিয়ান ঠাই দাঁড়িয়ে রইলো। পুতুলটি দোকানদার হাতে নিতেই এক চিৎকার দিলো। দোকানদার হতভম্ব। লিলিয়ান এবার হাউমাউ করে কেঁদে দিলো। স্নেহা পাশেই দাঁড়িয়ে ছিলো। বাচ্চা মেয়েটির চিৎকার শুনে কাছে জিজ্ঞেস করলো,

” কি হয়েছে আম্মু কাঁদছো কেনো?”

মেয়েটি স্নেহাকে দেখে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরে ফেলো। বার বার স্নেহাকে বললতে লাগলো,

” মমি, মমি। ”

স্নেহার মায়া লাগলো। আহারে কত সুন্দর বাচ্চা মেয়েটি যেন একটি পুতুল। স্নেহা মেয়েটিকে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করে বলতে লাগলো,

” কাঁদে না আম্মু কি চাই তোমার বলো?”

লিলি পুতুলটি দেখালো। যা দোকানদারের হাতে। স্নেহা আলতো হেসে বাচ্চা মেয়েটিকে পুতুল কিনে দিলো। লিলি তো মহা খুশি। সে তার পুতুলকে জড়িয়ে ধরে স্নেহাকে বলল,

” থ্যাঙ্ক ইউ মমি, তুমি এত ভালো!”

স্নেহা ভ্যাবাচেকা খেয়ে গেলো। তারপর লিলিকে আদর করে কোলে তুলে বলল,

” তোমার নাম কি বাবু?”

লিলিয়ান পুতুলের সাথে খেলতে খেলতে বলল,

” মমি লিলিয়ানের নাম ভুলে গেছো?”

স্নেহা থমকালো। নামটি শুনে। তার মনে পড়লো স্নেহার বাচ্চা পেটে থাকা কালীন ভেবেছিলো, ছেলে হলে লুবান আর মেয়ে হলে লিলিয়ান নাম রাখবে। কিন্তু তার ছেলে হলো তাই লুবান রেখেছে। তবে ইচ্ছে ছিলো যদি তার মেয়ে হয়, তাহলে সে এই নামটি রাখবে। কিন্তু আফসোস, আর এমন হবার নয়। স্নেহা বলল,

” লিলিয়ান? তোমার নাম কে রেখেছে?”

” পাপা!”

স্নেহা মুচকি হেসে বাবার জিজ্ঞেস করে,

” তুমি এখানে কার সাথে এসেছো?”

” একাই!”

” তোমার বাসা কোথায়?”

লিলিয়ান তার ছোট ছোট আঙ্গুল তুলে স্বচ্ছ কাচের বাহিরে আমরিন ভীলার দিকে। বলল,

” ওটা আমার বাড়ি।”

স্নেহার বুকে ছেদ করে উঠলো। দিলশাদের মেয়ে নাতো? স্নেহা মনের কোনে জাগ্রত হওয়া প্রশ্ন গুলো দমিয়ে রাখতে পারলো না। জিজ্ঞেস কাঁপা কাঁপা কন্ঠে করলো,

” তোমার.. তোমার বাবার নাম কি?”

লিলিয়ানের ঠোঁটে চওড়া হাসি। সে যেই বলতে নিলো তখনি পিছন থেকে একটা গম্ভীর কন্ঠ ভেসে এলো,

” লিলিয়ান?”

স্নেহার পুরো শরীর কেঁপে উঠলো। ঠান্ডা শীতল হাওয়ার স্রোত বয়ে গেল গা জুড়ে। ধীরে ধীরে পিছনে তাকালো স্নেহা। এবার যেন আকাশ ভেঙে পড়লো মাথায়। দিলশাদের সাথে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে লুবান। দিলশাদ কি তাহলে বুঝে গেছে সব? এবার তাহলে স্নেহার কি হবে?? লুবানকে কেড়ে নিয়ে যাবে নাতো দিলশাদ???? স্নেহা কি আবারো নিঃশ্ব হয়ে যাবে? একাকিত্বের গহীন অন্ধকারে মাঝে???

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here