সায়র #পর্ব_০৫ [এক্সট্রা]

0
250

#সায়র
#পর্ব_০৫ [এক্সট্রা]
#আসরিফা_মেহনাজ_চিত্রা

(অনুমতি ছাড়া কপি করা নিষেধ)
———————–

পড়ন্ত বিকেল। শীতের মিষ্টি রোদ গাছের ফাঁক গলিয়ে তিমিরে ঢাকা রাস্তাটিকে আলোকিত করছে। যেখানেই চোখ যায় খালি গাছ আর গাছ। রাস্তার একদম শেষ মাথাটা অন্যান্য দিকগুলোর চেয়ে যেন আরো বেশি আলোকিত। একটু সামনে এগিয়ে যেতেই দেখা গেল খুব বড় একটা জায়গার মধ্যিখান দখল করে সগর্বে দাড়িয়ে আছে একটি বাংলো। কিরণ সামনে অবস্থিত আলিশান বাংলোটা দেখে হা করে তাকিয়ে আছে। ছোট ছোট কংকর বিছানো পথ পেরিয়ে বাড়ির সদর দরজা। দরজাটা কারুকার্যখচিত। পুরো বাড়িটার রং অফ হোয়াইট। বাড়িটার চারপাশে ঘিরে আছে জঙ্গল। একদম নির্জন একটা এলাকা। পেছনে বহমান নদী। তারপর দূরদূরান্ত পর্যন্ত যেখানেই চোখ যায় সেখানেই বড় বড় সবুজ পাহাড়। এই বাড়িতে আসার পথটিও জঙ্গলের মধ্য দিয়ে। এক কিলোমিটারের মধ্যে আরো কোনো বাড়ি আছে কিনা সন্দেহ। কিরণ বিস্মিত দৃষ্টিতে চেয়ে থাকল। এই চমৎকার বাড়িটি উজান কিনেছে? এ যেন স্বপ্নের প্রাসাদ। কিরণের মনে হলো তার যদি উজানের মতো এত টাকা থাকত তাহলে সে উজানের আগেই এই বাড়িটা কিনে ফেলত। একদম তার মনের মতো।

কিরণ কন্ঠে বিস্ময় ঢেলে বলল,

‘মাই গড। এটা তোমার সারপ্রাইজ? উজির পছন্দ যে এতো সুন্দর তা তো আগে জানতাম না!’

জাওভান কিরণকে পেছন থেকে জড়িয়ে ধরল,

‘দেখতে হবে না কার ভাই?’

উজান গাড়ি থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস বের করে বাড়ির দিকে এগিয়ে চলল। তার পিছু পিছু হাঁটছে ইয়ানা। সে মাথা ৩৬০° অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে বাংলোটাকে দেখছে।

জাওভান কিরণের হাত ধরে নিয়ে হেঁটে উজানের পাশে গেল। বলল,

‘আমি কি তোর পর হয়ে গিয়েছি উজি?’

উজান হাঁটতে হাঁটতেই জবাব দেয়, ‘কেন?’

‘তাহলে তুই একা একা বাংলো কিনে ফেললি আমাকে একবারও জানালি না কেন? আমি ভাগ বসাতে আসবো দেখে?’

উজান ঠোঁট মৃদু প্রসারিত করে বলল, ‘এটা একটা সারপ্রাইজ। আমি চেয়েছিলাম সব ঠিক করেই তোকে বাড়িটা দেখাই। আর আমার সবকিছুই তো তোর।’

জাওভান তৃপ্তি ভরা দৃষ্টিতে উজান ও তার বাড়ির দিকে তাকাল। উজানকে দেখে কিরণের মনে হচ্ছে উজানও হাসছে। কিন্তু কি আশ্চর্য! উজানের চেহারায় হাসির ছাপ পর্যন্তও নেই। তবুও… মনে হয় উজান মৃদু হাসছে!

ভেতরে গিয়ে দ্বিগুণ অবাক হয় কিরণ। ভেতরটা বিশাল বড়। ড্রয়িংরুমের প্রতিটা আসবাবে শিল্পের ছোঁয়া। দেয়ালে মস্ত বড় একটা পেইন্টিং। পেইন্টিংটা শত রঙের ছোঁয়া দিয়ে একটা মেয়ের মুখের একপাশ আঁকা, মেয়েটির চোখ যেন চেয়ে থেকে কিছু একটা বলছে, এত জীবন্ত! ড্রয়িং রুমের বামসাইড থেকে প্যাঁচানো সিড়ি উঠে গেছে উপরে। লম্বা করিডোর ধরে সারি সারি রুম কতগুলো।

উজান এই বাড়িটি কিনেছে তার নিজের জন্য। কোলাহলমুক্ত পরিবেশে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায়। চার মাসেই সে বাড়িটির ইনডোর ডিজাইন কমপ্লিট করেছে। এটাতে সে প্রতিদিন এসে পেইন্টিং, ভাস্কর্য তৈরি করবে। বাড়িটি কেনাই হয়েছে তার আর্টের উদ্দেশ্যে। দোতলার নির্দিষ্ট একটি রুমে তার পেইন্টিং ও স্কাল্পচারের সকল সামগ্রী সমগ্র রাখা।

কিরণ আর ইয়ানা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো। করিডোরের প্রথম সারির রুমের দরজাটা খুলল। আর খুলতেই তাদের দুজনের মুখ হা হয়ে গেল। রুমটিতে কোনো আসবাবপত্র নেই। দেয়ালে, ছাদে আর মেঝেতে রঙের প্রলেপ। দেয়ালে আঁকা 3D নৈসর্গিক দৃশ্য। চমৎকার নীলাভ আকাশের নিচে বয়ে চলা নদী, আর পাশে বিভিন্ন ধরনের গাছপালা, কতগুলো ফুল গাছ বাতাসে দোল খাচ্ছে, দুটো খরগোশ উঁকি দিচ্ছে গাছের মাঝখানে। একটি গাছে ফুলে মোড়ানো দোলনা। যেন স্বর্গীয় দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। কিরণের মনে হলো সে আসলেই কোনো প্রকৃতিতে এসেছে। স্নিগ্ধ সতেজ বাতাস নাকে এসে সুড়সুড়ি দিচ্ছে। মেঝেতে ঘাসের মাঝে গোলাপী একধরনের ফুল। যেন সে সত্যিই নরম ঘাসে পা ফেলে আছে। কি সুন্দর! উজানের আর্ট দেখলেই বোঝা যায় তার ভেতরটা কত সুন্দর, চিন্তা ভাবনা কতটা মনোমুগ্ধকর!

পরের রুমটাতে গেল তারা। আর যেতেই দ্বিতীয়বারের চেয়ে বেশি অবাক হলো কিরণ। এখানে সবগুলোই ভাস্কর্য। দুই তিনটি বাচ্চা ছেলে মেয়ে বসে বসে খিলখিল করে হাসছে, তাদের হাতে কালার প্যালেট আর তুলি, একটি মেয়ে দেয়ালে হাতের ছাপ, প্রজাপতি, গাছ, বিভিন্ন কিছু আঁকছে। আর বাকি দুটো ছেলেমেয়ে একে অপরের গায়ে রঙ মাখামাখি করছে। কিরণের মনে হচ্ছে সে বাচ্চাদের হাসি শুনতে পাচ্ছে। সে গিয়ে হাত রাখল, বাচ্চাদেরকেই ছুঁয়ে ছুঁয়ে দেখল। মনে হয় জীবন্ত তিনটি বাচ্চাকে স্ট্যাচু বানিয়ে দেয়া হয়েছে। উজানকে যতটাই গম্ভীর দেখাক না কেন, এই আর্টটি দেখে কিরণ নিশ্চিত উজানের ভেতর বাচ্চা মনটা এখনো জীবিত।

তারপর পরের রুমটিতে গেল। দরজা খোলা মাত্রই দুজনের চিৎকার দিয়ে উঠল সমস্বরে। জাওভান নিচের তলা দেখছিল, দেয়ালে দেয়ালে চোখ জুড়ানো পেইন্টিং। কিরণের চিৎকার শুনতে পেয়েই তার বুকটা ধ্বক করে উঠল।ইয়ানাও চিৎকার করছে। তার মানে কিরণ আর ইয়ানা মারামারি করছে না তো? কিরণ একদম দেখতে পারে না ইয়ানাকে, তার পক্ষে ইয়ানাকে মারা অস্বাভাবিক কিছু না। ইয়ানা কিরণকে বেশি আঘাত করেনি তো? ওর নখ তো রাক্ষুসে।

জাওভান ছুটে গেল দোতলায়। গিয়ে দেখল কিরণ আর ইয়ানা রুমের দরজার সামনে চোখ বড় করে দাঁড়িয়ে আছে, তাদের চোখে ভয়। যাক, মারামারি করছে না তারা। কিন্তু কি দেখে এমন ভয় পেয়ে আছে? জাওভান তাদের পেছনে গিয়ে দাঁড়িয়ে রুমের ভেতরটা দেখতেই তার ভ্রু কুঁচকে এলো। ভেতরটা অন্ধকার জগতের মতো, হরর ফিল্মে যেমনটা থাকে না? তেমন। রুমের একদয সামনাসামনি দেয়ালে দুটো ভয়ানক রক্তিম চোখ আঁকা। যেন প্রচন্ড ক্ষোভ নিয়ে তাকিয়ে আছে। তার পাশের দেয়ালে ঝিরঝির করা টিভি, মেঝেতে ভাঙ্গা গ্লাস, একটা মেয়ে সামনে চুল এনে ঘাড় কাত করে তাকিয়ে আছে, চোখের দৃষ্টি কাতর, ঠোঁটে গা হিম করা হাসি, পরনের জামা রক্তে লাল। তার হাতে রক্ত মাখা মানুষের মাথা। তা দেখেই কিরণের শিরদাঁড়া বেয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। রক্ত হিম হয়ে আসলো তার। হাত পা কাঁপতে লাগল। কি ভয়ংকর দৃশ্য! তার মাঝেই দুটো হাত তার পেঁচিয়ে ধরল, কিরণ গগনবিদারী চিৎকার দিয়ে উঠল, তার চিৎকারে ইয়ানা ভয় পেয়ে লাফিয়ে উঠল।

কিরণ দেখল রক্তাক্ত দুটি হাত তাকে জড়িয়ে ধরে আছে, তার চিৎকার দ্বিগুণ হলো। হাত থেকে ছুটতে চাইল, পারল না। পেশিবহুল হাত দুটো শক্ত করে তার কোমড় জড়িয়ে রাখল।

জাওভান কিরণের কানের কাছে গিয়ে বলল, ‘ভয় পেয়ো না কিরণ। আমি তোমার জাওভান। রিল্যাক্স।’

জাওভান কিরণকে জড়িয়ে ধরেই রুমের সামনে থেকে নিয়ে আসলো। কিরণ কাঁপতে কাঁপতে শরীরের ভর ছেড়ে দিল। জাওভান কিরণকে সামনে ঘুরিয়ে জড়িয়ে ধরল। মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করল। কিরণ শান্ত হয়েও জাওভানকে জড়িয়েই ধরে রাখল। মাথার ভেতরে সেই দৃশ্য ঘুরপাক খাচ্ছে।

জাওভান তার পাশের রুমের দরজাটা খুলে কিরণকে দেখতে বলল। কিরণ ভয়ে ভয়ে তাকাল, না জানি আবার ভয়ংকর কোনো দৃশ্য আছে! কিন্তু চোখ খুলে দেখল বাম পাশের দেয়ালে আঁকা চেরি ব্লসম ট্রি। গাছের নিচে একটি মেয়ে রাঙা মুখ নিয়ে মাথা নিচু করে আছে। পরনে সাদা রঙের গাউন। হাত দুটো দিয়ে গাউন শক্ত করে ধরে রাখা, চোখ দুটো বন্ধ, গাল লাল। তার সামনে কালো শার্ট পরা লম্বা একটি ছেলে। ছেলেটি মেয়েটির গালে দুহাত রেখে কপালে চুমু খাচ্ছে। তাদের উপর চেরি ব্লসম উড়ে উড়ে পড়ছে। আবেগজড়িত রোমান্টিক এই দৃশ্য দেখে কিরণের ভয় সব দৌড়ে পালাল। বিমোহিত হয়ে চেয়ে থাকল সে। জাওভান কিরণের হাত ধরে তাকে নিজের দিকে ঘুরাল। কিরণের কপালের চুল সরিয়ে দিয়ে গাল দুটো ধরে উপরে তুলল। কিরণের চোখে মোহ, অন্যরকম দৃষ্টিতে চেয়ে আছে জাওভানের দিকে। তবে জাওভান ধরতে পারল না এই অন্যরকম দৃষ্টিটা আদৌ তার জন্য কিনা! কিরণ জাওভানকে নিজের থেকে ছাড়াতে গিয়ে টের পেল তার শরীরে এক ফোঁটাও শক্তি নেই। যেন সে স্ট্যাচু হয়ে আছে। জাওভান কিরণের কপালে আলতো ছোঁয়ালো তার ওষ্ঠাধর। কেঁপে উঠল কিরণ, বন্ধ হয়ে গেল চোখ। একদম সামনের আর্ট করা ঐ কাপলের মতো।

দরজা খোলার আওয়াজে চমকে উঠল দুজনেই। দেখল উজান দাঁড়িয়ে আছে, পেছনে ইয়ানা। জাওভান আর কিরণ খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিল। কিরণ অপ্রস্তুত হয়ে দূরে সরে দাঁড়াল।

উজান বলল, ‘চিৎকার শুনলাম কার?’

জাওভান কিরণের হাত ধরে নিয়ে বেরোতে বেরোতে বলল,

‘কিরণ আর ইয়ানাই চিৎকার করছিল। ঐ রুমের হরর দৃশ্য দেখে।’

উজান খানিকটা তাচ্ছিল্য করে বলল, ‘সামান্য একটা আর্ট দেখেই এত ভয়? এর চেয়ে ভয়ংকর দেখলে কি করতে?’

কিরণ অবাক হলো, ‘এটা সামান্য! সামান্যটা এমন হলে ভয়ঙ্করটাকে কি বলবে?’

‘উজি তো সবসময় হরর মুভি দেখে তাই এইটা ওর কাছে এটা সামান্যই। এখন চলো, একটু পর সবাই এসে পড়বে। অ্যারেঞ্জমেন্ট করতে হবে।’

উজানের নতুন বাড়ি কেনার উপলক্ষে জাওভান সন্ধ্যায় ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করেছে। তার সব বন্ধুবান্ধব আর উজানের ওল্ড একাডেমির কিছু ক্লাসমেট আসবে।

কিরণ আর ইয়ানা দোতলার কোণার রুমে চলে গেল। কিরণ অফ হোয়াইট কুর্তির সাথে ব্ল্যাক জিন্স পড়ল। গলায় চিকন ওড়নাটা ইউটিউব দেখে স্টাইল করে বেঁধে নিলো। চোখে আইলাইনার আর ঠোঁটে রেডিশ লিপগ্লস লাগালো। তাকে দেখতে চমৎকার লাগছে, কিরণ নিজেই নিজেকে দেখে মুচকি হাসলো। রেডি হওয়ার পর সে স্লাইডিং ডোর খুলে বারান্দায় গেল। বারান্দায় গ্রিল নেই। বাড়ির পেছনের জঙ্গল, আর একটু দূরেই বয়ে চলছে একটি নদী। নদীর ঠান্ডা বাতাস সরাসরি এসে গায়ে লাগছে। বাড়ির পেছনের দিকটা জঙ্গলের কারণে কিছুটা ভুতুড়েও লাগছে।

বিকেলবেলার বাড়ির পেছনের সুইমিংপুলের কাছে পার্টির আয়োজন করা হয়েছে। একপাশে ব্যুফের মতো করে টেবিল সাজানো। তাতে বিভিন্ন ধরনের কেক, কুকিজ রাখা। আরেকপাশের টেবিলে বিদেশী বিয়ার, ওয়াইন রাখা। চারপাশ ডেকোরেট করা হয়েছে বিভিন্ন শেডের চোখ শীতল করা ফেইরী লাইট দিয়ে। সন্ধ্যা হলেই ফেইরী লাইট জ্বালানো হবে।

বন্ধুদের সংখ্যা কম নয়। পনেরো বিশ জনের মতো হবে। কিরণ তার বন্ধুদেরকেও ইনভাইট করেছিল, কিন্তু তারা সাফসাফ জানিয়ে দিয়েছে আসবে না। কিরণের মন খারাপ হয়ে গেল, তবুও তাদেরকে জোর করল না। কারণ সে জানে পার্টিতে জাওভান আছে বলেই তারা কেউ আসবে না।

উজান আর জাওভানের ড্রেসকোড এক। দুজনেই স্কাই ব্লু শার্ট আর হোয়াইট জিন্স। সিলভার স্টোনের বিগ ডায়ালের ঘড়ি। জাওভানের চঞ্চল মুখে হাসি, আর উজানেল শান্ত মুখে…কি? ওকে দেখে তো কিছুই বোঝা যায় না। তাও, সেই শান্ত চোখ, চেহারা আর বডির জন্য তার মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে। পার্টির মেয়েদের মনোযোগ একেবেঁকে তাদের দুজনের উপর গিয়েই ঠেকছে।

কিরণ আর ইয়ানা উপস্থিত হলো পার্টি শুরু হবার বিশ মিনিট পর। জুভ তখন ফ্রেন্ডসদের সাথে ড্রিংক করছিল। জাওভান কিরণের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে ছিলো। কিরণকে যেন সে প্রতিদিন নতুন রূপে আবিষ্কার করে। এই যে কিরণ কংকর বিছানো পথে হেঁটে আসছে, মনে হয় যেন তার মনের রাস্তায় নরম পায়ে হেঁটে বেরাচ্ছে। এই মন কেমন করা ব্যথা কি শুধু তার একাই হয়? তাকে দেখলে কিরণ এই মন মোহাবিষ্ট হওয়ার রোগে আক্রান্ত হয় না?

কিরণের চোখে চোখ পড়তেই জাওভান মিষ্টি হেসে উঠে দাঁড়াল। বিনিময়ে কিরণও হাসল। জাওভানকে কিরণের কাছে যেতে দেখে সকলের দৃষ্টি কিরণ আর ইয়ানার দিকে গেল। ইয়ানাকে দেখে কেউ কেউ হেসেও উঠল, আড়ালে। কারণ ইয়ানা পরেছে সবুজ রঙের শাড়ি। আঁচল গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। এমন পার্টিটে কে শাড়ি পরে? তাও আবার মা মা শাড়ি। তাকে দেখে জাওভানও অট্টহাসি হেসে উঠল। ইয়ানা মুখ ভার করে কিরণকে বলল,

‘আমাকে কি সুন্দর লাগছে না কিরণ? জুভ এরকম হাসছে কেন?’

কিরণ কি বলবে ভেবে পেল না। তখন হঠাৎ ইয়ানা এসে বলল সে শাড়ি পরবে। তাই সে একটা সবুজ শাড়ি এনেছে। কিরণ বারংবার মানা করেছিল এমন পার্টিতে শাড়ি না পরতে, নরমাল একটা ড্রেস পরতে। তাও একটা আকর্ষণীয় শাড়ি হলে মানা যেত, কিন্তু একটা কেমন পুরোনো ডিজাইনের মায়েদের মতো শাড়ি। তবে ইয়ানার জোরাজুরিতে বাধ্য হয়ে পরিয়ে দিলো।

কিরণ মুখে মেকি হাসি টেনে বলল,

‘তোকে আগেই বলেছিলাম এসব না পরতে, ওরা হাসছে এমন পার্টিতে এসব পরার জন্য, তবে তোকে খারাপ লাগছে না সত্যি।’

ইয়ানা সন্তুষ্ট হলো না। সে সোজা উজানের কাছে গেল। উজান টেবিলের পাশে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। হাত বুকের কাছে মোড়ানো। দৃষ্টি ছিল বন্ধুদের হাসিঠাট্টার দিকে। ইয়ানা টেবিলের সাথে ঘেঁষে দাঁড়াল, একদম উজানের সামনে। উজান তাকাল ইয়ানার দিকে। ইয়ানা খানিকটা লজ্জা মুখ করে বলল,

‘কেমন লাগছে উজি?’

উজান ইয়ানার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়াল তার কোমড়ের দিকে। জাওভান, কিরণসহ সবাই হা করে তাকিয়ে ছিল। তাদের জানামতে উজান কখনোই কোনো মেয়ের দিকে তাকায় না, হাত বাড়ানো তো দূরের কথা। মনে মনে কিরণ খুব খুশিই হচ্ছিল। ইয়ানার নজর জুভের দিকেও আছে, আর কিরণ তা একদম চায় না। ইয়ানাকে কারো গলায় ঝুলিয়ে তার কুদৃষ্টি থেকে জাওভানকে বাঁচানোর দোয়া কিরণ বহুদিন ধরে করেছিল।

ইয়ানা চোখ বন্ধ করে নিল। আর কয়েক মুহুর্ত পরই উজানের পুরুষালী হাত তার চিকন কোমড়ে এসে পড়বে ভাবতেই ইয়ানার গা উত্তেজনায় শিরশির করে উঠে। উজান ইয়ানার কোমড়ের কাছ ঘেঁষে টেবিলে থাকা কাপকেক নিয়ে এক কামড় বসাল। বলল,

‘ডিলিশাস।’

সকলে হেসে উঠল শব্দ করে। হাসির শব্দে ইয়ানা চোখ মেলল। দেখল উজান সামনের দিকে তাকিয়ে মজা করে কেক খাচ্ছে। অপমানে থমথম করছে ইয়ানার মুখ। উজানকে কিছু বলবে তার আগেই উজান উঠে গিয়ে সাউন্ড বক্সে গান ছেড়ে দিল।

সকলে মেতে উঠল নাচে। উজান সরে এলো ইয়ানার পাশ থেকে। কিরণের নাচতে ভালো লাগে না তাই সে বসে রইল। জাওভান নাচের অফার করল। তখন কিরণ না চাইতেও হাত বাড়িয়ে দিলো। তারা সকলের থেকে সরে গিয়ে একসাইডে নাচছিল। জাওভান কিরণের কোমড়ে দুহাত রেখে শুধু এদিক ওদিক দুলছে। তবে গানের সাথে নাচ খাপ খাচ্ছিল না তাদের। বোল্ড মিউজিকে রোমান্টিক নাচ নিশ্চয়ই নাচা যায় না!

একজন বন্ধু এসে জাওভানকে টেনে নিয়ে গেল। জাওভান ছাড়িয়ে কিরণের কাছে আসতে নিলে কিরণ চোখের ইশারায় বোঝায় যেতে।

কিরণ এসে উজানের পাশের চেয়ারে বসল। উজান একমনে সকলের নাচ দেখছিল। কিরণের কথায় তার ধ্যান ভাঙলো,

‘ইয়ানা কিন্তু এবার তোমার জন্য সেজেছে।’

উজান তাকায় কিরণের দিকে। কিরণ বলেই চলে,

‘বিকেলে রেডি হওয়ার সময় ইয়ানা শাড়ি নিয়ে এসে বলে ওকে পরিয়ে দিতে। আমি বলেছিলাম পার্টিতে এই ধরনের শাড়ি পরে না। কিন্তু ও কি বলল জানো? ও বলেছে তুমি নাকি ওকে বলেছিলে ঠিক হতে, তোমার পছন্দ মতো তৈরি হতে, তাহলে নাকি তুমি ওকে নিয়ে ভেবে দেখবে। তাই আজ শাড়িটা পরিয়ে দিলাম। দেখেছো, ও তোমায় কত চায়? ওর ইমোশন বোঝার চেষ্টা করো উজি। মেয়েটা তোমাকে সত্যি ভালোবাসে।’

‘হুম।’ উজানের নির্বিকার কন্ঠ।

‘কি হুম? একটু ভালো করে দেখো মেয়েটাকে।’

‘ইয়ানাকে আমি ছোট থেকে চিনি। ও কেমন মেয়ে সেটাও জানি।’

‘একজন কি সবসময় একরকম থাকে উজি? ইয়ানা বদলে গেছে।’

‘জাস্ট ওয়েট এন্ড ওয়াচ।’ উজানের মৃদু কন্ঠ।

উজান চোখ ফিরিয়ে আবার আগের জায়গায় নিলো। কিরণের এবারো মনে হলো উজান খুব হাসছে। সে এবার সরাসরি বলল,

‘হাসছো কেন?’

‘কোথায় হাসলাম?’ চোখ না ফিরিয়েই বলল উজান।

‘আমার মনে হচ্ছিল তুমি হাসছো।’

‘তুমি আর তোমার মনে করা। দুটোই ফালতু।’

কিরণ ঘুষি দেওয়ার জন্য হাত মুষ্টিবদ্ধ করে উঠালো। তারপর নিজের রাগকে কন্ট্রোল করে হাত নামিয়ে নিলো। কিন্তু উজান সত্যিই হাসছিল। মনে মনে সে বাঁকা হাসছিল। চোখের চশমা ঠিক করে ঠোঁট কামড়ে তাকিয়ে রইল ডান্স ফ্লোরে।

নাচের তালে তালে ইয়ানা বারবার একটা ছেলের গায়ে ঢলে পড়ছিল। দুজনে কোমড়ে জড়াজড়ি করে নাচছে। কিরণে ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল! এ তো গিরিগিটি! একটু আগে উজানকে নিয়ে কত ভালোবাসার কথা বলছিল আর এখন ঢলাঢলি করছে অন্য ছেলের সাথে! আশ্চর্য মেয়ে!

কিরণ বসেই থাকল। কিন্তু ইয়ানার একটা কাজে সে বসে থাকতে পারল না। ইয়ানা নাচতে নাচতে একদম জুভের কাছে চলে গিয়েছে, জাওভানের সে খেয়াল ছিল না, সে চোখ বন্ধ করে নাচছিল। সেই সুযোগে ইয়ানা জুভের একটা হাত নিয়ে নিজের কোমড়ে রাখল। তা দেখেই কিরণ উঠে দাঁড়াল। তার ব্রহ্মতালু রাগে জ্বলছে। চেয়ারে একটা ধাক্কা মেরে সে ডান্স ফ্লোরে চলে গেল।

জাওভানের থেকে ইয়ানাকে ছাড়িয়ে শক্ত করে একটা চড় মারল। তারপর ধাক্কা মেরে ফেলে দিলো পুলে। নাচ বন্ধ হয়ে গেল সবার, গান বন্ধ হলো। সকলে চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে কিরণের অগ্নিমূর্তির দিকে। ইয়ানা পানিতে পড়ে পানি গিলেও ফেলেছে। কতক্ষণ কেশে নিজেকে ঠিক করে রাগান্বিত দৃষ্টিতে তাকাল কিরণের দিকে। কিরণ ভয়ানক, অকথ্য একটা গালি দিল। তারপর বলল,

‘ডাইনির ঘরের ডাইনি। কয়টা লাগে তোর? বিকালে না বললি উজানকে ছাড়া নাকি তুই বাঁচবি না? তাহলে এখন সিয়াম আর জুভের সাথে এত ঘেষাঘেষি কিসের তোর? তোরে এমনে এমনে ডাইনি বলি না। সবার কাছ থেকে বয়ফ্রেন্ড ছিনিয়ে নেস তুই, পুরো ডাইনির মতো।’

তারপর ইয়ানার মুখ বরাবর থুতু ফেলল। সকলে থম মেরে দাঁড়াল। কেউ বিশ্বাসই করতে পারল না যে সামনের মেয়েটি আসলেই কিরণ। জাওভান নিজেও বিস্মিত।

কিরণ রাগে কাঁপতে কাঁপতে পেছন ফিরে জাওভানকেও নাক বরাবর ঘুষি মারল।

‘তুই নিজেও কি? মেয়েদের সাথে ঢলাঢলি করতে খুব ভালো লাগে তাই না? অসভ্যের বাচ্চা। যেখানে সুন্দরী নারী দেখবে সেখানেই ছুটে যাবে। ইতর বেয়াদব কোথাকার।’

কিরণ ওকে পাশ কাটিয়ে চলে যাওয়া ধরল। জাওভান ঘুষি খেয়েও হেসে ফেলল। কিরণ এতটা জ্বেলাস! সে কিরণকে পেছন থেকে ধরলে হাত ঝটকা মেরে সরিয়ে দেয়। আর আঙুল তুলে শাসায় যেন তার পিছু না ধরে। তাও জাওভানের মুখ থেকে হাসি সরছিল না।

কারো বিস্ময়ের অবসান ঘটছিল না। তবে উজান ছিল নিস্পৃহ। যেন সে জানতো এমনটাই হবে। সে আড়ালে বাঁকা হেসে চেয়ারের সাথে হেলান দিয়ে বসল। কিরণ এসে উজানকে বলল,

‘তোমাদের ওয়াশরুমটা কোথায়?’

উজান উঠে দাঁড়ায়, ‘চলো, দেখিয়ে দিই।’

কিরণ হাত দিয়ে থামায়, ‘আমাকে বলো কোথায়। আমি নিজেই যেতে পারব।’

উজানের বাংলোটার সবগুলো বাথরুমের কাজ বাকি ছিল। এছাড়া আরেকটা সিঙ্গেল বাথরুম আছে, সেটার ঠিকানা কিরণকে দিয়ে বসে পড়ল চেয়ারে। জাওভান এসে বলল,

‘আমি নিয়ে যাচ্ছি চলো।’

‘আবার ঘুষি খাওয়ার ইচ্ছা আছে?’ চোখ রাঙায় কিরণ।

জাওভান হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে হাসল। কিরণ বলল,

‘অসহ্য একটা।’

‘তোমারই তো।’

‘ঢং। একদম আসবি না। আই রিপিট, একদম আসবি না। নাহলে ভালো হবে না।’ তারপর উজানের উদ্দেশ্যে বলল,

‘তোমার ভাইয়ের নাকে মলম লাগিয়ে দিও।’

কিরণ চলে গেল।

তখন সূর্য ডুবে গেছে। আকাশে যেন রক্ত ছিটানো। টকটকে লাল। পাখিরা কিচিরমিচির করে নীড়ে ফিরছিল।

বাথরুমটা বাড়ির শেষ মাথায়। বাড়িটির সাইড ঘেষে আরেকটা করিডোর। করিডোরের এক পাশে সারি সারি রুম, আরেক পাশে কাঁচ দিয়ে জানালা ঘেরা। কিরণ হাঁটতে জানালা দিয়ে রক্তিম আকাশ দেখছিল। মাথায় পানি ঢেলে আসা জরুরী। নিজেকে শান্ত করতে হবে। বড় একটা শ্বাস ছাড়ল কিরণ। তবে আজকে তার খুব শান্তি লাগছে প্রতিশোধ নিতে পেরে। এমন একটা দিনের অপেক্ষায় ছিল সে বহুদিন। ইয়ানা তার সাথে খুব খারাপ আচরণ করেছিল যখন কিরণ অসহায় ছিল। খালি হাত তুলাটাই বাকি রেখেছিল। এখন তো কিরণ অসহায় নেই। তাই আজকে জাওভানকে উছিলা করে ইয়ানাকে শান্তিমত একটা চড় মেরেছে। শান্তি লাগছে।

কিরণ এসব ভাবছে তার হাঁটছে। হাঁটা থেমে গেল কিরণের যখন সে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনল। পেছন ফিরল, একটি ছোট ফুলদানী নিচে গড়াগড়ি খাচ্ছে। কিরণ কিঞ্চিৎ ভ্রু কুঁচকালো। বাহিরে তো বাতাস নেই, তাহলে এটি কীভাবে পড়ল। সে গিয়ে ঠিক করে টেবিলে রাখল ফুলদানীটি। হাঁটতে লাগল আবার।

হাঁটার মাঝে কিরণের কেন যেন মনে হচ্ছে কেউ ওর পিছু নিচ্ছে। পেছন ফিরল আবার, কোথায়? কেউ নেই তো। সে আবার হাঁটতে লাগল, আবার মনে হলো কেউ পিছু নিচ্ছে। কিরণ দাঁড়িয়ে পড়ল, মনে হচ্ছে অনুসরণকারীও দাঁড়িয়েছে। কিরণের ভয় হতে লাগল। বাহিরে সাঁঝ নেমে পড়বে এক্ষুনি, অন্ধকার নামতে শুরু করেছে। এখানে লাইটও নিভানো। ভুতুড়ে লাগছে পরিবেশ। সে দৌড় শুরু করল এবার, এবারও মনে হলো পেছনের ব্যক্তিটিও দৌড়াচ্ছে। আশ্চর্য! রাস্তা শেষ হচ্ছে না কেন? এত দেরি লাগছে কেন ওয়াশরুমে যেতে?

কিরণ সাথেসাথেই দাঁড়িয়ে পেছন ফিরল। কেউ নেই। কিন্তু জানালার পর্দাটি উড়ে থেমে গিয়েছে। যেন কেউ ঐ জায়গাটা অতিক্রম করেছে। কিরণ সাহস সঞ্চয় করে বলল,

‘কে ওখানে? কোন কাপুরুষের বাচ্চা এভাবে পিছু নিচ্ছিস? সাহস থাকলে মুখোমুখি এসে ফাইট কর। ভীতুর ডিম!’

সাড়া আসলো না কোনো, পুরো অন্ধকার করিডোর। কিরণ নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সে পেছন তাকিয়েই উল্টোপায়ে হাঁটতে লাগল, ধীরে ধীরে। হঠাৎ দেয়ালের সাথে পিঠ লেগে গেল। সে পৌঁছে গিয়েছে, অবশেষে। কিরণ শান্তির নিঃশ্বাস ফেলবে তার আগেই তার নিঃশ্বাস মাঝপথে থমকে গেল দেয়ালের আওয়াজ শুনে। দেয়ালটি তার কানের কাছে ফিসফিস করে বলছে,

‘হেই মিস বিউটিফুল ধানী লঙ্কা!’

কথাটি কিরণের এতক্ষণের সাহসে পানি ঢেলে দিলো। ভয় করছে তার। দেয়ালের কন্ঠটি একজন পুরুষ কন্ঠের মতো লাগছে। কিরণ তড়িৎ গতিতে পেছনে ফিরল। সে আসলে দেয়ালে না, একজন পুরুষের বুকে পিঠ লেগেছিল।

কিরণ তাকিয়ে দেখল পুরুষটিকে। ছিপছিপে দেহের চমৎকার দেখতে একটি ছেলে। চকলেট কালারের টিশার্ট পরনে। চোখে পাতলা ফ্রেমের চশমা। ঠোঁটে মৃদু হাসি। এই ছেলেকে আগে কখনো দেখেনি কিরণ। এ কে? এখানে কি করছে?

কিরণ কাঁপা কাঁপা কন্ঠে বলে, ‘কে আপনি?’

ছেলেটি একহাতে চশমা ঠিক করল। এক পা এগিয়ে এসে খানিকটা ঝুঁকে দাড়ায় কিরণের দিকে। মৃদু হেসে বলে,

‘আমি… আহযান। আহযান খান!’

.
.
চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here