সেম এজ রিলেশন বিয়ে,Part-1,2
লেখিকাঃ জিহান জারা
Part-1
-ওয়াও বলে একজন অপরিচিত ছেলের মাই ডে তে রিয়াক্ট দিল মিরা। ডে তে ছিল একটা ৫ বছরের বাচ্চা ছেলের পিক। খুব কিউট। (মিরা এইবার কলেজে ভর্তি হয়েছে। দেখতে সুন্দরী, স্মার্ট আর দুষ্টু। সারাদিন টাইম লাইনে ঘুরে। বয়ফ্রেন্ড নেই।)
কিছু সময় পরে রিপ্লাই আসল..
মাহিনঃ থাংক্স??
মিরাঃঃ কে ওইটা?
মাহিনঃ আমার ভাগ্নে।
মিরাঃ কিউটের ডিব্বা। নাম কি?
মাহিনঃ সাদাফ। এই তুমি তো আমাদের কলেজেই পড়??( প্রফাইল দেখে)
মিরাঃ । তাই তো। বাট ছেলেদের আলাদা ক্লাস তাই চিনি না তোমাকে। কি কর?
মাহিনঃ গান শুনি। তুমি?
মিরাঃ আমিও।
এইভাবে কথা চলতে থাকে। কিন্তু কলেজে কেও কথা বলে না। মাহিনের বেস্ট ফ্রেন্ড তুলি।ওর সব ব্যাপারে নাক গলায়। আর মিরার বেস্ট ফ্রেন্ড দিয়া। ওরা বোনের মত। কলেজেই প্রথম আলাপ। ওরা জানে মাহিনের ব্যাপারটা।
একদিন ম্যাসেজ এর কথা—
মাহিনঃ কি করছ?
মিরাঃ গান শুনি। তুমি?
মাহিনঃ খেলা দেখি।
মিরাঃ ওফফফ! অসহ্য লাগে। আমার যে হাজবেন্ট হবে আমি তাকে খেলা দেখতে দিমু না। রিমোট নিয়ে বসে থাকব।
মাহিনঃ আমার বাসায় ওয়াইফাই আছে??
মিরাঃ তাতে আমার কি? আমি তো আর তোমাকে বিয়ে করব না।
এভাবে চলতে থাকে হঠাৎ একদিন—
মিরাঃ ওই তুলি? ওইটা মাহিনের ঘড়ি তোর হাতে কেন?
তুলিঃ এমনই। আমি নিছি। কেন?
মিরাঃ কিছু না( রাগে ফোসতে থাকে)
দিয়াঃ এই মিরা তাতে তোর কি?
মিরাঃ আমার হিংসা লাগে???
দিয়াঃ???
মিরা চলে গেল। বাসায় গিয়ে—
মিরাঃ ওই মাহিন তুমি তোমার জিনিস কাওকে দিবে না আমাকে ছাড়া। আর যদি দেখি তোমার খবর আছে।
মাহিনঃ কি দিলাম কাকে?
মিরাঃ কি আবার? তোর ঘড়ি?
মাহিনঃ ও। তুলি এমনই নিছে। আমার বোনের মত ওই। আর তুমি রাগ কেন? তুমিও আমার ফ্রেন্ড তুলির মত।
মিরাঃ হুম?
এদিকে মাহিন ও মিরাকে ভালবাসে। কেও কারো সাথে রেগে থাকতে পারে না। কেও কাওকে বলে না কারণ সেম এজ তাদের??
কিন্তু হঠাৎ একদিন—মাহিনকে মিমের সাথে দেখে মিরা। গিয়েই দেয় এক থাপ্প। এই ওর সাথে এত কি তোমার!!! মাহিন তো অবাক। মিম কিছু না বলে চলে গেল।
বাসায় গিয়ে মাহিন ম্যাসেজ দিল কিন্তু মিরা কোনো রিপ্লাই দিল না। অনেক সময় পরে—-
মিরাঃ সরি??আমার তেমন করা ঠিক হয়নি। তোমার লাইফ যা ইছে কর। আমার তাতে কি? আমি আর এমন করব না।
মাহিনের খুব কষ্ট লাগছে। বুকের বা পাশে চিন চিন ব্যাথা। এটাই তো ভালবাসা। মিরা তাকে ভালবাসে সে বুঝে কিন্তু ওই যে সেম এজ।
রাতের বেলায়…….
চলবে….
#সেম_এজ_রিলেশন_বিয়ে
#part-2
লেখিকাঃ জিহান জারা
রাতের বেলায়….
মিরা মাহিনকে আবার ম্যাসেজ দিল–
মিরাঃ এই?
মাহিনঃঃ হুম বল? রাগ কমেছে? নাকি অভিমান কোনটা?
মিরাঃ দেখ আমি আর সহ্য করতে পারছি না। তুমি কি বুঝ না?
মাহিন তো বুঝে।কিন্তু তারা যে সেম এজ। কি এর পরিণতি তাই ভয়ে বলে না কিছু। চুপ করে থাকে।
মিরাঃ হেলো!!!
মাহিনঃ হুম আছি তো।
মিরাঃ কিছু বলছো না যে?
মাহিনঃ কি বলতে বল?
মিরাঃ??
মাহিনঃ না বললে থাক।
মিরাঃ হুম। মিম আছে না। ওর কাছে যাও।
মাহিন এবার বেশ রেগে–
মাহিনঃ বাই। আর ম্যাসেজ দিবা না??
মিরাঃ দেখ! আমি তোমাকে ভালবাসি। কখন থেকে তা নিজেও জানি না। আমি জানি তুমিও আমাকে ভালবাস। তাই না?
মাহিনঃ নাতো।??
মিরাঃ আমি সিরিয়াস??(চোখ থেকে পানি পড়ছে। তবে কি সে পাবে না মাহিনকে এই ভয়ে।)
মাহিনঃ দেখ মিরা কিছু কথা বলি। আমারা সেম এজ। আমার তোমাকে ভাল লাগে। বাট চাইলেও সম্ভব না। এই ভালবাসার ভবিষ্যত নাই। এখন আমার ১৭ বছর আর তোমার ও। আমার ক্যারিয়ার আছে। নিজের পায়ে দাড়াতে হবে। পরিবার দেখতে হবে। আমরা ভাল বন্ধু হয়ে থাকি।
মিরাঃ তাহলে আমাকে তুমি ব্লক করে দাও। তোমার সাথে কথা বললে আমি দুর্বল হয়ে যাব।
মাহিনঃ আরে না। তা হবে না।
মিরাঃ???বাই
ঘুম আসে না মিরার। খুব কান্না করছে। ভালবাসা তো আর এজ বুঝে না। এদিকে মাহিনের ও খারাপ লাগছে। এপাশ ওপাশ করছে।
সকালে—-
মাহিনঃ গুট মরনিং।
মিরাঃ হুম। আই লাভ ইউ।
মাহিনঃ আবার পাগলামি করছ।
মিরাঃ হুম। আমি পাগল তোমার জন্য।
ওহ বলা ই হয়নি…মাহিন দেখতে চিকন খুব লম্বা।।শ্যাম বর্ণ..বাট খুব সুন্দর করে কথা বলে।
মাহিনঃ আমি তো বলছি। তুমি তুলির সাথে কথা বল।
মিরা এবার রেগে গিয়ে–তুলি কি বলবে। ভালবাসি আমি তাই ও কে কিছু বলার( মনে মনে)
দুপুরে আবার ম্যাসেজ করল মিরা…
মিরাঃ আই লাভ ইউ।
মাহিনঃ……
মিরাঃ তুমি তো ভালবাস না। ঠিক আছে। বাই। আর কথা হবে না। ভাল থাক।
মাহিনঃ ওই মিরা আমরা ভাল ফ্রেন্ড।
মিরাঃ নো রিপ্লাই।
মাহিনঃ মিরা প্লিজ
মিরাঃ…
এবার বিকেলে।।।মাহিন আর পারছে না। ভাবে আমিও ওকে ভালবাসি। কিন্তু আমরা তো সেম এজ। সবাই বলে সেম এজ এর ফিউচার নেই। একবার দেখি কি হয়। আমি যে পারব না ওকে ছেড়ে থাকতে। অনেক ভেবে ফোন দেয়–
মাহিনঃ মিরা?
মিরাঃ হুম?
মাহিনঃ আমাকে ভালবাস?
মিরাঃ হুম খুব।
মাহিনঃ আমাকে হারিয়ে ফেললে?
মিরাঃ হারাতে দিলে তো?
মাহিনঃ তাই? যদি আমি ধোকা দেই?
মিরাঃ তা দিবে না। আমি তোমাকে শিড়াই শিড়াই চিনি☺☺
মাহিন???
মিরাঃ ভালবাস নাতো। কেন দিয়েছ ফোন?
মাহিনঃ পাগলি আমার। ভালবাসি খুব ভালবাসি।
মিরাঃ?????সত্যি
মাহিনঃ না। মজা করলাম।
মিরাঃ???
দুজনে খুব খুশি। তুলি আর দিয়াকে বলল। তুলি মনে মনে চায় না এসব। আর দিয়া বলে দেখ মিরা মাহিনকে ছেড়ে দে। তুই অনেক ভাল ছেলে পাবি। আর তাছাড়া তোরা সেম এজ। বাসায় মানবে না।
মিরা বলে আমার ওকেই চাই।
এভাবে চলতে থাকে…কাল মাহিনের জন্মদিন..মিরা গিফট কিনেছে…রাত ১২ টা…
মিরাঃ হ্যাপি বার্থডে জান। আই লাভ ইউ সো মাচ।
মাহিনঃ থাংক ইউ জানু। কাল তাড়াতাড়ি আসবে কলেজে…
মিরাঃ ঠিক আছে। ঘুমাও।
সকালে হালকা সেজে বের হল মিরা। চোখে কাজল। ঠোঁট এ গোলাপি লিপস্টিক..বেশ লাগছে তাকে আজ। হিজাব পড়েছে আবার। ওরা একটা রেস্টুরেন্টে বসেছে।
মাহিন কিছু পিক তুলে নিল। তুলি ও মাহিন আর মিরার পিক তুলে নিল। খুব মজা করে বাসায় আসলো।
রাতে মিরার বাবা মিরার ফোনটা নিয়ে গেল কাকে যেন ফোন দিবে। তার ফোনে টাকা নাই তাই। একটু পর মিরার ভাই মিশান এসে বলে – আপু আব্বু তোমার আর মাহিন ভাইয়ার পিক দেখতেছে। ভয়ে মিরার বুক কেপে উঠল। মাহিনের কথা মিরার ছোট বোন আর ছোট ভাই জানে। মিরার মা নেই। বাবা ব্যাবসা করে। মিরা তো ভয়ে শেষ। মিরার বাবা এসে বলে আজ কোথায় গিয়েছিলি? ছেলেটা কে? মিরা বলে বাবা ও দিয়ার বিএফ??
মিরার বাবাঃ তাহলে দিয়ার সাথে তো কোনো পিক নাই? ( থাপ্পড় দেয় খুব জোড়ে)
মিরাঃ দিয়ার ফোনে আছে।( কাদতে কাদতে)
তার বাবা আর কিছু বলে না। মা নেই ওদের। তাই খুব আদর করে ওদের। ওদের মা প্যারালাইজড হয়ে মারা গিয়েছিল।
মিরা মাহিনকে ফোন দেয় বাট মাহিনের কথা শুনে মিরা যেন আকাশ থেকে পড়ে!!
মিরাঃ হ্যালো মাহিন??
মাহিনঃ হ্যালো কে আপনি? ( মাতালের মত)
মিরাঃ তুমি নেশা করেছ??
বলেই কাদতে কাদতে ফোন কেটে দেয়। পরের দিন দিয়াকে সব বলে। দিয়া বলে আমি আগেই বলেছিলাম। এদিকে মাহিন এসে বলে কাল জন্মদিন ছিল তাই এমন করেছে আর করবে না। মিরা ওকে খুব ভালবাসে তাই মাফ করে দেয়। ওদিকে তুলি বলে মাহিন ব্রেক আপ করে দে। ফিউচার নেই সেম এজ। মাহিন তুলির সাথেও আর কথা বলে না।
ওহ বলা হয়নি। মিরার স্টেপ মাদার ছিল।খুব খারাপ মহিলা।মিরাকে দেখতে পারত না। ওর বাবাকে মিথ্যা বলে ভুল বোঝাত। মিরা সব মাহিনকে বলতো ।
ভালোই চলছিল। ওরা ঘুরতে যেত। খুম মজা করত। মাহিন মিরাকে খুব শাসন করে রাখত। তাই দিয়া বলতো ব্রেক আপ কর??
কিন্তু ভাগ্যে কি আছে আগে থেকে কেও জানে না। একদিন মিরা খুব কাদে আর ওদের বলে স্টেপ মা ওর বিয়ের কথা ভাবছে। কাল থেকেই আর কলেজে আসা হবে না। মাহিন নিশ্চুপ হয়ে গেছে। কলেজ শেষে মিরা দিয়া তুলি মাহিন হাটছে। মিরা আর দিয়া আগে আগে মাহিন আর তুলি পিছনে কি যেন বলছে…মাহিন মিরাকে হাতে ধরে বলে চল..
মিরাঃ কোথায়??
মাহিনঃ বিয়ে করবো..
মিরাঃ পাগল হয়েছ? এটা কিভাবে সম্ভব? কই থাকব? কি করব?
মাহিনঃ কাজ করব। বাসা ভাড়া থাকব।
মিরা হা হয়ে তাকিয়ে আছে।
তুলি এসে বলে…..
চলবে…