সোনালী [০৬]

0
557

সোনালী [০৬]

রোজান আঁচ করতে পারলো তাকে আচমকা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরা মানুষটা কে হতে পারে!
সে চোখ বন্ধ করেই নিজ বাহুতে তাকে আরো আঁকড়ে ধরলো।
তবে রোজান তা বুঝতে পারছেনা তার জগৎটা এখন বাস্তব নাকি ভ্রমের! সত্যি সোনালী আসছে? সে কি নিজেকে চিমটি কেটে দেখবে?
সোনালী কিনা দেখতে ইচ্ছে করছে তার। কিন্তু তাকে ছাড়াতে কিংবা ছাড়তে ইচ্ছে করছে না। যদি ছাড়লেই পালিয়ে যায়?

এদিকে রোজান না ছাড়লেও তাকে ঝাপটে ধরা মানুষটা হঠাৎই তাকে ধাক্কা মেরে কিছুটা দূরে সরে গেলো। রোজান এবার চোখ তুলে তাকালো! ধারণা মিথ্যে নয়!
কিন্তু এই মূহুর্তে সোনালীর মুখ খোলা, দৌঁড়ে আসায় চুলেরাও উম্মাদের মতো কাঁধ কোমর ছাড়িয়ে হাঁটু পর্যন্ত দুলছে! আবার সোনালী কাঁদছে, তার ঠোঁটের সাথে নাকটাও রক্তবর্ণ হয়ে গেছে৷
রোজান এখনো বিশ্বাস করতে পারছেনা মাত্রই মেয়েটা তাকে পাগলের মতো জড়িয়ে ধরেছিলো। তাকে আগে থেকে চিনতো শুধু নাকি আগে থেকে ভালোও বাসতো? নাহলে এমন কান্ড কেন করবে?

রোজান সোনালীর কাছে যেতে চাইলো। রোজান আগাতে চাইলেই সোনালী দু পা পিছিয়ে গেলো।
রোজান আবার যেতে চাইলো, সোনালী চার পা পিছিয়ে গেলো। রোজান আর বাড়লোনা, নাহলে আট পা পিছিয়ে যেতে পারে! সে সোনালীর দিকে অমায়িক দৃষ্টিক্ষেপ করে বললো,
‘ কাঁদছো কেন? কেনই বা আমাকে জড়িয়ে ধরলে? নিজের ভেতরে কি লুকায়িত রাখছো বলো আমায়?

সোনালী পেছনে একবার তাকিয়ে আবার রোজানের দিকে তাকালো। তারপর কান্নাচাপা কণ্ঠে তাড়া করে বললো,
‘ মা এদিকে আসতে পারে এখন। আমি বাড়ি যাচ্ছি। বেঁচে থাকলে একদিন সব প্রশ্নের উত্তর দিবো।

রোজান কিছু বললোনা। সোনালীর ইচ্ছেটাই তার কাছে প্রাধান্যের। সোনালী এবার সত্যি সত্যিই চলে যেতে লাগলো। রোজান ডান হাত বাড়িয়ে বললো,
‘ এইই সোনালী যাওয়ার আগে একবার ভালোবাসো কথাটা বলো, আমি শুধু তোমার বাবার মন জয় নয়, তোমার জন্য পুরো পৃথিবীকে জয় করে দেখাবো।

সোনালী ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে মুচকি হাসলো। লজ্জাময় সেই হাসির সাথে সাথে লুকিয়ে ফেললো তার লজ্জামাখা চোখও। আর চলে যেতে থাকলো।
রোজান তার নিজের মাথায় হাত রাখছে আর মস্তিষ্ককে উদ্দেশ্য করে বিরবির করছে,
‘ যা ঘটে গেলো সত্যিই কি তা বাস্তব? আমাকে প্লিজ বিশ্বাস করাও! আমি না ঠিক বিশ্বাস করতে পারছিনা।

রোজানের মস্তিষ্ক কোনো জবাব না দিলেও ওপার থেকে শামিমের ডাক আসলো, শামিম জোরে জোরে বলছে,
‘ স্যার তাড়াতাড়ি আসুন। নাহলে এপারে আসার আগেই উপরে চলে যাবেন। মৌয়াল সাহেব আসতেছে।

রোজান আৎকে উঠলো। এতো জলদি চলে আসছে মানে কি?
সে দ্রুত বাঁশের বৈঠা হাতে অদ্ভুত বাহনটাতে উঠে গেলো। তারপর প্রানেপণে ছুটতে লাগলো, কিন্তু এটা যেন এখন আর চলছেইনা। তবে কি তার নাগাল পেয়েই যাবে? ভয়ে তার আত্মা শুকিয়ে যাচ্ছে, অথচ একটু আগেই না সোনালীকে হাঁক ছেড়ে বললো ‘সোনালী তোমার জন্য পৃথিবী জয় করে নিবো।’ অথচ রোজান এই নদীটাই এই মূহুর্তে জয় করতে পারছেনা। ওটাকে স্থির করে সামনে নিয়ে আগাতে পারছেনা। ওদিকে শামিমের হাত নাড়ানো তাড়া, জলদি আসেন জলদি আসেন!

শেষ পর্যন্ত পাড়ের কাছে যেয়েই বৈঠা ফেলে রোজান এক ভোঁ দৌড় লাগালো। শামিম আর জসিমকে ফেলেই সে দৌঁড়াচ্ছে, ভয়ানক রকম আতংকিত হলে মানুষ কেবল এমন ছুটতে পারে। এদিকে রোজানকে চলে যেতে দেখে ওরা পানিতে ভাসমান জিনিসটাটা সাথে ফিরিয়ে নেওয়ার কথা ভুলে গেলো। তারাও পেছন পেছন দৌঁড়াতে লাগলো।

বেশ কিছুদূর গিয়ে শামিম আর জসিম থেমে গেলো, কারণ তারা দেখলো রোজান সোজা হয়ে ঘাসের উপর শুয়ে পড়েছে। শামিম হাঁটু গেড়ে বসে বললো,
‘ স্যার বেঁচে আছেন? জানেন আমি দেখছিলাম হাবিল সাহেব ওইদিকে বাড়ির দিকে যাচ্ছে, ভাগ্য ভালো এদিকে খেয়াল করেনি। আর যাবেন না প্লিজ!

রোজান চোখ পিটপিট করে আস্তে আস্তে উঠে বসলো। তারপর বললো,
‘ যাবো। তবে এভাবে আর না! ঢাকায় ফিরে যাবো আজকে রাতে। এরপর যথাযথ ব্যবস্থা নিয়েই ওখানে পৌঁছাবো।

রোজানের কথার প্রতিত্তোরে শামিম বললো,
‘ আর আমি?

রোজান মাটিতে হাত ভর করে উঠে দাঁড়ালো। এক পা দু পা করে এগুতে এগুতে বললো,
‘ তুমি চাইলেই মায়ার পাশে থাকতে পারো। আবার চাইলেই আমার সাথে যেতে পারো, পরবর্তীতে যখন আসবো তখন আবার আসতেও পারো। সবটাই তোমার ইচ্ছে!

শামিম বিজয়ের হাসি হাসলো আর আস্তে আস্তে বললো,
‘ স্যার আসলে আপনার ভেতরটাকে যে চিনবে সে আপনাকে ভালো না বেসে থাকতে পারবেনা।

রোজান হাসতে হাসতে বললো,
‘ ভুল বললে! সবটা জেনে গেলে কেউ ভালোবাসেনা শামিম। আমাকেও যে জেনেছিলো সে আমার হয়নি!

শামিম চকিত হলো। উনার মতো একজনকে কে ভালোবাসেনি? সোনালীর পূর্বেও কি উনি কাউকে ভালোবাসতেন? শামিমের কি জিজ্ঞাসা করা উচিত? নাহ এই মূহুর্তে সাহস পাচ্ছেনা। সুযোগ বুঝে একদিন জেনেই ছাড়বে!

রোজান জসিমের দিকে তাকিয়ে বললো,
‘ আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনি না থাকলে আমি কখনোই আজ সোনালীর কাছে যেতে পারতাম না। তবে আরো কিছু উপকার করতে হবে, সোনালী যদি সারাজীবনের জন্য আমার হয়ে যায় তাহলে আপনাকে সারাজীবন বহন করার দায়িত্ব আমার। কোনো কাজ ছাড়াই আপনি এখানে বসে টাকা পাবেন।

জসিম খুশিতে কেঁদে দিলো। কোন ভাগ্য জানি তাকে এমন একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। দুই বেলা ভাতের জন্য প্রতিদিন লাকড়ি কুড়িয়ে এনে বিক্রি করার পরিশ্রমটা বুঝি সারাজীবনের জন্যই ঘুচতে চলেছে।


রোজান শামিমের কথামতো তাকে নিয়েই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলো। রোজান কয়েকদিনের মধ্যে আবার আসবে শুনবে শামিম মায়াকে বলে দিয়েছে এইবার চলে যাচ্ছে, কিন্তু আবার আসবে!
এদিকে রোজান ভাবছে গিয়েই তার মামার সাথে কথা বলবে। তার বাবা তো এখনো ফিরেনি, ফিরলে অবশ্য তাকে নিয়েই সিদ্ধান্ত নিতো।

রাতে পৌঁছাবার আগে আগেই তার মামাকে বলে দিলো জরুরী ভিত্তিতে আজকে রাতে যেন তাদের বাসায় থাকে।
এদিকে রোজান শামিমকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে নিজের বাসায় গেলো।
তার মামা সোফায় বসে তখন সংবাদপত্রে চোখ বুলাচ্ছিলো।
তাকে বাসায় আসতে দেখেই বললো,
‘ ভাইগ্না এতো জরুরী খবর কিসের জন্য? সব ঠিক আছে তো?

রোজানের মা এগিয়ে এসে বললো,
‘ কিরে ঘুরতে না গিয়েছিলি? তোর মামাকে এভাবে ডাকলি কেন?

রোজান হাসিমুখে সোফায় বসে বললো,
‘ বসো মা খুশির খবর আছে। ওখানে একটা মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে।

রোজানের মা খুশির সাথে বলে উঠলো,
‘ তাই নাকি? কোথায় কোথায় দেখা আমায়!

রোজান ভ্রু কুঁচকে বললো,
‘ ছবি ড্রোন থেকে তোলা, তাই স্পষ্ট নয়। পরবর্তীতে ছবি তোলার কথা ভুলেই গেছিলাম। কিন্তু মা শুনো মেয়েটা এতো এতো এতো সুন্দরী যে, তোমার ছেলের বউ হলে তুমি পুরো শহরকে নিঃসন্দেহে বলে বেড়াতে পারবে এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার ঘরে আছে।

রোজানের মা খুশিতে গদগদ করছে। রোজান এবার তার মামার দিকে ফিরে বললো,
‘ মামা তুমি এই কাজটা বাবার হয়ে করবে।

রোজানের মামা পত্রিকার আড়াল থেকে চোখ বের করে বললো,
‘ তা জানি করলাম। একমাত্র ভাগিনা আমার। কিন্তু মেয়ের পরিচয় কি?

রোজান হাসিমাখা মুখে বললো,
‘ দিয়ালী ম্যাম যেই নিখোঁজ মেয়েকে খুঁজে চলেছেন, এই সেই মেয়ে।

রোজানের কথা শুনে তার মামা হেলান ছেড়ে লাফিয়ে সোজা হয়ে বসলো। চশমা খুলতে খুলতে বললো,
‘ আরে বাপ বলস কি? ওই মেয়েকে তুই পেয়ে গেছস? জানস দিয়ালী অলরেডি ঘোষণা করে দিয়েছে মেয়েকে যে দিতে পারবে তাকে তার সম্পত্তির তিন ভাগের দুই ভাগ দিয়ে দিবে। জানিস এই দুই ভাগ পেলে তুই তোর বাবার মতো ১০০ জনকে টক্কর দিতে পারবি! আরে আমাদের তো ভাগ্য খুলে গেলোরে।

রোজান মুখ গোমড়া করে বললো,
‘ সরি মামা। আমার শুধু মেয়েটাকে বউ হিসেবে চাই! কোনো সম্পত্তি আমার চাইনা এবং আমি ওকে সম্পত্তির বিনিময়ে ফিরিয়েও দিতে চাইনা। ও শুধুই আমার হয়ে থাকবে।

রোজানের কথা শুনে তার মামা জোরে হুংকার দিয়ে উঠে দাঁড়ালেন।

চলবে….

লেখাঃ তাজরীন_খন্দকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here