#স্পর্শ
#পর্ব_৭
#লেখায়ঃস্বর্ণালি_আক্তার_শ্রাবণ
কোচিং ক্লাস শেষে ইরাকে নিয়ে স্যারের কাছে যায় আসিফ।
আসসালামু আলাইকুম স্যার
ওয়ালাইকুম আসসালাম..জ্বি বলো
স্যার আমি তো নতুন ভর্তি হয়েছি নোট গুলো নেই আর বুঝি ও না যদি একটু..
স্যার হাসিমুখে বললেন পাশেই তো ভালো স্টুডেন্ট দাঁড়িয়ে।ক্লাসের টপ গার্ল।ওর থেকে নিয়ে নিও।তারপর আমি সময় করে বুঝিয়ে দেবো..
ধন্যবাদ স্যার আসি
হু এসো।
স্যারের কাছ থেকে এসে ইরার কাছে নোট চাইলো আসিফ।
আমার কাছে তো নেই এখন সব।
তাহলে কি উপায়
কাল নিয়ে আসি
কাল তো অনেক দেরী হয়ে যাবে।
তাহলে..
যদি কিছু মনে না করিস ফোন নাম্বারটা দে রাতে কল করে জেনে নিবো।ইরা দ্বিমত না করে দিয়ে দিলো।ভালে বন্ধু ভেবেই।আর বলল ১০ টার পর দিস না আমি ঘুমাই ৮ টার আগে দিস।
আসিফ শুধু মাথা নাড়ল।
আসিফের থেকে বিদায় নিয়ে সেন্টার থেকে বেরিয়ে এলো ইরা।বের হতেই দেখে নিহান দাঁড়িয়ে আছে।বেশ ক্লান্ত দেখাচ্ছে নিহানকে।ইরা নিহানের কাছে আসতেই রিকশা ডাকলো নিহান।উঠে বসলো ইরা।নিহান রিকশায় উঠেই ইরার কাধে মাথা রাখল।ইরা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
বাসায় এসে নিজের ঘরে চলে গেলো নিহান।বিছানায় হাত পা মেলে শুয়ে পড়লো।ইরার দ্রুত গোসল সেরে এসে।নিহানের তাওয়াল সবান এগিয়ে দিলো।খাবার সাজিয়ে দিলো টেবিলে।নিহান খেতে বসে বলল খালামণি কোথায়?
মা তার ফুফু শ্বাশুড়িকে দেখতে গেচেন বাবাও গেছেন।উনি অসুস্থ অনেক।ফিরতে রাত হবে।
তাহলে এতসব রান্না কি তুই..
আরে নাহ..মাই রান্না শেষ করে গেছেন।
ও আচ্ছা বস খেতে বস।ভাত দে জলদি।
ইরা নিহানের প্লেটে ভাত তরকারি তুলে দিয়ে নিজেও খেতে বসল।
খাওয়া শেষ করে ইরার ঘরে চলে গেলো নিহান।
ইরা সব কিছু ঘুছিয়ে নিজের রুমে গিয়ে দেখে নিহান উপুড় হয়ে শুয়ে আছে।মাথার কাছে বসে মাআায় হাত বুলিয়ে দিতে দিতে বলল তোমার কি শরীর কারাপ নিহান ভাই??
নাহ্ ঘাড় মাথা ব্যাথা করছে এই যা।
ওহ টিপে দিই
দে
ইরা চুপ করে মাথা ঘাড় টিপে দিচ্ছে।নিহান কিছুক্ষন চুপ করে থেকে বলল ইরা
হু
কাল নারায়ণগঞ্জ শহরে যাবো ১২ দিনের জন্য
কথাটা শুনেই যেন আকাশ থেকে পড়ল ইরা।এক লাফে বিছানা থেকে নিচে দাঁড়িয়ে বলল কত দিন?
নিহান কাত হয়ে ইরার দিকে ফিরে বলল ১২ দিন।বুটিকসের একটা শাখা নারায়ণগঞ্জ শহরে স্থাপিত হবে তাই যেতেই হবে।
ইরা ভ্যাভ্যা করে কেঁদে দিলো।নিহান হা হয়ে বিছানায় মাঝখানে উঠে বসল।
কি রে কাঁদছিস কেন এভাবে…
এতদিনের জন্য… বলেই কাঁদতে লাগল ইরা।
নিহান একটু হেসে বা হাত দিয়ে ইরাকে কাছে টেনে নিজের সামনে বসাল।আরে এত দিন কই দেখতে দেখতে পার হয়ে যাবে।নে আর কাঁদিস না মাথা টিপে দে।
ইরা তবুও কাঁদছে
ইরা মাথা ব্যাথা করছে প্লিজ কাঁদিস না বলেই ইরার চোখ মুছে কপালে চুমু খেলো নিহান।ইরা নিহানের মাথাটা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলো আর ফুপিয়ে কাঁদতে লাগল।এর আগে কখনোই এত দিন ইরাকে ছেড়ে থাকে নি নিহান।তাই ভেবেই কান্না পাচ্ছে ইরার।
ঘুম থেকে উঠে নিহান দেখতে পেলো ইরা কারো সাথে কথা বলছে।কথা শুনেই বুঝতে পারলো পড়ার ব্যাপারে কিছু।নিহান আর মাথা না ঘামিয়ে ওয়াশরুমে চলে গেলো।ফ্রেশ হয়ে এসে দেখে ইরা ফোনে কথা বলছে আর হাসছে।
নিহান মাথায় টোকা দিলো।ইরা ইশারায় জিগ্যেস করলো কি?
নিহান ফিসফিস করে বলল চা করে দে।
আচ্ছা এখন রাখছি বায়।বলেই ফোনটা কেটে দিলো ইরা।
হাসতে হাসতে নিহানকে বলল ওই যে রিকশায় ছেলেটার সাথে আসলাম না ও ফোন দিয়েছে।আসিফ নাম খুব হাসাতে পারে।এখানে নতুন।তাই সবার সাথে বন্ধুত্ব করলো।
নিহান শুধু বলল ওহ।
ইরা হেসে রান্নাঘরে চলে গেলো।নিহান ইরার রং ওঠা টাচ্ ফোনটার দিকে তাকিয়ে আছে। ভাবছে একটা নতুন ফোন কিনে দেবে জলদি।তবে এক্সাম দিয়ে চান্স পেলে তবেই।
ধোঁয়া ওঠা গরম চা নিয়ে নিহানের সামনে হাজির ইরা।নিহান চায়ের কাপটা রেখে ইরার কোমড় জড়িয়ে ধরে নিজের কোলে বসায়।ঘাড়ে নাক ডুবাতেই ইরা কেঁপে ওঠে।জমে গেছে একদম।এরকমটা এর আগে কখনো করে নি নিহান
কি করছো নিহান ভাই.. ধরা গলায় বললো ইরা।
খুব করে চাই তোকে ইরা খুব নিহান মুখ গুজেই বললো।
নিজেকে ছাড়াতে চেষ্টা করছে ইরা নিহান আরো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে কোমড়ে।
এবার ইরা শান্ত হয়ে বসে রইলো।চোখ বুঝে অুভব করছে নিহানের ভালোবাসাময় স্পর্শ…..!
কলিংবেলের শব্দে ইরাকে ছেড়ে দেয় নিহান।বই নিয়ে বস আমি দেখছি কে এসেছে।ইরা মাথা দুলিয়ে ওড়ানা মাথায় দিয়ে বই নিয়ে বসে পড়লো বিছানায়।
নিহান চায়ের কাপ হাতে নিয়ে বেরিয়ে গেলো ঘর থেকে।দরজা খুলতেই দেখল খালা মনি -খালু।
দুজনে হাসিমুখে এসে ঘরে ডুকলেন।ইকবাল সাহেব সোফায় বসতে বসতে বললেন ইরা কি করে রে নিহান
আমি তো জানি না খালু আমায় চা দিয়ে গেলো আমার রুমে একটু আগে তারপর নিজের রুমে চলে গেলো।আমি সোফায় এসে বসলাম টিভি দেখবো বলে এমন সময় বেল বাজল।
খালামনি হাসিমুখে নিহানের দিকে তাকালো।
ইকবাল সাহেব বললেন ওহ!পড়ছে হয়ত।তা তুই তো পারিস চা টা খেতে খেতে ওর সামনে বসে থাকতে পারিস..পড়ে না কি করে কে জানে..
সালমা বেগম হেসে বললেন ও বসে থাকলে বুঝি তোমার মেয়ের পড়া হবে..
কথা টা শুনেই কাশি উঠে গেলো নিহানের।দ্রুত চা টুকু গিলে নিজের রুমে চলে গেলো।
সকালে রেডি হয়ে ডাইনিং এ আসতেই সালমা বেগম নিহানকে জিগ্যেস করলো কোথায় যাওয়া হচ্ছে।
ওহ খালামনি তোমায় বলতে ভুলেই গেছি আমায় একটু নারায়ণগঞ্জ শহরে যেতে হবে আজই।আর্জেন্ট।
ও আচ্ছা কবে ফিরবি?
১২ দিন লাগবে
তাহলে নাস্তা করেই বেরিয়ে পর।
নিহান টেবিল থেকে প্লেটে রুটি ভাজি নিয়ে ইরার ঘরে চলে গেলো। ইরা বিছানায় বসে কাঁদছে।
নিহান অবাক হয়ে তাকিয়ে বলল কিরে কাঁদছিস ক্যান
ইরা কিছুই বলছে না কেঁদেই চলেছে।
নিহান শান্ত হতে বলে পাশে বসল।ইরা জরুরি না হলে যেতাম না।জানি একা একা তোর খারাপ লাগবে কিন্তু ফোনে তো কথা হবেই।মন খারাপ করিস না আয় খেয়ে নে। ইরার হাত টেনে নিজের কোলে বসাল নিহান।তারপর নিজেও খেলো ইরাকেও খায়িয়ে দিলো।
যাওয়ার সময় ইরার হাতে এক হাজার টাকা দিয়ে বলল কিছু খেয়ে নিস।বেরিয়ে পরল নিহান সবার থেকে বিদায় নিয়ে।ইরা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লো।নিহানকে এগিয়ে দিতে গেলো না।
নিহানের ও খারাপ লাগছে এই প্রথম এতদিনের জন্য দূরে যাচ্ছে ও।
চলবে_