স্বামী
পর্ব-১০
#Nirzana(Tanima_Anam)
আকাশে একটা চাঁদ উঠেছে।সে চাঁদের বড্ড আলো।আমার খুব ইচ্ছে করছে তোমাকে ছুঁয়ে দিতে।তোমার কোলে মাথা রেখে জোছনা পোহাতে।কিন্তু তুমি……!!!
বারান্দায় দাড়িয়ে একটার পর একটা সিগারেট ধরাচ্ছিলো নির্ঝর। অনু বার বার সায়নের কথা জানতে চাইছে কিন্তু অনুকে দেওয়ার মতো কোনো উওরই নির্ঝরের কাছে নেই।
যা আছে তা অনুকে জানাতে চায় না নির্ঝর
বেশ বেলা করেই অনুর ঘুম ভাঙ্গে।রাতে কান্না করতে করতে কখন ঘুমিয়েছে তা মনে নেই।
কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে সোফায় পাশা পাশি নির্ঝর আর সিমি বসে আছে।দুজন বেশ হাসাহাসি করছে।বারবার সিমি নির্ঝরের গায়ে ঢলে ঢলে পরছে।নির্ঝরও তেমন…..
অনু আড় চোখে দুজনকে দেখছে
অনু কেন যেন বেশ রাগ হচ্ছে।
“চরিত্রহীন লোক কোথাকার”
অনু রাগে দুমদুম করতে করতে রান্না ঘরে চলে যায়।
রান্না ঘরে অনুর শ্বাশুড়ি রান্না করছে।অনুকে রান্না ঘরে দেখে ওনি একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়।
ভদ্র মহিলা কেন যেন অনুকে একেবারে সহ্য করতে পারে না।
-অ্যান্টি আমি হেল্প করি??
অনুর শ্বাশুড়ি একবার অনুর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়
-অ্যান্টি….
-না এই বাড়ি তোমার না এই রান্নাঘর।এ বাড়িতে তোমার সীমানা কেবল নির্ঝরের ঘর পর্যন্তই….
অনু ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে।
উফ্ শ্বশুড়ি জাতিটাই এরকম…..
বউদের দুচোখে সহ্য করতে পারে না।কিন্তু আমি করেছিটা কি???
অনু দুমদুম করে রান্না ঘর থেকে চলে আসে….
অনু সিড়ি বেয়ে উঠার সময় নির্ঝর আর সিমিকে আড় চোখে দেখছে।হুট করে হোচট খেয়ে অনু হুমড়ি খেয়ে পড়ে যায়
-আহ্
অনুর দিকে তাকাতেই দেখে অনু মেঝেতে পায়ে হাত দিয়ে বসে আছে।
নির্ঝর বসা থেকে উঠে ছুট লাগায় অনুর কাছে।
অনু পায়ে হাত দিয়ে সিড়ির কাছে বসে আছে।
-দেখি কোথায় লেগেছে??
-নো নিড!!সরুন….
-স্টুপিডের মতো কথা বলা বন্ধ করো
-বললাম তো লাগবে না।।।
নির্ঝর অনুর দিকে রাগী চোখে তাকিয়ে সোজা অনুকে কোলে তুলে নেয়।
অনু বার বার ছোটার চেষ্টা করছে।কিন্তু নির্ঝর কোলে তুলে হাটা ধরে ঘরের দিকে।
দূর থেকে নির্ঝরের মা রাগী চোখে তাকিয়ে আছে নির্ঝরের দিকে।
ওনার ভেতর থেকে বার বার দীর্ঘ শ্বাস বেরিয়ে আসছে
“এই একটা মেয়ে আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে দিলো”
কি মনে সিমিও হাটা ধরে নির্ঝরের ঘরের দিকে…..
নির্ঝর তখন অনুকে বিছানায় শুয়ে দিয়ে অনুর পায়ে ঔষুধ লাগাতে ব্যস্ত।
সিমি সরাসরি নির্ঝরের ঘরের ঢুকে যায় তারপর নির্ঝরের হাত ধরে টানতে থাকে
-নির বাহিরে চল!!
নির্ঝর অবাক চোখে সিমির দিকে তাকিয়ে আছে….
অনু তো রাগে জ্বলে যাচ্ছে….
-কি??
-নির চল কথা আছে
অনু মুখ বাকিঁয়ে অন্য দিকে তাকিয়ে আছে…..
সিমি নির্ঝরকে টানতে টানতে বাহিরে নিয়ে যায়…..
-নির ও তো সায়নের প্রেমিকা অনু!!
-হুম্ম
-নির তুই অনুকে কেন বিয়ে করলি???
-মানে??
-মানে প্রশ্নটা কাল রাতেই তোকে করতাম।কাল আমি সত্যিই অনুকে চিন্তে পারি নি।।
-ওওও
-নির্ঝর অনু তো!! তুই ওকে কেন বিয়ে করলি??
-সিমি!!
-নির তুই জানিস না সায়ন ওকে কেন বিয়ে করে নি???
-সিমি প্লিজ!!
-নির ও তো…..!!
-চুপ…..
সিমি অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে।
-সিমি সায়ন শুধু অনুর ভালো গুলোকে ভালোবেসেছে।সেই ভালোগুলোর মাঝে যেই খারাপটা রয়েছে তা সায়ন মানতে পারেনি।কিন্তু আমি অনুর ভালো মন্দ সব কিছুকেই ভালোবাসি।অনু সায়নকে ভালোবাসতো তাই হাজার চাওয়া সত্তেও কখনো অনুর সামনে দাড়াই কিন্তু যখন সায়ন ওকে…..
দরজার দিকে তাকাতেই দেখে অনু দাড়িয়ে আছে…..
কৌতূহলী আর রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে।
নির্ঝর তখন সিমির দুই বাহু ধরে দাড়িয়ে আছে…..
অনুকে দেখে নির্ঝর সিমিকে ছেড়ে দেয়।কথায় কথায় নির্ঝর কখন সিমির এতো কাছে চলে এসেছে বুঝতেও পারে নি।
অনু নির্ঝর দিকে এগিয়ে এসে বলতে শুরু করে….
“আপনি সত্যিই একজন চরিত্রহীন পুরুষ।যদি ঐ মেয়ের সাথে আপনার কিছু থেকেই থাকে তাহলে শুধু শুধু আমাকে জোড় বিয়ে করে আমার জীবন আর ভালোবাসা দুটোকেই এভাবে শেষ করে দিলেন কেন??”
নির্ঝর অনুর দিকে তাকিয়ে আছে।বোধয় সে কিছুই শোনেনি কিন্তু অনুর ছলছল চোখ…..!!
কেন??
অনু কেন কাঁদছে??
কারনটা কি শুধুই সায়ন???
উওরটা নির্ঝর জানে না…জানতেও চায় না।কি হবে জেনে সে তো অনুকে চায়।অনুকে নিজের কাছে রাখার সম্পূর্ণ অধিকার তার আছে।কারণ নির্ঝর অনুর স্বামী।
চলবে….
(কেমন হয়েছে জানাবেন)