হঠাৎ বিয়ে পর্ব ০৭
লেখা : Tanjila mitu
মাহিন রেগে ফুলে যাচ্ছে। ???
মিতু মাহিনের দিকে তাকিয়ে আছে। আর ভাবছি কখন জানি আমার ১২ টা বাজায় আল্লাহ বাচাও, এই ছাগল টা কই থেকে আসলো।
_ মাহিন আফরিনের দিকে তাকিয়ে চলে গেলো। কিছু না বলে।
_ যাক বাবা বাচলাম উনি কিছু না বলে চলে গেছে।
_ এই ছাগল আমাকে এইভাবে জড়িয়ে ধরলি কেন।
_ তোকে অনেক দিন পর দেখলাম তাই অনন্ত বললো। ( অনন্ত মিতু আর আফরিনের ফ্রেন্ড কলেজ থেকেই ওদের সাথে পড়ে)
_ আর কোন দিন যদি দেখি আমাকে এইভাবে জড়িয়ে ধরছ তোর এক দিন কি আমার একদিন সালা ফাজিল কোন দিন মেয়ে দেখিস নাই।
লচ্চা কোথা কার মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে হবে কেন রে এত দিন প্রব্লেম ছিলো তাই আসি নাই, তাই বলে আমাকে জড়িয়ে ধরতে হবে। আর কোন দিন যেন না দেখি কত বার বলবো আমি এইগুলা পছন্দ করিনা ???? রেগে বললাম।
_ সরি বুঝতে পারিনাই জানু আর হবে না।
_ জানু বললি কেন আমি তোর কোন জন্মের জানু লাগি হ্যা????
_ বাবু তুই আজ রেগে আছিস কেন??
_ এই কত বার বলবো বাবু জানু সোনা মনা আমাকে বলবি না। ??
_ ওকে চল ক্লাসে যাই।
_ আফরিন তুই চুপ করে আছিস কেন ওকে বল আমার সামনে থেকে যেতে। ??
_ আমি কি বলব বল এই পাগল টার সাথে কথা বলে লাভ নাই এখন বকা দিবে আবার আসবে।
_ ঠিক আফরিন তোদের ছাড়া আমার চলে না। মিতু কে ছাড়া ভাবতেই পারিনা আস্তে বললো অনন্ত।
_ এই আস্তে আস্তে কি বললি জোরে বল আমি শুনতে চাই?? ??
_ তোকে কিছু বলি নাই মেরি মা চুপ হয়ে যা এখন ক্লাস আছে চল।
_ ওকে।
৩ জন ক্লাসে গেলাম। ক্লাস করে ভার্সিটি থেকে বের হয়ে দেখি দাড়িয়ে আছে মাহিনগাড়ি নিয়ে ।
মাহিনের সাথে গাড়িতে উঠে চলে আসলাম বাসায়।
গাড়িতে আমার সাথে একটা কথাও বলে নাই।
কি হলো আবার অহ হ্যা অনন্তের জন্য সব হইছে।
আমাকে বাসায় নামিয়ে দিয়ে উনি চলে গেলেন।
আমাকে বায় বলার সুযোগ ও দিলো না।
মনে হয় আমার উপর রেগে আছে ।
তাতে আমার কি হুম।
বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম একটা ঘুম।
ঘুম থেকে উঠে পড়তে বসবো মনে পড়লো আমার বই গুলা তো আফরিনের বাসায় কিছু আর কিছু আব্বুর বাসায়।
বাসার কথা মনে হতেই আব্বুর কথা খুব মনএ পড়লো।
আসলে ঐ মহিলার জন্য আমি আব্বু কে ছেড়ে চলে আসলাম।
আব্বু আই মিস ইউ ???
কি করবো আমি। বই ছাড়া কি পড়বো কিছু দিন পরে পরীক্ষা।
আব্বুর বাসায় ও যেতে পারবো না। এমন সময় পিছনে তাকিয়ে দেখি উনি রুমে আসছে।।
হাতে কি জানি ব্যাগের মধ্যে।।
_ এই নাও তোমার বই আফরিনের বাসার গুলা আর বাকি গুলা লাইব্রেরি থেকে নিয়ে আসছি ঐ বাসায় আর যেতে হবে না পড়তে বসো।
বলেই ওয়াশরুমে চলে গেলো।
_ আমি বই গুলা নিয়ে টেবিলে গুছিয়ে রাখলাম।
তারপর উনার জন্য খাবার বেরে রুমে নিয়ে আসলাম।
_ ওয়াশ রুম থেকে বের হয়ে দেখি মিতু খাবার নিয়ে বসে আছে।
_ খেয়ে নিন নিচে যেতে হবে না। _ কি বেপার বলো তো
হঠাৎ বউ বউ ভাব?? মজা করে
_ দেখেন বেশি হচ্ছে কিন্তু। আপনি আমার জন্য এত কিছু করলেন আমি কি এইটুকু করতে পারিনা। বউ বউ ভাবের কিছু নাই।????
রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম তারাতাড়ি কাল ভার্সিটি তে যেতে হবে।
মাহিন তার রুমে ঘুমিয়ে আছে।
সকালে নামায পড়ে নাস্তা বানালাম সাথে পপি ছিলো যদিও ও না করছে কিন্তু আমি ওর কথা শুনলাম না।
নাস্তা করে ভার্সিটি তে চলে আসলাম। মাহিন আমাকে দিয়ে চলে গেছে।
একটা ক্লাস ছিলো। করে বসে আছি আব্বুর কথা খুব মনে পড়ছে। তাই ভাব্লাম একবার অফিসের সামনে গিয়ে দেখে আসি।
যে ভাবা সেই কাজ গেইডের সামনে আসতেই দেখি??
চলবে
পিচ্ছি
(বি: দ্র : ব্যস্ততার মধ্যে ও দিলাম জানি অনেক ছোট হয়েছে)
??