হঠাৎ বিয়ে পর্ব ১২
লেখা: Tanjila mitu
দাদি কি হলো কথা বলো?
দাদি দাদি
_ শুনছো কি হলো কথা বলো? দাদায় দাদি কে ডাকছে কিন্তু কোন কথা বলছে না চুপ করে বসে আছে আর শুধু আমার দিকে তাকিয়ে আছে।
_ দাদির হাত ধরে কি হলো দাদি কথা বলো। কান্না কান্না ভাবে বললাম।
_ দাদা দাদি কথা বলেনা কেন?
_ তুমি মাহিন কে কল দাও।
_ উনার নাম্বার তো আমার কাছে নাই কি করি দাদা দাদির কাছে ও চাওয়া যাবে না। পপিও বাসায় নাই।
হুম তারপর আফরিন কে কল দিয়ে উনার নাম্বার নিলাম।
উনাকে ফোন দিলাম।
৩ বার রিং হয়ে কেটে গেলো।
আবার দিলাম
রিসিভ করে বললো
_ কে বলছেন আর এত বার ফোন দিতাছেন কেন?
_ শালা খচ্চর কথা তো বলতে দে না তার আগেই ধমকাচ্ছে???
_ কি হলো কথা বলেন না কেন?
_ আমি মিতু
এখন তারাতাড়ি বাসায় চলে আসেন। প্লিজ এখন দাদির কি জানি হয়েছে কথা বলছে না।
_ ওকে আমি আসতেছি।
মাহিন কল কেটে ক্যাবিন থেকে বের হয়ে দিলো দৌড় গাড়ি তে বসে ডাক্তার কে কল করে বাসায় আসতে বললেন।
উনি বাসায় চলে আসলেন।
এর মধ্যে দাদি কোন কথা বলে নাই শুধু তাকিয়ে চোখের পানি ফেলছে।
মাহিন রুমে ঢুকতে
_ দাদি কি হইছে শান্ত গলায় গিয়ে বললেন।
_ মাহিন বলেই কান্না করে দিলো।
_ দাদি কান্না থামাও কি হইছে বলো আমাকে।
_ মাহিন তুই জানতি তোর ফুফি বেচে নাই ?? তাহলে আমার থেকে কেন লুকালি।
_ কে বলছে এইগুলা তোমাকে ফুফি তো
_ প্লিজ দাদুভাই আর মিথ্যা বলিছ না ????
_ আমার মাথায় তো কিছু ঢুকছে না। ??
তাই চুপ করে দাঁড়িয়ে দেখছি।
_ তুমি বলো কে বলছে?
_ আমার দিকে তাকিয়ে বললেন মিতু।
_ আমি তো আকাশ থেকে পড়লাম আমি কখন বললাম??
_ আমি তো বলছি আমার আম্মু নাই
আম্মু মারা গেছে আর উনি তখন কান্না করে উঠছে।
_ হুম
তুমি কি জানো উনি তোমার কি হয়?
_ কি ??
_ তোমার নানু, নানা। তোমার আম্মু আমার ফুফি ছিলেন।
_ আমার মুখ থেকে আর কথা বের হচ্ছে না আমি কি বলবো।
চোখ দিয়ে শুধু পানি পরছে।
_ এমন সময় নানু আমাকে তার কাছে ডাকলেন
আমি যেতেই জড়িয়ে ধরে কান্না শুরু করলেন।
আমিও খুব কান্না করছি।
আজ আম্মু বেঁচে থাকলে কত খুশি হত।
সবার আগে আমার গল্প পড়তে চাইলে “নীল ক্যাফের ভালোবাসা” পেজে পাবেন।
তারপর ডাক্তার এসে নানু কে চেক আপ করে ঔষধ দিয়ে চলে গেছে। তারপর একটা ঘুমের ঔষধ খাওয়ায় দিয়ে গেলেন তাতে রাতে আর কান্না না করে ঘুমিয়ে যায়।
কারন কারো মেয়ের মৃত্যু কথা শুনে কেউ ঠিক থাকতে পারেনা।
খাবার এনে নানুকে খাওয়ায় দিলাম তারপর আমরা ৩ জনে মিলে খাবার খেয়ে যে যার রুমে চলে আসলাম। নানা অনেক টা কঠিন মানুষ তাই নিজেকে সামলে নিতে পারছি কিন্তু নানুর কাছে এটা অনেক বড় ধাক্কা।
রুমে এসে আমি আবার কান্না করছি।
আম্মুকে অনেক মনে পড়ছে। ????
_ মিতু আসবো। মাহিন বললো
_ হুম। চোখ মুছে।
_ কান্না করছিলা কেন?
_ এটা বলছে আর আমার কান্নার গতি আরও বেরে গেছে। ???
– মাহিন এসে আমাকে জড়িয়ে ধরে
বললো
চলবে
পিচ্ছি
(বি: দ্র: আজ আমার কলেজ এ ক্লাস আছে তাই তারাতাড়ি দিয়ে দিলাম)