হঠাৎ বিয়ে পর্ব ১৭
লেখা: Tanjila mitu
_ কি বললেন আপনি?? ??
_ আরে মিতু আপু নিলা আপু বলতে চাইছে মাহিন ভাইয়ার সাথে আড্ডা দিবে তাই তাকে চায়। তাই না নিলা আপু নিলার দিকে তাকিয়ে ??
_ হুম কিন্তু ও কোথায়??
_ আমার কেন জানি মনে হচ্ছে কোথাও একটা কিছু চলছে আমি বুঝতে পারছি না ??
উনি অফিসে গেছে আমি বললাম।
_ অহ আসবে কখন ওকে ছাড়া ভালো লাগছে না। মিম চলো না মাহিনের অফিসে যাই।
_ আরে না আপু যেতে হবে না ভাইয়া চলে আসবো।
_ হুম বলো কে কি খাবা চা না কফি।
_ আমি কিছু খাবো না নিলা বললো।
– কেন আপু খাবেন না কেন মিতু বললো।
_ এমনেই ভালো লাগছে না।
_ অহ
আচ্ছা মিম তুমি কি খাবা??
_ তুমি যেটা খাও আমি ঐটা খাবো।
_ ওকে।
তারপর সবাইর জন্য চা নিয়ে আসলাম।
আমরা চা খাচ্ছি আর টিভি দেখছি।
এমন সময় মাহিন এসেছে।
মাহিন কে দেখেই নিলা জড়িয়ে ধরছে।
_ কেমন আছো এখন??
_ একটু হালকা করে সরিয়ে এইতো ভালো তুমি কেমন আছো??
_ আমি অনেক ভালো আছি বলে আবার জড়িয়ে ধরতে গেলে মাহিন নিলার হাতে ওর কোট টা দিয়ে দেয় ??
_ আমি চুপ করে দাঁড়িয়ে দেখছি।
_ মাহিন মিমের দিকে এগিয়ে যায়। কিরে তুই আসবি আমাকে বললিনা যে।
_ আসলে ভাইয়া সারপ্রাইজ দিতে চাইছিলাম।
আর মিতু আপু কে দেখার লোভ টা সামলাতে পারিনাই তাই চলে আসছি।
_ আমার সাথে রুমে আয় কথা আছে তোর সাথে।
_ হুম চলো।
দুই ভাই বোন মিলে উপরে চলে আসলাম।
_ ছোট আম্মু কেমন আছে??
_ আম্মু ভালো আছে ভাইয়া।
_ তুই আসলি ঠিক আছে সাথে করে নিলা কে কেন আনলি সেটা বল
_ আসলে ভাইয়া আমি আসবো
সেটা নিলা আমার ফ্রেন্ড এর কাছ থেকে শুনে আমার সাথে চলে আসছে আমি কি করবো?? ??
_ ওকে
কিন্তু যদি মিতু জানতে পারে আমার রক্ষা নাই।
_ আমি দেখছি কি করা যায়।
_ ওকে বোন দেখ নিলা কে চোখে চোখে রাখ মিতুকে না জানি কবে উলটা পালটা কিছু বলে দেয় ??
_ হুম
আমরা সবাই নিচে আড্ডা দিয়ে ডিনার করে যে যার রুমে চলে আসলাম।
আড্ডা দেওয়ার সময় ও নিলার বাচ্ছা কিলা বার বার মাহিনের কাছে চলে আসছে হাত ধরছে চুল ধরছে এইসব দেখে গা জ্বলে যাচ্ছে।
তাই রুমে এসে কিছু না বলে চুপ করে শুয়ে পড়লাম।
কি হলো মিতু আজ আমার সাথে কোন কথা বলছে না কেন?? । তবে কি নিলা কিছু বলছে।
_ মিতু শুনো।
_ হুম বলেন??
_ তুমি আমার সাথে কথা বলো না যে?
_ বলি তো।
_ কই
আচ্ছা আমার পাশে এসে বসো।
_ না
আমি এইখানে ঠিক আছি।
_ আসতে বলছি আসো কিছু টা ধমক দিয়ে।
_ চুপ করে বসে পড়লাম
_ কিছু হয়েছে??
_ মাথা নাড়িয়ে না করলাম।
_ তাহলে এত চুপ কেন?
_ এমনেই ?
একটা কথা ছিল?
_ বলো কি কথা।
_ নিলা কি সত্যি আপনার শুধু ফ্রেন্ড??
এমন প্রশ্নে কিছু টা নরে চরে উঠলাম।
_ তোমার কি মনে হয়??
_ কিছু না আপনি আগে বলেন।
_ আমি আর নিলা এক ক্লাসে পড়তাম ।
_ অহ
ও মনে হয় আপনাকে ভালোবাসে তাইনা ?
_ মাহিন কেশে উঠলো।
পানি দাও
_ নিন
পানিটা একবারে খেয়ে ফেললো মাহিন।
_ কি বলছো এসব।
ও আমার ফ্রেন্ড শুধু আর কিছু না।
_ অহ
আচ্ছা ঠিক আছে।
_ হুম
যাও ঘুমাও
_ আপনি কোথায় ঘুমাবেন।
_ কেন সোফায়
প্রতিদিন যেখানে ঘুমাই।
_ আপনি খাটে ঘুমান।
_ তুমি কই ঘুমাবা
_ আমিও খাটে ঘুমাবো।
_ কথা শুনে মাহিন হা করে তাকিয়ে আছে ???
_ কি হলো এইভাবে তাকিয়ে আছেন কেন ??
_ আমার হাতে একটা চিমটি কাটবা।
_ দিলাম একটা চিমটি।
_ আহহহ
কি করলা এটা??
_ আপনি না বললেন দিতে তাইতো দিলাম ??
_ তাই বলে এত জোরে ??
_ ??????
_ ও হাসছে আমি তাকিয়ে দেখছি
কত মায়াবী লাগছে ওকে।
_ আসেন
আমি ঘুমালাম।
_ আমি ও ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম।
আমি শুধু ভাবছি সত্যি টা জানতে পারলে কি হবে??
_ ও আমার পাশে থাকবে তো।
এই কয়দিনে ওকে পাগলের মত ভালোবেসে ফেলছি ?
আমি জানি ও আমাকে মনে মনে পছন্দ করা শুরু করছে। নিলা কে নিয়ে কি করি ??
আজ ঘুম কই গেলো জানিনা ??
ওকে হারানোর ভয় টা কাজ করছে কি যে করি ??
এমন সময় ও ঘুমের মধ্যে আমার উপর পা দিছে
একবার সরিয়ে দিছি আবার হাত দিছে।
তাই নিজের বুকে নিয়ে আসলাম ওকে।
ওকে জড়িয়ে ধরতেই রাজ্যের সব ঘুম চোখে চলে আসছে।
সকালে ঘুম থেকে উঠলাম
উঠে ছাদে গেলাম।
মিতু এখনো ঘুমাচ্ছে।
ছাদে আসতেই নিলা আমাকে জড়িয়ে ধরে।
_ কি হচ্ছে টা কি নিলা?
_ মাহি তুমি ঐ মেয়ে টা কে বিয়ে করলে কেন।
_ আমার ইচ্ছে হইছে তাই।
_ আমাদের ভালোবাসার কি হবে মাহিন।
_ চুপ করো
কিছু হবে না
তুমি কাল চলে যাবা।
মনে থাকে যেন
আমি তোমাকে যেনো আর আমার সামনে না দেখি।
_ তুমি এইগুলা বলছো কেন??
_ তুমি আসার সময় আমাকে একটা ফোন করে আসতে পারতা.
_ সরি আমার ভুল হয়ে গেছে।
_ ওকে
তুমি চলে যাবা কাল মনে থাকে যেনো
আমি আজ টিকেট বুক করে রাখবো
_ ওকে ??
সকালের নাস্তা করে মিতু ভার্সিটি তে চলে যায় নিলা আর মিম ঘুরতে যায়
মাহিন অফিসে চলে যায়।
নানা নানি বাসায়।
ভার্সিটি তে যেতেই শান্তা কে দেখে মিতু।
শান্তাকে দেখেও না দেখার বান করে চলে যেতে নিলে শান্তা এসে জড়িয়ে ধরে বলে
_ সরি বাবু আমি জানতাম না এটা আমার দুলাভাই জানলে এইগুলা তোকে বলতাম না।
_ওকে আর জেনো এমন না হয়।
_ ওকে মহারানী
ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে দেখি
চলবে
পিচ্ছি
??