হঠাৎ বিয়ে পর্ব ১৮
লেখা : Tanjila mitu
ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে দেখি গেইটে মাহিন দাড়ায় আছে বাইক নিয়া।
আমি কিছু না বলে বাইকে উঠে বস্লাম।
_ চলো কোথাও ঘুরে আসি।
_ কোথায়
_ তুমি বলো কোথায় যেতে চাও??
_ আব্বুর অফিসের সামনে ?
_ মানে?
_ আব্বুকে দেখতে ইচ্ছে করছে ??
_ ওকে তাহলে আর কি চলো আমার শ্বশুর কে দেখে আসি।
_ হুম।
_ সোজা আব্বুর অফিসের সামনে চলে আসলাম।
_ কি হলো নামো।
_ হুম।
নেমে দাড়ালাম পাশে,
_ কি হলো দাঁড়িয়ে আছো কেন??
ভিতরে আসো।
_ না আমার ভয় করছে।
_ কিছু হবে না চলো?
_ হুম।
অফিসের ভিতরে যেতেই দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে।
_ কি হলো এইটা সবাই আমকে এমনে দেখছে কেন??
_ আমরা আব্বুর রুমে গিয়ে দেখি কেউ নাই।।
_ মাহিন বাহিরে এসে জিজ্ঞেস করলে সবাই বলে
আব্বু স্টক করছে ??
এটা শুনে আমি মাথা ঘুরে পড়ে
যাই। আব্বুর কিছু হলে আমি মরে যাবো।
মাহিন চলো আমি আব্বুর কাছে যাবো।
কি হলো শুনতে পাচ্ছেন আমি আব্বুর কাছে যাবো ???
মাহিন আমাকে কোন রকম কোলে করে নিয়ে তারাতারি বাসায় আসে।।
কলিং বেল বাজাতেই ডাইনি মহিলা দরজা খুলে।
আমাকে দেখেই বলে
_ অলক্ষী কুপা কপাল পুরি মুখপুরি তুই এই বাড়িতে কেন আসছোস নিজের মা কে খেয়ে শান্তি হয় নাই। এখন আমার স্বামী কে খেতে আসছিস তুই।
বের হয়ে যা এই বাড়ি থেকে।
_ whatt
এই আপ্নার সমস্যা কি বলেন তো
উনি আপনার স্বামী হয়ার আগে মিতুর আব্বু।
আর এই বাড়ি আপনার কেমনে হলো??
আমি যত টুক জানি এইবাড়ি মিতুর আম্মুর নামে।
এইবাড়ি তো মিতুর।।
ওর বাড়িতে থেকে ওকে যা না তা বলছেন ????
দরজা থেকে সরে দাঁড়ান।
আমরা ভিতরে যাবো??
অনেক ধমক দিয়ে
_ উনি দরজা থেকে সরে দাঁড়ায়
আমি আর মাহিন আব্বুর রুমে চলে গেলাম।
গিয়ে দেখি আব্বু শুয়ে আছে।
আমাকে দেখে কান্না করে দিলো।
আমিও আব্বু কে জড়িয়ে কান্না করলাম ????
_ কেন চলে গেলি মা??
_ সরি আব্বু ??
_ তুই তো জানস তোকে ছাড়া আমি খুব একা রে মা। ??
তুই বলতি তুই বিয়ে তে রাজি না তাহলে আমি তোকে বিয়ের জন্য বলতাম না। ??
_ আব্বু আসলে আমি,,
_ আমি জানি তুই ওকে ভালোবাসিস আর বলতে হবে না।
আমিও ভালোবেসে তোর আম্মুকে বিয়ে করছিলাম মা
আমি জানি বুঝি সব।
মাহিনের দিকে তাকিয়ে
তুমি দূরে দাড়িয়ে আছো কে
আমার কাছে আসো।
_ আসলে আংকেল সরি
আমার এটা করা ঠিক হয় নাই।
_ হুম
আমি এখন বুঝছি আমি কি ভুল করছিলাম মিতুর আম্মুকে নিয়ে এসে।
উনাদের সাথে আর কোন দিন কথা ও বলতে দেইনাই।
জানিনা উনারা আমাকে ক্ষমা করবেন নাকি।
_ আংকেল আপনি কি আপনার শ্বশুর শাশুড়ীর কথা বলছেন??
_ হুম বাবা বলেই আব্বু কয়েক ফোটা পানি ফেললেন??
_ ওকে আমরা আপনাকে তাদের সাথে দেখা করবো।
_ বাবা আমার কাছে বেশি সময় নাই। তুমি সত্যি পারবে তো।
_ আংকেল উনারা আমার দাদা দাদি। ?
_ তার মানে তুমি কে??
_ আমি মিতুর মামা তো ভাই ?
_ অহ আচ্ছা।
তাহলে চলো আজই আমি উনাদের সাথে দেখা করতে যাবো।
_ আপনি তো অসুস্থ ?
_ কিছু হবে না।
তুমি আমাকে নিয়ে চলো।
_ আব্বু তুমি পারবা এই অবস্থায় যেতে।
_ পারবো রে মা।
_ তুই জামাই নিয়ে আসছিস কিছু তো দেওয়া হলো না সবাই কই??
আব্বু চিল্লায়া মহিলা কে ডাক দিতে উনি আসলেন??
_ কি হচ্ছে চেচাচ্ছো কেন কি হইছে??
_ জামাই আজ প্রথম আসছ এ ওদের কি কোন আপ্যায়ন করা লাগেনা এইটাও শিখায় নাই।
_ না শিখায় নাই।
_ আব্বু ছাড়াও ননা ।
আপনি প্লিজ আব্বু কে ধরে নিয়ে আসেন। আমার আর ভালো লাগছে না এই বাড়ি তে।
_ হুম চলেন আংকেল।
আব্বুকে রেডি করিয়ে আমরা চলে আসলআম।
তারপর গাড়িতে করে বাড়ির সামনে নেমে গেলাম।
নামার পর দেখি ????
চলবে
পিচ্ছি ??