হঠাৎ বিয়ে পর্ব ১৯
লেখা : Tanjila mitu
নামার পর দেখি সামনে নানা নানু দাঁড়িয়ে আছে।
আব্বু নানা নানুর সামনে গিয়ে কিছু বলতে চাইলে
_ নানা বলে চলো আগে বাসায় আসো বসে কথা বলবো।
_ আমি আব্বু কে ধরে বাসার ভিতর এ আসলাম।
তারপর আব্বুকে নিয়ে সোফায় বসালাম।
আব্বুর সামনে নানা নানু বসে আছে।
সবাই বসে আছে একটা নিরবতা গিরে ধরেছে সবাইকে।
সব নিরবতা ভেঙে আব্বু বলতে শুরু করলেন
_ বাবা আমি জানি আমি অনেক বড় ভুল করছি ঐ দিন।
আর আজও আমার ভুলের জন্য আমি অনুতপ্ত।
_ ভুল তো ঠিক বুঝতে পারছো তাই না। কিন্তু অনেক পরে আমার মেয়ে টা তো আর নাই বলেই নানা ভাই কিছু টা কান্না করে দিলেন।
_ আমি জানি বাবা কিন্তু ঐ সময় আপনি আমাদের বের করে দেওয়ার পর থেকে আমরা আর আপনাদের সামনে যাইনাই কারন যদি আবার আপনি অপমান করেন তাই।
আপনি তো বলছিলেন যদি মিতুর আম্মু আপনার সামনে যায় তো আপনার মরা মুখ দেখবে তাই সেই ভয়ে আমি যাইনাই আর।
_ আমি না হয় রাগে বলছিলাম কিন্তু তাই বলে তুমি আসবে না আর আমার সামনে।
_ সরি বাবা আমাকে মাপ করে দিন ???
_ এখন সরি বলছো
আমার মেয়ে টা মারা গেছে এই খবর টাও আমকে দেও নাই তুমি
আবার কথা বলছো কিছুটা রেগে
তুমি মানুষের খাতায় পড়ো।
আর আমার মেয়ে কে তুমি ভালোবাস্তা সত্যি।
যদি তাই হয় তাহলে ও মরার ১ মাসের মাথায় তুমি বিয়ে করলে।
আর আমার নাতিন কে দিনের পর দিন অপমান সহ্য করতে হইছে। সৎ মার অঅত্যচারের কারনে ও বাসা থেকে বের হয়ে গেছে ওর কোন খবর রাখছো তুমি।
না তা কেন রাখবে তুমি তো টাকার পিছে দৌড়ে ছো আর টাকা দিয়ে ভাবছো সব সমাধান তাইনা।
এই জন্য ঐ দিন আমি না করছিলাম আমার মেয়ের তুমি যোগ্য না।
_ কিন্তু আপনি তো ঐ দিন বলছিলেন আমি ছোট লোক আমার টাকা পয়সা নাই কেন মেনে নিবেন আমাকে।
_ হুম বলছিলাম কারন সুখে থাকার জন্য টাকার সাথে সাথে ভালোবাসা ও দরকার ছিলো।
_ সরি বাবা আমি বুঝতে পারিনাই।
আপ্নারা আমার মেয়েকে দেখে রাখবেন প্লিজ ???
মা পানি দে মিতু কে বললেন
_ আব্বু কি হইছে খুব বেশি খারাপ লাগছে তোমার??
_ না রে মা
পানি খেয়ে বললেন।
_ আব্বু রুমে চলো তুমি রেষ্ট নিবা।
_ না রে মা আজ আমাকে সব বলতে হবে।
তুই আমার পাশে বস।
আমি চুপ করে আব্বুর পাশে বসে আছি।
আব্বু মাহিন কে পাশে ডাকেন।
মাহিন আসতেই
আব্বু মাহিনের হাতে আমাকে দিয়ে বললেন
_ বাবা তুমি আমার মেয়ে কে দেখে রেখো
কখনো কষ্ট দিও না।
মেয়েটা আম্মু কে হারিয়ে।
আমাকে ও হারায়ছে।
সৎ মার ঘরে ছিলো বুঝোই তো পারছো।
আর তুমি ওকে দেখে রাইখো।
– জ্বি আংকেল।
আপনি চিন্তা করবেন না৷।
_ আমাকে আব্বু বলে ডাকো।
_ ওকে আব্বু।
_ বাবা মা আপ্নারা আমার মেয়েকে দেখে রাখবেন প্লিজ ??
_ তুমি চিন্তা কইরো না।
আমরা আছি।
_ হুম
তারপর আমরা সবাই আব্বু কে ধরে রুমে নিয়ে শুইয়ে দেই।
_ তারপর আমরা আমাদের রুমে চলে আছি।
আমি এসে শুয়ে পড়ি আমার খুব টায়ার্ড লাগছে ?
তাই ঘুমিয়ে আছি৷
ঘুম থেকে উঠে দেখি
নিলা,,,,,,,,,,,,,,,,,
চলবে
পিচ্ছি
(বি:দ্র: শরীর ভালো না, মন টাও অনেক খারাপ তাই বেশি লিখতে পারিনাই।)