হঠাৎ বিয়ে পর্ব ২০
লেখা : Tanjila mitu
তারপর আব্বু আমাদের কাছেই থাকে।
তবে আমার মাথায় একটা জিনিস ঢুকছে না?
মাহিনের আব্বু আম্মু তো আমাকে দেখতে আসলো না।
তারমানে কি উনারা আমাকে মেনে নেয় নাই।
নাকি অন্য কিছু ?
আমার সাথে তো ফোনেও কথা বলে না।
আর নিলা হঠাৎ চলে গেলো কেন।
আর নিলা মেয়ে টা কি অদ্ভুত লাগছে।
আর নিলা কিছু বলতে গেলে মিম ওর মুখ থেকে কথা নিয়ে বলে ফেলছে বেপার টা বুঝতেছিনা। কোথাও এক্টা প্রব্লেম তো আছে ??
বারান্দায় বসে।
সময় নানু আমার রুমে এসে আমাকে ডাক দিলেন
_ কি নানু।
_ নাস্তা করবা চল?
_ হুম আসো।
তারপর আব্বু নানা নানু সবাই একসাথে নাস্তা করলাম।
উনি অফিসে আছে। বাসায় আসতে লেইট হবে ফোন দিয়ে বলে দিছে।
তাই সবাই ডিনার করে ফেলছে।
আমি খাইনাই ভাবছি উনি আসলেই খাবো এক সাথে।
আর একটা পরিক্ষা আছে তাই বই নিয়ে পড়তে বসলাম। বই নিয়ে বসে আছি আগা মাথা কিছু মাথায় ঢুকছে না। অনেক দিন পড়তে বস্লে যা হয় আর কি??
পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে গেছি কখন বলতে পারবো না।
১২ টা বাজে মাহিন বাসায় আসে।
এসে দেখে মিতু বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে।
হায়রে ঘুম পাগলী রে।
মাহিন এসে আমার হাত ধরে উঠাবে আমি লাফ দিয়ে উঠে যাই।
আপনি চলে আসছেন??
এত ধেরি হল যে আজ অফিসে কি কাজ বেশি ছিলো??
_ একটা একটা করে প্রশ্ন করো এত গুলা এক সাথে ??
_ হুম
_ আজ অফিসে কাজ বেশি ছিলো কাল একটা ডিল করতে হবে ঐ কাগজ পত্র গুলা চেক করছি তাই সময় লাগছে।
_ অহ আপনি বসেন আমি খাবার নিয়ে আসছি।
_ তুমি একটু শান্ত হয়ে বসো।
_ হুম
_ আমি বাহির থেকে খেয়ে এসেছি এখন কিছু খাবো না।
_ অহ মন খারাপ করে ??
_ মাহিন মিতুর দিকে তাকিয়ে বুঝে গেছে ও কিছু খায়নাই হয়তো ওর জন্য অপেক্ষা করছে।।
মাহিন কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়।
এসে দেখে মিতু পড়ার টেবিলে বসে পড়ছে খুব মন যোগ দিয়ে।
আমি বুঝতে পারছি আমার উপর অভিমান করে বসে আছে।
কথায় কথায় মুখ ফুলিয়ে রাগা
বাচ্চাদের মত অভিমান করা এইগুলা ওকে মানায়।
আমি নিচে গিয়ে খাবার নিয়ে আসলাম।
এসে দেখি বই খুলে বসে আছে অন্য একজন যে রুমে আছে আর দিকে কোন খেল নাই।
হায়রে পাগলী বউ আমার।
আমি সত্যি খুব হ্যাপি না হলে ওকে আমার জীবনে পেতাম না।
যত দেখি ততই ভালোবেসে ফেলি।
আমার জীবনে আর কিছু চাওয়ার নাই আল্লাহর কাছে।
এক্টাই চাওয়া ও যেন সুখে থাকে।
ওকে যেনো আল্লাহ সব বিপদ থেকে রক্ষা করে।।
ভাবছি আর একটা চেয়ার টেনে বস্লাম ওর পাশে।
_ হ্যা করো ওর দিকে ভাতের লোকমা দিয়ে।
_ খাবো না।
আমার ক্ষিধে নাই।
_ হ্যা করতে বলছি।
_ বললাম তো খাবো না।
_ একটা কথা বললে থাপ্পড় দিবো
হ্যা করো।
_ ভয়ে কান্না করে দিলাম এত জোড়ে আমাকে ধমক দিলো কেন।
_ কি হল
_ আমি হ্যা করলাম
না হলে আবার থাপ্পড় দিলে।
খেতে খেতে বললাম
আপনি খাবেন না।
_ হুম তুমি খাওয়ায় দাও।
_ আপনি না খেয়ে এসেছেন ।
_ তো কি হইছে আবার খাবো
বউয়ের হাতের খাবার এর সাদ আলাদা৷
_ আমি কি বলবো উনার কথা শুনে আমি স্টক করছি ?।এইগুলা কি বললো ??
_ এত ভাবতে হবে না আমাকে খাওয়ায় দাও।
_ আমি হাত ধুয়ে উনাকে খাওয়ায় দিলাম৷।
তারপর উনি এইগুলা নিচে নিয়ে গেলেন।
আমি পড়ার টেবিলে বসে আছি।
মাহিন কিছু ক্ষন পর আসলো হাতে দুধের গ্লাস।
দেখএ তো আমি ছোট খাটো একটা স্টক করলাম যখন বললো
_ নাও দুধ টা খেয়ে পড়তে বসো
_ ??????
চলবে
পিচ্ছি