হৃদয়ে_লুকানো_প্রেম,০৯,১০

0
495

#হৃদয়ে_লুকানো_প্রেম,০৯,১০
#নুুরুন্নাহার_তিথী
#পর্ব_৯

জারিফ নিজের অফিসরুমে বসে ফোনে প্রিয়ার ছবি দেখছে যেটা গতকাল ভাবী দিয়েছিল। গতকাল মেয়ের নামটাও ‘প্রিয়া হাসান’ শুনেছিল আর আজকে ক্লাসে স্টুডেন্ট প্রিয়াকে দেখে অবাক হয়ে গিয়েছিল। জারিফ প্রিয়মকে ফোন করলো।
প্রিয়ম অফিসে কম্পিউটারে কাজ করছিল আর কফি খাচ্ছিলো। দুপুরের খাবার খেয়ে এসে কফি না খেলে চোখে রাজ্যের ঘুমেরা এসে ভর করে। ফোন তার ভাইব্রেশন মুডে। ফোনের ভাইব্রেশনে টেবিলে কম্পন সৃষ্টি হওয়ায় প্রিয়ম ফোনটা নিয়ে দেখলো জারিফের কল। রিসিভ করে বলে,

“হ্যাঁ দোস্ত বল।”

“তোর বোন কোন ভার্সিটিতে পড়ে? আর কোন ডিপার্টমেন্ট?”

প্রিয়ম ভার্সিটির নাম বলে তারপর বলে,
“কেনো? কী হয়েছে?”

“তুই এটা আমায় আগে বলবি না?”

প্রিয়ম কপাল কুঁচকে চোখ ছোটো করে খানিক ভাবলো অতঃপর আপনাআপনি তার চোখ বড়ো বড়ো হয়ে গেল।

“তার মানে! তুই প্রিয়ার ডিপার্টমেন্টের স্যার?”

জারিফ ইতোমধ্যে কপালে হাত ঘষছে। প্রিয়ম বলে,

“তাহলে বিয়েটা ক্যান্সেল করে দে। তোর ঝামেলা হতে পারে। আমি আমার পরিবারকে ম্যানেজ করে নিবো। নো টেনশন।”

জারিফ ভাবুক স্বরে বলে,
“আমি ভেবে নেই। বাসায় বলি তার আগে তুই কাউকে বলিস না। প্রিয়াকেও না।”

“আচ্ছা ভেবে জানা।”

“ওকে রাখছি।”

জারিফ ফোন রেখে দুই হাতের ওপর কপাল ঠেকিয়ে ভাবতে লাগল। লাঞ্চ করতে যায় সে। টিচার্স মিটিং রুমে কেউ চাইলে লাঞ্চ করতে পারে। জারিফ সেখানেই গেলো। সেখানে দুয়েকজন সিনিয়র কলিগদেরও পেলো। উনাদের সাথে হাই, হ্যালো করে লাঞ্চ সেরে নেয়। লাঞ্চ শেষে সেখানে চেয়ারপার্সন স্যার এলে জারিফকে দেখে বলেন,

“কী ব্যাপার জারিফ? তোমাকে স্ট্রেসে লাগছে।”

চেয়ারপার্সন স্যার অনেকটাই বয়স্ক। জারিফ উনাকে সালাম দিয়ে বলে,

“নাথিং স্যার। অ্যাই অ্যাম ফাইন।”

“উহুম। কিছু তো হয়েছে। ইউ ক্যান শেয়ার উইথ আস। দেয়ার ইজ সামথিং হুইচ উই ক্যান্ট শেয়ার উইথ আওয়ার ফ্যামিলি বাট দ্যাট উই ক্যান শেয়ার উইথ আওয়ার কলিগ। রাইট?”

জারিফ সৌজন্য হাসলো। অন্য দুইজন কলিগও সায় দিলে জারিফ বলে,

“একচুয়ালি আমার বিয়ে ঠিক হচ্ছে।”

“ওয়াও দ্যাটস নাইস। একটা দাওয়াত পাচ্ছি। কনগ্রেটস!”

চেয়ারপার্সন স্যারের উচ্ছাসতায় আলতো হাসে জারিফ। অন্য কলিগরাও শুভেচ্ছা জানায়। জারিফ এবার তাদের ধন্যবাদ দিয়ে বলে,

“আমার ফ্রেন্ডের বোনের সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক করছে। মেয়েকে আমি এর আগে দেখেছি বলে মনে পরছে না। এমনকি মেয়েও আমাকে দেখেনি এবং বিয়ের আগে দেখতে চায় না এমনটাই জানিয়েছে।”

এক কলিগ বলে উঠে,
“একে অপরকে না দেখে বিয়ে করবেন? ব্যাপারটা রোমাঞ্চকর কিন্তু একটা কিন্তু থেকে যায়।”

“হ্যাঁ তবে তার ছবি দেখে গতকাল রাতে আমি মত দিয়েছি কিন্তু আজকে…!”

“আজকে কী জারিফ সাহেব?”

জারিফ দীর্ঘশ্বাস ফেলে বলে,
“তাকে আমি আমার ক্লাসে দেখেছি। গত এক সপ্তাহের ক্লাসে ‘প্রিয়া হাসান’ নামের মেয়েটি নিজের ফেস কাভার করে রেখেছিল বিধায় তার ফেস আমার আননোওন ছিল। আজ তার ফেস কাভার ছিল না। আর আজকেই দেখলাম সে সেই মেয়েটা যার সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে।”

পিনপতন নিরবতায় ছেঁয়ে গেলো রুমে। হুট করে চেয়ারপার্সন স্যার শব্দ করে হেসে উঠলেন সাথে অন্যরাও। তিনি বললেন,

“এটা ভবিতব্য ছিল বলেই এক সপ্তাহ তাকে তুমি দেখোনি। আর বিয়েতে মত দেওয়ার পর জানলে। তাছাড়া মেয়েও তোমাকে দেখতে চায় না।”

জারিফ বিচলিত কন্ঠে বলল,
“কিন্তু স্যার! এটা কেমন একটা দেখায়।”

অন্য এক কলিগ বলল,
“কেমন দেখায়? আমার ওয়াইফ আমার মাস্টার্সের ছাত্রী ছিল। এটা কোনো ফ্যাক্ট না। দুটো মানুষ ও দুটো পরিবার যদি রাজী থাকে তাহলে বহিরাগতদের কথা চিন্তা করা মূর্খতা। আপনি এটার জন্য বিয়ে করবেন না! সেটা বাজে লাগবে। বিয়ে না করেও যখন ওই মেয়ের ক্লাস নিবেন তখন আপনি নিজে আরও বেশি অপ্রস্তুত হবেন।”

জারিফ শুনলো। এবার চেয়ারপার্সন স্যার বলেন,
“তুমি পরের সেমিস্টার থেকে প্রিয়া যদি তোমার সাবজেক্টে পরে তবে যেই সেকশনে সে থাকবে সেই সেকশন তুমি সুইচ করে অন্যজনকে দিবে। জাস্ট সিম্পল। চাইলে তুমিও নিতে পারো। এতে আমাদের কোনো প্রবলেম নেই।”

জারিফ কিছুটা আশ্বস্ত হলো। স্বস্থির নিঃশ্বাস ফেলল। চেয়ারপার্সন স্যার মুচকি হেসে বলেন,

“দেখলে, শেয়ার করাতে তোমার প্রবলেম কতো দ্রুত সমাধান হয়ে গেলো? শেয়ারিং ইজ কেয়ারিং।”

জারিফ বিনিময়ে নম্র হাসলো। তারপর উনাদের থেকে বিদায় নিয়ে চলে আসলো। প্রিয়মকে মেসেজ করে দিলো,

“কাউকে জানানোর প্রয়োজন নেই যে আমি তোর বোনের ডিপার্টমেন্টর লেকচারার। সময় সবটা জানাবে।”

টেক্সট সেন্ড করে হাসলো কিন্তু প্রিয়ার মুখ লুকানোটা ঠিক বুঝতে পারলো না।

_____________

শীতল হাওয়া সাথে ধোঁয়া উঠানো কফি নিয়ে গায়ে শাল জড়িয়ে কানে হেডফোন লাগিয়ে বারান্দায় বসে আঁধার অম্বরে চন্দ্রমার লুকোচুরি দেখছে প্রিয়া। হেডফোনে বাজছে ‘শ্রেয়া ঘোষালের’ আমার একলা আকাশ থমকে গেছে গানটা। খনে খনে চোখ বন্ধ করে গানটা অনুভবও করছে।
এদিকে প্রিয়ম ও জারিফ যে গেইট দিয়ে ঢুকেছে তাতে ওর বিন্দুমাত্র খেয়াল নেই। প্রিয়ার বারান্দাটা সামনের দিকে হলেও প্রিয়া দক্ষিণামুখী চেয়ারে বসে আছে আর বাড়িটা পূর্বমুখী।

জারিফকে প্রিয়ার মা সাদরে ভিতরে আনলো। প্রিয়ার দরজায় দুয়েকবার টোকা দিয়েও লাভ হলো না কারণ প্রিয়া কিছুই শোনেনি। প্রিয়ার ফোনও ফ্লাইটমুডে। জারিফের সাথে কথা বলতে প্রিয়ার বাবা আসেন। জারিফ তাকে নম্রভাবে সালাম দেন। শরিফ সাহেব সালামের জবাব দিয়ে জারিফের সাথে কুশলাদি সেরে অনেক কিছু জিজ্ঞেসা করলেন। তিনি জানতে পারলেন জারিফ তার মেয়ের ডিপার্টমেন্টের শিক্ষক। তিনি বললেন,

“এতে কোনো সমস্যা হবে না?”

“আঙ্কেল আজকেই এটা জানতে পারি আমি তারপর চেয়ারপার্সন স্যার ও সিনিয়র দুয়েকজন কলিগের সাথে কথা হয়। তারা বলেছে, সমস্যা হবে না।”

জারিফের উত্তরে প্রিয়ম ফ্রেশ হয়ে এসে ওর পাশে বসে বলে,

“আরে বাবা, তোমার মেয়ে তো জারিফকে বিয়ের আগে দেখবে না বলেছে। তাহলে একদিক দিয়ে ভালোই হয়। মেয়ে তোমার জানতে পারলো না।”

বলেই হেসে দিলো। জারিফও হালকা হাসলো। শরীফ সাহেব বলেন,
“ওটা তো রাহার দুষ্টামি। সত্যি কী সে দেখবে না?”

“বলল তো তাই। রাহার সাথে সেও এক্সাইটেড। আমরাও ওকে জানাবো না যে জারিফ ওর স্যার। বিয়ের পর দেখা যাবে। তোমার ফেলটুস মেয়ে এবার যদি পড়ালেখায় সিরিয়াস হয়!”

সবাই হাসলো। প্রিয়ার মা নাস্তা এনে হাজির করলেন। তিনি জিজ্ঞেসা করলেন,

“কী নিয়ে হাসাহাসি হচ্ছে? তুমি কিছু নেও বাবা।”

জারিফকে খেতে বললেন তিনি। প্রিয়ম তার মাকে শর্টকাটে সবটা বললে তিনি অবাক প্লাসে হাসেনও। প্রিয়াকে বললে প্রিয়া যে হা*ঙ্গামা করবে তা তিনিও জানেন তাই তিনি কথাটা চেপে গেলেন যেহেতু প্রিয়া ছেলেকে বিয়ের আগে দেখবে না বলেছে।
আরও কিছুক্ষণ থেকে জারিফ ও প্রিয়ম বিদায় নিয়ে বেরিয়ে গেল। প্রিয়া তখন বারান্দার সামনের দিকে ঘুরে দুইটা অবয়বকে বেরিয়ে যেতে দেখল। কান থেকে হেডফোন খুলে এবার রুমের বাহিরে মগ রাখতে গেলো সাথে ফ্রিজে কিছু আছে নাকি খুঁজতে গেছে। ড্রয়িংরুম থেকে মাকে খাবারের প্লেট আনতে দেখে প্রিয়া ভ্রুঁ কুঁচকে জিজ্ঞেস করে,

“মা, কেউ এসেছিল?”

প্রিয়ার মা হাতের কাজ করতে করতে বলেন,
“হ্যাঁ। তোর মতো গ*ন্ডা*রের চা*ম*ড়া তো সবার না! ঘরের ভিতর ঢুকলে দিন-দুনিয়ার খবর থাকে না। মেহমান এসে চলেও গেছে।”

প্রিয়া ঠোঁট উলটে বলে,
“আমাকে না জানালে জানব কী করে? কে এসেছিল?”

“তোর ভাইয়ের বন্ধু। যার সাথে তোর বিয়ে ঠিক।”

প্রিয়া অবাক হয়ে চোখ বড়ো বড়ো করে হড়বড় করে বলে,
“আমায় ডাকোনি কেনো? দেখতাম ছেলেকে।”

পিয়ালি বেগম এবার মেয়ের মা*থায় ঠু*য়া মে*রে বলেন,

“তোর আর দেখতে হবে না। একদম বিয়ের আসরে দেখবি।”

এটা বলে তিনি রান্নাঘরে চলে গেলেন আর প্রিয়া ঠোঁট উলটে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনঃক্ষুণ্ণ হয়ে পানি খেয়ে নিজের রুমে চলে যায়।

চলবে ইনশাআল্লাহ্‌,

#হৃদয়ে_লুকানো_প্রেম
#নুুরুন্নাহার_তিথী
#পর্ব_১০
প্রিয়ম বাসায় আসার পর প্রিয়া ওর ভাইয়ের রুমে হানা দিয়েছে।

“দেখ ভাই, তোর বন্ধুর ছবি দেখাবি নয়তো আমি অনশন করব। আমি বাদে সবাই তাকে দেখেছিস! এটা মেনে নেয়া যায় না না না। হুহ্!”

প্রিয়ম হাই তুলতে তুলতে বিছানায় উপুর হয়ে শুয়ে বলে,

“যা অনশন কর। নাওয়া-খাওয়া বাদ দিয়ে অনশন করবি। পানিটুকুও খাবি না। ৪৮ ঘন্টা যদি করতে পারিস তবেই আমি তোকে আমার বন্ধুর ছবি দেখাব।”

প্রিয়া ক্ষিপ্ত হয়ে প্রিয়মকে এলোপাথাড়ি কয়েকটা কি*ল-ঘু*ষি দিয়ে ফোন ছিনিয়ে নিতে চাইছে। দুই ভাই-বোনের কারাকারি ও চিৎকারে ওদের বাবা-মা এসে হাজির। পিয়ালি বেগম মেয়েকে টেনে এনে জিজ্ঞাসা করেন,

“কী হয়েছে? এমনভাবে লাগছিস কেনো?”

প্রিয়া মুখ কুঁচকে বলল,

“তোমার ছেলেকে বললাম আমি তার বন্ধুর ছবি দেখব, সে দেখাচ্ছে না। আমি একটু কী দেখতে পারি না বলো?”

“না পারিস না। তখন তো মানা করছিস। এখন একেবারে বিয়ের সময় দেখবি। যা রুমে যা। পড়তে বস।”

“ধ্যাত ভাল্লাগে না।”

মায়ের কথায় মন খারাপ করে প্রিয়া চলে যায়। প্রিয়া যেতেই প্রিয়ম হেসে উঠে আর বলে,

“পা*গলিটা বিয়ের দিন শ*ক খাবে।”

পিয়ালি বেগম ও শরীফ সাহেব হালকা হেসে চলে যান। প্রিয়ম ফোন হাতে নিয়ে স্ক্রোল করতে থাকে।

_______

জারিফ বাসায় এসে রাতের খাবারের পর সবাইকে জানালো প্রিয়া ওর স্টুডেন্ট এবং সেটা সে আজকেই জানলো। সবাই অবাক হলেও প্রচুর হেসেছে। জারিফের ভাবি তামান্না বলে,

“ভাই, তোমার বউকে তুমি বিয়ের পর দিন-রাত পড়াবা কারণ তুমি শিক্ষক। ইশ বেচারির অবস্থা কল্পনা করে আমার প্রচুর হাসি পাচ্ছে! শেষে কীনা তুমি ছাত্রিকে বিয়ে করবা!”

জারিফ ভাবীর কথায় বেচারা মুখ বানালো। জায়ান তামান্নার কথায় প্রতিউত্তর করে,

“তো তোমাকে কী আমি বিয়ের পর পড়ার জন্য চাপ দিয়ে লাভের লাভ কিছু করতে পেরেছি? তুমি অনার্সটা দিয়ে আর পড়বে না তো পড়বেই না বলে বসে রইলে।”

তামান্না ক্ষিপ্র স্বরে বলে,
“বিয়ের পর এক বছর পড়েছি সেটা কম কিসে হ্যাঁ? আমি তো ভেবেছিলাম আর পড়ব না। তাছাড়া আমি পরে চাইলে মাস্টার্স করতে পারব। এখন আমার তুতুল আছে।”

জায়ান সেন্টিমার্কা হেসে চুপ করে যায়। তরুণীমা বেগম এবার বলেন,

“সমস্যা কোথায় তাতে? শিক্ষকরা কি কাউকে বিয়ে করে না? তুই এসব নিয়ে একদম ভাববি না। প্রিয়াকে আমাদের খুব পছন্দ হয়েছে। শুক্রবার গিয়ে আকদ করিয়ে আসব। তোদের মতিগতি সুবিধার লাগে না আমার।”

জারিফের বাবা নিজের স্ত্রীকে বোঝাতে বলেন,
“আহা! জারিফ কি বলেছে বিয়ে করবে না? বলেনি তো। ওর যদি সময় প্রয়োজন নিক না।”

“না কোনো সময় না। আকদ করে রাখব তারপর যখন ইচ্ছে হবে বউ অনুষ্ঠান করে আনব। তুমি তো একটা কথাও বলবে না। আমি কারও কথাই শুনব না। সামনের রবিবার নাকি মুন্নি আসবে। তোমার বোনের মেয়ে এসে বাগড়া দিবে। ছেলে আমার মুন্নিকে বিয়ে করতে চায় না তাই যখন একবার প্রিয়াকে বিয়ে করতে রাজি হয়েছে তো জলদি বিয়ে হবে। এখনি প্রিয়ার বাবাকে ফোন করে জানাও শুক্রবার আকদ। আমি কিছু শুনতে চাই না।”

তরুণীমা বেগম কথাটা বলেই উঠে গেলেন। তামান্না বলে,

“বাবা, কী করবেন? শুক্রবার আকদ করাবেন?”

“তোমার মা তো তেমনই বলল। মুন্নিকে নিয়ে যে কেনো ভয় পায়! আমার বোন বিয়েতে না থাকলে কেমন একটা দেখায়। আর তরু এখনও জমিলাকে (জারিফের ফুপি) জানায়নি। পরে জানলে কস্ট পাবে না বলো?”

তামান্না বলে,
“পরে কস্ট পেলেও বড়ো অনুষ্ঠানের কথা বলে দমানো যাবে কিন্তু মুন্নি মেয়েটা আসলে খুব ঝামেলা হবে। তখন আপনি নিজের বোনের কথাও ফেলতে পারবেন না আবার ছেলেরটাও না। মা ঠিকই বলেছেন। আকদটা হয়ে যাক। তারপর দেখা যাবে।”

“আচ্ছা তোমরা যা ভালো বুঝো। আমি তবে শরীফ সাহেবকে ফোন করে জেনে নেই তাদের সমস্যা আছে কীনা?”

তামান্না ও জায়ান সায় দিলে জায়েদ সাহেব প্রিয়ার বাবাকে ফোন করেন। ফোন রিসিভ হলে একে অপরকে সালাম বিনিময়ের মাধ্যমে কথা শুরু করেন। জায়েদ সাহেব বলেন,

“ভাইসাহেব, যদি কিছু মনে না করতেন কিছু বলতাম।”

প্রিয়ার বাবা কিছুটা উদ্বিগ্ন হন তিনি সুধান,
“জি বলেন।”

“আপনাদের একটা মেয়ে আমি জানি। মেয়ের বিয়ে নিয়ে অনেক ইচ্ছাও থাকবে। সবই পূরণ হবে ইনশাআল্লাহ্‌। আসলে শুক্রবার যদি আকদটা করিয়ে রাখা যায়। আপনাদের মতামত প্রয়োজন। আকদের পরে ভালো সময় দেখে অনুষ্ঠান করে আপনার মেয়েকে ঘরে উঠাব। আপনারা কি বলেন?”

শরীফ সাহেব তার স্ত্রীর দিকে তাকালেন। পিয়ালি বেগম উৎসুক দৃষ্টিতে স্বামীর পানে চেয়ে আছেন। শরীফ সাহেব জায়েদ সাহেবকে বলেন,

“একটু অপেক্ষা করেন ভাইসাহেব। আমি আমার স্ত্রী ও ছেলের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি।”

“আচ্ছা ভাইসাহেব। রাখি তাহলে। আল্লাহ হাফেজ।”

শরীফ সাহেবও বিদায় জানিয়ে ফোন রাখে। তারপর স্ত্রীকে বলেন,

“প্রিয়মকে ডাকো তো। কথা আছে।”

“কী বললেন তিনি?”

“তুমি আগে ডাকো প্রিয়মকে। বলছি সব।”

পিয়ালি বেগম ছেলেকে ডাক দিয়ে আনলেন। প্রিয়ম এসে জিজ্ঞেসা করে,
“বাবা, কিছু বলবে?”

“হ্যাঁ। জারিফের বাবা চাইছেন, শুক্রবার আকদ করিয়ে রাখতে। আমাদের কোনো আপত্তি আছে কিনা জানতে চাইলেন।”

“করুক না। সমস্যা কোথায়?”

প্রিয়মের জবাবে শরীফ সাহেব বলেন,
“আত্মীয়-স্বজনদের কী বলব? তাদের না জানিয়ে মেয়ের আকদ।”

প্রিয়ম বলে,
“তাদের বলবে যে দেখতে এসে আকদ হয়েছে। এখন মামাদের আর চাচা-ফুফুকে বলো। তারা যদি আসতে পারে আসবে। বাকিদের পরে জানালেও হবে।”

শরীফ সাহেব খানিক ভাবলেন তারপর জায়েদ সাহেবকে ফোন করে হ্যাঁ বলে দেন। এবার পিয়ালি বেগম বলেন,

“তাহলে আমি সেলিনা আপাকে (প্রিয়ার ফুফি) ফোন করে জানাই আর আমার ভাইদের কাল জানাবো। তুমি রফিক ভাইকে জানিয়ো। কিছুটা তোড়জোড় তো করতে হবে।”

প্রিয়ম বলে,
“শুধু দেখতে এসে বিয়ে করাবে। এতো কেনো চিন্তা করছো। মেয়েকে কি সেদিনই বিদায় দিবে!”

ছেলের মাথায় চা*টা মে*রে বলেন,
“তুই চুপ কর ব*ল*দ। যা কাজে লেগে পর।”

প্রিয়ম মাথা ডলতে ডলতে চলে যায়। পিয়ালি বেগম প্রিয়ার ফুপিকে ফোন লাগায়।

___________

প্রিয়াকে সকালে ভার্সিটির জন্য বেরোনোর আগে নাস্তার টেবিলে কথাটা জানালে প্রিয়া যেনো আকাশ থেকে টুপ করে পৃথিবীতে পরে এমন অবস্থা! প্রিয়া হতবাক কন্ঠে বলে,

“শুক্রবার! এতো জলদি কেনো? আরও কয়েকদিন পর করো। আমি কি ছেলেকে জানব চিনব না? এখনও দেখতেই পারলাম না।”

“শুক্রবার মন ভরে দেখিস। আমাদের সবার পছন্দ হয়েছে তাছাড়া রাহার পছন্দ আর তোর পছন্দ তো মিলে। রাহার জিজু পছন্দ হয়েছে। ছেলে দেখতে মাশাআল্লাহ্। তুই সেদিন দেখে নিজেই পছন্দ করে বসবি।”

”কিন্তু মা! যদি পছন্দ না হয়?”

“হবে দেখিস। ছেলে স্বল্পভাষী। খুব মনোযোগ দিয়ে তোর সব কথা শুনবে। তোর বকবকের বিপরীতে সে বকবক করবে না। ছেলের পরিবার কতো ফ্রেন্ডলি। ছেলের ভাবীটাকে আমার খুব ভালো লেগেছে। মেয়েটা খুব মিশুক। ঝামেলা হবে না তোদের। এতো পারফেক্ট ম্যাচ কই পাবি!”

প্রিয়া মুখ ভাড় করে নাস্তা করে উঠে গেলো। ওর মনে ভয় হচ্ছে। বিয়ের আগে বরকে নিয়ে কতো কল্পনা ঝল্পনা থাকে মনে। প্রিয়া এসব ভাবতে ভাবতে বাসে উঠে পরে। বাসে দেখা হয় তামান্নার সাথে। তামান্না প্রিয়াকে দেখে নিজের পাশে বসিয়ে হাসি কন্ঠে বলে,

“ভার্সিটিতে যাচ্ছো?”

“হ্যাঁ আপু। আপনি কোথায় যাচ্ছেন?”

“এই একটু সামনের সুপার মার্কেট থেকে তুতুলের জন্য কিছু কিনব। বিয়ের শপিং হালকা পাতলা সেটা পরে করব মাকে নিয়ে।”

“ওহ। তুতুল কেমন আছে?”

“ও যা দুষ্ট। কী বলব। কাল যখন শুনেছে ওর চাচ্চুর বিয়ে তখন থেকে তোমার ছবি দেখে ছোটোমা বানিয়ে ফেলেছে। তোমাকে জ্বালাবে অনেক।”

প্রিয়া হাসে। তুতুলের ছবি দেখেই প্রিয়ার ওকে আদর করতে ইচ্ছে করছিল। তারপর ওদের মধ্যে টুকটাক কথা হয়। গন্তব্য আসলে তামান্না নেমে যায়।

চলবে ইনশাআল্লাহ্‌,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here