??ছদ্দবেশি CM যখন কলেজ ছাএ??,পর্বঃ ০৬

0
2658

??ছদ্দবেশি CM যখন কলেজ ছাএ??,পর্বঃ ০৬
লেখক : Farvez Hosen Akash

সেজন্য আকাশ বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্য আর অফিসে গিয়ে দেখে রোজা বসে আছে আকাশের কেবিনের পাশে।

আকাশঃ আরেহ,রোজা তুই এখানে।

রোজাঃ হ্যাঁ,আজই দেশে আসলাম আর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোজা তোর সাথে দেখা করতে চলে এলাম।

আকাশঃ কিন্তু তুই কি করে জানিস আমি এখানে?

রোজাঃ আব্বু বলেছিলো সেজন্য।

আকাশঃ তো বল কি খাবি।
আর কেবিনে আয়।

আকাশ রোজাকে নিয়ে কেবিনে গেল আর তানু আর পাভেলকে বললো কেবিনের বাহিরে থাকতে আসলে অনেক পুরনো বান্ধবী তো আর অনেকদিন কথা হয়নি সেজন্য আকাশ আর রোজা একটু কথা বলে সময় কাঁটাবে আর কোন দরকার হলে আমাকে বলবে ঠিক আছে।

পাভেল-তানুঃ ঠিক আছে, স্যার।

আকাশ আর পাভেল ওখানে অনেক কথা বলে আর এভাবে ১ ঘন্টা পর রোজা বেরিয়ে আসে তবে কাঁন্না করতে করতে। এখন হয়তো আপনারা ভাবছেন রোজা কান্না করতে করতে কেন বেরিয়ে গেল তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন সবই জানতে পারবেন।

তখন আকাশ পাবেল-তানুকে ভিতরে আসতে বলে রোজা যেন কখনো আমার চারপাশে না আসতে পারে ওই দিকে খেয়াল রাখবে।

পাভেলঃ ঠিক আছে,স্যার।বলে পাভেল রুম থেকে বেরিয়ে পড়ে।

তখনই তানু বলে উঠলো

তানুঃ স্যার, একটা কথ বলবো ওনি এভাবে কান্না করতে করতে চলে গেলো কেন।

আকাশঃ সে অনেক কাহিনি পরে বলবো এখন বলো কেউ কোন কাজ নিয়ে এসেছে।

তানুঃ না,স্যার আর আজকে কোন কাজই নেই।

তাহলে তো আজকে ইরার সাথে দেখা করে আসি সকাল থেকে একটি বারের জন্য দেখা করতে পারি নি(মনে মনে বললো)

তানুঃ স্যার, কি ভাবছেন।

আকাশঃ কিছু না।আমি তাহলে এখন আসি।

বলে আকাশ রুম থেকে বেরিয়ে যায় আর পাভেল গাড়ির দরজা খুলে দেয় কিন্তু আকাশ গাড়িতে উঠলো না।

পাভেলঃ কোন সমস্যা, স্যার।

আকাশঃ আমি একটা ট্রেক্সি করে যাবো আর তুমিও আমার সঙ্গে যাবে আর সিকিউরিটি ওদের বলে দাও গাড়ি নিয়ে যেন বাসায় চলে যায়।

পাভেলঃ ঠিক আছে,স্যার।

পাভেল অন্য সব কমান্ডো আর পুলিশকে বলে তারা যেন গাড়ি নিয়ে বাসায় চলে যায় আর পাভেল আকাশের সাথে ট্রেক্সিতে উঠে।আর আকাশ ইরাকে ফোন করে বলে রাতে আমি তোমাদের ওখানে ডিনার করবো সাথে আমার এক বন্ধু। আর ইরা ওর মাকে বলে আর ওনারা আকাশ আর পাভেলের জন্য রান্না করতে থাকে।কিন্তু আকাশ পাভেলের দিকে তাকিয়ে দেখে।

পাভেলঃ আপনি কি বললেন,স্যার। আমি কি করে আপনার বন্ধু হতে পারি।

আকাশঃ কেন, বন্ধু হলে কি সমস্যা।

পাভেলঃ তবুও স্যার।

আকাশঃ কোন কথা নয় আগে শপিং মলে যাবো।

পাভেলঃ কেন, স্যার।

আকাশঃ আরেহ,ওনার বাসায় যাবো খালি হাতে তো আর যেতে পারি না।

পাভেলঃ ওহ,হ্যাঁ,তাই তো।

এরপর ওরা কথা বলতে থাকলো আর ট্রেক্সিটা একটা শপিংমল সামনে এসে দাঁড়ালো। আর ওরা ভিতরে চলে গেলো।আর আকাশ ওর পছন্দ মতো অনেক কিছু কিনে নিলো আর ওই গুলো নিয়ে ইরাদের বাড়িতে চলে গেল।আর বাসার কলিং বেল ছাপ দিতেই ইরার মা এসে দরজা খুলে দেয়।

ইরার আম্মুঃ ঃ আরেহ,বাবা ভিতরে এসো।

আকাশ আর পাভেল ওই গ্রিপ্ট গুলো নিয়ে ভিতরে ডুকলো।

ইরার আব্বুঃ এ সবের কি দরকার ছিলো।

আকাশঃ আসসালামু আলাইকুম, আঙ্কেল।

ইরার আব্বুঃ ঃ ওয়ালাইকুম আসসালাম।তুমি আকাশ তাই না।

আকাশঃ হ্যাঁ।

ইরার আব্বুঃ ইরা তোমার কথা সব সময় আমাদের বলে।

আকাশঃ কি কথা আঙ্কেল।

ইরার আম্মুঃ ঃ এই যে তোমরা দুজন দুজনকে ভালো বাসো।

আকাশঃ কিহ।

ইরার আব্বুঃ দেখো আমাদের কোন আপত্তি নেই এই বিয়েতে আর তুমি তোমার মা-বাবাকে বলো আমার সাথে দেখা করতে।

আকাশঃ আমি বলছিলাম কি?

ইরার আব্বুঃ হ্যাঁ,বলো।

আকাশঃ আগে,ইরা এখানে আসুক তারপর বলছি।

এই তো আমি চলে এসেছি।
আকাশ সামনে তাকিয়ে দেখে ইরা দাড়িয়ে আছে সেঁজে গুজে।
উপ এই মেয়েতো আমাকে পাগল করে দিবে।

ইরাঃ এভার তো বলো।

আকাশঃ আমি চেয়েছি,আগে ইরা ওর পড়াটা শেষ করুক আর আমিও তো পড়ছি সেজন্য দুজনেরই পড়া শেষ হলে তারপর নয় আমরা বিয়ে করবো।

ইরার আম্মু-আব্বুঃ ঠিক আছে আর তো বেশি দেরি নেই মাএ ১ বছর দেখতে দেখতে কেঁটে যাবে।এখন চলো ডিনার করে নিবে।

পাভেলঃ হ্যাঁ,আন্টি চলুন।

ইরার আম্মু-আব্বুঃ ও কে।

আকাশঃ আমার বন্ধু।

ইরার আব্বু-আম্মুঃ হ্যাঁ,চলো অনেক রাত হয়েছে।

আকাশঃ হ্যাঁ,চলুন।

আকাশ আর পাভেল টেবিলে বসলো সাথে
ইরার মা-বাবা আর ইরা ওনাদের খাবার সারর্ভ করে দিচ্ছে। আকাশ আর পাভেল পেট ভরে খেয়ে নিলো,কিন্তু ওরা খাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়।সেজন্য ইরার বাবা-মা আকাশকে আজ রাতে এখানে থাকার জন্য বলে কিন্তু আকাশ প্রথমে না করে থাকার কিন্তু পাভেলের কথায় আকাশও রাজি হয়ে যায়।কেননা এখন একা বাহিরে গেলে আকাশের অনেক ক্ষতি হয়ে যাবে।সেজন্য আকাশ ও থেকে গেলো।আকাশ আর পাভেল কে একটা রুমে দিলে সেজন্য ওরা ওখানে ঘুমিয়ে গেলে আকাশ খাটে আর পাভেল সোপায়।আকাশকে পাভেলকে বলেছিলো বিছানায় ঘুমানোর জন্য কিন্তু পাভেল সোপায় ঘুমায়।সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা আকাশের পাশে বসে আছে।ইরা কে দেখে আকাশ চমকে উঠে কেননা এত সকাল সকাল ইরা এখানে কেন আর সোপায় তাকিয়ে দেখে পাভেল নেই।

আকাশঃ ইরা তুমি এখানে।

ইরাঃ হ্যাঁ,কেন আসতে পারিনা বুঝি।

আকাশঃ আসলে তা না।কেউ দেখলে কি বলবে।

ইরাঃ কেউ কিছু বলবে না।

আকাশঃ পাভেল কোথায়।

ইরাঃ ওনি তো ফ্রেশ হতে গেলো, তুমিও উঠে ফ্রেশ হয়ে নাও,আমি নাস্তা রেডি করছি, একসাথে ভার্সিটিতে যাবো।

আকাশঃ ঠিক আছে আমি ফ্রেশ হয়ে নি।

আকাশ ফ্রেশ হতে চলে যায় আর ২০ মিনিট পর বের হয়ে আসে।আর পাভের, আকাশ আর ইরা একসাথে নাস্তা করে। আর আকাশ ওদের বাবা-মার সাথে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।আর ৩ জনই একসাথে কলেজ যায় আর পাভেল কলেজের বাহিরে থেকে যায়। আকাশ আর
ইরা কলেজে যায়।আর আকাশের কল আসে যার কারণে আকাশ ইরাকে ক্লাস রুমে যেতে বলে আর আকাশ কথা বলতে থাকে, এরেই মধ্যে ইরা আকাশ বলে চিৎকার করে আকাশ তাকিয়ে দেখে ইরাকে কয়েকটা ছেলে বিরক্ত করছে সেজন্য আকাশ ওদের সামনে আসে বলে।

আকাশঃ এই তোমরা ওকে বিরক্ত করছো কেন।

ছেলেগুলো ঃ তা কি তোকে বলতে হবে যা ভাগ এখান থেকে।

আকাশঃ ও তাই নাকি।

ছেলেগুলো ঃ তুই জানিস আমরা কারা।

আকাশঃ তাহলে আগে পরিচয় টা জেনে নেই,তারপর না দেখা যাবে।

ছেলেগুলো ঃ আমি এখান কার MP ছেলে,আর আমি এই কলেজে VP,আর আমি এই কলেজের সভাপতি ছেলে।

এই দিকে ইরা পুলিশকে ফোন করে বলে,তাড়াতাড়ি কলেজে আসতে।

আর আকাশ ওর লোকদের বলে গুলি যেন না করে।কারণ এদের সরাসরি মারাটা ঠিক হবে না।

এই দিকে আকাশ আর ছেলেগুলোর মধ্যে মারামারি হয় আর এরই মধ্যে পুলিশ এসে আকাশকে ধরে আর ছেলে গুলো ওদের পাওয়ার দেখিয়ে নিজেদের চাড়িয়ে নেয় আর আকাশকে পুলিশের হাতে তুলে দেয়।আর আকাশ ইরাকে বলে তুমি বাড়িতে যাও আমি ৩০ মিনিটের মধ্যে আসছি।

পুলিশঃ ৩০ মিনিট না, থানায় নিয়ে গিয়ে এমন মার মারবো না যে সারাজীবন মনে রাখবি।

আকাশঃ তা দেখা যাবো,আর ইরা আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না তুমি বাড়িতে যাও।

আর পুলিশ এই দিকে আকাশকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেলো।
।।।।
।।।।।।
এখন হয়তো আপনারা ভাবছেন আকাশ যেখানে CM সেখানে পুলিশ আকাশকে কেন নিয়ে গেছে আসলে আকাশ CM এটা সবাই জানে কিন্তু সবাই এখনো আকাশকে চোঁখে দেখি নি,শুধু মাএ রাজনৈতিক লোক আর পুলিশের বড় বড় অফিসার ছাড়া আকাশকে আর কেউ দেখি নি।আকাশ শুধু দেখতে চাইছিলো পুলিশ গুলোও নেতাদের গোলাম হয়েই রয়ে গেলো।
।।।।।
।।।।।।
আর এইদিকে পাভেল আকাশকে ছাড়ানোর সব কিছু ব্যবস্থা করে রেখে আকাশকে থানায় নেওয়ার আগেই পাভেল ওখানে গিয়ে উপস্থিত।।
।।
পুলিশ আকাশকে থানায় নিয়ে আসে আর দেখে পুরো থানায় কমান্ডো লোক দাঁড়িয়ে আছে, আর পুলিশ আকাশকে ভিতরে নিয়ে দেখে পাভেল থানার ভিতর বসে আছে আর সাথে তানুও।

পুলিশঃ আরেহ,মেডাম আপনি এখানে আর স্যার আপনি এখানে কেন আপনাদের তো CM স্যারের কাছে থাকার কথা।

পাভেল-তানুঃ আমরা তো CM স্যারের কাছেই আছি।আর সবাইকে বাহিরে যেতে বলুন।

পুলিশঃ মানে।

পাভেলঃ মানে হলো আপনি যাকে ধরে নিয়ে এসেছেন উনাকে ছেড়ে দিন।

পুলিশঃ ঠিক আছে, স্যার।ওনি আপনাদের কে হয়।

পাভেলঃ তা কি আপনাকে বলতে হবে।

পুলিশঃ অফিসার ভয় পেয়ে যায়,না স্যার চেড়ে দিচ্ছি।

তানুঃ এই নিন,আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।

পুলিশঃ কি অপরাদে।

তানুঃ আপনাকে বলতে বাদ্য নই।আর হ্যাঁ,কোন MP,Motry,ও আপনাকে এই চাকরিতে রাখতে পারবে না।

পুলিশঃ মেডাম,এমন কাজ করবেন না,মেডাম।

পাভেল কিছু কমান্ডো বলে আর ওরা পুলিশ অফিসারকে নিয়ে যায়।

এই দিকে আকাশ পুলিশ স্টেশন থেকে বের হয়ে অবাক কেননা পুলিশ স্টেশনে বাহিরে…….

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here