তুমিময়_প্রেম?♥ PART_06,07

0
1846

তুমিময়_প্রেম?♥
PART_06,07
FABIYAH_MOMO?

বিকেল চারটা। কড়া রোদের দাপুটে দেখিয়ে স্বর্নবর্নের প্রতিভা ফুটিয়ে পুরো আকাশ ছেয়ে আছে। ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর পেজো পেজো মেঘ। ফোন নিয়ে জানালার পাশে বিছানায় বসে আছি। শরীরে ক্লান্তি ভর করেছে প্রচুর। এখন টিউশনিতে যেতে হবে আমার। সাড়ে চারটায় রওনা দিলে পাচঁটার আগেই ছাত্রের বাসায় পৌছাবো আমি। আম্মু ছোট ভাইকে নিয়ে মামার বাসায় গিয়েছে। তালা মেরে চাবি নিয়ে পাশের বাসার আন্টির কাছে দিয়ে আমিও বেরিয়ে পড়বো একটু পর। ঘড়িতে চারটা পাচঁ। মনের ক্লান্তি, শরীরের একঘেয়েমি নিয়েই রেডি হচ্ছি। গা এলিয়ে ঘুমাতে ইচ্ছে করছে। চোখ দুটোতে ঘুম। বেজায় ঘুম। ইচ্ছা বিরুদ্ধে দ্রুত নিজেকে সংযত করছি। আয়নার সামনে দাড়িয়ে নিজেকে নিয়ে মাতোয়ারা হওয়ার সময় নেই, এখন খুব করে জলদি জলদি বেরুতে হবে। রিকশা নিব না। নিলেই টাকা জমাতে পারবো না। আব্বুর ফোনটা নষ্ট।একটা ফোনের খুবই দরকার। মাথায় ঘোমটা টেনে ঘরের ইলেকট্রিসির লাইন সব চেক করে দরজায় তালা লাগিয়ে চাবিটা পাশের ফ্লাটে দিয়ে বেরিয়ে পড়লাম।

রোদের তপ্তটা বেশি। কপাল ঘিমে কানের পাশ দিয়ে টপ টপ করে ঘামের বিন্দু কনা গড়িয়ে পড়ছে। পায়ে শক্তি কম। আস্তে আস্তে হাটছি। ব্যাগে দশ টাকার একটা নোট ছাড়া বেশি টাকা নিয়ে বের হইনি। আগে ভার্সিটি ছিলো না, যাওয়া-আসা নিয়ে শরীর ক্লান্ত হতো না। এখন আমার খাটাখাটনি করতে হবে বেশি। চওড়া রাস্তার ফুটপাত ধরে যাচ্ছি। রাস্তায় আজ মানুষ কম। চলাচলের গাড়িও কম। সম্ভবত গরমের জন্যে এমনটা হয়েছে। অলস জাতি বাড়ি বসে অলসতা যাপন করছে। খুব করে মনে হচ্ছিলো পেছন থেকে কেউ অনুসরন করছে। কিন্তু আমি ঘাড় বাকাইনি। আপনমনে নিজগতিতে হেটে চলছি।

–এই শুনো? একটু দাড়াবে?

আচমকা কারোর অনুনয় সুর শুনে হাটা থামালাম। কপালকুচকে চিন্তা করছি পিছনে কি তাকাবো? কে না কে ডাকছে তাকানো ঠিক হবে? না..থাক। একবার দেখে নেই। আমি কপালের কাছে ঘোমটা একটু টেনে নিলাম। পেছন ঘুরে দেখি তন্ময়। ক্যাম্পাসে যে পোশাকে দেখেছিলাম তা এখন ভিন্ন। গায়ে কালো টিশার্ট , জিন্স প্যান্ট পড়নে।

–তুমি আমাকে ডেকেছো? তুমি এখানে কি করে? তোমার বাসা না ধানমন্ডি?

তন্ময় আমার কথায় স্বাচ্ছন্দ্যসূচক হাসি দিলো।

–হ্যা ধানমন্ডি। তুমি কি করে জানো??
–আশ্চর্য! তোমাদের ব্যাপারে ফুল তথ্য পুরো ক্যাম্পাস জানে আর আমি সেটা জানবো না? জবাব দাও! তুমি আমার পেছনে কি করছো? মতলব কি তোমার? আমায় ফলো করছো নাতো?
–নো নো…ফলো করছি না। এইতো নারায়ণগঞ্জ শহরে ঘুরতে এলাম। তোমাদের শহর নিয়ে অনেক আর্টিকেল পড়েছি। দেখতে ইচ্ছে করলো, তাই চলে এলাম।
–আসছো ভালো কথা। আমার পেছনে কি!
–তোমার পেছনে কি হবে ? আমি ঘুরতে এসেছি আর দেখি তুমি এই কাঠফাটা রোদের মধ্যে হেটে হেটে যাচ্ছো।
–মানুষ তো হেটেই গন্তব্যে যায় তাইনা? আমিও হেটেই যাচ্ছি। আমায় ডাক দিবে না। আমি রাস্তায় অপরিচিত মানুষদের ডাকাডাকি পছন্দ করিনা। আল্লাহ হাফেজ।

তন্ময় কোন্ নেকি উদ্দেশ্য নিয়ে হঠাৎ করে নারায়ণগঞ্জ আসলো বুঝলাম না। ওর হুট করে আসাটা ভালো কিছুর পূর্বাভাস দেখাচ্ছে না। টানা পচিঁশ মিনিট পায়ে হেটে মেইন রোড ক্রস করে ছাত্রের বাসায় এসেছি। নাম জোবায়ের, অষ্টম শ্রেনীতে পড়ছে। মাথাভর্তি গোবর, পড়া বাদে সব কুটনামি ওর মাথায় ঢোকে। সপ্তাহে ছয়দিন পড়াই, বেতন দুইহাজার। আজ মাসিক বেতন দেওয়ার কথা, তিনমাসের ছয়হাজার টাকার বেতন আমার আটকে আছে। মুখ ফুটে বলতেও পারছিনা, আন্টি আমার বেতনের টাকাটা দরকার। আব্বুর স্যালারিতে সচ্ছল ভাবে কাটলেও আমার নিজের টাকায় শ্বাস নিতে বেশি শান্তি লাগে।মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য একমাত্র সুখ- তার টিউশনির টাকা, নিজের টাকা। টানা দুইঘন্টা পড়ালাম। সকালে ক্লাসের চাপে, বতর্মানে ছাত্রকে পড়িয়ে টনটন করে মাথাব্যথা করছে। হাসি দিয়ে মুখোশ পড়ে আছি কেউ যাতে না দেখে। সবকিছু সবাই দেখার যোগ্যতা পায়না। আমি মনে করি এটা। । চায়ের কাপটা জোড়ালো শব্দ করে টেবিলে রাখলেন আন্টি। বুঝে গেছি, আমার কষ্টের প্রাপ্যটা চেয়ে মস্ত বড় ভুল করে ফেলেছি। মনটা আবেগপ্রবন হওয়া থেকে বিরত করছি, কিছুতেই কেদে দিবি না। না মানে একদম না। মানুষের কাছে হক চাইতে লজ্জায় কান্না করা শোভা পায় না। তুই কাদবি না!
.
.

বাথরুমের দরজা লাগিয়ে বসে আছি, মনটা ভেঙ্গে চুরমার কাচের মতো ক্ষতবীক্ষত। সবার সাথে লড়াই, হেনস্ত, অপমান, উপেক্ষা করে দিনশেষে চোখ ভিজে কান্না চলে আসে। মনের মধ্যে অজানা কি পাওয়ার বাসনায় কান্না চলে আসে, বুঝিনা, জানি না। নিজের অক্ষমতা নয়তো ক্ষতচিহ্নের চোটে কান্না জুড়ে আসে। কি নিয়ে কান্না করি আমি, কি নিয়ে হাসি, কি নিয়ে নতুন দিন দেখি, কি নিয়ে পলক ঝাপটাই। মাথায় পানি ঢেলে বাথরুম থেকে বেরিয়ে ভেজা চুলে তোয়ালে লাগাই। চুলের দিকে তাকাতে আমি ফুপিয়ে কেদে দেই, আমার চুলের একতালু পরিমান দৈর্ঘ্যতা নেই। কোনো ভুল ছাড়াই ওরা আমার চুল কেটে দিয়েছে। ওরা বড়লোক, আমি মধ্যবিত্ত। আমার স্ট্যাটাসের লঘুতায় ওরা আমাকে ছোটলোক ভাবে। ওদের খুব টাকা, কাড়িকাড়ি টাকা। আমার মতো না, একবেলা রিকশা দিয়ে গেলে আরেকবেলা খালি ব্যাগ পড়ে থাকে। সত্য এটাই, আমার জন্য খালি ব্যাগের শূন্যতাই শ্রেয়। রোদে হেটে টিউশনি করে টাকা ইনকাম ওদের করা লাগেনা। এসির নিচে বসেই ওরা কষ্টের ভোগান্তি বোঝেনা। আমার গালিগালাজ এবং আমার রূঢ় ব্যবহার সবাই আচ করে দেখে, কিন্তু হাসি শেষে নিবরতা দেখে না কেউ। নেই কেউ যে দেখবে। চোখ বন্ধ করে বিছানায় বসে চুল মুছে নিচ্ছি। বন্ধ চোখের পাপড়ি বেয়ে গালের সমিখে পানি পড়ে যাচ্ছে। শ্বাসরুদ্ধকর কান্না। বেতনের চারহাজার টাকা হাতে পেয়েছি, বাকি টাকায় আশাহত । ওগুলো পাব না। নতুন বইয়ের কেনার লিস্টে দাম উঠেছে সাড়ে চার হাজার। খাতার রিম এবং কলমের পাতার হিসাব বাদই দিলাম। আব্বুর কাছে টাকা চাইতেই হিমশিম খেতে হচ্ছে, এ মাসের কারেন্ট বিল পূর্বের তুলনায় দেড়গুন বেশি এসেছে। ছোট ভাইয়ের স্কুল ফিস, মাসের বাজার সদাই, বাসাভাড়া নিয়ে আম্মু-আব্বুর সাথে আমিও চিন্তামগ্ন।কাউকে বোঝতে দিচ্ছি না আদৌ। আব্বুর প্রেসার বেড়ে যাওয়ার সমস্যা আছে, আম্মুর হার্টের সমস্যা, ছোট ভাইয়ের সাইনাসে সমস্যা,আমার পায়ের সমস্যা। এমন মেয়ের জন্য ভার্সিটি গিয়ে প্রেমপরায়ণ হওয়ার টাইম থাকে? লুতুপুতু চুটিয়ে প্রেম? বাবার টাকার ফূর্তিবাজ হওয়ার উপায় থাকেনা। বিলাসিতা দেখানোর প্রভাব বিস্তার করেনা। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা জীবনসদৃশে বাপের বাড়ি-শ্বশুড়বাড়ি দুই বাড়িতে যোদ্ধা। মানুষ তা কখনো জানবে না।

বালিশে মাথা দিয়ে সটান হয়ে বিছানায় শুয়ে আছি। মাথা ভারী ভারী ঠেকছে, গলায় ঠান্ডাজনিত খুশখুশ। পায়ের হাটু থেকে গোড়ালী পযর্ন্ত অমাত্রিক ব্যাথা। ফোন বাজছে, হাতে নিলাম। নাম্বার চিনি না অপরিচিত।

–আসসালামু আলাইকুম, কে বলছেন?
–আমি কি মমর সাথে কথা বলছি?
–কে আপনি!
–মমকে দিন, ও চিনবে।
–চিনাচিনি বাদ! পরিচয় দিন!
–বলুন ওর সিনিয়র ব্যাচ থেকে কল করেছে। নাম রাদিফ মুগ্ধ।

ধরফরিয়ে উঠে বসি, চোখে মুখে পানসে লাগছে। কানে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে ফোনের স্ক্রিনে তাকালাম। কানে ভুল শুনছি?আমি নিজের কানে ভুল শুনছি? মুগ্ধ? এই নাম বললো ? কান থেকে আঙ্গুল সরিয়ে ফোনে কান বসালাম। ওপাশ থেকে কন্ঠ না পেয়ে রীতিমতো ‘হ্যালো হ্যালো’ করছে।

–কি চাই! চার বছরের জুনিয়র মেয়ের সাথে ইটিসপিটিস করতে মন চায়? কল কেন করছেন!
–শুনো, আমার রিলেশন করার জন্য মেয়ের কমতি নেই। তুমি নিজেকে নিয়ে কি ভাবো ইউ নো বেস্ট!
–তো? কোন্ খাজনার বাজনা দিতে ফোন করছেন!
–কি বললে? বুঝলাম না আবার বলো।
–তুই ফোন রাখবি! নাকি আবার তোর মাথায় ঢোল বাজাবো!
–আর একটা বাজে ওয়ার্ড বলবে, ইন্সট্যান্ট আমি তোমার রুমে এসে খারাপ কিছু করে ফেলবো! আই সয়ার!
–বলুন কি বলবেন!
–এইতো লাইনে এসেছো। আমার ভাতিজির জন্য একটা টিউটর লাগবে।
–তোহ্? টিউটর লাগবে আমার কি কাজ?
–এই মেয়ে চিল্লাচিল্লি বন্ধ করো! কানের পর্দা ফাটিয়ে চড় লাগাবো! চুপ করে কথা শুনতে পারো না!! শোনো! আমার ভাতিজি তোমার ভাইয়ের স্কুলে পড়ে, তোমার ভাইয়ের ক্লাসমেট ও। ইনফরমেশন পেয়েছি, ইউ আর এ্যা গুড টিউটর। দ্যাটস হোয়াই আই নিড ইউ…আই মিন আই নিড ইউ ফর মাই নিস। কাল দুইটায় ক্যাম্পাস শেষে আমার গাড়িতে চড়ে বাসায় আসবে।
–মগের মুল্লুক? আপনি আমায় গাধা ভেবেছেন? আমি কেন আপনার বাসায় আপনার ভাতিজিকে পড়াতে আসবো!
–ও হ্যালো হ্যালো! পুরো কথা না শুনে মনের মধ্যে ঘুড়ি উড়ানো বন্ধ কর! আমার ভাতিজিকে তোমার চেয়ে ভালো কোয়ালিফিকেশনের মেয়ে এসে পড়াতে পারবে! ভালো করেই জানো, আমরা টাকার হিসাব করে চলিনা। মান্থলি স্যালারি সাতহাজার টাকা, মাসে মাসেই পেয়ে যাবে। সো, প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে।
–আপনি মেয়ে? রেপ করে ইজ্জত লুটবে আপনার? ভয় যে পাচ্ছেন ছেলে হয়েও আপনাকে গনধর্ষন করবে!
–ঠাটিয়ে একটা চড় দেওয়া দরকার ফালতু মেয়ে! কথা পুরোটা শেষ না করতেই কথা শুরু!
–আচ্ছা বলুন,
— এ যাবৎ পাচঁজন টিউটর চেন্জ করতে হয়েছে। আমি আমার ভাতিজিকে ছেলে দ্বারা পড়াই না। মেয়ে টিউটর রেখেছি সবগুলো ইডিয়ট! ড্যামিস!
–উল্টা চড় তো আপনার খাওয়া উচিত দেখছি! কেমন মানুষ রে বাবা!
–এগেইন কথায় বেঘাত ঘটালে!
–নো বলুন,
— ওরা পড়াতে এসে আমার খোজখবর রাখে। এভ্রিটাইম আমার দিকে তাকিয়ে থাকে। আমি এসব মেয়েদের দেখতে পারিনা। আর তুমি তো মাশাআল্লাহ ফাস্টদিনেই জিরো টলারেন্স !আই নিড ইউ!
–ঠিকাছে ঠিকাছে আম্মুকে বলে দেখি তারপর জানাবো। খবরদার! টিউটর বানাতে গিয়ে প্রেমিকা বানানোর প্রয়াস চালাবেন না! ঘাড় মটকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিবো!
–বি রেডি !

-চলবে

-FABIYAH_MOMO?

#তুমিময়_প্রেম?♥
#PART_07
#FABIYAH_MOMO?

রাতে খাওয়া শেষে রুমে এসে বিছানা ঠিক করছি ছোট ভাই এসে আমার পিছু গিয়ে দাড়ালো। ওর উপস্থিতি টের পেয়েও আমি বিছানা বালিশ জায়গামতো রাখছি। ও বিনয়ী সুরে বলল,

–আপু আপু…কথা আছে!!

আমি ব্যাগ গুছাচ্ছি, কাল ক্যাম্পাস, আবার ওই ছেলের ভাতিজিকে পড়াতে যাবো কিনা ফাইনাল না। আমি দুটো টিউশনি করছি, আরো একটা ঘাড়ে নিলে পড়াশুনাতে সময় পাবো কিনা খোদা জানে। ছোট ভাই আবার স্বরের নম্রতা নিচু টেনে এখন সে অনুনয় সুরে বলল,

–এই আপু শুনো না…আমার কথা কেউ শুনে না…আব্বু শুনে না…আম্মু বকে,

সব রেডি করে চুলে দুই বেনি করছি, আয়নায় ওর দিকে মুখ ফুলানো কুটুস চেহেরা আড়চোখে দেখে চলছি। আমি গম্ভীর করে বললাম,

–তোর কথা বল, তারপর রুম থেকে ফোট! আমি ঘুমাবো!
–আপু? আমার ব্যাট লাগবে, সাদির বাসায় ব্যাট আছে…আমার নেই,
–তোর ব্যাট লাগবে আব্বু শুনছে?
–আব্বু বলছে বেতন দিলে কিনে দিবে….বেতন দিতে দেরি আছে…আমার ব্যাট চাই! চাই! চাই! আমার ওই ব্যাট চাই! আমার ব্যাট চাই!

“ব্যাট” নিয়ে ও জেদ চেপে বসলো ওর ব্যাট চাই। আব্বু ওকে ব্যাট কিনে দিবে। উনার স্যালারি দিলেই ব্যাটটা হাতের মুঠোয় এনে দিবে। কিন্তু এই বান্দা বড় নাছোড়বান্দা! আব্বুকে খাপছাড়া বানিয়ে জ্বালাতন না করে শান্তি দিবে না। আম্মু তো চোখ ঘুরালেই চুপ! ফের আম্মু না থাকলে হুল্লোড়! ওকে কোনোরকম সান্ত্বনার বার্তা বুঝিয়ে ঘুমাতে যেতে বললাম। আমি রুমের লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। দুঃখিত!…ঘুম নেই আমার। অন্ধকারে আমার সাথে সাথেই শান্তির ঘুম আসেনা। আমার মাথায় প্রচুর চিন্তা। বস্তাভর্তি চিন্তা গাদাগাদা করে থাকে। বই কিনার টাকায় শর্ট, আব্বুর নতুন ফোন কিনে দেয়াতে আমার জমা টাকায় ব্যাঘাত, হাত-খরচা নেই, ক্যাম্পাসে টাকা বাচিয়ে যেতে হবে, রিকশা ভাড়া রোজ রোজ ইসরাত দিলেও কটু দেখাবে, পার্স ব্যাগ বলতে গেলে খালি। এত কিছুর পরেও ঘুম থাকবে? জানি না অন্য মানুষের ঘুম থাকে কিনা আমার চোখে ঘুমের ছিটেফোঁটা থাকেনা। টিউশনি করেও যদি টাকার হিসাব মিলাতে না পারি তখন বুক ফেটে কান্না চলে আসে…আমি দেখাতে পারিনা। মনের মধ্যে না চাইতেই তখন অভিযোগ চলে আসে, “আমরা বড়লোক হলাম না কেন?” কান্না ছাড়া আর কোনো জবাব আসেনা আমার….
.
.

সকাল আটটা। কালো কুর্তি পড়ে নিলাম। চুলে বামপাশ করে বেনি। ছোট চুলগুলো এলোথেলো হয়ে ডানপাশে এসে কাধ ছোয়াচ্ছে। ক্লিপ দিয়ে ছোট চুলগুলো কোনোরকমে আটকে নিলাম। মুখশ্রীতে বিশেষ কিছু মাখার ইচ্ছা নেই, হালকা পাউডার হাতে নিয়ে মুখে মিশিয়ে নিলাম। ব্যাগটা নিয়ে জুতা পড়তেই আম্মুকে জোর গলায় বললাম,

— আম্মু আসি। নতুন ছাত্রী পড়িয়ে দেরিতে আসবো। চিন্তা করো না। ব্যাগে মরিচের থেরাপি নিয়েছি। আসি…আসি!!

রান্নাঘর থেকে ওড়নায় হাত মুছতে মুছতে আম্মু কিছু বলবেন, তার আগেই বাইরে ছুট। দেরি হলে ঢাকাগামী বাস ধরতে পারবো না। বাস লেট করলে রিকশার জ্যামে আটকাবো। এরপর ক্যাম্পাসে লেট! লেকচার মিস! বাসার গলি পার করে রাস্তায় উঠে ফুটপাত অংশে দ্রুতগতিতে হাটছি। লেট করা চলবে না। ইসরাতের জ্বর এসেছে, ক্যাম্পাস আসবে না। একা ট্রাভেল করতে হবে। নিজের কেয়ার রাখতে হবে। হঠাৎ কেউ পূর্বের মতো ডাকলো,

–“এই দাড়াও দাড়াও…..দাড়াও প্লিজ…ওয়েট!!”

আমি এদিকে তাড়াহুড়ো করছি, উল্টো আমাকে কেউ পিছন থেকে ডাকছে। আমি থামলাম। দেখি তন্ময়! এই ফালতু কেন বারবার পিছন থেকে ডাকে! ফালতু! বিরক্তি নিয়ে ওর কাছে গিয়ে বললাম,

–কালকে মানা করছিলাম আমাকে পিছন থেকে ডাকবি না! তোর কানে কথা যায় না!
–তুমি আমায় ভুলছো মম, শুনো প্লিজ!! দরকার আছে…
–চুপ! রাস্তায় কি কথা হ্যাঁ ! রাস্তায় কথা কিসের! তোকে বারন করার পরও তুই ডাকাডাকি ছাড়লিনা! বারবার তুই একই কাজ করিস!
–তুমি আমার জুনিয়র মম। হোয়াই আর ইউ কলিং মি “তুই”?
–দেখ ভাই! আমার বাস চলে গেলে আমি ক্যাম্পাসে লেট করবো, ডাকিস না! তোরে “ভাই” বলতেছি…রাস্তায় ডাকিস না।

আমি মোর ঘুরে আসতে নিলে তন্ময় আমার সামনে এসে দাড়ায়। হাতের ঘড়িটা একটু নড়াচড়া করে ভাব বোঝালো যেন ভয় পাই। ও বলল,

–আমি ছেলে তুমি মেয়ে, রাস্তায় ডাকা ছাড়াও ইউনিক কিছু ফ্যাসিলিটিস দিতে পারি…জানো? চুপচাপ আমার কথা শুনো। তোমার জন্য ধানমন্ডি থেকে এখানে এসেছি, জাস্ট অনলি ফর ইউ! গুড গার্লের মতো আমার গাড়িতে উঠে বসো, পয়ত্রিশ মিনিটের মধ্যে ক্যাম্পাসে পৌঁছে দিবো।
–আমি হাত পেতে বলেছি আমায় লিফট দেন? ভিক্ষা চেয়েছি? এতো দরদ কেন উতলিয়ে উতলিয়ে পড়তেছে! রাস্তা ছাড়ো! আমি বাসেই যাবো!
–লুক মিস মম! আমি রিকুয়েস্ট করা পছন্দ করিনা। আশাকরি তুমি আমাদের গ্যাংয়ের নেগেটিভ বিহেবিয়ার সম্পর্কে জানো! তোমার জন্য ভালো এটাই হবে রাস্তায় সিন ক্রিয়েট না করে গাড়িতে উঠে বসো।
–ড্রাইভার?
–ইয়েস? বুঝলাম না, বুঝিয়ে বলো।
–তোর গাড়িতে….আসলে মানে তোমার গাড়িতে ড্রাইভার আছে?
–ওহ্ হ্যাঁ আছে। বাট রিজন কি?
–তাইলে শোন! তুই তোর ড্রাইভারের সাথে বসবি! আমি তোর পিছনের সিটে! রাজি?
–হোয়াট…. দ্যা …… হ্যাল!
–রাজি? নট রাজি? জলদি জলদি বল!
–এই তু…
–তুমি তুমি করা ভুলে যাবি বুঝছিস! এলাকা আমার! একটা ডাক দিবো সব উড়ে এসে তোর পা ভেঙ্গে হাতে ধরিয়ে ফুটবলের মতো লাত্থি মেরে ধানমন্ডি লেকে পৌঁছে দিবে! বুঝা গেছে!
–ইউ আর……. ওফ! চলো। গাড়িতে বসো।

তন্ময় মুখ প্যাঁচার মতো করে কুজো হলো। তাতে কিছু যায় আসে না, আমি ওদের পা চেটে কামলা খাটি না! ওরা নিজে এসেছে, ওদের গ্যাং লিডার আমার হাত চেয়েছে। আমি শুধু মনুষ্যত্বের নামে সাহায্য করেছি, আর কিছু আয়ের জন্য। ক্যাম্পাস চলে এসেছে। ওদের দাপটের জোরে হেডস্যারের গাড়ি ছাড়াও গ্যাংস্টারের সবার গাড়ি ক্যাম্পাসের গেট দিয়ে ভেতরে ঢুকে। তন্ময়ের গাড়িও ঢুকেছে। সব স্টুডেন্ট কিভাবে ভয়ভয় চোখে রাস্তা খালি করে দিচ্ছে গাড়ির জানালায় বাইরে দেখছি। গাড়ি থামলে তন্ময় পিছনে ফিরে তাকায়, আমি ওর দিকে শক্ত দৃষ্টি ছুড়ে দরজা খুলে বাইরে বের হলাম। কেমন তাজ্জব! আমার দিকে স্টুডেন্টগুলো সিনেমার নায়িকা দেখার মতো তাকিয়ে আছে। বোঝলাম…তন্ময়ের গাড়িতে আমাকে দেখে ওদের চাহনির এ অবস্থা। কি কি সমালোচনায় পড়া লাগে খোদা মালুম! আমি ব্যাগের ব্যান্ডেল চেপে ডিপার্টমেন্টের ক্লাসরুমে চলে গেলাম।

.
.

ক্লাস শেষ, দুপুর দুইটা। সিড়ি দিয়ে নেমে গেটের কাছে যাচ্ছি…জোড়ায় জোড়ায়, গুচ্ছাকারে আমার দিকে নিশানা করে কানাঘুসো করছে। আমি ব্যাপারটা আড়চোখে লক্ষ করলেও গায়ে মেখে নিচ্ছি না। গ্রীষ্মের রোদ্রে আমার মাথার তালু গরম হয়ে ঘেমে গেছে। জেনি, রিমিকে ওদের আড্ডাস্থল ‘নজরুল চত্বরে’ দেখলাম। কিন্তু কারো কোনো ব্যাঙ্গ প্রতিক্রিয়া নেই। যে যার যার মতো হাসিতামাশা করছে। গেট দিয়ে বাইরে বের হলাম। কি রোদ! গরমে চান্দি চ্যালা লোকদের মাথা ঘেমে তেলতেলে হয়ে যাবে। অবশ্য হয়েছে হয়তো। হাত ঘড়িটায় দ্বিতীয়বার দেখে নিলাম। দুইটার ত্রিশ। সবাই নিজ গন্তব্যে চলে যাচ্ছে, আমি বাইরে খাম্বার মতো ওই বিলাতি কুত্তার অপেক্ষায় দাড়িয়ে আছি। কেউ বলে উঠল-

–” চলো “।

সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকালাম। মুগ্ধ গাড়ি থেকে নেমে “চলো” বলেই চলে যাচ্ছে। ওর গাড়ি ভেতরে কোথায় পার্ক করা ছিলো চোখে পড়েনি। আবার দলের সাথেও বসতে দেখিনি। ভূতের মতো গাড়ি নিয়ে ক্যাম্পাসের ভেতর থেকেই গেট দিয়ে বেরুলো…বিষয়টা নেওয়ার মতো ঠেকলো না। ড্রাইভার দরজা খুলে দিয়ে আমার বসার জন্য অপেক্ষা করছে। আমি কাধ থেকে ব্যাগ নামিয়ে গাড়িতে উঠলাম। মুগ্ধ ড্রাইভারের সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। ড্রাইভার গাড়িতে উঠলো। আমি কৌতুহল হয়ে জিজ্ঞেস করে বসলাম,

–ড্রাইভারকে সাথে নেওয়া হচ্ছে না?

সে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ির হুইল চেপে চালানো শুরু করে দিলো।

–নো।
–কেন? উনি কীভাবে আসবেন? আজব তো! ড্রাইভারকে একা ফেলে যাচ্ছেন!
–ড্রাইভার কি তোমার? সে কি নাদান বাচ্চা?আমার ফ্যাক্টস আমি বুঝবো! স্টে আউট অফ হেয়ার!
–তুমি নিজেও মানুষ! উনিও একটা মানুষ! ড্রাইভার তো তোমার! তো রিসপন্সলিব্লিটি কি তোমার না??
–জাস্ট শাট আপ! তোমার কথা শোনার জন্য আমি বসে বসে টাকা পাচ্ছি না! সো..ভালো খারাপের নলেজ তুমি না দিলে বেটার হবে!
–তুই আমার চুল কাটছিস! তোর আবার নলেজ আছে নাকি!! নলেজ বানান শিখছোস তাও কতো লাল থাবড়া খাইয়া! তোরে বেটার কেউ নলেজ দিবো! কুত্তা কি কামড়ায়!
–তুমি টিউটর হও কি করে…জাস্ট সে ইট ! নো সিরিয়াসলি…টিউটর এমন হয়? স্ল্যাগ, ল্যাংগুয়েজ এতো ক্রিটিক্যাল?
–তোর ধারনা না থাকলে গাড়ি থেকে নাম্, আর বাপের টাকায় পকেট না দেখিয়ে নিজে রোজগার কর! আমি কেন টিউটর হইছি পাই পাই বুঝবি! আর আমার মুখের ভাষা? শোন একটা কথা বলি? আমি ক্ষেত্রবিশেষে কথা বলি। কে কোন স্ট্যান্ডার্ডের ভাষা বুঝে আই নো ইট ভেরি কেয়ারফুলি! ডোন্ট ট্রায় টু জাজ মি! ইউ আর নট এ্যা ক্যাপিব্যাল পার্সন অফ ইট!ইউ শুড স্টে আউট!

-চলবে ?

-Fabiyah_Momo?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here