নীল ক্যানভাস পর্বঃ০৬

0
801

নীল ক্যানভাস
পর্বঃ০৬
লেখিকা:তানজিল_মীম

“ফ্লাসবেক…

“শপিংমলে রায়হানের সাথে শপিং করতে এসেছে মেঘলা!’রায়হান হলো তার কাজিন!’বড় শপিং মল ঘুরে একটা পর একটা দোকান দেখতে ব্যস্ত মেঘলা!’রায়হানও তার সাথে হেঁটে চলেছে!’রায়হনের পরনে ছিল লাল শার্ট, ব্লাক জিন্স!’ হঠাৎই রায়হানের ফোনটা বেজে উঠল, রায়হান ফোনটা তুলে একটু সাইডে চলে যায়!’এরই ভিতর সেখানে এসে উপস্থিত হয় তানভীর!’বোনের জন্য গিফট কিনবে সে!’কানে ফোন গুঁজে উল্টোদিক মুখ করে দাঁড়িয়ে আছে সে!’ পরনে ওয়াইট টিশার্টের ওপর লাল শার্ট,ব্লাক জিন্স, শার্টের হাতা কনুই পর্যন্ত বোল্ড করা,সিল্কি চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সাজানো,হাতে ব্লাক ওয়াচ,এককথায় অসম্ভব সুন্দর লাগছিল তাকে,,

“মেঘলা পুরো জায়গাটায় চোখ বুলাতে বুলাতে একটা দোকানে ঝুলিয়ে রাখা সুন্দর ড্রেসের দিকে চোখ যায় তার!’মেঘলা পিছন ঘুরে তাকিয়ে বললো রায়হানকেঃ

—“চল ওইখানে যাই…

“কিন্তু পিছন ফিরে রায়হানকে না দেখে কিছুটা অবাক হয়ে বললো সেঃ

—“আরে ও আবার গেল কই!’

“আশেপাশে তাকাতেই কিছুটা দূরে দেখতে পেল মেঘলা উল্টোদিক ঘুরে কারো সাথে কথা বলছে রায়হান!’মেঘলা বেশি কিছু না ভেবেই হেঁটে চলে যায় রায়হানের কাছে,পিছন থেকেই ফোনটা টেনে নিয়ে বলে সেঃ

—“আমার সাথে শপিং করতে আসছোস নাকি গার্লফ্রেন্ডের সাথে বকবক করতে…

“এতটুকু বলে মেঘলা রায়হানের হাত ধরে হাঁটতে থাকে আর বলেঃ

—“আজকে তোর পকেটে যত টাকা আছে সব শেষ করি ছাড়মু আমি,তারপর তোর গার্লফ্রেন্ডেরও ছ্যাকা দিমু দেখিস,ওদিকে একটা সুন্দর ড্রেস দেখেছি কিনি দিবি কিন্তু আর এত সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কথা বলার কি আছে বলতো,বাসায় বসে কথা বললে হয় না নাকি,যে রাস্তা ঘাটে বের হলেও পক পক করা লাগবে তোর?’…

“এরকম আরো নানা কথা বলতে বলতে এগিয়ে চলছে মেঘলা একটা ছেলের হাত ধরে…

“এদিকে…

“হুট করে কেউ তানভীরের কাছ থেকে ফোনটা নিতেই চমকে উঠলো তানভীর!’সামনেই একটা মেয়েকে দেখে আরো চমকে উঠলো সে!’তার ওপর মেয়েটি তার হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছে তানভীর কিছু বলবে তারও সুযোগ দিচ্ছে না মেয়েটি,উল্টোদিক ঘুরে মেয়েটি নিয়ে যাচ্ছে তাকে যার কারনে মেয়েটির ফেসও দেখতে পাচ্ছে না তানভীর!’

!!

“এদিকে….

“মেঘলা রায়হান ভেবে অন্য আরেকটা ছেলের হাত ধরে হাঁটছে আর বকবক করছে,এক পর্যায়ে মেঘলা তানভীরের হাত ধরে নিয়ে আসে একটা দোকানের সামনে তারপর তার পছন্দ মতো একটার পর একটা ড্রেস দেখতে থাকে,,দোকানের সামনে আসতেই এতক্ষণ পর তানভীর দেখতে পেল মেয়েটির ফেস!’মায়াবী মুখ,ঘন কালো লম্বা চুল,পরনে লাল রঙের জর্জেট থ্রি-পিচ,চোখে কাজল হাত ভর্তি লাল কাঁচের চুড়ি তানভীর মেয়েটির মুখ দেখেই হা হয়ে যায়, এক অন্যরকম ঘোরে আঁটকে যায় সে!’জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে চোখ আঁটকে যায় তানভীরের!’মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানভীর মেয়েটির দিকে,,

“এদিকে মেঘলা তার পছন্দের ড্রেসটা হাতে নিয়ে আবার এগিয়ে যেতে লাগলো তানভীরের হাত ধরে!’তানভীর এতটাই বিভোরে আঁটকে গেছে সে যে কিছু বলবে তাও ভুলে গেছে,,

“এমন সময় মেঘলার সামনে এসে হাজির রায়হান!’হতভম্ব হয়ে বললো সেঃ

—“ওই মেঘলা কার হাত ধরে হাঁটছিস তুই…

—“কার আবার তো…

“ভাবতেই মেঘলার চোখ চড়ুই গাছ’!!বিস্ময় নিয়ে বললো সেঃ

—“তুই যদি আমার সামনে থাকিস তাহলে,,হায় রে আমি তুই ভেবে এতক্ষণ কার হাত ধরে হাঁটছিলাম…

“ভাবতেই ভয়ে ভয়ে পিছন ঘুরে তাকালো সে!’সামনে অপরিচিত একটা ছেলেকে দেখে চমকে উঠলো মেঘলা,কানে হাত দিয়ে তানভীরের দিকে তাকিয়ে বললো সেঃ

—“সরি সরি বিশ্বাস করুন আমি বুঝতে পারি আসলে আপনি লাল শার্ট পরেছেন আর ওহ লাল শার্ট পড়েছে তাই আর কি গুলিয়ে গেছি,সরি ভাইয়া….

“মেঘলার কথা শুনে তানভীর তার ঘোর থেকে বেরিয়ে আসলো তারপর বললোঃ

—“ইট’স ওকে!”

“তানভীরের কথা শুনে মেঘলা হাল্কা হেঁসে আর একবার সরি বলে রায়হানের হাত ধরে চলে যায়’!!আর তানভীর কিছুক্ষন মেঘলার যাওয়ার পানে তাকিয়ে থেকে মুচকি হেঁসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে…

“এখানেই প্রথম সাক্ষাৎ হয় মেঘলা আর তানভীরের!’এরপর প্রায় এক দুমাসে দেখা হয় নি মেঘলা তানভীরের!’তানভীর পুরো দিশেহারা হয়ে গেছিল মেঘলার সাথে দেখা করার জন্য কিন্তু কোনো ভাবেই দেখা হচ্ছিল না তানভীরের সাথে মেঘলার!’কোনো মেয়েকে প্রথম দেখায় এতো ভালোবেসে ফেলবে তানভীর এটা ভাবতে পারে নি সে…

“এরই মাঝে হঠাৎ একদিন রাতে,,,

“বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল তানভীর এমন সময় হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে পরলো তার বাইকের সামনে হতভম্ব হয়ে বললো সেঃ

–“প্লিজ ভাইয়া আমাকে বাঁচান ওরা আমাকে..

“বলতে বলতে হাঁপিয়ে উঠলো মেয়েটি!’তানভীর মেয়েটির মুখ দেখে বিস্মিত হলো কারন মেয়েটি আর কেউ নয় তানভীরের মেঘলা!’তানভীর মেঘলাকে দেখে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি রাগ হচ্ছে ওর পিছনে ছেলেগুলোকে দেখে!’তানভীর গাড়ি থেকে নেমে চলে যায় মেঘলার কাছে,মেঘলার ভয় আর ঘাবড়ানো মুখ দেখেই সে বুঝে গেছে তার সাথে ঠিক হতে চলে ছিল!’এমন সময় মেঘলার পিছনে থাকা একটা ছেলে বলে উঠলঃ

—“কি ডারলিং কি ভেবেছো এই হিরো তোমায় বাঁচাতে পারবে আমার হাত থেকে….

“মুহূর্তেই তানভীর রাগান্বিত মাথা আরো গরম হয়ে যায়!’রাগের মাথায় উড়াধুরা মারতে থাকে তানভীর ছেলেগুলোকে… রাগে তার মাথার রগ দাঁড়িয়ে গেছে,,একটা ছেলেকে মারতে মারতে আধমরা করে ফেলে তানভীর তারপরও ছাড়ছে না,মেঘলা ঘাবড়ে গিয়ে তানভীরের হাত ধরে কিন্তু তানভীর শুনছে না,,

“এদিকে তানভীর ছেলেটি মারছে আর বলছেঃ

—“তোদের এত বড় সাহস আমার জানের দিকে নজর দিয়েছিস তোদের আমি মেরেই ফেলবো…

“এদিকে…

“মেঘলা তানভীরের কথা শুনে আরো চরম প্রকার অবাক হয়!’অবাক হয়ে ভাবলো সেঃ

—“এসব কি বলছেন উনি….

“তানভীরের মার খাওয়া ছেলেটি বলে উঠলঃ

—“সরি ভাই ভুল হয়ে গেছে এই ভুল আর হবে না….

“কিন্তু তানভীর শুনতে নারাজ!’অবশেষে বাধ্য হয়ে মেঘলা তানভীরের সামনে গিয়ে চেঁচিয়ে বলে উঠলঃ

—“স্টপ ইট,ও মোরে যাবে তো…

“মেঘলার কথা শুনে তানভীর থেমে যায়!’তানভীরের কাছ থেকে ছাড়া পেতেই ছেলেটি দৌড়ে পালালো,বাকিরা আরো আগেই পালিয়েছে!..

“এদিকে তানভীর জোরে জোরে শ্বাস ফেলছে,এখনও রাগ হচ্ছে তার!’এদিকে মেঘলা খুব ভালোভাবে তানভীরের দিকে তাকাতেই মনে পরলো তার সেদিন শপিং মলের কথা!’মনে মনে খুব ভালো লেগেছে মেঘলার তানভীরকে…

.

“এই ভালো লাগাই ধীরে ধীরে ভালোবাসায়, রূপ নিলো!’কেটে গেল অনেকগুলো দিন, সামাজিক যোগাযোগ মাধ্যম,সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি সবকিছুই মেঘলার ভালো লাগতো তানভীরের সাথে!’এক পর্যায়ে মেঘলার অভ্যাসে পরিণত হয় তানভীর!’একটা সময় তো মেঘলা বলেই ফেলে তানভীরকেঃ

—“তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো তানভীর,কখনো ছেড়ে যাবে না তো আমায়?’

“মেঘলার কথা শুনে তানভীর মুচকি হেঁসে মেঘলার হাতে চুমু একে বলে ছিলঃ

—“কখনো না!’

____________________

“ধীরে ধীরে মেঘলার ফেমিলিও জেনে যায় তানভীরের কথা, প্রথমে মেঘলার বাবা কিন্তু কিন্তু করলেও তানভীরকে দেখার পর তাদেরও ভালো লাগে…

“এভাবেই কাটছিল মেঘলা তানভীরের দিন,রাগ অভিমান,হাসি কান্না আর অনেক ভালোবাসার মধ্যে দিয়ে তারপর হঠাৎ একদিন ঘটনো এক ভয়ংকর ঘটনা মেঘলার জন্মদিনের দিন,,

“সেদিনের ঘটনা বলতে বলতে উচ্চ স্বরে কেঁদে উঠলো মেঘলা দিয়াকে ধরে…

|| ফ্লাসবেক ওভার ||

“মেঘলার কান্না দেখে দিয়া শুভ্রতা দুজনেই জড়িয়ে ধরল মেঘলাকে,,মেঘলা কাঁদতে কাঁদতে বলে উঠলঃ

—“আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি নি তানভীর আমার সাথে এমন কিছু করবে….

.
.
.

“এমন সময় হঠাৎই পিছন থেকে বলে উঠল একটা মেয়েঃ

—“তানভীর কিছু করে নি মেঘলা?সব নিতান্তই তোমার চোখের দেখা সত্যির মাঝে কিছু ভুল ধারনা ছিল….

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here