The team of Rainbow’s lovestory, Part: 01

0
3647

The team of Rainbow’s lovestory
Part: 01
Writer: Sabrin Jahan

একটা ছেলেকে উরুম ধোলাই দিচ্ছে ৬ জন ,,,কোনো ছেলে না মেয়ে,,,

ছেলে: ও মা গো ,,,,,,আফা ছাইড়া দেন ,,এই কান ধরলাম আর কোনোদিন আপনারে কি কাওরে টিজ করমু না

ঐশী:শালা আর মেয়েদের টিজ করবি

ছেলে:দরকার পড়লে কচু গাছে ফাঁসি দিমু ,,টাও মাইয়াগো ধারে কাছে যামু না

প্রিয়া: কচু গাছে ফাঁসি কেমনে দিবি??

জুমানা:তুই তোর মুখ বন্ধ করবি..

শ্রেয়া:উফ এই তোরা চুপ যা,,,, রোদ তুই বল এরে এখন কি করমু

এবার রোদেলা সামনে এলো ,,

রোদেলা:এবার বুঝতে পারলে মেয়েরা কি চিজ,,

ছেলেটা:হারে হারে

রোদেলা:good boy,,,,so নেক্সট টাইম আমার কিংবা আমাদের অথবা অন্য কোনো মেয়েকে যদি টিজ করতে দেখি তাহলে এর থেকেও স্পেশাল শাস্তি পাবে,,got it??

ছেলেটা:আচ্ছা আফা

রোদশী:what আফা,,,আপুনি বল

ছেলেটা:ok আপুনি

রোদেলা:now leave ,,,,

ছেলেটা জান নিয়ে পালালো

{অপস পরিচয় দিলাম না,,,,,,
রোদেলা: রোদেলা জান্নাত বৃষ্টি,,,বাবা – মা এর one and only মেয়ে,,, প্রচন্ড রকমের দুষ্ট
শ্রেয়া: শ্রেয়সী শ্রেয়া,,,বাবা – মা এর চোখের মণি,,,ইনি চঞ্চল হলেও খুব একটা দুষ্টু না
প্রিয়া: প্রিয়াঙ্কা প্রিয়া,,,,ইনি শান্ত হলেও দুষ্টুমিতে কম না
রোদশী:নওশীন রোদশী ,,, ইনিও শান্ত হলেও দুষ্টুমিতে কম না (যেহেতু রোদেলা রোদশী অনেক টা same তাই নওশীন name টাই use করবো)
জুমানা: জুমানা আক্তার(সবাই জুম বলে),,, ইনি মোটামুটি চঞ্চল,,,
ঐশী:সাবিহা ঐশী,,চঞ্চল আর দুষ্টুমিতে ভরপুর একটা মেয়ে
আরেকজন বাকি
ইমু:ইসরাত ইমু,,,ভুত পাগলী,,ভুত কে প্রচন্ড ভালোবাসে,,, আর দুষ্টুমিতে কোনো কথা নেই}

রোদেলা:yo guys ,,,, আচ্ছা ইমু কই

প্রিয়া: Huh,, ওই শালিরে দেখ কোন store room নাইলে লাইব্রেরী তে বসে ভুত নিয়ে রিসার্চ করছে

নওশীন: এই মাইয়া যে কি পায় ভুত এ আল্লাহ মালুম

শ্রেয়া:ওকে ভূতের সাথে বিয়ে দিতে হবে

ঐশী:একদম

রোদেলা:চল ওরে খুজি

রোদেলা আর বাকি সব এগোলো,,,,হুট করে একটা বল এসে রোদেলার মাথায় লাগলো,,,দিনের আকাশে এখন চাঁদ দেখতেছে রোদেলা

রোদেলা:কি রে আকাশে চাঁদ উঠলো তাও দিনের বেলায়

ঐশী : গাধা ওটা চাঁদ না সূর্য

শ্রেয়া:there is a small mistaken,,, ওটা গাধা নয় গাঁধী হবে,,জেন্ডার পালটাস কেন??

রোদেলা:চুপ যা,,,আমি দিনের বেলা চাঁদ দেখি আর এরা মশকরা করে,,,কোন কানা রে বলটা মারলো

সামনে তাকিয়ে দেখে none other than the great আদ্রিয়ান আবরার রোদ্দুর,,and his team ,,,,

রোদ্দুর:হাহা ,,লাইক seriously ? সামান্য বলের আঘাতে তুমি দিনের বেলা চাঁদ দেখ,,আর এই দম নিয়ে আমার সাথে লাগতে আসছো

রোদেলা:আসলে কি বলুন তো,,, বলটা না উগান্ডার মহারাজের মত শক্ত পক্ত তাই একটু লাগলো

রোদ্দুর:উগান্ডার মহারাজ কে এখানে??

রোদেলা:কেনো আপনি,,,এইযে সিক্স প্যাক বডি,,শক্ত পক্তো না,,,কিন্তু মাথায় গোবর ছাড়া কিচ্ছু নাই

রোদ্দুর:রোদ্দুর কে ইনসাল্ট করছো??

রোদেলা:না না না,,,রোদ্দুর কে ইনসাল্ট করবে ,,, কার ঘাড়ে কয়টা মাথা ,,আমি তো উগান্ডার মহারাজ কে ইনসাল্ট করছি,, তাও ডাইরেক্টলি না ইন্ডিরেক্টলি,,,right guys??

ঐশী: obviously,,

নাফি:লে ,,,,ইংলিশ বংশধর

ঐশী:ওই নাজেরিয়ার বান্দর মুখ সামলে কথা বলুন

ঈশান : ওর কচুর মুখ ও সামলাবে না,,,,

প্রিয়া:আরে রোদেলা এই গাধার দলের সাথে কথা বলে লাভ নেই,,,leave yaar

ঈশান:গাধার দল কাকে বললে??

প্রিয়া:কেনো,,,none other than your group

শ্রেয়া: উফ ,,এই তোরা থামবি

অরূপ:আসছে আরেক মহারানী

শ্রেয়া:আমাকে কিছু বললেন নাকি?

অরূপ : আরে না তোমাকে কিছু বলতে পারি

শ্রেয়া:শালা পল্টিবাজ (বির বির করে)

জুমানা:?

রাজ:আরেক অটিস্টিক

জুম:কি বললেন?

রাজ: আমি কারো নাম বলি নাই

রোদেলা:chupppppppppp

রোদ্দুর:এত্ত চেচাও কেন??

রোদেলা:আসলে উগান্ডার মহারাজ এর সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই,,,,

রোদ্দুর:ভুল করছ,,আদ্রিয়ান আবরার রোদ্দুরের সাথে পাঙ্গা নিয়ে ভুল করছো,,,ভুলে যেও না রোদ্দুরের প্রখর উত্তাপ ,,, পুড়ে যাবে

রোদেলা:আপনিও রোদেলা জান্নাত বৃষ্টি কে চিনেন না,,,,আর একটা সিম্পল কথা… রোদেলা দুপুরেই কিন্তু রোদ্দুরের প্রখর উত্তাপ আসে ,,,রোদেলা দুপুর ছাড়া রোদ্দুর অচল

রোদ্দুর:দেখা যাক ,,,, কে অচল,,,and ভুলে যেও না আমরা Boy’s Rainbow team

রোদেলা:আমরাও Girl’s Rainbow team,,,
রোদেলা চলে যেতে যেতে অরূপ এর পায়ে কুট করে পারা দিল,,,

অরূপ:আম্মু,,শালী কি করলি

রোদেলা:তোকে তো গোবরে চুবানো দরকার,,, তোর কাজিন এর অপমান হয় ,,আর তুই ,,,,যদি শুধু দাড়িয়ে দাড়িয়ে দেখতি তাও মানতাম ,,কিন্তু তুই ওদের সাথে মিলে আমার বান্ধবীদের অপমান করিস

অরূপ: এ্য,,ওরা যেমন তোর ফ্রেন্ড,,এরাও আমার ফ্রেন্ড দূর হ

রোদেলা:খালামনির মাইর এর জন্য রেডী থাকিস

অরূপ: যা যা

(রোদেলা আর অরূপ কাজিন,,,রোদেলার বড়ো খালার ছেলে অর্ণব)

শ্রেয়া:ভাই গিরগিটির সাথে কথা বলে লাভ নেই

অরূপ: গিরগিটি কেডা??

শ্রেয়া:কেন আপনি…এইযে এখন যা যা করছেন ,,,একটু পর বাড়ি গিয়ে রোদেলার পা ধরে বলবেন,,, রোদ প্লীজ মাকে বলিস না(ভেংচি কেটে)

অরূপ:you…..

শ্রেয়া: টাটা

রোদেলার team চলে গেলো
{So এবার boy’s team এর পরিচয় দেই
রোদ্দুর: আদ্রিয়ান আবরার রোদ্দুর,,বাবা – মায়ের পেয়ারে সন্তান,,,,অত্যন্ত ইগো ওয়ালা হলেও ,,দেখতে খুব কিউট,,just hero(imagine shiddhart gupta- লেখিকা)

ঈশান:ঈশান চৌধুরী,,, বিজনেস ম্যান এর ছেলে,,,

অরূপ:অরূপ আগারওয়াল,,,এর সম্পর্কে কি বলবো,, এ তো পলটিবাজ

রাজ:অরিন্দম রাজ,,,গিটার স্পেশালিস্ট

নাফি: আরহাম নাফি,,,একটু কম কথা বলে আর সবার থেকে

আরমান: আরমান সাহেল,,কিউট character

আরিয়ান:আরিয়ান আহমেদ,,funny character

আর এরা সবাই ভার্সিটির বাঁশ I mean crush}

এরই মধ্যে আরমান এলো রোদ্দুর দের কাছে,,

আরমান:হে guys ,, মুখ এমন কেনো?

নাফি: গার্লস গ্রুপ এর সাথে agian ফাইট হইছে

আরমান:hay খোদা,,,একটা জিনিস বুঝি না তোরা এত ঝগড়া করিস তাহলে একসাথে(ওকে থামিয়ে)

রোদ্দুর:তোকে আগেই বলছি দেওয়ালের ও কান আছে তাই এইসব বলিস না

আরমান:ok

রাজ:by the way ,,আরিয়ান কই??

ঈশান:দেখ ,,ওই বাচ্চা ভূতের পিছনে আছে,,,

?????????
লাইব্রেরীর টেবিল এ বসে বইয়ে মুখ গুজে বসে আছে ইমু,,,মূলত বই দিয়ে মুখ ঢাকার চেষ্টা,,কারণ তার সামনে বসে আছে,,আরিয়ান আহমেদ,, গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইমুর দিকে,,

আরিয়ান:তোমার মুখ ঢাকার প্রচেষ্টা শেষ হয়েছে

ইমু এবার বইটা সরালো,,
ইমু:আপনার কি সারাদিন আমাকে ডিস্টার্ব করা ছাড়া অন্য কোনো কাজ নাই

আরিয়ান: আপাতত এই কাজে join করছি ?

ইমু:যত্তসব,,(বলে উঠতে নিলে আরিয়ান হাত ধরে আটকালো)

আরিয়ান: এত ভাব দেখিয়ে লাভ নেই,,,ঘুরে ফিরে এই আরিয়ান এই তোমার দিন শেষ হবে,,,
ইমু হাত ছাড়িয়ে চলে গেলো…

ইমু যেতে যেতে রোদেলার সামনে পড়লো

ইমু:কীরে এই উগান্ডার মহারানীর কি হলো,,

রোদেলা:মারবো টেনে এক চর,,,,উগান্ডার মহারানী কে হ্যাঁ,,তুই কি আমাকে ওই উগান্ডার মহারাজের বউ বানাবি নাকি??

শ্রেয়া:তোরা যা ঝগড়া করিস ,,মনে হয় তোদের একসাথে বিয়ে দিলে হেব্বি ঝগড়ুটে জুটি হবে

রোদেলা:শ্রেয়া মাইর তোরে ডাকতাছে

শ্রেয়া:huh ভালো কথার জামানা নাই

জুম: হো ,,কিন্তু তোর আর অর্ণব এর জুটিও মন্দ নয়,,,তোমাকে তো দেখি অর্ণব এর সাথে হেব্বি মানাবে

শ্রেয়া: জাম গাছ চুপ যা,,

রোদেলা:উফ চুপ কর,,,ওই রোদ্দুর আর আমি একসাথে,,,অসম্ভব

?????
আরমান:ভাই,,ঐযে আরিয়ান

আরিয়ান: হি হি ?

ঈশান:দাত গুলা কি ভাইঙ্গা দিমু

আরিয়ান: এমনে বলিস কেন

নাফি:তুই ওই ইমু না ভিমুর পিছে ঘুরে পাশ কি,,,

আরিয়ান:yaar যাব তুমহে পেয়ার হগা তাব পাতা চালেগা ..

রোদ্দুর:হো আজাইরা কথা,,,

আরিয়ান:তোর আর রোদেলার জুটি কিন্তু মন্দ না

রোদ্দুর: হোয়াট,,ওই ঝাসি কি রানী আর আমি

ঈশান: হো ,, ঝাসী কি রানী আর উগান্ডার মহারাজ,,,বেস্ট ঝগড়ুটে জুটি,,

রোদ্দুর:huh,, ও আর আমি ,,,,just impossible,,

আরিয়ান:তোদের জুটি ই হবে ,,মিলিয়ে নিস

রোদ্দুর:জুতা চিনো বন্ধু?

আরিয়ান:বিপদ সংকেত,,ভাগ মিলখা থুড়ি আরিয়ান ভাগ,,জি লে থুড়ি বাঁচালে আপনে জিন্দেগি,,,

ব্যাস এরে আর পায় কে ,,, ভাগো,,,

??????
নওশীন:তোরা এত ঝগড়া কেমনে করিস,,,

রোদেলা:কেন মুখ দিয়া,,

নওশীন: ও আমি জানতাম কান দিয়ে ঝগড়া করে?

শ্রেয়া:ভাই বুঝি না ,,এত ঝগড়া হয় কেন?? অথচ আমরা

শ্রেয়া কে থামিয়ে

রোদেলা:এটা কি এসব আলোচনার স্থান

শ্রেয়া: ও sorry

রোদেলা:উফ it’s not sorry ,,, it’s থুড়ি ?

শ্রেয়া: হা হা

নওশীন: guys I have to leave

জুম:ওকে bye bye

নওশীন আড্ডা থেকে উঠে গেলো,,,কিছু দূর যেতেই ঠুষ করে পরে যেতে নিল কিন্তু কেও একজন ধরে ফেললো,,,

চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here