The_team_of_Rainbow’s_lovestory Part:04

0
1723

The_team_of_Rainbow’s_lovestory
Part:04
Writer: Sabrin Jahan

রোদেলা: কি হয়েছিল,,নরমাল ই তো ছিল

অরূপ:তুই জেনে থাকবো সেখানে কোনো কিছু নরমাল হতে পারে না

রোদেলা: অরুইপপা ?

অরূপ: হে হে,,তাহলে শোন

ফার্স্ট ডে at ভার্সিটি
রোদ্দুর:ইয়ার এখন কি করবো

ঈশান:আরে choose করে নে

অরূপ: হ্যাঁ,,এত কি ভাবিস,,,ওই দেখ রামিশা,,,ওকেই তো নিতে পারিস

রাজ: হো,,দিনে ২৪ ঘণ্টায় ছেলে পাল্টায়

রোদ্দুর: উহু,,আমাদের এমন কাওকে লাগবে যারা মেয়েদের জন্য লড়বে

নাফি:কিন্তু বুঝবি কেমনে??

আরমান:কাজ দেখে

আরিয়ান:কিভাবে

রোদ্দুর:সেটা যখন আসবো তখন দেখিস

আরিয়ান:ভাই আজকে তো ফার্স্ট ইয়ার এর স্টুডেন্ট আসবো

আরমান:তো??

নাফি: আরে rag দিবি না

রোদ্দুর:তোরা জানিস আমি এগুলো পছন্দ করি না

আরমান:yes চল,,

??????
ভার্সিটির সিনিয়র একজন মেয়েকে rag দিচ্ছে,,
তাদের মধ্যে একজনের নাম আশফি
আশফি:তোমার নাম কি মামনি?

মেয়েটা: অলি(কাপা কাপা গলায়)

আশফির বন্ধু:দোস্ত ফিগারটা দেখছিস

আশফি: যা বলছিস,,মামনি হবে নাকি one night

মেয়েটা ভয় পায়,,ওখান থেকে যেতে নিলে আশফি হাত ধরে ফেলে

আশফি:আরে কই যাও,,

অলি:প্লীজ ছাড়ুন

আশফি:দেখ কি বলছে,,প্লীজ ছাড়ুন(নকল করে)

সবাই হাসতে শুরু করলো
অলি আশেপাশে তাকিয়ে দেখলো সবাই তাকিয়ে আছে কেও কিছু বলছে না,,,
ও কান্না শুরু করে দিলো
হুট করে কে যেনো আশফির গালে চাটা দিল,,,চাটা টা এতই জোরে ছিল যে ও একটু নড়ে গেলো
,,,, আশফি :কে রে?
চোখ তুলে দেখলো একটা মেয়ে,,,white colour গেঞ্জি,sky blue কালার শার্ট,অ্যান্ড nevi blue কালার jeans পরিহিত এক মেয়ে দাড়িয়ে আছে,,,

আশফির বন্ধু: মামা এত পুরাই আগুন

আশফি:হো রে
মেয়েটার পিছনে এসে দাড়ালো আরো ছয়জন,,,সবার ড্রেস কোড same ,,just কালার different,,

আশফি: এত আগুনের বন্যা

রোদেলা: হা হাহা ,,আগুন না ,,wait
এই বলে আরেক চাটা মারলো
(Yes,,this is রোদ with her team)
আশফি:ঐই(চিল্লিয়ে)

রোদেলা এবার ওর পেটে লাথি মারলো,,বেচারা ব্যাথায় লুটে পড়লো ,,,
ওর বাকি ফ্রেন্ড রা এগিয়ে আসতে নিলে ,,,প্রিয়া ,জুম,নওশীন আর ইমু আটকায় ,,,শ্রেয়া আপাতত অলিকে শান্ত করছে,,মেয়েটা অনেক ভয় পেয়েছে,,দেখেই বোঝা যাচ্ছে আগে কখনো এমন পরিস্থিতিতে পরে নি,,আর ঐশী,,সে আপাতত লাইভ শো দেখছে,,কারণ যা করার সবাই করে ফেলছে
রোদেলা এবার আশফির সামনে এক হাঁটু গেরে বসলো

রোদেলা:মেয়েরা দুর্বল,, it’s true but not fully,,, এইযে একটু আগে একজন এর সাথে অসভ্যতামি করলি অথচ ও নিজেকে দুর্বল মনে করে কাদতে লাগলো ,,এই দেখ এখনও কাদঁছে,,

অলি তাকালো,,কিন্তু কান্না থামালো না

রোদেলা:আর তারপর যাকে আগুন বললো সে আগুনের গোলা হয়ে তোকেই মেরে গেলো,,,, হাহা

শ্রেয়া:ইস রোদ ওরে আরো কয়টা দে,,শালা মেয়েদের কি মানুষ মনে হয় না

রোদেলা:relax baby,, so listen you all next time কাওকে rag কিংবা অসভ্যতা মি করার আগে আমাদের মাইর টা মনে রাখবি,,নইলে(ঘুষি মারার ইশারা করে)

আশফি:না আপু মনে রাখবো

রোদেলা:good boy

রোদেলা এবার অলির কাছে গেলো,,অলি তখনও কান্না করছে,,গিয়ে ঠাস করে ওকে থাপ্পড় মারলো

অলি কান্না থামিয়ে অবাক চোখে তাকালো

রোদেলা:আরে অবাক কেনো হও,,এতক্ষণ বিনা কারণে কাদঁছিলে,,তাই এখন কান্নার কারণ করে দিলাম,,মেয়ে হয়েছ বলে নিজেকে দুর্বল নয়,,, শক্তিশালী ভাব ,,তাহলে অপরপক্ষ আঘাত করার আগে ১০ বার ভাববে,,,ভুলে যেও না,,নরম মাটিতে সবাই আঘাত করে ,,,শক্ত মাটিতে আঘাত করতে পারে না

এবার আশেপাশে তাকালো রোদ

রোদেলা: এইযে রিয়ালিটি শো খতম,,আবার এই শো দেখবেন যখন আবার কাওকে এভাবে হেরেস হতে দেখবেন কিন্তু কিছু করবেন না,,,

সবাই মাথা নিচু করে দাড়ালো
ঐশী:এদের বলে লাভ নাই,,এরা শুধু টেলিকাস্ট ই দেখে

শ্রেয়া:একদম

জুম:চল

রোদেলা আর তার team এগিয়ে গেলো
(Tune of illegal weapon ??- ইয়ে মানে একটু background music na থাকলে কি ভালো লাগে??)

দূর থেকে সব দেখলো রোদ্দুর রা,,আসলে ওরাই এগিয়ে আসতে কিন্তু রোদেলার কণ্ড দেখে আর যায় নি,,,

অরূপ:এই ছেমরি ভার্সিটিতে ও আইসা পড়ছে

রোদ্দুর:চিনিস নাকি

অরূপ:আমার আপন নানুর মেয়ের আপন বোনের মেয়ে এটা

আরমান অর্ণব এর মাথায় চাটি মেরে বললো
আরমান:সোজা ভাবে কথা বলতে পারিস না…

আরিয়ান:ওটা ওর খালাতো বোন,,তাই না

অরূপ: হো,,হেব্বি dangerous

রোদ্দুর:পেয়েছি

অরূপ:কি

রোদ্দুর :মেয়ে

আরিয়ান: কোন খানে?

রোদ্দুর: এদেরকেই নিবো ,,,

অরূপ: এর সাথে কথা কেমনে বলবি??

রোদ্দুর: কিডন্যাপ করে

সবাই :whatttttt??

রোদ্দুর yes
???????
প্ল্যান অনুযায়ী ওদের নিয়ে আসা হলো রোদ্দুর এর সিক্রেট হল এ

রোদেলা:ওই অরুইপ্পাঁ এগুলোর মানে কি

অরূপ:আগে কথা শোন

রোদেলা:কি??

অরূপ:আমাদের কাজের জন্য কিছু মেয়ে লাগবে

রোদেলা:কিইই ,,,তুই আমাদের পাচার করার জন্য এনেছিস,,,,

রোদ্দুর:ওই মেয়ে এত বেশি বুঝ কেন?

রোদেলা:আপনি কে

রোদ্দুর:তোমার মাথা,, উফ একটা পেরা

রোদেলা:ওই একে তো কিডন্যাপ করছেন তারপর আবার বলছেন পেরা,,শালা উগান্ডার মহারাজ,,

রোদ্দুর:এই মেয়ে বেশি কথা বলবে না

রোদেলা:এই মেয়ে কি হা?? আমার নাম রোদেলা

রোদ্দুর:হো ,,রোদেলা প্রকাশনী

রোদেলা:you…

বাকি সব ওদের ঝগড়া দেখছে,,,boys team অবাক কারণ রোদ্দুর কখনো কোনো মেয়ের সাথে কথাই বলে নাই সেখানে ঝগড়া,,,,,আর girls group রোদেলার এই কান্ডর সাথে পরিচিত

আরমান:চুপ

দুইজন চুপ হয়ে গেলো

তারপর আরমান গার্লস দের সব বুঝিয়ে বললো,

রোদেলা:এটার জন্য এম্নে তুলে আনবে

অরূপ:তুই আবার অনেক বাধ্য মেয়ে কিনা

রোদেলা: অরুইপা,?

অরূপ: হে হে

রোদ্দুর:বুঝছো নাকি গোবর মাথায় কিছু ঢুকে নাই

রোদেলা:ওই আপনি কিন্তু…

রোদ্দুর: দেখ ঝগড়া কর ভালো কথা কিন্তু এর করণে কাজ এর যেনো ক্ষতি না হয়

রোদেলা এবার কিছু বললো না
কিছুক্ষন পর
রোদেলা:আপনাদের গান আছে?

রোদ্দুর:তো কি মনে হয়??

রোদেলা: ফাইটিং হয়

আরিয়ান:হুমম

রোদেলা:wow ki cute

Girls group এর মাথায় হাত,,,
Boys group শিহরিত

শ্রেয়া:আমি আছি

জুম:আমিও আছি

নওশীন:আমিও

প্রিয়া: মে ভি হু

ইমু:আমি কেন বাদ যামু

ঐশী:আমার না ভয় করছে

নাফি:তোমার ফ্রেন্ড এত সাহসী আর তুমি ভীতু ছি!!

ঐশী:না না আমি সাহসী,,আমিও আছি

End of first day remembering

রোদেলা: হুমম বুঝলাম,

অরূপ: যা ভাগ

রোদেলা:huh (চলে যেতে নিল)

অরূপ: রোদ

রোদেলা:বল(দাড়িয়ে)

অরূপ:রোদ্দুর maybe লাইক you

রোদেলা:what?

অরূপ:ইরা যাওয়ার পর ওর হাসি চলে গেছিলো,,, ওকে হাসতে আর দেখি নাই,,কিন্তু তোর সাথে ঝগড়া তোকে জব্দ করার মধ্যে ওর মুখে চিলতি হাসি আসে ,,,মাঝে মাঝে তোকে care ও করে

রোদেলা:আমরা একে অপরের বিপরীত

অরূপ: এই বিপরীত ই কিন্তু ভালোবাসার সেরা জুটি বানায়

রোদেলা:ভালোবাসার উপর PhD করছিস নাকি?

অরূপ: এককালে তো বাসতাম,(মলিন হেসে)

রোদেলা:ওই মেয়েটা ইরা ছিল তাই না??

অরূপ :হুমম, আর বাকি সব তো জানিস(চোখে জল চিক চিক করছে)

রোদেলা:প্লীজ মন খারাপ করিস না,,তোর লাইফ এও কেও আসবে যাকে নিয়ে আবার স্বপ্ন দেখবি

অরূপ:ইরাকে ভুলতে পারবো না

রোদেলা:ভুলতে হবে না,,,কেও একজন আসবে সে শুধু নিজের জায়গা চাবে,,ইরাকে ভুলাতে যাবে না

অরূপ: যা ফুট আমি ঘুমাবো

রোদেলা:দূর হ

রোদেলা রুম এ গিয়ে অরূপ এর কথা ভাবতে লাগলো,,,
সত্যি কি এও সম্ভব দুইজন মানুষ যারা ঝগড়া ছাড়া কিছুই করে না তাদের মধ্যে ভালোবাসা হবে,,,
আবার ভাবলো হলে কি খুব ক্ষতি হবে??
আচ্ছা রোদ্দুর এর সাথে তো এখন ঝগড়া করে কিন্তু যখন ও থাকবে না তখন কি করবে??
থাকতে পারবে তো??
এমন হাজার ভাবনা ভাবতে ভাবতে dinner না করেই ঘুমিয়ে গেলো…..

.
.
.
.
.
চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here