The_team_of_Rainbow ‘s love_story Part:21,Part:22(অন্তিম পর্ব)

0
2286

The_team_of_Rainbow ‘s love_story
Part:21,Part:22(অন্তিম পর্ব)
Writer : Sabrin Jahan
Part:21

রোদ্দুর:রোদেলা আমাকে ক্ষমা করো ,পারলাম না তোমায় নিজের করতে

রোদেলা:এসব কি বলছো

রোদ্দুর:sorry

রোদেলা:না রোদ্দুর

রোদ্দুর:যেতে হবে

বলে রোদ্দুর পিছিয়ে যেতে লাগলো
এক পর্যায়ে অন্ধকারে মিলিয়ে গেলো

রোদেলা রোদ্দুর বলে চিৎকার দিয়ে উঠে বসলো
শরীর অনবরত ঘামছে ওর,,এটা স্বপ্ন ছিল ভাবতেই ঘড়ির দিকে তাকালো দেখলো ৩ টা বাজে,
পাশে তাকিয়ে দেখলো শ্রেয়া আর প্রিয়া মরার মত ঘুমাচ্ছে
অবশ্য ঘুমানোর ই কথা ,অনেক ধকল গেছে আজকে ওদের উপর অনেক ধকল গেছে,রোদেলার ঘুম আসছে না কেনো জানি ওর মনে হচ্ছে কিছু একটা হবে..
ও বেলকনিতে গিয়ে আকাশের দিকে তাকালো
হালকা হাওয়া বইছে
রোদেলা:কেনো মনে হচ্ছে অনেক কিছু ঘটবে,কেনো এমন স্বপ্ন দেখলাম,তবে কি কোনো বিপদের আভাস (মনে মনে)
রাতটা নির্ঘুম কাটলো
৫ টায় নামাজ পরে কুরআন তেলাওয়াত করলো
নামাজ আদায় আর কুরআন তেলাওয়াত মন এর ভয় কে দূর করার জন্য সঠিক উপায়
সকালে ৬ টা ,,,এখনও অনেকে উঠে নি
রোদেলা ফ্রেশ হয়ে নিচে গেলো

অরূপ কফি খাচ্ছিল
রোদেলা কে দেখে ফিক করে সব কফি ফেলে দিল
ওর পাশে রোদ্দুর বসা ছিল।

অরূপ:ভাই কালকে তো আমরা কোনো ড্রাগস ব্রাগস খাই নাই,তাহলে সকাল সকাল ভুলভাল জিনিষ কেন দেখি..

রোদ্দুর:মানে!!

অরূপ: সামনে টাকা বুঝে যাবি

রোদ্দুর সামনে তাকিয়ে দেখলো রোদেলা কোমরে হাত দিয়ে চোখ ছোটো ছোটো করে অরূপের দিকে তাকিয়ে আছে

রোদেলা:তুই বলতে কি চাস?

অরূপ :এটাই যে আর দিন সকালে গরুর মত হাম্বা হাম্বা করে তোকে তুলতে পারি না আজকে কেমনে উঠলি?তাও এত সকালে,এটা তো অবিশ্বাস্য,ওরে কেও নোবেল দে,

তখন অপূর্ব বলে উঠলো
অপূর্ব: তো মিস রাস্তা থুক্কু পাস্তা থুড়ি রোড উফ রোদ ,আপনার কেমন অনুভূতি হবে এই নোবেল পেয়ে

রোদ্দুর হাসছে আর ভাই বোনের ঝগড়া দেখছে

রোদেলা: ওরুইপা আর অপুইরববা দুইটারে পচা মাছের গোবরে চুবামু,,

অপূর্ব:মাছের গোবর হয় নাকি?

রোদেলা:সেটা আমি কেমনে বলবো আমি কি মাছ এর রিসার্চের নাকি?

অরূপ: এলিয়েন..একটা

রোদেলা :huh

রোদ্দুর :ঝগড়া শেষ ?

তিনজনই চোখ ছোট ছোট করে রোদ্দুরের দিকে তাকালো

অরূপ:তোর মজা লাগছে

অপূর্ব:মজা নিশ

রোদেলা:তোমারে তো আমি…

রোদ্দুর বুঝলো অবস্থা সুবিধার না,একটা মেকি হাসি দিয়ে দিল দৌড়…
তার পিছে অরূপ আর অপূর্ব ও
রোদেলা মুচকি হাসি দিল,মন টা ভালো হলেও টেনশন এখনও আছে ওর
??????????
সকাল সকাল চেচামেচি তে সবাই উঠে গেছে,,ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট এ বসেছে ,রোদ্দুরের পাশের চেয়ারে রোদেলা বসবে তখনই রুবি এসে বসলো রোদ্দুরের পাশে.
সবাই অবাক..কারণ ওর মা যেই কাণ্ড করেছে তাতে আর যাই হোক ওর এত স্বাভাবিক থাকা মানায় না,প্রিয়া তো ওকে ইত মধ্যে নির্লজ্জ উপাধি দিয়ে দিছে.
রোদেলা মন খারাপ করে অন্য চেয়ারে বসলো
রোদ্দুর কিছু বললো না কারণ গুর জনদের সামনে এভাবে বলতো ঠিকও হবে না
Breakfast শেষে সবাই কাজে লেগে পড়লো,যেহেতু bride and groom দের কাজ নেই তাই তারা নিজেদের ঘরে
ছেলেরা কি নিয়ে জানি আলাপ করছে
মেয়েরা আড্ডা দিচ্ছে কিন্তু রোদেলা যে টেনশন এ তা ঠিকই বুঝেছে
নওশীন: রোদ কি হয়েছে?

রোদেলা:হুমম

প্রিয়া:কি হয়েছে?

রোদেলা:জানি না

শ্রেয়া:মানে?

রোদেলা:কেনো জানি মনে হচ্ছে খারাপ কিছু হবে..

জুম:কেনো?

ইমু:হটাৎ এমন কেন মনে হইলো?

রোদেলা:জানি না …বুঝতে পারছি না

ঐশী:ইয়ার তুই শুধু শুধু টেনশন করছিস

নওশীন:Have a relax,see you not for mind ?

??????????
In সন্ধ্যা
আজ তো মেহেন্দি
সবাই রেডী হয়ে বসে আছে
মেয়েরা সব same ডিজাইনের লেহেঙ্গা পড়েছে
শুধু কালার ভিন্ন
নওশীন বেগুনি কালার লেহেঙ্গা,ঐশী আসমানী কালার লেহেঙ্গা ,প্রিয়া সবুজ কালার,শ্রেয়া হলুদ কালার,ইমু কমলা আর রোদেলা লাল কালার
ছেলেরাও মেয়েদের সাথে matching করে পাঞ্জাবি পড়েছে
আরমান বেগুনি,নাফি আসমানী,ঈশান সবুজ,অরূপ হলুদ,আরিয়ান কমলা আর রোদ্দুর রেড কালার পাঞ্জাবি

অপূর্ব:বাহ এইবার হয়েছে rainbow team

অলি: হুম্ এইজন্যই তো এই সেভেন কালার সিলেক্ট করলাম, সাত রঙের রঙধনু

ইমু:ড্রেস কোড কিন্তু সুন্দর হয়েছে ,,rainbow team এর প্রতীক

সবাই হালকা হাসলো

রোদ্দুর:কি ব্যাপার টেন্সড লাগছে?

রোদেলা:জানি না,কেনো মনে হচ্ছে অনেক কিছু হবে?

রোদ্দুর:মানে ?

রোদেলা কিছু বললো না

রোদ্দুর:এত টেনশন নিও না কিছু হবে না,সব ঠিক হবে

রোদেলা:আমায় ছেড়ে যাবে নাতো?

রোদ্দুর:মনে আছে একদিন তুমি বলেছ রোদেলা দুপুরেই রোদ্দুর এর উত্তাপ আসে । রোদেলা দুপুর ছাড়া রোদ্দুর অচল…তাহলে ছাড়ার প্রশ্ন কেনো?

রোদেলা:হুমম

সারাটা সন্ধ্যা মজা করলো,,মেয়েরা হাতের মেহেদী দিয়ে শুকাচ্ছে,প্রত্যেকের হাতে তাদের প্রিয় মানুষের নাম লিখা

Feel the song “mehendi laga ke rakhna”

অপূর্ব:এবার রোদ আর রোদ্দুরের একটা গান হোক

অলি:yes ,,please গাও না
সবার জোরাজুরিতে গেলো ওরা

হতে পারি রোদ্দুর,
হতে পারি বৃষ্টি,
হতে পারি রাস্তা, তোমারই জন্যে।
হতে পারি বদনাম,
হতে পারি ডাকনাম,
হতে পারি সত্যি, তোমারই জন্যে।(রোদ্দুর)

হতে পারি গল্প,
তুমি কাছে টানলে,
হতে পারি জানলা,
এ হাওয়া ও তোমার কারনে।(রোদেলা)
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
এসেছি হাজার বারণে ..
শুধু তোমারই জন্যে,
শুধু তোমারই জন্যে ×২
কথা দিলো রোদ্দুর,
কথা দিলো বৃষ্টি,
কথা দিলো রাস্তা, তোমারি জন্যে,
খেলা ধুলো সংসার,
আসা যাওয়া বার বার,
রাজি হলো ইচ্ছে তোমারি জন্যে।
হতে পারি গল্প,
তুমি কাছে টানলে,
হতে পারি জানলা,
এ হাওয়া ও তোমার কারনে।
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
এসেছি হাজার বারণে..
শুধু তোমারই জন্যে,
শুধু তোমারই জন্যে×২

রাত ১২ টা মেয়েরা কেবল হাত ধুয়ে change করবে এমন সময় প্রত্যেকের মোবাইলে মেসেজ টিউন বেজে উঠলো,তাদের প্রত্যেকের মোবাইল এ পাশের বাড়ির বাংলোর ঠিকানা,ওরা কিছু বুঝলো না তাও boys group ডেকেছে বলে গেলো

ওখানে গিয়ে দেখলো অন্ধকার
তখনই সফট মিউজিক বাজলো

Kal raaste mein gham mil gaya tha

Lag ke gale main ro diya

Jo sirf mera tha, sirf mera

Maine usse kyon kho diya(অরূপ)

এই lyrics বলার পর অরূপ এসে শ্রেয়ার সামনে বসলো

অরূপ:জীবনে দ্বিতীয় বার ভালোবাসাকে কখনো বিশ্বাস করতাম না,কিন্তু তুমি আমার সেই অবিশ্বাস কে বিশ্বাসে পরিণতি করেছ,ভালোবাসার এক নতুন পথ চলার জন্য তোমাকে চাই,will you marry me?

শ্রেয়া:yes I will…

Haan woh aakhein jinhe main

Choomta tha bewajah

Pyar mere liye kyon

Unmein baaki na raha(নাফি)

নাফিও একইভাবে ঐশীর সামনে বসে

নাফি:এইযে মেডাম এত কাব্যিক হতে পারবো না ডিরেক্ট বলবো..will you marry me?

ঐশী:হুমম

Humnava mere tu hai to meri saasein chale

Bata de kaise main jiyunga tere bina(আরমান)

আরমান:লাইফ এ কখনও কোনো মেয়েকে এত টা ভালো লাগে নি যতটা তোমাকে লেগেছে ,তোমার সব কিছুতে মুগ্ধ এমনকি চাটা টেও(গালে হাত দিয়ে)will you marry me?

নওশীন:yes

Humnava mere tu hai to meri saasein chale

Bata de kaise main jiyunga tere bina(আরিয়ান)

আরিয়ান:এইযে ভুত মেডাম,,আপনার পিছে পুরা তিনটা বছর ঘুরে পাত্তা পেয়েছি,তাই রিজেক্ট না করে সোজা বলেন,বিয়ে করবেন আমায়?

ইমু:হালকা হেসে বললো yes

Har waqt dil ko jo sataye

Aisi kami hai tu

Main bhi na jaanun yeh

Ke itna kyon laazmi hai tu(ঈশান)

ঈশান:মিস চশমিশ ,will you marry me

প্রিয়া:প্রপোজ করলে নাকি অপমান

ঈশান: প্রপোজ মেডাম

প্রিয়া:যাও অ্যাকসেপ্ট করলাম তুম ভি কেয়া ইয়াদ রাখোগে

Neendein jaake na lautin

Kitni raatein dhal gayin

Itne taare gine ki

Ungliyan bhi jal gayin(রাজ)

জুম:আমি আগেই yes বলে দিলাম

রাজ:টাইম ও দিল না

রোদেলা এতক্ষণ সব দেখছিল
ও শুধু রোদ্দুর কে খুঁজছে
Humnava mere tu hai to meri saasein chale

Bata de kaise main jiyunga tere bina

Humnava mere tu hai to meri saasein chale

Bata de kaise main jiyunga tere bina(রোদ্দুর)

রোদ্দুর:আমার প্রিয়সী, ভার্সিটির প্রথমে এক মেয়ের প্রতিবাদী রূপ দেখে মায়ায় পড়েছি,তার সাথে ঝগড়া,কথা বলা সব ভালো লাগে, তো মিস মহারানী ঝগড়া করার পার্টনার হবে?

রোদেলা:অবশ্যই মহারাজ

প্রত্যেকে তাদের ভালোবাসার মানুষকে পেয়ে ভীষণ খুশি …… কালকে থেকে শুরু হবে ওদের জীবনের নতুন অধ্যায়

????????????
প্রত্যেকের জীবনে কোনো না কোনো মোড় থাকে ,কালকে অবধি যা ঠিক ছিল আজকে সব উলোট পালট….রোদেলা শুকনো মুখ নিয়ে বসে আছে…হাতের মেহেদীর দিকে রোদ্দুরের নাম দেখছে..আর বাকি সবাই রোদ্দুর কে কল করছে কিন্তু ধরার নাম নেই
আজ গায়ে হলুদ কিন্তু সকাল থেকে রোদ্দুর উধাও সারা বাড়িতেও ওকে খুঁজে পাওয়া যায় নি… ইত মধ্যে সবাই এও বলছে বর পালিয়েছে

শ্রেয়া:দেখ রোদেলা,ভাইয়া maybe কোনো কাজে এ গেছে,তুই মন খারাপ করিস না

রুবি:শ্রেয়া কাজ হলেও মানুষ বলে যায়, নিশ্চয় রোদ্দুর বিয়ে থেকে পালিয়েছে

রোদেলা:রোদ্দুর কে তোমরা আমার থেকে ভালো চিনো,
সবাই রোদেলার দিকে তাকালো

রোদেলা:আমার রোদ্দুর পালিয়ে যাওয়ার মত নয়,আর ওর রোদেলাকে ছেড়ে ও চলে যাবে এটা অসম্ভব ,রোদ্দুরের কোনো বিপদ হয়েছে আমায় ওকে খুঁজতে হবে

রুবি: যত্তসব মেলোড্রামা
বলে রুম এ গেলো
গিয়ে একজনকে ফোন করলো
রুবি:কাজ done… ওরা খুঁজতে বের হবে

ওপর পাশে কেও কিছু বলে ফোন কেটে দিলো
রুবি বাকা হাসলো

রুবি:তো মিস রোদেলা and মিস্টার রোদ্দুর এখন তোমরা আলাদা হওয়ার জন্য প্রস্তুত হও

বলেই অট্টহাসিতে ফেঁটে পড়লো

????????
চোখ খুলে রোদেলা,আর বাকি সবাই নিজেদের বাধা অবস্থায় পেলো
রোদেলা আর বাকি সবাই রোদ্দুর কে খুঁজতে গেছিলো
ওরা সবাই একসাথে দাড়িয়ে ছিল তখন কোথা থেকে কত গুলো লোক আসলো
ওরা কিছু বুঝে উঠার আগেই ওদের মুখে কি জানি spray করলো…. আর মনে পড়ছে না ওদের
সবার মনে প্রশ্ন এটা কোথায়?
.
.
.
.
চলবে……

The_team_of_Rainbow’s_lovestory

Writer: Sabrin Jahan

Part:22(অন্তিম পর্ব)

রুবি:ওহ, উঠে পড়েছ সব?

সবাই সামনে তাকিয়ে দেখলো রুবি…
প্রিয়া:এইসব এর মানে কি?

রুবি:relax….

রোদেলা:রোদ্দুর কোথায়?

রুবি:মানে?

রোদেলা:আমি এতটাও অবুঝ নই যে বুঝবো না রোদ্দুর কে তুমি সরিয়েছ

রুবি:বুঝে গেছ ….গুড
(Surprise propose এর পর যখন যে যার রুম এ ছিল তখন রুবি লোকজন দিয়ে রোদ্দুরকে অজ্ঞান করে নিয়ে এসেছে)

অপূর্ব:এইসব কেনো করছো?

রুবি:কেনো করছি….আমার মাকে তোমরা জেলে পাঠিয়েছ আর আমি চুপচাপ থাকবো…আর মেইন কথা রোদ্দুর কে আমি ভালোবাসি,সেখানে ওকে অন্য কারো হতে দেখব কিভাবে

রোদেলা তাচ্ছিল্যের হাসি দিল

রোদেলা:যেমন মা তেমন মেয়ে..তোমার মা দোষ করেছে বিধায় শাস্তি পেয়েছে আর ভালোবাসা, ভালোবাসা মানে তুমি এখনও বুঝ নি.. ভালোবাসা মানে তাকে নিজের করে পাওয়া না, তার সুখে সুখী থাকা..

রুবি:এই তোমার জ্ঞান আমি শুনতে চাইনা,তো এবার second master mind কে দেখো
তখনই একজন প্রবেশ করলো,অলি অস্ফুট স্বরে বলল রিক

রিক:yes রিক,চিনেছ আমায়?

জুম:হাত গুলো জাস্ট খোল একবারে তোদের নাক ভেঙ্গে দিবো

রিক:চুপ

রুবি:কেমন লাগলো?

রোদেলা:রোদ্দুর কোথায়?

রিক: আরে কি রোদ্দুর রোদ্দুর করছে…

রোদ্দুর: ও করবে না তো কে করবে
রিক আর রুবি দরজার দিকে তাকালো

রিক: ও ছুটলো কিভাবে
রুবি: guards
আর কিছু বলার আগেই দুইজনের মাথায় গান ঠেকালো শ্রেয়া

রুবি:তুমি?

শ্রেয়া: হ্যাঁ আমি

রুবি:রিক এসব কি?

রিক: guards তোমাদের ৭ জুটি তুলে আনতে বলেছিলাম
Guards:sir ৭ জুটি ই তো
রিক নিজেই বোকা বনে গেলো, ও তো ভুলেই গেছে এরা এখন ৮ জুটি
তখন ওখানে শ্রেয়া আর অরূপ ছিল না তাই ওদের তুলতে পারে নি…
রিক:ভাই এরা এতজন কেন(কান্না করে দিবে এমন ভাব)

রুবি: মূর্খ একটা.

অরূপ ততক্ষণে সবার বাঁধন খুলে দিছে

রোদেলা বাকা হাসলো
রোদেলা:মিস রুবি , লাইক seriously… তোমার মনে হয় আমরা এতই বোকা… হাহ,,আমরা কি এমনে এমনে rainbow team হয়েছি

রুবি:মানে?

রোদেলা:রোদ্দুর কে যে তুমি কিডন্যাপ করেছো সেটা আমি আগেই জানতাম …তাই তোমার উপর নজর রাখা স্টার্ট করলাম.ইভেন ফোনে যে কাওকে কাজ হয়ে গেছে বলেছো সেটাও শুনেছি,,প্লাস আমাদের kidnaping planning ও…

রিক:তোমাকে তো আমি

জুম:মারবো টেনে এক চর(ঝাড়ি দিয়ে)

রোদেলা:তোমরা ভাবছো এগুলো তোমাদের প্ল্যান অনুযায়ী হয়েছে

শ্রেয়া:কিন্তু বাস্তবে আমাদের প্ল্যান অনুযায়ী হয়েছে..

অরূপ:আর রোদ্দুর কে ও আমরাই ছাড়িয়েছে
রুবি এই ফাঁকে শ্রেয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিল

শ্রেয়া: আউ,,বজ্জাত ছেমরি
রুবি:Guards ধরো এদের

রোদেলা: মাই ভাইয়ুরা লাইট ক্যামেরা অ্যান্ড অ্যাকশন
শুরু হলো ফাটাফাটি I mean মারামারি
ঐশী:ফিল্ম দেখছিস নাকি
নওশীন:তার থেকেও কম না
রোদেলা: ওরুইপা ছোট বেলায় তো অনেক হরলিক্স খাইছিস এবার ,ওগুলোর সব শক্তি বের কর
অপূর্ব মাথা চাপ্রালো

রোদেলা:তুই মাথা বাড়ি না দিয়ে যা ফাইট কর
জুম: পপকর্ন হইলে ফিল্ম টা জমে যেতো
শ্রেয়া:আসলেই
প্রিয়া :পপকর্ন নেই তো কি হয়েছে ,নে প্রাণ বাবল গাম খা(কত গুলো বাবল গাম বের করে)
ইমু:শালী ফকিননী
প্রিয়া:খাবি নাকি নিয়ে যাবো
রোদেলা:দে

সবাই মানে গার্লস রা বাবল গাম চিবুচ্ছে আর মারামারি দেখছে
রোদেলা: অপূর্বা এরে মেরে নাক ফাটাতে পারলে তোকে পুরষ্কার দিবো

অলি:কি দিবে গো
রোদেলা:দাড়াও প্রাণ বাবল গাম টা খেয়ে নেই
ঐশী:?‍♀️
শ্রেয়া:আরে এদের গায়ে কি শক্তি নেই,এভাবে কেন মারে,আরো জোড়ে মার

রোদেলা: দাড়া প্রাণ বাবল গাম টা ফুলিয়ে নেই
প্রিয়া: এ?
রোদেলা:দেখলি কত বড় বাবল হইলো
নওশীন:এই মাইয়া পাগল হয়ে গেছে
রোদেলা: দাড়া প্রাণ বাবল গাম এর সাথে টেটু ও আছে লাগিয়ে নেই
ঐশী:কুত্তি থাম
রোদেলা:না টেটু লাগাবো না
অলি:?
রোদেলা:রোদ্দুর baby আরো জোড়ে মারো
রোদ্দুর ভ্রু কুচকে তাকালো,তারপর আবার ফাইটিং শুরু করলো
Already অর্ধেক আধ মর হয়ে গেছে

রোদেলা:আরিয়ান ভাই সোজা নাক বরার ঘুষি দেও ওকে
শ্রেয়া:তুই থামবি
রোদেলা:আরে ফিল্ম এর মজা নিবো না
নওশীন : পায়ে পড়ি বইন থাম
রুবি সব এক কোনায় দাড়িয়ে থেকে দেখছিল
জুম:এই police আসে না কেনো
প্রিয়া :এসে পড়ছে প্রায়

রুবি:রোদ্দুর আমার না হলে আর কারো হবে না(মনে মনে বাকা হাসলো)
রুবি একটা লোহার রড উঠালো এবং সাবধানে রোদ্দুরের কাছে গেলো
ওদিকে রিক প্রায় মৃত
রোদেলার হুট করে চোখ যায় রুবির দিকে
রোদ্দুর তখন এক guard কে মারতে ব্যাস্ত
রোদেলা:রোদ্দুর!!

রোদ্দুর রোদেলার দিকে তাকালো
কিছু বলবে তার আগেই রুবি লোহার রড দিয়ে রোদ্দুরের মাথায় আঘাত করলো
রোদ্দুর মাথা চেপে বসে পড়লো
ওদিকে পুলিশ ও এসে গেছে
সবাই এবার রোদ্দুর কে ধরলো
রোদেলা: ভাই রোদ্দুর কে হসপিটাল নিতে হবে(কান্না করতে করতে)

অরূপ:বোন কাদিস না কিছু হবে না

সবাই হসপিটাল গেলো
????????
সবাই কান্না করছে
রোদ্দুরের মা প্রায় পাগল
রোদেলা নিজেকে সামলে রেখেছে ..কারণ এখন ও ভেঙ্গে পড়লে চলবে না
কিছুক্ষণ পর ডক্টর এলো
ডক্টর:দেখুন ওর মাথায় আগের জায়গায় আঘাত লেগেছে যার কারণে ওকে বাচানতে প্রচুর রিস্ক আছে,আর বেঁচে গেলেও হয় কোমায় নয়তো মেমোরি লস হবে..আর এই মেমোরি লসে হতে পারে ও সারাজীবনের স্মৃতি ভুলে যাবে অথবা বিগত কয়েকবছরের স্মৃতি

রোদেলা ধপ করে বসে পড়লো
শ্রেয়া গিয়ে ওকে ধরলো
আবার সবাই কান্না শুরু করলো…রোদেলার মাথায় একটাই কথা..রোদ্দুর যেনো ঠিক হয়ে যায়
কিছুক্ষন পর nurse এসে বললো অপারেশন successful… এখন জ্ঞান ফেরার অপেক্ষা
রাতে রোদ্দুরের জ্ঞান ফিরলো কেবিনে প্রায় সবাই আছে ,রোদেলা এক কোনায় চুপ চাপ দাড়িয়ে আছে,ওর মাথায় একটা কথাই বাজছে “আর বেঁচে গেলেও হয় কোমায় নয়তো মেমোরি লস হবে..আর এই মেমোরি লসে হতে পারে ও সারাজীবনের স্মৃতি ভুলে যাবে অথবা বিগত কয়েকবছরের স্মৃতি”
রোদ্দুর কি ভুলে যাবে ওকে?
কিন্তু রোদ্দুর সবার সাথেই কথা বললো, ও আশে পাশে চোখ বুলাচ্ছে,রোদেলা বুঝতে পারলো ওকে খুঁজছে..
শ্রেয়া:মামনি ,এখন চলো .. রোদ্দুর রোদেলাকে একটু টাইম দেও

সবাই বেরিয়ে গেলো
রোদ্দুর:ওখানে কি করো?
রোদেলা:একদম কথা বলবে না।
রোদ্দুর :ওমা আমি কি করলাম?
রোদেলা:কি করলাম মানে?মানুষ মারপিট করার সময় তো আশে পাশে খেয়াল রাখে তাই না,অন্তত বাংলা সিনেমায় তো এগুলো হয়..ঐযে নায়ক কে পিছে থেকে মারতে আসলে নায়ক শটাং করে পিছে ঘুরে আটকায়..আর তুমি …কি হিরো আমার গো কোনদিক না দেখে মারপিট করে
রোদ্দুর:?
রোদেলা:এমনে তাকাও কেন?
রোদ্দুর:কোন গ্রহের এলিয়েন তুমি ?
রোদেলা:আপাতত পৃথিবী নামক গ্রহের , কয়েকদিন পর মঙ্গল গ্রহে যাবো.
রোদ্দুর:?
রোদেলা রোদ্দুরের অবস্থা দেখে হেসে দিল
????????
প্রায় কয়েকদিন কেটে গেলো
রোদ্দুর অসুস্থ থাকার কারণে বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছিল….
আজ ওদের বিয়ে….সুষ্ঠ ভাবে বিয়েটাও সম্পন্ন হলো
Bride আর groom রা stage এ বসে আছে ,তখনই সব লাইট অফ হয়ে গেলো
মিউজিক এর সফট টিউন
Feel the song “Ye dosti hum nehi torenge”

একটা বিশাল প্রজেক্টর এর মাধ্যমে The team of Rainbow’s এর সকল স্মৃতি গুলোকে ছবির মাধ্যমে তুলে ধরেছে অপূর্ব আর অলি।ওদের ঝগড়া , হাসাহাসি,আড্ডা সব
সবার চোখের কোনে জল,

অলি:তো কেমন লাগলো আমাদের surprise ?

শ্রেয়া:খুব ভালো

অপূর্ব:তো অবশেষে পূর্ণতা পেল

রোদেলা:কি?

অপূর্ব আর অলি একসাথে বললো

অপূর্ব আর অলি:The_team_of_Rainbow’s_love_story
.
.
.
সমাপ্ত
অবশেষে ইতি টানলাম
জানি না কেমন হইছে
আশা করি এবার গঠনমূলক কমেন্ট করবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here