প্রনয়ের_ছন্দ,পর্ব-১১ (শেষ)

0
1823

প্রনয়ের_ছন্দ,পর্ব-১১ (শেষ)
আনজুম_তানিশা

২০.

— আজকে যত কষ্ট পাওয়ার পেয়ে নাও নূর। আর কোনো কষ্ট তোমায় আমি পেতে দেবো না। সবাই আবার আগের মতো থাকব।

কথা গুলো মনে মনে বলে থামল আফ্রাম। আফ্রাম ইশারা করে সবাইকে চলে যেতে বলল। সবাই ও সাই জানিয়ে চলে গেল। ইতিমধ্যে নূর আফ্রামের সত্য ও প্রকাশিত। আফ্রাম নূরের কাছে যেতেই নূর বাচ্চাদের মতো আফ্রামকে জড়িয়ে কাঁদতে লাগল আর বলতে লাগল,

— এইখানটাই খুব কষ্ট হচ্ছে ডক্টর ,আমি নিঃশ্বাস নিতে পারছি না , আমি নিঃশ্বাস নিতে পারছি না।বড্ড ভালোবাসতাম আমি বাবা-মা কে বড্ড ভালোবাসি। ওনাদের ছাড়া আমি বেঁচে থাকতে পারছি না,,,,মরে যাচ্ছি আমি,,মরে যাচ্ছি।।(অঝোরে কাদঁছে নূর)জানেন ডক্টর??ভালোবাসার পাল্লায় আমি সবসময় বাবা-মা র কাছে হেরে যেতাম।।আমার থেকেও বেশি ভালোবাসতো ও আমায়, ধোঁকা দিয়েছে আমায়,,,ধোঁকা,,,,,কেন সামান্য সম্পওির জন্য খুন করল আমার বাবা-মা কে। যারা আমায় মারতে পারে তারা ই আমার বাবা-মা কে মেরেছে। কেন এমন হলো।

কথা গুলো বলতে বলতে ঙ্গান হারালো নূর।আফ্রাম নূর কে ধরে বুঝতে পারল নূরের জ্বর এসেছে। আফ্রাম নূরকে নিয়ে বাড়ি চলে গেল।

৭ দিন পর……..

আজ কোর্টে কেসের এর মোড় ঘুরে গেছে। নূরের বহুরূপি বাবা-মা এর সকল সত্য কোর্টে প্রমান করেছে নূর,নিশান,নিবিড় সহ সকলে। আদালত তাদের সহ এই কাজে জড়িত সবাইকে গ্রেফতার করেছে এবং কোর্ট তার শাস্তি দিয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় নানান চোরাকারবারীদের মাথায় বাঁশ পড়েছে। কারন কেউ একজন সিবিআই এর কাছে সকল প্রমান পেশ করে দিয়েছে। কোর্টে বারান্দা দিয়ে হাটছে সবাই। তখনই আফ্রাম বলল,

— এবার নূর তাহলে ফিরে যাও নিজের ভাইদের কাছে।

নূরও সায় জানালো। আফ্রাম দীর্ঘশ্বাস ফেলল। নূরকে নিজের কাছে রাখার শক্তি আফ্রামের নেই। চলে গেল নূর নিজের ভাইদের সাথে। মিষ্টি আফিম আফ্রাম চেয়ে রইল। মিষ্টি বলল,

— জিজুভাইয়া কয়েকমাস নিজের ভাইদের সাথে থাকুকও। পরে নাহয় বিয়ের প্রস্তাব দিয়ে নিজের কাছে নিয়ে আসবেন। নূরের তিন ভাই এর কিন্তু আপনি অনেক পছন্দের।

কথা গুলো বলে আফিম মিষ্টি চলে গেল। বেচারা আফ্রাম রইল শান্ত চোখে চেয়ে৷

২১.

কেটে গেলো অনেক গুলো বছর। ‘নিভৃত কুঞ্জে’ আজ খুশের বন্যা বইছে। কারন আজ সবার প্রিয় নূর সাত বছর পর দেশে আসছে তাও নিজের ১ সপ্তাহের সন্তানকে নিয়ে। সাত বছর আগে বিয়ের পর পর ই আফ্রাম নিজের ডিগ্রি আর নূর নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য কানাডা চলে যায়। পরবর্তী তে সেখানে থেকে যায় দুজন। বিয়ের পর থেকে প্রনয়ের ছন্দে এতো টাই মেতে উঠেছিলো দুই প্রান, যে তারা নিজেদের বেবি নেওয়ার কথাই ভুলে গিয়েছিলো।

খুব হাসিখুশি ভাবেই সময় যাচ্ছে সবার। নূর আফ্রাম আর তাদের ছোট জুনিয়র ডক্টর আদিত্য কে নিয়ে বাংলাদেশেই শিফ্ট হলো। নিবিড় ওর এক কলিগ কে বিয়ে করেছে। আর আফিম মিষ্টি তো একদম ছক্কা মেরে দিয়েছে। ওরা নূরের বিয়ের পরপর বিয়ে করেছে। আর এখন ৩ ছেলে মেয়ের জননী মিষ্টি। হুূরকে নিয়ে দিন পাড় করছে নিশান-মনিকা। ফাহিম ও তার স্ত্রী সন্তানকে নিয়ে সুখেই আছে।

সমাপ্ত…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here