বউ_হবে_আমার??,পর্ব_০৭

0
2110

বউ_হবে_আমার??,পর্ব_০৭
writter_সোহানুর_রহমান_সোহান

ওযুখানা থেকে এসে ফ্লোরে জাইনামাজ টা পেড়ে নিলো।বোরখাটা পড়ে আয়নার সামনে থেকে নামাজের দিকে অগ্রসর হতে লাগলো।তাকে আজকে এই ছেলেটাকে পাবার জন্য খোদার কাছে মিনতি করতে হবে।
এতো রাতে আগে কখনো উঠার অভ্যাস নেই তাই নামাজ শেষ করে সে বিছানাই গিয়ে ঘুমিয়ে পড়লো।

সকাল হতেই হটাৎ চারুর চোখে রোদ লাগতেই তার চোখদুটো খুলে গেলো।তাকাতেই দেখে সোহান তার কাছে হাজির।
—এখনো ঘুমিয়ে আছো?ঘড়িতে কতো বাজে সেটা দেখেছো?(সোহান)
—আপনি একটু সাড়া দিলেই উঠে যেতাম।তো বলুন এখন আমাকে কি করতে হবে?
—আজকে তোমাকে পতিতালয় ভ্রমন করতে নিয়ে যাবো।
—কি?সত্যি আমাকে সেখানে নিয়ে যাওয়া হবে?
—হ্যা তুমি ঘুম থেকে উঠে দেখ একটা কাপড় রাখা আছে।সেটা পড়ে বাইরে চলে এসো।
কথাটা বলে সোহান রুম থেকে বের হয়ে গেলো।চারুর মন খুশিতে ভরে গেলো।তার ইচ্ছাটা আজকে পূরন হতে যাচ্ছে।টেবিলের উপর তাকিয়ে দেখে তার জন্য একটা পোশাক রাখা আছে।প্যাকেট থেকে পোশাক বের করে বুঝতেই পারছে না এটা কিভাবে পরিধান করে?
পাশে খেয়াল করে দেখলো তার জন্য ও সোহান ব্যবস্থা করে রেখেছে।পোশাকটা পড়ে আয়নার সামনে যেতে সে নিজের মুখ নিজেই ঢেকে নিলো।

এটা কি?তার শরীরের প্রায় অংশই তো দেখা যাচ্ছে।নিজেকে তার খুব খারাপ লাগছিলো।কিন্তু সোহান পড়তে বলেছে বিধাই সে সেটাই পড়ে বাইরে বের হয়ে এলো।চুপিচুপি চারু গাড়ির ভিতরে বসে নিজেকে আড়াল করার চেষ্টা করছে।সোহান চারুর এমন কান্ড দেখে মুচকি মুচকি হাসি দিচ্ছে।
সোহান জানে চারু একবার সেখানে যাবার পর আর ভুলেও এইরকম পরিকল্পনা করবে না।
তবে চারুকে দেখতে বেশ হয়েছে।কিন্তু চারুর দিকে তাকাতে পারছে না।চুপচাপ হাসিটা থামিয়ে রেখে গাড়িটা নিয়ে রওনা দিলো।

পতিতালয়ের গেটে সোহান গাড়িটা থামাতেই চারপাশের ছেলেপেলে গুলো কিছু একটা আচ করতে পেরেই চুপচাপ এক কোনাই গিয়ে দাড়িয়ে রইলো।গাড়ি থেকে সোহান নামতেই খেয়াল করলো চারপাশটা একদম ফাকা।সে পিছনে তাকাতেই দেখে তার পিছনে ১৫ টা গাড়ি দাড়ানো।সোহান একটা হাসি দিয়ে চুপচাপ ভিতরে চলে গেলো।
চারু গাড়ি থেকে নামছে আর চারপাশটা বারবার দেখছে।মনে মনে বলতে লাগলো,,
—ছি কি বিচ্ছিরি পোশাক।ওড়নাটাও নেই।কোমর আর হাটু এভাবে বের হয়ে থাকলে লোকজন তাকে দেখে কি ভাববে?
গেটের ভিতরে যেতেই চারুর চোখদুটো বড় হয়ে গেলো।কি সব হচ্ছে এখানে?যে যেখানে পারছে সেখানে কিসব আজেবাজে কাজ করছে।পাশের রুম থেকে আওয়াজ আসতেই চারু এক চিৎকার দিয়ে দৌড়ে দুরে চলে

এলো।চারদিকের মেয়েদের গায়ে তার থেকেও বিচ্ছিরি পোশাক।কেউ কেউ আবার নিজেই ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে।
হটাৎ তার এক পাশে নজর যেতেই কিছুটা এগিয়ে গিয়ে রুমে একটু উকি দিতেই এক ঝটকায় মাটিতে পড়ে গেলো।এখানে কি করা হচ্ছে মেয়েদের সাথে।
চারুর পাশের মেয়েটাকে হটাৎ করে কয়েকটা ছেলে এসে উচু করে নিয়ে চলে গেলো।মেয়েটা অনেক চেষ্টা করেও নিজেকে বাচাতে পারলো না।তার মনে একটা প্রশ্ন জাগলো?
তার পাশ থেকে মেয়েটাকে নিয়ে গেলো।কিন্তু তাকে কেন কেউ কিছু বললো কেন?কথাটা ভাবতেই হটাৎ তার বুকের দিকে খেয়াল করতেই দেখে একটা কার্ড লাগানো।
চারু একটু ভালো করে লক্ষ করে দেখে সেখানে একটা পুলিশ লাইসেন্স কার্ড লাগানো।
চারদিকে এমন অবস্থা দেখে চারপাশটা তার কাছে আধারের মতো লাগছিলো।পাশের একটা গেট থেকে দেখে একটা উলঙ্গ মেয়েকে কয়েকজন ধরে আবার নিয়ে যাওয়া হচ্ছে।চারুর বুঝতে বাকি রইলো না, মেয়েটাকে এখানে পাচার করা হয়েছে।

এক দৌড়ে চারু বাইরে বেড়িয়ে গাড়িতে উঠে পড়লো।গাড়িটা আর সেখানে এক মুহুর্ত দাড়ালো না।সোজা বাসার সামনে থেমে গেলো।
গাড়ি থেকে চারু নেমে দৌড়ে রুমে চলে গেলো।সোহান বুঝতে পেরেছে চারু সবটুকুই বুঝে নিয়েছে।সে জানতো চারুকে পুরো বোঝানোর দরকার নেই।

সেজন্য চারুকে শুধু পতিতালয়ের কেনাবেচার জাইগাটাই দেখিয়েছে।আসল ভোগের জাইগাটা তাকে দেখাই নি।
.
রাতে দুজনেই ছাদে বসে রয়েছে।পাশাপাশি বসে দুজনেই কফি হাতে নিয়ে তাদের সামনে থাকা চাদটা দেখছে।পাশ থেকে কেউ একজন বলে উঠলো,,
—ভাইয়া আজকালেও মেয়েরা এতো নির্যাতিত?
—এটাই সমাজের সবচেয়ে বড় সমস্যা।যেটার বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়না।
—ভাইয়া একটা কথা বলবো?
—হ্যা বলো?
—আপনি এই পেশাই কত দিন আছেন?
—প্রায় ১০ বছর।
—আপনি তো অনেক মেয়েকে সেখানে পাঠান।কখনো কারো প্রতি আপনার আপনার মায়া লাগেনি?

কথাটা শুনে সোহান কিছুক্ষন নিরব রইলো।
—একটা মেয়ে যদি তার নিজের জীবন নিজে থেকেই বিপদের দিকে ঠেলে দেই।তখন আমার কিছু করার থাকেনা।যদি কেউ কখনো আমাকে বলতো,ভাইয়া আমি এসব পথে যাবোনা।তাহলে তাকে তক্ষুনি ছেড়ে দিতাম।কিন্তু জানিনা এসব মেয়েরা কখনো সে পথ থেকে আর ফিরে আসতে চাইনা।
—ভাইয়া এটার জন্য কি শুধু আমাদেরকেই দায়ী করলে ঠিক হবে?
—চারু তোমাকে একটা প্রশ্ন করবো?
—হ্যা করেন।
—যখন তুমি আমার দেওয়া পোশাক পড়ে বের হয়েছিলে।তখন লোকজনের তোমার প্রতি কেমন আকর্ষন হয়েছিলো?
—আমি যখন চারপাশটা দেখছিলাম।সবাই আমাকে বারবার দেখছিলো।
—মেয়েদের এই একটাই সমস্যা যেটা তারা তাদের পোশাকের মধ্যে প্রচার করে বেড়াই।অনেকে বলে তাহলে শিশুরা কেন নির্যাতিত হয়?
আসলে এই কথাটার কোনো ভিত্তিই নেই।কারন খারাপ কাজ মানে খারাপ।যেটা তুমি ওদেরকে দেখাচ্ছো সেটা তারা তোমার থেকে নিতে না পেরে শিশুদের উপর প্রভাব ফেলছে।
—সবাই তাদের নিয়তির শিকার।(একটা ঘন নিষ্শাষ নিয়ে চারু)
—তো আজকের কাহিনীর পর তোমার ডিশিসন কি হলো?
—সেটা এখনো ভাবিনি।আচ্ছা আমাকে আর কতোদিন থাকতে হবে এখানে?
কথাটা শুনে সোহান কিছুটা গম্ভির হয়ে গেলো।তার ভিতর কি চলছে সেটা সে নিজেও বুজতে পারছে না।

মেয়েটাকে সে তার কথাটা বোঝাতে পারছে না।সোহান চারুর পাশে গিয়ে চারুর হাতটা ধরে,,
—চারু আকাশের ওই চাদটা দেখছো?
—জি।(কিছুটা ভিত আর চমকে গিয়ে)
—এই চাদকেই আমরা রাতের সবচেয়ে সোন্দয্য ভাবি।কিন্তু এই চাদের সুন্দর প্রতিভাটা কোথা থেকে আসে?সেটা আসে সুর্য আছে সেটার জন্য।আর ঠিক তেমনি একটা মানুষের জন্য দরকার আরেকটা হাত।যেটা তাকে বাচতে শেখাবে আর তার হাতদুটো সবসময় ধরে রাখবে।
কথাটাগুলো চারুর ভিতরে শিহরিত হতে শুরু করলো।চারুর চোখে চোখ রেখে দাড়িয়ে পড়লো সোহান।সে চারুর চোখে কিছু একটা লক্ষ তাকালো।হইতো আজ দুজনেরই কিছু একটা ফিল হচ্ছে।
চারুর হাতদুটো উচু করে,,
—এই হাতদুটো দেখছো ?এটা তুমি তোমার ইচ্ছাতে সবদিকেই নিতে পারবে।ঠিক তেমনি সেখানে যাওয়াটা তোমার উপর নির্ভর করবে।শুধু একটু বুদ্ধি দিয়ে ভেবে দেখো।
কথাটা বলেই পাশ থেকে সোহান হেটে হেটে চলে গেলো।
.
চলবে,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here