বিবর্ণ_নীলাম্বরী,পর্বঃ ষষ্ট

0
2899

বিবর্ণ_নীলাম্বরী,পর্বঃ ষষ্ট
মম_সাহা

মধ্য রজনী।রাস্তা ঘাটে মানুষজন নেই বললেই চলে।আজিজুর রহমান আর তার দুই মেয়ে এবং স্ত্রী দাঁড়িয়ে আছে বনানীর একটা বড় বিল্ডিং এর সামনে।রাহাত আর তার বাব-মাকে খুলনা পাঠিয়ে দিয়েছেন আজিজুর রহমান।আর তারা গাড়ি করে এখানে চলে এসেছে। পাঁচ মিনিট যাবত তারা বাড়িটার সামনে দাঁড়ানো।ষোলো তালা বিল্ডিং। বেশ সুন্দর দেখতে।বিল্ডিং এর ভিতরে গেইট তালা মারা যার কারণে তারা ঢুকতে পারছে না।আজিজুর রহমান বলছেনও না কার বাড়িতে এসেছে।

দুই মিনিট পর গেইট খোলার শব্দে ফিরে তাকায় সবাই।টি-শার্ট আর হুডি পড়া এক ছেলে বের হয়ে এসেছে।দেখতে অনেক লম্বা,শরীরের রঙ প্রচুর ফর্সা অতিরিক্ত ঠান্ডায় হয়তো আরও ফর্সা দেখাচ্ছে।বুঝাই যাচ্ছে ঘুম থেকে উঠে এসেছে।

ছেলেটা বের হয়েই আজিজুর রহমানকে দেখতে পেয়ে বেশ চওড়া একটা হাসি দিলো।সামনে এসে সালাম দিলো আজিজুর রহমান আর তার স্ত্রীকে।

নীলার মাথায় কিছুই ঢুকছে না।এ ছেলে কে? এ বাড়িতেই বাবা কেনো এসেছে সে বুঝতে পারছে না।

নীলার ভাবনার মাঝেই আজিজুর রহমান দুই মেয়েকে ডেকে বললেন
-‘নিরু আর নীলা ও হলো বর্ণ আহমেদ।আমার অনেক আগের স্টুডেন্ট খুব পছন্দের ছাত্র বর্ণ।নিরু অবশ্য চিনিস।আমাদের বাসায় দু একবার গিয়ে ছিল।নীলা তখন বাসায় ছিলো না ও ঢাকা ছিলো।’

নিরুপমা হাসি মুখ করে বর্ণের দিকে তাকিয়ে বলল
-‘আসসালামু আলাইকুম ভাইয়া।’

বর্ণও হালকা হেসে সালামের উত্তর দিলো।কিন্তু নীলা কোনো হেলদোল দেখালো না।বর্ণ নীলার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো।

থমকে গেলো বর্ণ।আধাঁরে আধাঁরিয়া সৌন্দর্যে আটকে গেলো সে।মন থেকে ডেকে উঠল “আধাঁরময়ী”।

নীলা বিরক্ত হচ্ছে খুব।বাবা এই রাতে এই ছেলেটার সাথে পরিচয় করানোর জন্যই কি তাদের এখানে নিয়ে এসেছে? পরক্ষণেই তার মাথায় ভাবনা উদয় হলো।বাবা তো বললো এই ছেলেটা বাবার পছন্দের স্টুডেন্ট,তবে কি বাবা তাকে এই ছেলেটার বাসায় রেখে যাবে?তার কিছু ভাবতে ভালো লাগছে না।এত ভাবনা করার থেকে ভালো বাবাকে সরাসরি জিজ্ঞেস করা।যেই ভাবনা সেই কাজ।নীলা শান্ত স্বরে তার বাবাকে বলল
-‘বাবা,আমরা এখানে কেনো এসেছি? অনেক তো রাত হলো।কোথাও থাকার ব্যবস্থা করা উচিত।’

আজিজুর রহমান মেয়ের অধৈর্য হওয়ার কারণটা বুজেছে।আসলে তার মেয়ে অপরিচিত মানুষের সান্নিধ্য পছন্দ করে না।পছন্দ না করারও কারণ আছে।বরাবরই নীলা নিজের আত্মসম্মান টাকে প্রাধান্য দেয় কিন্তু যখনই কোনো অপরিচিত মানুষের সাথে দেখা হয় তখন ঐ মানুষ নীলার গায়ের রঙ নিয়ে কথা বলে।এতে নীলা লজ্জা পায়, হীনমন্যতায় ভুগে।তাই সবসময় অপরিচিত মানুষ দেখলে নীলার পালাই পালাই একটা ভাব থাকে।জেনো সে মানুষটার সামনে থেকে যেতে পারলেই বাঁচে।মেয়ের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে আজিজুর রহমান।আর হেসে বলে
-‘এই তো মা থাকার ব্যবস্থাই তো করতে এসেছি।’

নীলা চমকে উঠলো তার মানে সে যেটা ভেবেছে সেটাই সত্যি ।শেষমেশ বাবা তাকে অপরিচিত মানুষের বাসায় রাখবে।না না সে থাকবে না আর কারো বাসায়। দরকার হয় পড়াশোনা করবে না বাড়ি চলে যাবে তাও ভালো।

পরক্ষণেই আবার নীলার মনে পড়ে বাড়ি গিয়েও তো শান্তি নেই।পাষাণ মানুষটার মুখোমুখি হতে হবে।নীলা ভাবে কী করা যায়। ভাবতে ভাবতে ক্লান্ত হয় সে কিন্তু উপায় মেলে না।অথৈ সাগরে পড়ে যায় নীলা।অতিরিক্ত চিন্তায় কথা হ-য-ব-র পাঁকিয়ে যায়। মুখ ফসকে বলে ফেলে
-‘না না বাবা আমি আর কারো বাসায় থাকবো না তুমি বরং আমাকে হোস্টেলে দিয়ে দেও।’

কথা থামিয়ে নীলা নিজের আঁচল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে।বর্ণ আড়চোখে তাকায় নীলার দিকে।মেয়েটার আচারন কেমণ অদ্ভুত। সন্দেহে ভ্রু কুঁচকে আসে বর্ণের।মেয়েটার কি কোনো সমস্যা আছে?

আজিজুর রহমান মেয়ের কাছে আসে।পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে সুন্দর করে মুছিয়ে দেয় মেয়ের মুখ।তারপর শীতল কণ্ঠে বলে
-‘মা আমি তোমাকে আর কারো বাসায় রাখছি না।তুমি তোমার নিজের বাসায় থাকবে।এই যে এই বিল্ডিং এর আট তলায় তোমার জন্য তোমার আব্বু একটা ফ্লাট কিনেছে।ভেবেছিলাম তোমার জন্মদিনে তোমাকে এটা গিফ্ট করবো কিন্তু কপালের লেখা কি আর জানতাম।’

অবাকে হা হয়ে যায় নীলা আর নিরুপমা। নীলার মা অবাক হয় না কারণ সে আগেই জানতো।নিরুপমা তো বেশ খুশি। তারপরও দুষ্টমির সুরে বলল
-‘বাহ্ বাহ্ সব ভালোবাসা ছোট মেয়ের জন্য। আর বড় মেয়েটা কী বানের জলে ভেসে এসেছে নাকি?’

নীলা বুঝে না বোনের দুষ্টুমি। তার রাগ হয়।আপু তার ভালো একদমই সহ্য করতে পারে না।সেই রাগ থেকে মুখটা নিকষ কালো আধাঁর করে গম্ভীর কন্ঠেই বলে
-‘বলেছিলাম না আপু তুমি কিছু না পেলেও জীবনে সব পেয়ে গেছো কারণ একটাই সেটা তুমি জানো।আর আমার সত্যিই এসব ফ্লাটের দরকার নেই।তুমিই নিয়ে যাও সব।’

বোনের কথায় অভিমান হয় নিরুপমার।তবে সে কিছু বলে না বোনকে।তার বোন তো একসময় আপু বলতে পাগল ছিলো।এখন এমন করছে হয়তো বোনের মন বেশিই খারাপ।

বর্ণ অবাকের উপর অবাক হচ্ছে নীলার আচরণ দেখে।উপস্থিত সবাই নিরুপমার মজা বুঝতে পেরেছে আর এই মেয়ে কি না কত গুলো খারাপ কথা শোনালো নিজের বোনকে।আজব মেয়ে। প্রথম দেখাতেই নীলার আচরণ বর্ণের মনে খারাপ প্রভাব ফেলে।

আজিজুর রহমান পরিস্থিতি স্বাভাবিক করতেই বলল
-‘বর্ণ চলো আমাদের নিয়ে।এত রাতে তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত মাই সান।’

বর্ণ মাথা নিচু করে তড়িঘড়ি করে উত্তর দেয়
-‘না না স্যার এসব বলে লজ্জা দিবেন না।আসেন আপনারা তো আমাদের পাশের ফ্লাটেই উঠেছেন তাই না?’

আজিজুর রহমান মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়।ব্যাগ হাতে নিতে গেলে বর্ণ তাকে ব্যাগ নিতে দেয় না।তার সামনে তারই স্যার ব্যাগ বহন করবে সেটা হতে পারে না।

আজিজুর রহমান বর্ণের ভদ্রতা দেখে খুশি হয়।নীলা ও নিরুর হাত শক্ত করে ধরে বাড়ির ভিতরে ঢুকে। পিছে আসে তার স্ত্রী আর বর্ণ।

__________
নীলারা নতুন বাসায় এসেছে আজ চারদিন হতে চলল।নীলার বাবা-মা,আপুও এখানে আছে।ফ্লাট টা সুন্দর মতন গুছিয়ে দিয়ে তারা চলে যাবে।

এই চারদিনে বর্ণের পরিবারের সাথে ভাব হয় নীলার পরিবারের। বর্ণের পরিবারে আছে তার মা-বাবা,দাদী,ডিভোর্সী ফুপি,ফুফাতো ভাই আর তার নিজের বোন।

সবাই বেশ মিশুক।নীলাদের বাসার গুছানোর কাজে তারাও বেশ সাহায্য করেছে।নীলার পরিবারের সবাই ও তাদের সাথে বেশি মিশে গেছে একমাত্র নীলা বাদে।নীলা সবসময়ই নিজের রুমে বসে থাকে।আসলে নতুন পরিবেশে তার মানিয়ে নিতে কষ্ট হচ্ছে।ভালো হোক খারাপ হোক কত গুলো দিন ঐ বাড়ির মানুষদের সাথে কাটিয়েছে।একটা মায়া তো পড়ে গেছে।নীলা মায়া কাটানোর শোক ভুলতে পারে না।আসলে শুধু নীলা না পুরো নারী জাতটাই এমন।এতটাই নরম জাতের হয় তারা, যে কোথাও দুদিন কাটালে সে জায়গা, সেই জায়গার মানুষের প্রতি মায়া জমে যায়।মায়া জিনিসটাই তো খারাপ।একবার কোনো মানুষের প্রতি মায়া পড়ে গেলে তা কাটাতে কাটাতে পুরো জীবনও কম সময় হয়ে যায়।

নীরার সাথে বর্ণের বোনের একটু ভাব হয়েছে।আসলে মেয়েটা চঞ্চল। তাই না চাইতেও মিশে গেছে।আর নীলার ভার্সিটিতেই পড়ে মেয়েটা।তার এক ক্লাশ জুনিয়র। ওর নাম রঙ। বেশ ইউনিক আর সুন্দর নাম। নীলা না চাইতেও মেয়েটার সাথে কথা বলে কারণ সে এই রঙের মাঝে মৌ আপুকে দেখতে পায়। অবশ্য মৌ আপুর সাথে কোনো দিকে মিল নেই তবুও সে মিল খুজেঁ পায়।আসলে মানুষ এমনই।তারা একজন মানুষের অনুপস্থিতি আরেকজনের দ্বারা মিটাতে চায়।সেইজন্যই কখনো একজন মানুষের সাথে মিল না থাকা স্বত্তেও তারা আরেকজন মানুষকে মিলিয়ে খুশি থাকার চেষ্টা করে।রঙ মেয়েটার মাঝেও নীলা এই কাজ করছে।মেয়েটাকে দেখলে নীলার মৌ আপুর কথা মনে পড়ে।ঐ বাড়িতে মৌ আপু কম কথা বলতো কিন্তু নীলার সাথে বেশ মিশতো।আদর করতো খুব।

____
বিকেল পাঁচটা। নীলা ছাদে দাঁড়িয়ে আছে। তার মন খারাপ ভীষণ। কাল সবাই চলে যাবে।এত বড় বাসাটাই সে একা হয়ে যাবে।কীভাবে থাকবে ভেবেই কান্না পায় তার খুব।ঐ বাসায় তো অনেক মানুষ ছিলো।নিজেকে একা অনুভব হতো না।পরক্ষণেই ভাবে, কিন্তু অপমান তো বেশ হতো।এখানে তো আর কেউ থাকবে না অপমান করার।

নীলার মনে পড়ে শুভ্রমের কথা।আংটি পড়ানোর সময় শুভ্রম বেশ কয়েকবার তাকিয়ে ছিলো তার দিকে।তাকালেও বা লাভ কী?মানুষটা তো তার না।আর এই মানুষটা তাকে ভালোবাসে নি কখনো।হয়তো এতদিন চোখের সামনে দেখে ভালো লাগায় পড়েছিলো।তাই তো তার রূপ নিয়ে বলতে দ্বিধা বোধ করে নি।

নীলা হাসে নির্মম হাসি।ভাগ্য কি খেলা টা না খেলছে।নীলার ভাবনায় বিঘ্ন ঘটে কারো ডাকে।পিছে ফিরে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে।নীলা ঠিক চিনতে পারে না ছেলেটাকে।

অন্য দিকে বর্ণ নীলাকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বিভ্রান্তিতে পড়ে যায়। মেয়েটাকে সে এই নিয়ে চারবার দেখেছে।তবুও কি মেয়েটা তাকে চিনতে পারে নি? বর্ণ এগিয়ে যায়।নীলাকে প্রশ্ন করে
-‘চিনতে পারেন নি আমাকে মিস?’

নীলা কতক্ষণ ড্যাবড্যাব করে তাকায়। তারপর ধীর কন্ঠে বলে
-‘না চিনতে পারি নি।’

বর্ণ অবাক হয়।সে ভাবে এই মেয়েটার মাথায় নিশ্চিত সমস্যা আছে। নাহয় এতবার দেখার পরেও চিনতে পারে নি।আবার বর্ণ পরক্ষণে নিজেই ভাবে সত্যিই কি মেয়েটা তাকে দেখেছে? মেয়েটার সামনে যতবার সে গিয়েছে ততবারই মেয়েটা মাথা নিচু করে কোনো এক অজানা সংকোচে নিজেকে গুটিয়ে নিয়েছে।

বর্ণ দীর্ঘশ্বাস ফেলে।তবে কী তার এখান থেকে চলে যাওয়া উচিত। গভীর ভাবনায় পরে যায় সে।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here