স্টুডেন্ট The One Villain,পর্ব_১

0
2558

স্টুডেন্ট The One Villain,পর্ব_১
লেখক_সুর্য_হুসাইন

— আমি সবার সামনেই নিজের শার্ট খুলতে পারবো । আপনি কি আপনার টিশার্ট খুলতে পারবেন?
(আমি)

— হটদ্যা রাবিশ!!
(মেয়েটি চেয়ার থেকে দাড়িয়ে)

— মনে হচ্ছে আপনি খবিশ!
(আমি)

আমার একথায় মেয়েটি রেগে গিয়ে সকলের সামনে আমার মুখের উপর তার হাতের পাঁচ আঙুল বসিয়ে দিলো, আর আমার হাত গেল নিজের গালেই । আর সাথে সাথেই কলেজ রেস্টুরেন্টের সকলেই চেয়ার থেকে দাড়িয়ে পড়লো । মেয়েটি চিৎকার করে বলে উঠলো,,

— ঐ মারুফ,, এই অসম্ভ্যকে আমার সামনে থেকে নিয়ে যা । তা না হলে এখানেই ওর শরীরের তেজপাতা বানিয়ে ছাড়বো ।
(মেয়েটা একজন ছেলের দিকে চেয়ে)

সাথে সাথেই মারুফ নামক ছেলেটি আমার হাত ধরে রেস্টুরেন্টের বাহিরে নিয়ে এলো ।

নতুন কলেজে এডমিন হয়ে কলেজ রেস্টুরেন্টে খেতে আসছিলো । অনেক খুদা লাগছিলো তাই।
কিন্তু রেস্টুরেন্টে ভিতরে আসতেই খেয়াল করি একটা মেয়ে ও তার বান্ধবীরা মিলে সেখানে সিগারেট খাচ্ছিলো ।

আমি প্রথমে মানা করলাম,,

— রেস্টুরেন্টে কেউ সিগারেট খায় না । আর আপনি মেয়ে হয়ে কত ছেলে মেয়ের সামনেই সিগারেট খাচ্ছেন ।
(আমি)

— কেউ কিছু বলছে না । তুই এতো টপর টপর করছিস কেন?
(মেয়েটি চেয়ারে বসেই)

— কারণ আপনি একজন মেয়ে ।
(আমি)

— সিগারেট শুধু ছেলেরাই খেতে পারবে সেটা কি পেকেটে লেখা আছে ?
(মেয়েটি)

— তা না,, আপনি নিরিবিলি জাগায় একা বসে খান । অথবা বাসায় খান । সবার সামনে কেন খাচ্ছেন?
(আমি)

— আমি আমার বাপের টাকায় সিগারেট খাচ্ছি । সবার সামনেই খাবো ।
(মেয়েটা)

তারপরের ঘটনা তো প্রথমেই জানলেন ।

মারুফ আমাকে বাইরে নিয়ে এসে বলতে লাগলো,,,

— ভাই তুমি ঐ মেয়েটাকে চিনো না । তোমার সাহস তো কম না । ঐ মেয়ের সাথে পাঙ্গা নিচ্ছো!
(মারুফ)

— আমি তো আজকে নতুন এই কলেজে ভর্তি হলাম । মেয়েটা কেন তোমাকেই তো চিনি না ।
(আমি)

— ওহহ,,, ভালো করে শুনে রাখো,, ঐ মেয়েটার থেকে যতো দূরে থাকবা ততোই মঙ্গল হবে তোমার । আর আমি হচ্ছি মারুফ ।
(মারুফ)

— আচ্ছা মারুফ ভাই,, মেয়েটা কে কোন এমপির মেয়ে নাকি?
(আমি)

— না ভাই ,,, ও হচ্ছে এই কলেজের কতৃপক্ষের মেয়ে । বলতে গেলে অসভ্য একটা মেয়ে ।
কাকে কি বলতে হয় সেটাই সে জানে না ।
(মারুফ)

— ওহহ,,
(আমি)

–তুমি রেস্টুরেন্টের ভিতরে কেন গিয়েছিলে?
(মারুফ)

— খুব খুদা লাগছিলো তাই ।
(আমি)

— ওহহ,,কিন্তু এখন আর রেস্টুরেন্টেট ভিতরে যাওয়া সম্ভব না । চলো তোমায় কলেজের বাইরে থাকা রেস্টুরেন্টে যাই ।
(মারুফ)

— ওকে ভাই,,
(আমি)

আমাকে মারুফ সাথে নিয়ে বাইরের রেস্টুরেন্টে চলে গেল ।
আমরা বসে আছি টেবিলে, এর মধ্যে একজন এসে অর্ডারটা নিয়ে গেল । খাওয়া দাওয়া শেষ হলে মারুফ জোর করেই আমার বিলটাও দিয়ে দিলো ।

কলেজের ভিতরে চলে এলাম ।

— আচ্ছা তুমি কোন ডিপার্টমেন্টের?
(মারুফ)

আমি তাকে ডিপার্টমেন্টের নাম বলতেই বললো,,,,

— একই ডিপার্টমেন্টে তো তুমি ।
(মারুফ)

— ওহহ,,আমি তো নিজের নামই বলিনি,, আমি হচ্ছি সূর্য হুসাইন ।
(আমি)

— ওহহ,, nc নেম ।

তারপর আমি আর মারুফ কথা বলতে বলতে ক্লাস রুমেও চলে এলাম৷ ফাস্ট দিন ক্লাস শেষ করে আমার বাবার বন্ধুর বাসায় চলে এলাম ।

আংকেলও আমায় একটা রুমে রেখো বললেন,,

— ফ্রেশ হয়ে নিচে এসো খাওয়া দাওয়া করবো একসাথে ।
(আংকেল)

আমিও হ্যা বাচক উত্তর দিয়ে দিলাম ।
আংকেল চলে গেলে নিজের শার্টটা খুলে ফেললাম । আর আমার হাতের কুনুর উপরে লেখাগুলো দেখতে পাওয়া গেল । সেথায় টেটু সাইজের লেখা আছে,,,

The villain

এর মধ্যেই পকেটে থাকা মোবাইলটা সাউন্ড করে বেজে উঠলো ।

আমি রিসিভ করতেই,,,,,

— ভাই আরাফ তো আমাদের হাতে এখন । কি করবো সেটা বলেন ভাই ।
(রাফি)

— আরাফকে বেধে রাখ ! আমি সন্ধার দিকে চলে আসবো সেখানে ।
তারপর ওর সাথে আমার লাস্ট বুঝাপড়া হবে । ওর,কতো বড় সাহস যে আমার বারণ করা সত্বেও আমার কলিজা……………..

চলবে..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here