স্টুডেন্ট_The_One_Villain,সারপ্রাইজ_পর্ব_১০
লেখক_সুর্য_হুসাইন
— শোন ছেমরা,, আমার মেয়ের কিছু হলে তোকে আর এখানে শুধু শুধু কষ্ট করে তুলে নিয়ে আসতাম না । ওখানেই শেষ করার ওয়াডার করতাম ।
আমার মেয়ে বেঁচে গেল মানে তুইও বেঁচে গেলি,, এর পরেরবার সাবধানে থাকবি,, আর এর পরে আমার মেয়ের কিছু হলে তুমি আর নেই চান্দু,,
কিরণের বাবা,,
বলেই ঐ ওকে ছেড়ে দিয়ে আয় যেখান থেকে তুলে নিয়ে এসেছিলি,,,,
তারপর আমি বললাম,,,,
— আমাকে রেখে আসার দরকার পরবে না,, আমি একাই যেতে পারবো । আর হ্যা, আপনার মেয়েকে সামলান,, তা নাহলে হয়তো আপনারই সমস্যা হবে,,
বলেই আমি এ আর রহমান কমিশনার ও কিরণের বাবার সামনে থেকে চলে গেলাম ।
রাস্তার পাশে এসে একটা অটোতে উঠে পড়লাম ।
অটোতে এসে ঠিক অনুর স্কুলে এসে পড়লাম ।
অনুর স্কুলে ছুটি না হওয়ায় বসে রইলাম বাহিরে থাকা চায়ের দোকানের বেঞ্চে।
দোকানদারকে বললাম এককাপ চা দিতে,,
তারপর বেঞ্চে বসলাম ।
দোকানদার চা দিয়ে গেল । আর আমি চা টা খেতে লাগলাম
খাওয়ার এক পর্যায়ে পকেটে থাকা ফোনটা বেজে উঠলো,,
তাই আমি চা টা বেঞ্চেতে রেখে , পকেট থেকে ফোনটা বের করলাম ৷
মোবাইলটা বের করার পর দেখতে পেলাম আব্বুর ফোন,,,,
(আব্বু তো আংকেলের কাছে প্রতিদিন ফোন করে,,,, হঠাৎ আমার কাছে কেন?)
এগুলা ভাবতে ভাবতেই রিং বেজে বেজে কেটে গেল ।
তাই আমি নিজেই কল ব্যাক করি ।
ওপাশ থেকে রিসিভ করতেই ছোট ভাই আলভী বলে উঠলো,,,,
— ভাইয়া তুই ঠিক আছিস?
(আলভী)
আলভীর এই কথায় আমি একটা ঢোক গিলে বললাম,,,
— আমার আর কি হবে?
(আমি)
— আংকেল বললো কিছুক্ষণ আগে,, তোকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে । তাই জিজ্ঞেস করলাম ।
(আলভী)
— হ্যা,, নিয়ে গিয়েছিল,, কিছু জিজ্ঞেস করার জন্য ,, জিজ্ঞেস করার পর ছেড়ে দিয়ে চলে
গেছে ।
এটা কি আব্বু জানে?
(আমি)
— না,, আব্বু তো একটু বাজারে গেছে । আর মোবাইলটা ভুল বশত রেখে গেছে ।
তাই কিছু জানে না ।
(আলভী)
— ওহহ ভালো,, আব্বুকে কিছু জানতে দিস না ।
(আমি)
— ঠিক আছে ভাইয়া!
(আলভী)
— তা পড়াশোনার কি অবস্থা তোর?
(আমি)
— হুম ভালো ভাইয়া,,,,
(আলভী)
— আচ্ছা ভালো থাকিস!!! আর বাসায় বা তোর কিছু দরকার হলে সোজা আমার কাছে ফোন করিস কেমন!
(আমি)
— তুমি কি জব করো যে টাকা পাবে?
(আলভী)
— হুম,, একটা ওয়েটারের জব পেয়েছি,,
(আলভীকে আমি মিথ্যা বললাম)
— ওহহ,,, আচ্ছা কিছু প্রয়োজন হলে জানাবো ।
(আলভী)
— আচ্ছা তাহলে রাখি,, ভালো থাকিস,, আর আব্বুর খেয়াল রাখিস,,
বলেই ফোনটা কেটে দিলাম ।
মোবাইলটা পকেটে রেখে বেঞ্চে থাকা চায়ে চুমুক দিলাম । কিন্তু সেই চা আর নেই,, সরবত হয়ে গেছে ঠান্ডা হয়ে । তাই আমি পিছনে না ঘুরেই চা ফেলে দিয়ে কাপটা বেঞ্চে রাখলাম ।
তারপর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনুর ছুটির আর ১০ মিনিট বাকি আছে ।
তারপর ঘড়ি রেখে সামনের দিকে তাকালাম ।
দেখতে পেলাম একটা বট গাছের মতো মেয়ে দাড়িয়ে আছে । হাত দু’টো মাজায় রেখে রাগ করে দাড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়েই আছে,,,
অবশ্য মেয়েটা,আমার মনের ঘরের রাণীর বানানোর মতোই
আমি একটা ধমক লাগিয়ে,,
— এই মেয়ে,, আমার দিকে তাকিয়ে কি তোমার?
(আমি)
আমার এমন ধমকে মেয়েটা তার হাতগুলো কমর থেকে নামিয়ে নিলো,, আর চোখগুলোও ঠিক করে নিয়ে বলতে লাগলো,,
— দেখে তো মনে হয় আপনি ভদ্র ঘরের ছেলে ।
তা ব্যবহার কেন অসভ্যদের মতো?
(মেয়েটি)
— আমি ভদ্র ঘরের ছেলেই,, আর আপনার সাথে কি এমন করেছি যার জন্য ব্যবহার টানছেন?
(আমি)
— আমার পায়ের দিকে তাকান!
(মেয়েটি)
— ও হ্যালো আমি বাজে ছেলে নয় যে আপনার পায়ের দিকে তাকাবো!
(আমি)
— আমার পায়ের কি হাল করছেন সেটা দেখেন!
(মেয়েটি)
মেয়েটির কথায় আমি তার পায়ের দিকে তাকাতেই দেখতে পাই যে,, আমার সেই চা,, (শরবত) মেয়েটার পায়ে । মানে হলো,, তার পায়ের গিড়া থেকে পায়ের তালু পরযন্ত আমার চায়ের শরবতটা লেগে কাপড়গুলোও নষ্ট হয়ে গেছে ………..
আমি তার পায়ের সেই দৃশ্যটার দিকে তাকিয়ে আছি তখনি মেয়েটা,বললো,,,
— মিস্টার আপনি না ভদ্র ঘরের ছেলে ,,,,,
(মেয়েটি)
— হুম আমি তো ভদ্র ঘরের ছেলেই,,
(আমি)
— তাহলে একটা মেয়ের পায়ের দিকে তাকিয়ে আছেন কেন অনেক্ষণ ধরে,, লজ্জা সরম নাই নাকি আপনার?
(মেয়েটি)
— লজ্জা সরম সবই আছে কিন্তু আমি বুঝি না মেয়েরা তাদের ডান পায়ে কালো রঙের ফিতা পড়ে কেন?
(আমি তার পায়ের ফিতাটার দিকে তাকিয়ে)
— কেন পড়ে সেটা আপনার না জানলেও চলবে,, কিন্তু এখন আমার ড্রেসের কি হবে?
(মেয়েটি)
— ড্রেসটার বিষয়টা আমিই দেখবো,,, তাহলে শুনেন মেয়েরা কেন কালো রঙের ফিতা পড়ে তাদের পায়ে,,
(আমি)
— বলুন তাহলে?
(মেয়েটা)
— মেয়েরা রাতে বিছানায় ইয়ে বিসর্জন করে তাই তারা কালো রঙের ফিতা পড়ে ।
(আমি)
— ইয়ে মানে?
(মেয়েটি)
— থাক বলার দরকার নাই ।
(আমি)
— বলেন,,
(মেয়েটা)
— আচ্ছা,, মেয়েরা বিছানায় মূত্র বিসর্জন করে তাই এটা পড়ে,,
(আমি)
আমার কথায় মেয়েটি পিছন ফিরে চলে যেতে লাগলেই, আমি তার হাতটা ধরে ফেলি,, আর তার উপহার সরুপ মেয়েটার হাতের পাঁচটা আঙ্গুলের পুরষ্কৃত হই,,,,,,,,,,,একটা থাপ্পড়ের দ্বারা…………
চলবে..?