অদ্ভুত_মেয়ে Part – 2.

0
3679

অদ্ভুত_মেয়ে Part – 2.
writer – #Nur_Nafisa

.
ছুটির সময়,,,,,,,,,,
দিনা- অই তুই বললি না আমি কে?
আমি- কেন তুই নিজে জানস না তুই কে? বাসায় গিয়ে তোর মা কে জিজ্ঞেস করিস তুই কে?
দিনা- তবে রে…….
এক দৌড়ে টিচার রুমে.
স্যার আসব?
হুম নাফিসা এসো। বস এখানে।
চেয়ার টেনে বসলাম।
teacher – তুমি ক্লাসে এমন দুষ্টুমি কর কেন? এতে তোমার ও তোমার ফ্রেন্ড দের পড়াশোনার ক্ষতি হবে, সেটা কি তুমি বুঝ না?
আমি- স্যার আজকে আমি তো কোনো দুষ্টুমি করি নি, শুধু দিনার কাছ থেকে ১০টাকা নিছি। আর আমার পরীক্ষার রেজাল্ট ও তো ভালো আসে। আর দুষ্টুমি করলে মন ভাল থাকে, আর মন ভাল থাকলে শরীর ভালো থাকে, আর শরীর ভালো থাকলে পড়াশোনা করতে ভালো লাগে ?☺।
teacher – ok ok, stop stop. দিনার কাছ থেকে ১০ টাকা নিছ কেন?
আমি- স্যার এটা সিক্রেট, কাওকে বলা যাবে না।?
teacher – ok তুমি এখন যাও।
আমি- ওকে স্যার।
দিনা- কিরে কি বললো স্যার?
আমি- বলছে, বেশি বেশি দুষ্টুমি করতে আর, নিসা ও দিনা থেকে জরিমানা নিতে ???
নিসা- stupid, চল এখন।
আমি- হুম।
রাস্তায়,,,,,,,
দিনা- অই আজ কত টাকা দিবি?
আমি- ৫+১০+৫= ২০/২=১০টাকা করে?
নিসা- আমাদের জন্য ও দোয়া নিয়ে আসিস।
৩জন ই হা হা হা……
তারপর ২০টাকা রাস্তার ২ জন অসহায় লোককে দিয়ে আমরা ৩ জন আইস্ক্রিম এর দোকানে গিয়ে ৩টা টক আইস্ক্রীম কিনলাম। যার যার খরচ সে বহন করলাম। তারপর হেটে হেটে বাসায় চলে আসলাম।
.
বাসায় এসে,,,,,,
আমি- মা, মা, মা……
মা- কি হয়েছে? এমন মা,মা,মা, ডাকা শুরু করছত কেন?
আমি- ওকে যাও আজ থেকে খালা ডাকব ??
মা- দিব ১টা থাপ্পড়, যা??
আমি- হা হা হা, যাচ্ছি…..
ফ্রেশ হয়ে সোফায় বসে আছি। এমন সময় সাঈদ আসলো।
সাঈদ – মা….!,
মা- কি হইছে?
সাঈদ – দেখো, আপু আমার খাতায় কি লিখে দিসে। এর জন্য আজ আমি স্যার এর কাছে বকা খাইছি, এএএএএএ???
মা- কিরে এগুলো কি করছস? তোদের জ্বালায় আর ভালো লাগে না। মন চায় সব ছেড়ে চলে যাই কোনোদিকে ?
আমি- আমি দেখলাম, পরিস্থিতি খারাপ, তাই সোফা থেকে উঠে রুমে যাওয়ার সময় বললাম, মা আমাকে সাথে নিয়ে যেও, আর না হয় ঠিকানা দিয়ে যেও, আমি চলে যাব?।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here