অদ্ভুত_মেয়ে Part – 3
writer – #Nur_Nafisa
.
.
পরের দিন,
আজ ফজরের আযান শুনে আমি উঠে পড়েছি। সবার আগে নামাজ পরে আপুকে ডাকলাম। এতোক্ষনে বাবা-মা ও উঠে নামাজ পরল। এবার আমি সাঈদ এর রুমে ওকে ডাকলাম, ও না উঠায় বোতল থেকে একাটু পানি নিয়ে তার চোখের উপর ঢেলে দিলাম ?
এবার তারাতাড়ি উঠে পড়লো, আর বুঝতে বাকি রইল না এটা কেন করলাম, তাই ও কিছু না বলেই নামাজ পরার জন্য চলে গেলো।
তারপর স্টাডি রুমে গিয়ে সাঈদ কে help করলাম HW complete করতে.
সাঈদ – আপু দয়া করে আজ কিছু উল্টাপাল্টা কর না। প্লিজ….. বাবা আমার জন্য চকলেট আনলে অর্ধেক তোমাকে দিব।
আমি- ঘুষ দিতে চাইছস। জরিমানা হবে এখন?
সাঈদ – আপু প্লিজ……
আমি- ওকে, ১টা কাজ করে দিতে হবে। তাহলে কিছু করব না।
সাঈদ- কি কাজ?
আমি- কাল নানু বাড়ি যাব। এটা মা কে বলে রাজি করাবি।
সাঈদ – এটা তো তুমি ই বলতে পারো। আর আমি বললে মা রাজি হবে!
আমি- সেটা তোর দেখার বিষয়।
সাঈদ – ওকে?
তারপর সবাই একসাথে নাস্তা করতে বসলাম।
আমি- আপু আজকে ভার্সিটি থেকে আসার সময় আমার জন্য ১টা গোলাপ ফুলের চারা নিয়ে আসবা।
আপু- আহ! কি সুন্দর আবদার! পারব না আমি। ?
আমি- তোমার মোবাইলটা জানি কোথায় রাখছো!
আপু- অই আমার ফোন দে তারাতাড়ি। ?
আমি- আমার আবদার এক্সেপ্ট করে ফেল তারাতাড়ি ?
আপু- পারব না ?
আমি- ভেবে বলছো তো?
আপু- ওকে চেষ্টা করব। এবার দে,
আমি- না প্রমিজ করতে হবে।
আপু- মা, দেখছো সকাল সকাল কি শুরু করছে!
মা- ফাজলামো বাদ দিয়ে নাস্তা শেষ করে কলেজ যা।
আমি- নাস্তা তো শেষ, ফোনটা ও আছে বেশ!? বলে রুমে চলে আসলাম আর রেডি হয়ে গেলাম কলেজ যাওয়ার জন্য।
আপু এদিকে মোবাইল খুঁজে ক্লান্ত ?
আমি কলেজ ব্যাগ নিয়ে বের হয়ে আসছিলাম, তখন,
আপু- এই দাড়া, আমি ফুল গাছ আনব প্রমিজ, এবার আমার ফোন দে।
আমি- ফোন তোমার ব্যাগে রাখা আছে ????
.
কিছুক্ষণের মধ্যে আমি কলেজ এ পৌছে গেলাম। দিনা ও নিসা ও চলে এসেছে।
তারপর ৩ বেস্টু গিয়ে ক্লাসের মাঝখানের বেঞ্চে বসলাম। আমাদের ১ম ক্লাস টা মাহিন স্যার এর। এখন ৯:৫০ বাজে।
নিসা- চল প্লেন বানাই।
আমি- ওকে।
নিসার ব্যাগ থেকে খাতা নিয়ে ৩টা কাগজ ছিড়ে নিলাম। তারপর তাদের ২ জন কে ২টা কাগজ দিয়ে বললাম কাগজের প্লেন বানাতে।
আমি- তারাতাড়ি বানা। দেখি, কার টা বেশি উরে।
নিসা- আমার খাতাটা ই তোর চোখ এ পড়লো? ?
আমি- কথা কম, কাজ বেশি।
১০:৪ বেজে গেছে, স্যার এখন ও আসে নি।
আমি- দিনা ১ম এ তোর টা উড়া।
দিনা- সবসময় তোর টা পিছনে দিস কেন? ?
আমি- ওকে, আজ আমার টা ২য় রাখলাম?, এবার উড়া।
দিনা- হুম,
দিনা বোর্ডের দিকে মারলো। আফসোস, ফ্যান এর বাতাসে তার প্লেন উড়িয়ে নিয়ে এক ছেলের মাথায় পড়লো। ছেলেটা তখন মনযোগ দিয়ে পড়ছিল। প্লেন টা নিয়ে ছেলেটা রাগে গজগজ করতে করতে প্লেনটি ছিড়ে ফেললো ????
আমাদের হাসি দেখে কে!!????
দিনা- হয়েছে, এবার তোর টা উড়া। ?
আমি- হুম, দেখ আমার টা কত দূরে যায়।
আমি মারলাম দরজার দিকে, আমিসহ সবাই তো হা,,,,,, হয়ে আছি ????