অদ্ভুত_মেয়ে Part – 4
writer – #Nur_Nafisa
.
আমার প্লেন গিয়ে মাহিন স্যার এর কপালে ?
আমি- OMG!
স্যার প্লেনটি নিয়ে রুমে প্রবেশ করলেন।
স্যার – প্লেনটি তো খুব সুন্দর হয়েছে। কে বানিয়েছে?
মিথ্যা বলার অভ্যাস আমার নেই বললে ই চলে। আমি দাড়িয়ে গেলাম।
আমি- স্যার আ,,আমি বানিয়েছি।
স্যার – ক্লাসে প্লেন বানাতে আসো? নাকি পড়াশোনা করতে আসো?
আমি- স্যার, পড়াশোনা করতে।
স্যার – তাহলে প্লেন কেন বানিয়েছ?
আমি- আসলে স্যার, ১০ টা বেজে গেছে, আপনি আসছিলেন না তাই প্লেন টা পাঠালাম আপনাকে আনার জন্য ☺️
স্যার – সবসময় দুষ্টুমি করায় ব্যস্ত থাকো! চুপচাপ বস!?
আমি- জি স্যার।
স্যার – dear students, Last class এ আমরা কতটুকু শেষ করেছিলাম?
আমি- স্যার পড়া শুরুর আগে ১টা কথা বলতে চাই,,,,
স্যার- হুম বল, কি কথা?
আমি- স্যার, নিসার প্লেনটি এখন ও উড়ানো হয় নি, ওটা উড়িয়ে দেই?
স্যার – just shut up, Nafisa. What’s wrong with you??? দিন দিন তোমার পাগলামি বেড়েই চলেছে, কখনো শিক্ষকদের সাথে মজা করা, কখনো সহপাঠীদের সাথে ঝগড়া, কখনো বান্ধুবিদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়া। এগুলো কি? তোমার পরিবার কি তোমাকে এগুলো ই শিখিয়েছে? ব্যাগ রেখে বের হও আমার ক্লাস থেকে। যতক্ষণ পর্যন্ত আমার ক্লাস শেষ না হবে, ততক্ষণ তুমি মাঠে দাঁড়িয়ে থাকবে।
আমি মন খারাপ করে ক্লাস থেকে বের হয়ে গেলাম। সবাই স্তব্ধ হয়ে বসে আছে। আমি মাঠে গিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ১০টা ৩০ বেজে গেছে। ৪৫মি এর ক্লাস তার মানে ১৫ মি দাঁড়িয়ে থাকতে হবে। ?
১৫মি. পর আবার চুপচাপ ক্লাসে ঢুকলাম। নিসাকে বললাম,
আমি- তোর জন্য আমি শাস্তি পেয়েছি, ১৫মি. দাঁড়িয়ে ছিলাম এখন তোর জরিমানা ১৫টাকা।?
নিসা- আমি আবার কি করলাম! আমি কি বলছি এসব করতে! ?
আমি- আমি কিছু জানি না। ১৫ টাকা দিবি তুই।
নিসা- ?ওকে। নে….
দিনা মিটিমিটি হাসছে,
আমি- এই তুই হাসলি কেনো? অন্যের দুঃখ দেখলে হাসি পায়? ৫টাকা দে এখন ?
৫টাকা নিয়ে নিসা কে ৫ টাকা দিয়ে দিলাম।
আজ বাকি সব ক্লাস মন খারাপ করে চুপচাপ করলাম ?।
ছুটির সময়,,,,,,,
কলেজ গেইটের সামনে,
আমি- দিনা, নিসা তোরা একটু দাড়া, আমি দোকান থেকে আসছি।
আমি চলে গেলাম, ওরা ২জন দাড়িয়ে কথা বলছে। এমন সময়,
মাহিন স্যার – দিনা, নিসা আমি শুনলাম আজ ও নাকি নাফিসা তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে?
দিনা- জ্বি স্যার। কিন্তু ও আজ আপনার কথায় খুব অপমানিত হয়েছে। ও আমাদের থেকে ছিনিয়ে টাকা নেয় না।
নিসা- জ্বি স্যার, নাফিসা কোনো খারাপ উদ্দেশ্যে আমাদের থেকে টাকা নেয় না। আমরা ৩ জন প্রায় ই রাস্তার অসহায় লোকদের কিছু টাকা দিয়ে সাহায্য করি। আর নাফিসা শুধুমাত্র মজা করার জন্য জরিমানা স্বরূপ টাকা টা নেয়। তারপর বাসায় যাওয়ার সময় দান করে বাসায় যাই। আর ও আমাদের ২জন আর ওর পরিবারের সদস্য ছাড়া কারো কাছ থেকে এমন জরিমানা আবদার করে না।
.
আমি দোকান থেকে কিছু চুইংগাম কিনে গেইটের কাছে ফিরছিলাম, তখন দেখলাম মাহিন স্যার ওদের সাথে দাঁড়িয়ে আছে, তাই আর সেখানে না গিয়ে বাড়ির উদ্দেশ্যে তাদের সামনে দিয়ে চলে আসছিলাম। মাহিন স্যার, দিনা ও নিসা আমাকে দেখে ব্যাপার টা বুঝতে পেরেছে। তাই দিনা স্যারকে বলল, স্যার আমরা এখন আসি,
স্যার – ওকে যাও।
তারপর দিনা ও নিসা আমার সাথে চলে আসলো।২ জন কে ২ টা চুইংগাম দিলাম। আর রাস্তায় বসে থাকা ২ জন লোককে আমি ২০টাকা দিলাম। ভিখারি দের টাকা দেয়ার সময় মাহিন স্যার গাড়িতে থেকে বিষয় টা লক্ষ্য করেছে। রাস্তায় আমি আর কোনো কথা বলি নি।?