অদ্ভুত_মেয়ে Part – 15
writer – #Nur_Nafisa
.
.
পরদিন শপিং করতে গেলাম আর সারাদিন বাসায় ই কাটালাম। রাতে ব্যাগ গুছিয়ে রাখলাম।
আজ আমরা বান্দরবান যাব ? ( কার কার বান্দর লাগবে, বলে দাও ?) সকাল বেলা ঘুম থেকে উঠে নামাজ পরে ব্যস্ত হয়ে গেলাম বান্দরবান যাওয়ার জন্য।
সবাই হালকা সেজেগুজে রেডি হয়ে গেলাম।
আমি- হ্যালো, আসসালামু আলাইকুম।
দিনা- ওয়ালাইকুম আসসালাম। কিরে কোথায় তুই! ৮ টা বেজে গেছে, আর ২০মি. বাকি গাড়ি ছাড়বে।
আমি- আমরা তো বাসায়, এক কাজ কর গাড়ির চাকার পাম ছেড়ে দে, তাহলে আর গাড়ি ছাড়তে পারবে না। হাহাহা ?
দিনা- সবসময় তোর ফাজলামো ?! তাড়াতাড়ি আয়, আমি ওয়েট করছি তোর জন্য।
আমি- ওকে আসছি।
আমি- আপুউউউউ, তোমাদের হলো?
শান্তা- হুম আমরা সবাই রেডি।
আমি- মা, আমরা আসি তাহলে, তোমার জন্য কিছু লাগলে বলে দাও।
মা- ওরে বাবা! ? মনে হচ্ছে দেশের বাইরে যাচ্ছে! তা কি আনবি আমার জন্য, শুনি?
আমি- ১টা বান্দর নিয়ে আসবো। ওকে??
সবাই – হাহাহা ???
মা- পাজি মেয়ে ?, সাবধানে যাস। ?
আমি- হুম। আল্লাহ হাফেজ ?
ইমরান – আসি ফুপি, আল্লাহ হাফেজ।
রেহান – আল্লাহ হাফেজ ফুপি ?
মা- আল্লাহ হাফেজ ?।
১০মি এর মধ্যে আমরা কলেজ গেইটে চলে আসলাম।
নিসা- ওয়াও জানু, তোকে এতো কিউট লাগতাছে ?
দিনা- ?এতো সুন্দর কেন তুই?
আমি- আমাকে এমন অপমান কিভাবে করতে পারলি!!
নিসা- মানে!
আমি- আমি সুন্দর না, সুন্দরী, হুহ! ??
সবাই – হাহাহোহো ….. ?
ইমা- এবার আমাদের ও একটু দেখো। সব প্রশংসা নাফিসার ই করবা!?
দিনা- আপু, তোমাদের সবাই কে অনেক সুন্দর.., সরি সুন্দরী লাগছে ?
ইমা- তোমাদের ও?
ইমরান – আমরা ও কি সুন্দরী!!
সবাই – হাহাহাহা…. ?
সাঈদ – ছি! ভাইয়া কি বল! আমরা কেন সুন্দরী হতে যাবো!
ইমরান – দেখোস না, আমাদের সবাই কে সুন্দরী বললো!
রেহান – ভাইয়া তোমাকে তো সুন্দরী সুন্দরী ই লাগে। ?
ইমরান – রেহাইন্নায়ায়ায়া!?
আমি- হাহাহোহো, এই না হলে রেহান! ?
.
শান্তা- ওকে, এবার বাসে চল। না হলে, তোরা ঢাকায় ই থাক। আমি যাই।
আমি- আরে ভাইয়া, এদিকে কোথায় যাচ্ছ! এটা মেয়েদের বাস, তোমাদের ৩ জন কে ছেলেদের বাসে যেতে হবে।
ইমরান – আমি তো সেখানে কাউকে চিনি না। তাহলে মজা করতে পারবো না! ?
আমি- নাফিসা কে তো সবাই চিনে, আর মাহিন স্যার তোমাদের বাসে আছে ই। চলো আমার ফ্রেন্ড দের সাথে পরিচয় করিয়ে দেই। আপু তোমরা গাড়িতে যাও, আমি আসছি।
শান্তা- ওকে।
যেই নাকি ছেলেদের বাসে পা রাখলাম,
সবাই – ইয়োওওওওও!
আমি- আহ! আমার কান ফাটায় ফেলছে!?
শিহাব – কিরে নাফিসা, তুই আমাদের বাসে কেন?
অন্তু – অই, তুই কি আমদের সাথে যাবি?
আমি- আরে চুপ কর ফাজিলের দল। আমি তোদের সাথে যেতে আসি নি। আমার ৩ ভাইকে পরিচয় করিয়ে দিতে এসেছি। যাতে তোদের সবার সাথে টূর এর মজা খুব ভালো উপভোগ করতে পারে।
শিহাব – ওকে, তুই চিন্তা করিস না। come here brothers, today we are all like a friend. ?
ইমরান – yeahh!?
অন্তু- নাফিসা, চাইলে তুই ও আমাদের সাথে যেতে পারছ। অনেক মজা হবে ?।
আমি- নো, যাচ্ছি না ?। তোরা মজা কর। আল্লাহ হাফেজ।
মাহিন স্যার – ওকে নাফিসা, তুমি যাও, গাড়ি এখন ছেড়ে দিবে।
আমি- ওকে স্যার।
.
আমি আমাদের বাসে চলে আসলাম।আপুরা সামনের সিটে বসছিল, আমি সবাইকে টেনে পিছনের সিটে নিয়ে আসলাম।
ইমা- কিরে, পিছনে আনলি কেন?
আমি- আরে সামনে থাকলে ম্যাম দের জন্য হইচই করতে পারবো না। আর পিকনিক এ হইচই না করলে ভালো লাগে না ?
হিমা- ঠিক বলছো আপু ?
এতক্ষণে গাড়ি ছেড়ে দিছে। সাথে আমাদের সাউন্ড বক্স ও। ????
দিনা- নাফিসা, আজ কিন্তু তোকে নাচতে হবে।
আমি- আরে কি বলছ!? শুধু নাচবো নাকি! ম্যাম সহ সবাইকে নাচাবো ও ??
শান্তা- মাথা খারাপ তোর! ম্যামরা নাচবে!
আমি- আরে, দেখোই না নাফিসার কান্ড।
সবাই নাচানাচি শুরু করে দিলাম। ম্যামরা ও কিছু বলছে না আজ, আমাদের স্বাধীনতা দিছে।
এবার আমিও ম্যামদের স্বাধীনতা দিয়ে আসি ? আমি সামনে চলে গেলাম। সাউণ্ড স্পিকার হাতে নিয়ে,
আমি- hello my dear friends , তোমারা কি সবাই জানো আমাদের কলেজের শিক্ষক-শিক্ষিকারা সব কাজে পারদর্শী!
সবাই আমার সাথে তাল মিলিয়ে, নায়ায়ায়ায়া.
আমি- তাহলে, আজ জেনে নেওয়া যাক, আমাদের ম্যামরা কিন্তু নাচতে, গাইতে সবই পারে।☺️
ম্যামরা তো রীতিমতো শকড!
আজ আমাদের সাথে ম্যামরা ও নাচবে ?
সবাই – ইয়েএএএ!
১জন ম্যাম- নাফিসা তুমি কি বলছো!
আমি- ম্যাম আমার ইচ্ছা ভঙ্গ করিয়েন না!
ম্যাম- ওকে ?
সবাই – ইয়েএএএএ।
তারপর ৩জন ম্যামকে নিয়ে আসলাম মাঝখানে আর ১জন আসে নি, ম্যামের পায়ে সমস্যা। তবে অই ম্যাম গান গেয়েছেন ♬ ?
আর ৩ ম্যামকে নিয়ে আমরা নাচলাম। আমাদের গাড়ি ছেলেদের গাড়ি অতিক্রম করে যেতেই হঠাৎ তাদের গাড়ির চিতকার নিরব হয়ে গেলো। আমি তাকিয়ে দেখি সবাই আমাদের গাড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে আছে, আমরা ম্যামদের নিয়ে নাচছিলাম বলে ?
.
শিহাব জানালা দিয়ে মাথা বের করে,
শিহাব – নাফিসায়ায়া, আমাদের ও নিয়ে নে সাথে ??
আমি- কেন রে ছাগলের জাত, মেয়েদের সাথে নাচতে মন চায়!! দূর হ….
রেহান – ? আপু, নিয়ে নাও আমাকে….
জয়- ম্যাম আমরা ও আসবো। নাফিসা নিয়ে নে প্লিজ….
আমি- অই মাথা ভেতরে ঢুকা ?
আমি- (ড্রাইভার কে উদ্দেশ্য করে) মামা আমাদের গাড়ি স্লো করেন।
তারপর ছেলেদের গাড়ি আগে চলে গেলো।
ম্যামরা হাপিয়ে গেছে ২০মি এ ? আমাদের এনার্জি এখন ও সম্পূর্ণ আছে ?
সারা রাস্তা মজা করতে করতে ই বান্দরবান পৌছে গেলাম।