ভালোবাসি যে তোকে,পর্ব :১
লেখিকা :মিমি
এই মেয়ে শাড়ী পড়তে পরিস না তাহলে শাড়ী পরিছিস কেনো_(মেঘ)
আজ আপুর জন্ম দিন।তাই আপু বলেছে আজকে অনুষ্ঠানে শাড়ি পরে যেতে।আর শাড়ি তো ঠিক মত পড়েছি।_(প্রিয়া)
শাড়ি ঠিক মত পরলে আবার পেট দেখিয়ে রেখেছিস কেনো। কেনো নাকি শাড়ি শাড়ি পরলে পেট বের করে রাখতে হয়।_(মেঘ)
প্রিয়া নিজের পেটের ওপর হাত রেখে রেগে বলল
মেঘ ভাইয়া তুমি আসলে একটা লুচু। আর কোনো দিকে না তোমাকে সোজা আমার পেটের দিকে নজর দিতে হল_(মেঘ)
তুই লুচুর কি দেখলি, তুই যুদি আমার সামনে পেট বের করে রাখিস সেটা আমার দোষ নাকি।_(মেঘ)
আমি মোটেও তোমার সামনে পেট বের করি নাই_(প্রিয়া)
মেঘ একটানে প্রিয়া কে নিজের কাছে এনে প্রিয়ার পেটে হাট দিয়ে দাঁতের ওপর দাঁত চেপে রুদ্ধ কন্ঠে বলল
পেট বের না করে রাখলে এটা কি বের করে রেখেছিস।_(মেঘ)
ভাইয়া কি করছো কি। ছাড়ো আমাকে অনুষ্টানে যেতে হবে।আমাকে ছাড়ো বলছি_(প্রিয়া)
কেন ছাড়বো আমি তোকে টার্চ করলে সমস্যা হয় নাকি যে অনুষ্ঠানের কথা বলে পালাতে চাচ্ছিস।_(মেঘ)
হে সমস্যা হয়। আমাকে ছাড়ো বলছি।_(মেঘ)
ও তাই নাকি। অনুষ্ঠানে গিয়ে যে অন্য ছেলেদের সাথে ডলা ডলি করবি সেটা সমস্যা হবে না। _(মেঘ)
আমি কোন ছেলের আশেপাশে থাকব কি থাকব না,আমি কি করব কি করব না সেইটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার।সে ব্যাপারে আপনি বলার কে?কোন অধিকারে আপনি আমার সাথে এমন আচরন করছেন? কোনো অধিকার আপনার নেই আমার ওপর!_(মেঘ)
মেঘ এবার প্রিয়ার কথায় প্রচন্ড রেগে গেল। আবারও চোখ মুখ লাল হয়ে গেল।মেঘ প্রিয়া কে নিজের সাথে চেপে ধরল।আর দাঁতের ওপর দাঁত চেপে রুদ্ধ কন্ঠে বলে উঠলো, অধিকার তাই না!কোন অধিকার!আমার অধিকার বোঝাতে আসছিস তাই না? আমার কোন অধিকার আছে তোর ওপর এটাই বলতে চাইছিস তাই না! তাহলে এবার তোকে বোঝাবো আমার অধিকার কি!_(মেঘ)
ভাইয়া ছাড়ো আমি ব্যাথা পাচ্ছি। প্লিজ ভাইয়া ছাড়ো_(প্রিয়া)
ছাড়বো তো তার আগে তোকে আমার অধিকার টা বুঝিয়ে নি।_(মেঘ)
ভাইয়া তুমি কেন আমার সাথে এমন করছো। আগেতো কখনতো আমার সাথে এমন করো নাই।তাহলে আজকে কেন এমন করছো।_(প্রিয়া)
প্রিয়াকে আর কিছু বলতে দিলো না।প্রিয়া ঠোটে নিজের ঠোট মিলিয়ে দিলো।প্রিয়া অনেক চেষ্টা করেও মেঘকে নিজের থেকে সরাতে পারছে না।পাঁচ মিনিট পর প্রিয়াকে ছেড়ে দিলো।
আশা করি এবার হত বুঝেছিস আমার অধিকার আছে কি না।_(মেঘ)
ভাইয়া তুমি আমার সাথে কেনো এমন করছো আমি কি করেছি। তুমি তো আগে এমন ছিলা না।_(প্রিয়া)
আমি আগে কেমন ছিলাম সেটা তোকে জানতে হবে না। তুই শুধু এটা ভালো করে জেনে রাখ তুই যুদি শাড়ি পড়ে অনুষ্টানে যাছ বা কোনো ছেলের সাথে কথা বলছস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না।_(মেঘ)
ভাইয়া কেন আমার সাথে এমন করছো_(প্রিয়া)
কেন এমন করি তুই বুঝিস না। নাকি বুঝেও না বুঝার ভান করে থাকিস _(মেঘ)
না আমি কিছু বুঝছি না।_(প্রিয়া)
এখন বুঝিস না কিন্তু যখন আমি দূরে চলে যাবো তখন বুঝবিরে_(মেঘ)
প্রিয়া কিছু বলতে যাবে তার আগে মেঘ চলে যায়।
মেঘ ভাইয়া কি বলে গেলো দূরে চলে গেলে আমি কি বুঝবো।আর ভাইয়া কোথায় চলে যাবে। _(প্রিয়া)
এবার তাদের একটু পরিচয়টা যেনে নি।প্রিয়া মেঘের ছোট কাকার মেয়ে। প্রিয়া এবার ইন্টার 1st ইয়ারে পড়ে।মেঘ লেখা পড়া শেষ করে নিজেদের অফিস সামলায়। এখন গল্পের চলে আসি..
হাই..(নীল)
হুম কে আপনি ভাইয়া_(প্রিয়া)
আমি মেঘ এর বন্ধু নীল আর আমাকে ভাইয়া বলছো কেন আমি কি তোমার ভাইয়া নাকি _(নীল)
ও আচ্ছা_(প্রিয়া)
তোমাকে শাড়িতে বেশ সুন্দর লাগছে_(নীল)
ধন্যবাদ ভাইয়া _(প্রিয়া)
প্রিয়ার হাত শক্ত করে ধরে বলল
এই মেয়ে তোমাকে বলছি না যে আমাকে ভাইয়া বলবে না।_(নীল)
আমার হাত ধরেছেন কেনো আমার হাত ছাড়োন বলছি হাত ছাড়ুন। _(প্রিয়া)
না না ছাড়বো না।_(নীল)
আমার ব্যাথা লাগছে প্লিজ ছাড়ুন।_(প্রিয়া)
মেঘ দুর থেকে সব দেখছিল আর যখন প্রিয়ার হাত নীল ধরে তখন সামনে এসে
নীল প্রিয়ার হাত ধরেছিস কেনো প্রিয়ার হাত ছাড় _(মেঘ)
তুই এখানে কখন আসলি।_(নীল)
তোকে বলেছি না প্রিয়ার হাত ছাড় চিৎকার দিয়ে_(মেঘ)
নীল প্রিয়ার হাত ছেড়ে দেয়।
নীল তুই এখনা আর আসবি না।এবং প্রিয়ার আসে পাশেও থাকবি না। নাহয় তোর এমন অবস্তা করবো যা তুই ভাবতে পারবি না।_(মেঘ)
নীল চলে যায়।আর প্রিয়া দূরে গিয়ে মেঘকে জরিয়ে ধরে কান্না করতে থাকে।
এই পাগলি কান্না করছিস কেনো হ্যা আমি থাকতে কেউতো কিছু করতে পারবে না পাগলি আমার_(মেঘ)
চলবে,,,,