ভালোবাসি_যে_তোকে,পর্ব :২,৩

0
3235

ভালোবাসি_যে_তোকে,পর্ব :২,৩
লেখিকা :মিমি
পর্ব :২

(প্রিয়া)আমি রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি।হঠাৎ মেঘ ভাইয়া রুমে এসে মোবাইল টা আমার হাত থেকে নিয়ে নেয়

ভাইয়া তুমি এখানে। আর আমার মোবাইলটা কেনো নিয়েছো।(প্রিয়া)

আমি তোকে বলেছি না যে কোনো ছেলের সাথে কথা বলবি না।(মেঘ)

হুম বলছো(প্রিয়া)

তাহলে কেনো কথা বলিস(মেঘ)

তুমি না করার পর কোনো ছেলের সাথে কথা বলি নাতো(প্রিয়া)

ভাইয়া মোবাইলটা দেখিয়ে বলল

না কথা বললে এইগুলো কি?(মেঘ)

ও তুমি তাদের কথা বলছো তারাতো আমার বন্ধু আকাশ ও সাগর (প্রিয়া)

ও তাই নাকি। তাহলে তাদের জান বাবু বলে ডাকিস কেনো হ্যা(মেঘ)

আরে দুষ্টামি করে ডাকি এতে এত রাগ করার কি আছে।(প্রিয়া)

দুষ্টামি করে ডাকিস তাদের কে কই আমাকে তো কখনো জান বাবু বলে ডাকিস না।(মেঘ)

কি সব আবল তাবল বলছো। আমি তোমাকে কেনো বলতে জাবো। তুমি আমার ভাই হও(প্রিয়া)

হে আমি তোর ভাই কিন্তু তোর মার পেটের ভাই নাতো আমি..(মেঘ)

মার পেটের ভাই নাতো কি হয়েছে ভাইতো হও নাকি।(প্রিয়া)

চুপ একদম আমাকে ভাই বলবি না।যুদি আরেক বার আমাকে ভাইয়া বলে ডাকিস তাহলে তোর খবর আছে।(মেঘ)

কেন তুমি কি করবা শুনি(প্রিয়া)

ভাইয়া আমার একদম কাছে এসে

কি করবো দেখবি।(মেঘ)

হুম দেখবো(প্রিয়া)

তারপর মেঘ ভাইয়া আমার ঠোটের সাথে তার ঠোট মিলিয়ে দেয়।প্রায় ২মিনিট পর ছেড়ে দিল

এটা কি করলা ভাইয়া(প্রিয়া)

কিস করছি আর একবার ভাইয়া বলবি তাহলে আবার করবো।(মেঘ)

ভাইয়া(প্রিয়া)

আবার ভাইয়া বলছিস (মেঘ)

হে বলছি ভাইয়া আর একবার কেন হাজার বার বলবো(প্রিয়া)

দেখ প্রিয়া আমি তোকে ভালো ভলো বলছি কিন্তু এমন কিছু করিস না যে তোর সাথে খারাপ কিছু করে ফেলি।(মেঘ)

খারাপ আর কি করবা খারাপের তো সব কিছু কে ফেলছো(প্রিয়া)

ভাইয়া তুমি কেন এমন করতাছো।কই আগেতো এমন ছিলা না। তুমি আবার আগের মত হয়ে যাও না প্লিজ (প্রিয়া)

আমি কি ইচ্ছাদারি সাপ নাকি যে যখন তখন রুপ বদলাতে পারি।আর তুই কেনো বুঝিস না যে আমি তোকে.. (মেঘ)

কি আমাকে বলো থেমে গেলা কেনো বল(প্রিয়া)

না কিছু না আচ্ছা একটা সত্যি কথা বলবি।(মেঘ)

হুম বলো (প্রিয়া)

তুই আমাকে ভালোবাসিস (মেঘ)

হে ভালোবাসি (প্রিয়া)

সত্যি (মেঘ)

ওমা তুমি আমার ভাই হও। সো তোমাকে ভালো না বাসলে কাকে বাসবো শুনি।(প্রিয়া)

ও তার মানে ভাই হিসেবে ভালো বাসি না।(মেঘ)

ভাইকে ভাই হিসেবে ভালো না ভাসলে কি হিসেবে ভালো বাসবো(প্রিয়া)

হুম ভালো। আচ্ছা বায়।(মেঘ)

ওকে(প্রিয়া)

এরপর মেঘ ভাইয়া চলে যায়।আর আমি মনে মনে বলতে থাকি।

আচ্ছা ভাইয়া কি বলতে গিয়ে বলল না।আমাকে হঠাৎ এমন প্রশ্ন কেন করল যে আমি ভাইযাকে ভালোবাসি কি না।যখন বললাম ভালোবাসি তখন কত খুশি হয়েছে। কিন্তু যখন বললাম আমি ভাই হিসেব। ভালোবাসি তখন ভাইয়া মূখটা কালো হয়ে গেলো কেনো।আচ্ছা ভাইয়া আমাকে ভালোবাসে না তো।আর যদি ভালো না বাসে তাহলে অন্য ছেদের সাথে কথা বললে সয্যকরতে পারে না কেনো।তার মানে আমাকে ভালোবাসে।কিন্তু আমিতো ভালোবাসি না।হঠাৎ আম্মুর আগাম কররো

কিরে খারার খাবি না কি আজকে।অনেক রাত তো হয়ে গেছে(আম্মু)

এই তো আম্মু আসছি(প্রিয়া)

হুম তারাতারি(আম্মু)

তারপর আম্মুর সাথে চলে গেলাম খাবার রুমে। কিন্তু ভাইয়াকে কোথাো দেখলাম না…তাই ভাইয়ার রুমে গেলাম। ভাইয়ার রুমে গিয়ে যা দেখলাম তাতে আমার অনেক রাগ ওঠে যায়।
আমি গিয়ে দেখি ভাইয়া চাকু দিয়ে হাত কাটতে যাচ্ছে। আমি তারা তারি ভাইয়ার কাচে গিয়ে

ভাইয়া কি করছটা কি এটা তুমি..(প্রিয়া)

চলবে….

[ভূল ক্রটি ক্ষমার চোখে দেখবেন।]

#ভালোবাসি_যে_তোকে
#পর্ব :৩
#লেখিকা :মিমি

মেঘ ভাইয়ার হাত থেকে চাকুটা নিয়ে

এই ভাইয়া তুমি কি করছোটা কি। হাত কাটতে চাইছো কেনো(প্রিয়া)

আমার ইচ্ছা হয়েছে তাই।চাকু টা আমাকে দেয়(মেঘ)

না আমি দিবো না।(প্রিয়া)

কেনো দিবি না। (মেঘ)

আমারও ইচ্ছা হয়েছে তাই(প্রিয়া)

দেয় বলছি মাথা খারাপ করবি না। যা এখান থেকে।(মেঘ)

তোমার তো জন্মে থেকে মাথা নষ্ট হয়ে আছে। নতুন করে আর কি হবে।(প্রিয়া)

কি আমার জন্মে থেকে মাথা নষ্ট??(মেঘ)

তোকি পাগল(প্রিয়া)

কি আমি পাগল??(মেঘ)

কেন কানে শুনতে পাওনা কি বলতাছি(প্রিয়া)

না শুনতে পাই না।তবে তুই শুনে রাখ তুইও জন্ম থেকে পেত্নীর মত দেখতে(মেঘ)

মোটেও আমি পেত্নীর মত দেখতে না। তাই আমাকে পেত্নী বলবা না।??(প্রিয়া)

ও সরি সরি তই পেত্নী নাতো তুইতো শাচ্চুন্নি।??(মেঘ)
কি আমি শাচ্চুন্নি তাহলে তুমি কি হ্যা তুমি তো একটা এন্যাকোন্ডা, জিরাফ, লালবাদর, টিকটিকি, কুচু ও মুরগি ইত্যাদি। (প্রিয়া)

তবে রে তোরে দেখাইতাছি মজা..(মেঘ)

আমি কিছু বললাম না তবে মনে মনে বললাম প্রিয়া পালা নিজেকে বাচাতে চাইলে যখনি পালাতে যাবো ঠিক তখনি ভাইয়া আমার হাত ধরে ফেলে।

কিরে কই পালিয়ে যাচ্ছিস। (মেঘ)

কই পালিয়ে যাচ্ছিলাম আমিতো খাবার রুমে যাচ্ছি। (প্রিয়া)

ওই নাকি(মেঘ)
বলেই আমার একদম কাছে চলে আসলো মেঘ ভাইয়া।

আমি আমার হাত ছাড়িয়ে পিছতে পিছতে থাকি।হঠাৎ দেয়ালে সাথে ঠেকে গেলাম। মেঘ ভাইয়া আমার খুব কাছে চলে আসলেন আমি চলে নিলেই মেঘ ভাইয়ার দুই হাত দেয়ালে রাখলেন আমি মেঘ ভাইয়ার দুই হাতের মাঝে ফেসে গেলাম। এবার আর আমার পালাবার কোন রাস্তা ভাইয়া রাখলেন না।আমরা দুজন দুই জনার দিকে তাকিয়ে আছি।আমি বুঝতে পারছি না ভাইয়া কি করতে চাচ্ছেন।গলা আমার শুকিয়ে যাচ্ছে।মেঘ ভাইয়ার মুখ আমার দিকে এগিয়ে আনছেন। যখন মেঘ ভাইয়া আমার ঠোটে তার ঠোট মিলাতে যাবে তখন আম্মু খাবেরের জন্য ডাক দিলেন।

মেঘ, প্রিয়া কই তোরা খাবার খাবি না কি।তাড়াতাড়ি খাবার খেতে চলে আয়(আম্মু)

এইতো কাকি আসছি।(মেঘ)

হুম তাড়াতাড়ি (আম্মু)

যা আজকে তোকে ছেড়ে দিলাম। (মেঘ)

ভাইয়া আমাকে ছেড়ে দিতে আমি এক দূর দিলাম। আর আমার দূর দেখে ভাইয়া হাসতে লাগলো।তাতে আমার কি আগে আমি জিবন বাচাই।আর একটু অনি আমার কাচে থাকলে মরে যেতাম।খাবার রুমে চলে আসলাম তারপর একটা চেয়ার টেনে বসে পড়ি।একটু পর মেঘ ভাইয়া আসে ঠিক আমার সামনা ভরা ভর চেয়ারটাতে বসে। আমি ভাইয়ার দিকে থাকাতে ভাইয়া চোখটিপ মারে।আমি তাড়াতাড়ি অন্য দিকে তাকালাম।আম্মু এসে খাবার দিলো। আর আব্বু এসে বলতে লাগলো।

আগামীকাল সকালবেলা সবাইকে মিরাদের বাসায় যেতে হবে। কারণ মিরার বিয়ে ঠিক হয়েছে কালকে গায়ে হলুদ হবে।তাই সকাল সকাল আমাদের কে চলে যেতে বলেছে(আম্মু)

ওকে।(সবাই বলল)

তারপর সবাই খাবার খেতে শুরু করলাম। আর এই সুযোগে মিরা আপুর পরিচয়টা দিয়ে দিয়।
মিরা আপু হলো আম্মুর বড় বোনের মেয়ে।মানে আমার খালাতো বোন আমার সমানে পড়ে ইন্টার 1st ইয়ারে।আগামীকাল কাল ওনার গায়ে হলুদ তাই আমাদের সবাইকে যেতে হবে।আমাদের সবার খাওয়া শেষ যে যার যার রুমে চলে গেলাম।রুমে এসে কালকে যাওযার জন্য কাপর গুচিয়ে নিচ্ছিলাম হঠাৎ ভাইয়া রুমে আসে।তাতে আমি অনেক ভয় পেয়ে যাই।

ভা ভাইয়া তুমি এখন এখানে।(প্রিয়া)

হুম কালতো বিয়ে বাড়িতে যাবি তাই না।(মেঘ)

হে যাবো (প্রিয়া)

যাবিতো ঠিক আছে বিয়ে বাড়িতে অনেক ছেলে আসবে তোকে যেন কোনো ছেলের সাথে কথা বলতে বা মেলামেশা করতে না দেখি।(মেঘ)

কেনো কথা বললে কি করবা(প্রিয়া)

ভাইয়া কোনো কিছু না বলে আমার একদম কাছে চলে আসে।আর আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি।ভাইয়ার মুখ আমার কানের কাছে নিয়ে দাতে দাত চেপে বলতে থাকে

যুদি কথা বলিস তাহলে তোর এমন অবস্তা করবো যা তুই ভাবতে পারবি না।আর হে কাল আমার সাথে বাইকে করে যাবি বুজেছিস।(মেঘ)

ও.ওকে (প্রিয়া)

ভাইয়া আমার কপালে একটা কিস করে বলল

হুম গুড (মেঘ)

আমি কিছু বলাম না তারপর ভাইযা চরে যায় আর আমি ঘুমিয়ে যাই।

____সকালে ____

ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নতুন জামা পরে রুম থেকে বের হলাম। বের হয়ে দেখি ভাইয়াও রুম থেকে বের হয়েছে আমিতো ভাইয়াকে দেখে প্রেমে পড়ে গেলাম। আজকে ভাইয়াকে এত সুন্দর লাগছে। কালো শার্ট, কালো পেন্ট, কালো চশমা,কালো ঘরি, কালো জুতা।অনেক সুন্দর লাগছে।আমাকে ভাইয়ার দিকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে বলল

আরে মুখটাতো বন্ধ করে দেখ আমাকে মুখেতো মশা ডোকবে।না জানি ডোকেও পরেছে হয়তো কয়টা।??(মেঘ)

আমি ভাইয়ার কথা লজ্জা পেয়ে। মাথা নিচু করে দাড়িয়ে রইলাম।ভাইয়া আমার কাছে এসে

হইছে আর লজ্জা পেতে হবে না।এখন আসেন সবাইতো চলে গেছে শুধু তুই আর আমি আছি..তাড়াতাড়ি চল(মেঘ)

াআমি অবাক হয়ে বললাম

সবাই চলে গেছে মানে…(প্রিয়া)

মানে আমি সবাইকে বলছি চলে যেতে তুই আমার সাথে যাবি এটা বলছি সবাই ওকে বলছে তারপর তারা চলে যায়।(মেঘ)

ও আচ্ছা (প্রিয়া)

হুম এখন চল।(মেঘ)

আর কোনো কিছু না বলে ভাইয়ার সাথে বাসা থেকে বেরর হলাম। এরপর আমরা দুইজন বাইকে বসে পরলাম।আমি একটু দূরত্ব রেখে বসলাম।

কিরে েত দূরে বসছিস কেনো পরে যাবি তো।(মেঘ)

না পরবো না তুমি চালাও।(প্রিয়া)

ওকে বাট ধরেতো বসবি নাকি।(মেঘ)

পারমু না তুমি চালাও তো(প্রিয়া)

ওকে..(মেঘ)

এরপর ভাইয়া চালাতে থাকে অনেক জোরে এতে আমি অনেক ভয় পেয়ে যাই।

ভাইয়া একটু আস্তে চালাও না।ভয় করে তো।(প্রিয়া)
তোর ভয় করলে আমার কি?ামি আস্তে চালাতে পারি না। (মেঘ)

আমি কিছু বলাম না আর ভাইয়াও আস্তে চালাচ্ছে না।তাই আমি কোনো কিছু না বেবে ভাইয়াকে জরিয়ে ধরলাম যাবে না পরে যাই।আমি জরিয়ে ধরার পর ভাইয়া আস্তে আস্তে চালাতে থাকে তখন আমি বুঝতে পরি ভাইয়া ইচ্ছা করে জোরে জোরে চালিয়েচে যাতে আমি ভয় পেয়ে জরিয়ে ধরি।কিন্তু আমি কিছু বললাম না। কারন ভাইয়াকে জরিয়ে ধরাতে ভালো লাগছিলো।তাই কিছু না বলে ভাইয়ার পিটে মাথা রেখে জরিয়ে থাকলাম।হঠাৎ ভাইয়া বলল…

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here