villain Teacher,পর্ব-9,10

0
2304

villain Teacher,পর্ব-9,10
Writer_Orthi_islam_israt
পর্ব-9

অর্থি রুমে এসে একটু আগের কথা গুলো ভাবছে আর রাগে ফুলছে,,,

অর্থি- ওনি পেয়েছি কী হা,, আজ তো শিমা অতিক্রম করে ফেলেছে,,এর জন্য ওনাকে শাস্তি পেতে হবে,,,আমার কতো সখ ছিলো,কিছুই হলো না,,

Mr.Ariyan islam তুমি দেখতে থাকো তোমার সাথে কি কি হয়,,,

রাতে/….খাবার টেবিলে,,,

অর্থি- আন্টি কাল আমি একটু বাড়ি যেতে চায়,,,,
আরিয়ানের মা-কেনো রে মা হঠাৎ।
অর্থি- একটু দরকার ছিলো গো।।সকালে যাবো আর বিকালে চলে আসব।
আরিয়ানের মা – আচ্ছা যা,আরিয়ান কে সাথে নিয়ে যাস।
অর্থি-না, আমি যেতে পারব আন্টি।
আরিয়ান- মা আমি যাব ওর সাথে চিন্তা করো না।
অর্থি- না না।
আরিয়ান- চুপ।তুমি বেশি বুঝো না।
অর্থি- ঠিক আছে,( আমি তো এটাই চেয়েছিলাম, আগে চলো তো আমার বাড়ি তারপর দেখো কি হয়)।

তারপর যে যার মতো খেয়ে চলে যায়।।।

সকালে/%

আরিয়ান- মা অর্থি কোথায় গো।
আরিয়ানের মা – আমি তো জানি না,, হয়তো ঘুমাচ্ছে।
আরিয়ান- আচ্ছা আমি দেখছি।

তারপর আরিয়ান অর্থির রুমে আসে.

আরিয়ান- ফাজিল মেয়ে এখন ঘুমাচ্ছে।

অারিয়ান- অর্থি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
অর্থি- বাবা গো বাচাও,, বাঘ বাঘ, বাচাও।
আরিয়ান- অর্থি কেও বাচাবে না তোমায়,,,
অর্থি- কে রে হা তুই।
আরিয়ান-আমি তোমার হবু বর বলছি,,

অর্থি না দেখেই।।

অর্থি- আরে না না, আমার হবু বর তো একটা রাক্ষস, এনাকন্ডা,একটা জিরাফ,ভাল্লুক,,আরো কতো কিছু।।
আরিয়ান- কি বললে তুমি হা,, আমি পশু,,,
অর্থি- আরে না না আমি আমার হবু,,,,,আর বলতে পারি নি কথা টা কারণ সামনে যে সং আরিয়ান দাড়িয়ে,,,

অর্থি- আপ,,,আপনি,,,
আরিয়ান- কেনো খুশি হওনি,।
অর্থি- না মানে,
আরিয়ান- কি জেনো বলছিলে তুমি।
অর্থি- না না কিছু না।
আরিয়ান- না না বলো কি কা জেনে আমি।
অর্থি- sorry স্যার।।
আরিয়ান- এখন কেনো ভয় পাচ্ছো,বলো বড়।
অর্থি- না স্যার। sorry।
আরিয়ান- চুপ, যাও রেডি হয়ে নাও,,
অর্থি- জি জি।

তারপর অর্থি আরিয়ান কে মনে মনে বকতে চলে যায় রেডি হতে।।

তারপর তারা Breakfast করে অর্থি দের বাড়ির জন্য রওনা হয়।।

চলবে

#Villain_Teacher
#Orthi_islam_israt
#পর্ব_10

তারপর রেডি হয়ে তারা অর্থিদেরর বাড়ি যায়,,,

(আজ যে আরিয়ানের জন্য অর্থি কি কি করে রেখেছে আরিয়ান তা নিজেও জানে না)।।।।

তারপর তারা অর্থিদের বাড়ি পৌছায়,,,,,,

অর্থি- মা মা ও মা।।
অর্থির মা- কি রে অর্থি তুই হঠাৎ।
অর্থি- কেনো আমি কি আসতে পারি না,,এমন করে বলছো যেনো আমি এই বাড়ির কেউ না,,আর তোমাদের বাড়ি বেড়াতে আসছি।।
অর্থির মা- আরে পাগলি তা কেনো হবে,,তুই তো এই বাড়ির সব,,।
অর্থি- হা হা বুঝেছি আমি,,( মুখ ভেচকি দিয়ে বললো অর্থি)।।।

সে সময় আরিয়ান ভেতরে আসে,,,

আরিয়ান- আন্টি কেমন আছেন।।
অর্থির মা- ভালো বাবা তুমি,,,তোমরা আসবে বলতে আমায়,,এসো বসো বাবা।
আরিয়ান- না না ঠিক আছে আন্টি।।
অর্থি- আরে না না বসুন বসুন।
অর্থির মা- অর্থি ওকে রুমে নিয়ে যা।
অর্থি- আচ্ছা।।

তারপর অর্থি আরিয়ানকে রুমে নিয়ে যায়,,,

অর্থি- স্যার আপনি বসুন এখানে।
আরিয়ান- না না ঠিক আছে, তুমি বসো।
অর্থি- আরে না না আপনি বসুন।( তোকে আজ বুঝাব অর্থি কি জিনিস)
আরিয়ান- আচ্ছা,( বাবা এতো ভালো করে কথা বলছে মনে হয় তো কোনো ঘাপলা আছে আরিয়ান মনে মনে বললো)।।

আরিয়ান ভাবতে ভাবতে চেয়ার টাই বসে।।

যেই না চিয়ারে বসলো দখনি চেয়ার টা ভেঙ্গে পরে যায় ঠাস করে।।

আরিয়ান- ও মা গো,, মাঝাটা গেলো রে।।মরে গেলাম।।
অর্থি- স্যার স্যার কি হয়েছে।।।
আরিয়ান- এটা কিসে বসতে দিয়েছো।
অর্থি- আসলে স্যার,এটা যে ভাঙ্গা আমি জানি না।( মুচকি মুচকি হাসছা অর্থি)।
আরিয়ান- জানো মানে হা,,তুমি ইচ্ছা করে করেছ এমন।
অর্থি- না স্যার বিশ্বাস করুন,,আপনার মাথা ছুয়ে বলছি।
আরিয়ান- কিহহহহহ,,
অর্থি- না মানে,,স্যার আমি যানি না।
আরিয়ান- তোমাকে আমি,,,,,,আহ,,,,,
অর্থি- স্যার আপনি উঠে বসুন।

তারপর অর্থি আরিয়ান কে তুমি খাটে বসায়,,আর মলম এনে আরিযানকে দেয়,,

আরিয়ান-আমাকে কেনো দিচ্ছো হা আমি দিতে পারব,,তুমি দিয়ে দাও।
অর্থি- কিহ,,,,,আ,,আমি দিয়ে দেবো।
আরিয়ান- তুমি ছাড়া তো এখানে কেউ নেই তাই না।
অর্থি- আমি পারব না।
আরিয়ান- পারতে হবে তোমাকে।
অর্থি- পারবনা আমি।
আরিয়ান- কি বললে তুমি।।আমি উঠব।
অর্থি- না না দিচ্ছি।।”

তারপর অর্থি আরিয়ান কে মলম দিয়ে দেয়।।।।

কিছুক্ষন পর।।

আরিয়ান- থাক বাদ দেও,,আমি ওয়াস রুমে যাব।।।
অর্থি- তো যান , এটা আবার আমায় কেনো বলছেন।
আরিয়ান- আমি কি তোর বাড়িতে এসেছি( দাতে দাত চেপে বললো আরিয়ান)।
অর্থি- আচ্ছা আচ্ছা চলুন।

তারপর অর্থি আরিয়ানকে ওয়াস রুম দেখিয়ে দিয়ে আসে।

আরিয়ান যখন ওয়াসরুমে যায়,,,তার কিছু সময় পর,হঠাৎ

আরিয়ান- আআআআআআআআ,,,,,,,,,,,,,

সবাই দড়িয়ে আসে আরিয়ানের চিৎকার শুনে।।।

অর্থির মা- আরিয়ান কি হয়েছে বাবা তোমার দরজা টা খোল।
অর্থি- স্যার স্যার কি হয়েছে আপনার( কেমন লাগছে হা হা হা অর্থির সাথে পাংগা মনে মনে কললো অর্থি)।

আরিয়ান ওয়াসরুম থেকে বের হয়ে আসে।।

অর্থি- স্যার স্যার আপনি টিক আছেন।।
আরিয়ান- নিশ্চুপ,,,,,,,
অর্থির মা-বাবা তুমি ঠিক আছো,,,
আরিয়ান- জি আন্টি আমি ঠিক আছি, পায়ে একটু লেগেছে।
অর্থির মা- তুমি পরলে কি করে।।
আরিয়ান- আসলে পা পিচলে পড়ে গেছি,,,,
অর্থির মা- অর্থি যা আরিয়ান কে নিয়ে যা আর পায়ে মলম দিয়ে দে।
অর্থি- আচ্ছা মা।

আরিয়ান এই দিকে মনে মনে ভাবছে অর্থি এতো ভালো কি করে হলো।।।

তারপর অর্থি আরিয়ানকে ধরে নিয়ে যায়,,আর পায়ে মলম দিয়ে দেয়।।।

অর্থি- আপনি সুয়ে থাকুন আমি নিচে যায়,,আপনার জন্য কিছু নিয়ে আসি।।

আরিয়ান বেচারা তো অবাক হচ্ছে বারবার,,,,,

কিছু সময় পর অর্থি জুছ আর কিছু হালকা খাবার নিয়ে আসে।।

অর্থি- মা বলেছে এই গুলা আপনাকে খেতে।।
আরিয়ান- এতো কিছু।

হঠাৎ

অর্থির মা- হ্যাঁ বাবা সব খেতে হবে।
আরিয়ান- কিন্তু আন্টি, এতো কিছু।।।
অর্থি- আরে স্যার খান।।

তারপর আরিয়ান জুছ টা নেয়,,

যেইনা আরিয়ান জুছটা মুখে দেয়,,,তখনি।।

আরিয়ান- মা গো কি ঝাল ( মনে মনে বললো আরিয়ান কারণ অর্থির মা আছে তাই)।।।
অর্থি- খাও খাও বুঝবে মজা।।হাহাহ।

অর্থি তো মুচকি মুচকি হাসছে,,,,,,,,,

আরিয়ান- তার মানে এই গুলো তোমার কাজ, আগেই বুঝতে পেরেছি কোনো ঘাপলা আছে, এখানে কিছু বলব না বাড়ি যায় আগে মনে মনে বললো আরিয়ান।।।।

তারপর আরিয়ান সব ঝাল ওলা জুছটা খায়,,,,,

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here