প্রেম_এসেছিলো_নীরবে (বোনাস পর্ব)
সাদিয়া_জাহান_উম্মি
আঁধার কালো রাত পেরিয়ে সূর্য মামা জেগে উঠেছে তার দীপ্তমান আলো দ্বারা আলোকিত করেছে এই ধরনী।প্রাহি ফজরের নামাজ পরে তার মিষ্টি সুরে কোরআন শরিফ তিলাওয়াত করছে।এটা তার নিত্যদিনের অভ্যাস।আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে সে সবার ভালোর জন্যে দো-আ করে।কেন যেন ওর ভালো লাগে।নিজের জন্যে দো-আ না চেয়ে অন্যের জন্যে প্রানভরে দো- আ চাইতে।প্রাহি ভাবে ও যেভাবে অন্যের জন্যে আল্লাহ্’র দরবারে দো-আ চাইছে।ঠিক তার মতোই অন্য কেউ হয়তো ওর জন্যেও দো-আ চাইছে আল্লাহ্’র কাছে।কোরঅান তিলাওয়াত শেষ হতেই প্রাহি নিজের বিছানা গুছিয়ে নিলো। তারপর নিজের চুলগুলো ভালোভাবে আঁচড়ে নিজে যাওয়ার জন্যে উদ্যত হলো।আজ প্রাহি সবার জন্যে সকালের জন্যে নাস্তা বানাবে এটা পন করেছে।রান্নাঘরে গিয়ে দেখে সেলিমা খালা মাত্র উঠেই রান্না ঘর ঝাড়ু দিচ্ছেন।প্রাহিকে দেখেই তিনি হাসলেন।সেলিমা খালা এই বাড়িতে কাজ করেন অনেক বছর হলো।প্রাহি তিনি ছোট থেকেই খুব স্নেহ করেন।আর প্রাহিও তাকে খুব ভালোবাসে।প্রাহিকে উদ্দেশ্য করে সেলিমা বললেন,
-” কিগো ছোট বুড়ি।তুই এতো সকালে এইহানে কি করোছ?”
প্রাহি মুচকি হেসে বললো,
-” আজ আমি সবার জন্যে নাস্তা বানাবো খালা।”
খালা অবাক হলেন প্রাহির কথা শুনে।তাই বললেন,
-” ধুর হো হতচ্ছারি।তোর শইল ভালা না আমারে বড় আফা আর ছোট আফায় কইছে।তুই এতো সকালে উঠছোস হেইয়ার লাইজ্ঞাই তোরে মারতে মন চাইতাছে।আবার তুই এহন আইছোস রান্দোন চড়াইতে।যা গিয়া বিশ্রাম নে গা।”
প্রাহি মুখ কালো করে বলে,
-” এমন করছো কেন খালা?আমি ঠিক আছি।মেডিসিন খেয়ে আমার শরীরটা অনেকটাই ভালো।আমার কিছু হবে না।তুমি শুধু বলো কে কি পছন্দ করে সকালে খেতে আমি তাই বানাবো।”
সেলিমা খালা তাও রাজি হলেন না।প্রাহি অনেক জোড়াজুড়ি করায় অবশেষে তিনি হার মানলেন।কারন মেয়েটা আর একটু হলে কেঁদে দিতো।
প্রাহি খুশি মনে একে একে সবার জন্যে নাস্তা বানাতে লাগলো।প্রথমে রুটি আর পরোটা বানালো।তারপর আলু,গাজর,পেপে,বাধা কপি,ফুলকপি,সিম দিয়ে ভাজি বানালো। তারপর খিচুরি চুলোয় বসিয়ে আরেক চুলায় নানা পদের ভর্তা করার সব কিছু তৈরি করে নিলো।ভর্তার জন্যে সব কিছু রেডি হতেই।শীলনোড়ায় একে একে সব ভর্তা করে নিলো।সব শেষে ডিম ভেজে।চুলোয় চায়ের পানি বসিয়ে রাখলো যাতে সবাই আসতেই দ্রুত সবাইকে চা দিতে পারে।এরপর একে একে সব রকম খাবার টেবিলে পরিবেশন করতে লাগলো।সেলিমা খালা কিছুই করেননি।কারন প্রাহি কিছু করতেই দেননি তাকে। প্রাহি যখন ডায়নিং টেবিল সাজাচ্ছে তখন নেমে আসলেন হেনা আর রায়হানা বেগম।তারা এসেই প্রাহিকে বললো,
-” কিরে মা তুই এতো সকালে?”
প্রাহি হালকা হেসে বলে,
-” ও কিছু বা বড় মামুনি আর খালামুনি। আমার সকালে উঠার অভ্যাস।তাই ভাবলাম সেলিমা খালা একটু সাহায্য করি।”
হেনা তাও হালকা শাষনের সুরে বললেন,
-” তোর না শরীর ভালো না?তাহলে তুই এতো সকালে কেন উঠেছিস?”
প্রাহি মুখশ্রীটা ইনোসেন্ট বানিয়ে এককানে হাত দিয়ে মাথাটা হালকা কাত করে বাচ্চাদের মতো করে বললো,
-” সরি খালামুনি!”
হেনা আর রায়হানা বেগম একে অপরের দিকে তাকিয়ে হেসে দিলেন।প্রাহিও হেসে দিলো।হাসতেই হাসতেই ওর নজর যায় সিড়ির দিকে। হেমন্ত,হিয়া,হিয়ান্ত সিকদার,হিয়াজ সিকদার আর অর্থ আসছে সিড়ি বেয়ে।অর্থকে দেখেই শুকনো ঢোক গিললো প্রাহি।কারন অর্থ প্রাহির দিকেই তাকিয়ে আছে তাও অদ্ভুত দৃষ্টিতে।অর্থ তাও প্রাহির দিকে তাকিয়ে আছে।নিচে নেমে আসতেই অর্থ গম্ভীর কন্ঠে বললো,
-” হিয়া যা দাদুকে নিয়ে আয়।”
হিয়া মাথা দুলিয়ে চলে গেলো নুরুল আমিন সিকদারকে আনতে।কিছুক্ষন পর ওরাও এসে পড়লো।তারপর সবাই একসাথে খাবার টেবিলে বসে পড়লো।যখন খাবারের ঢাকনাগুলো সরানো হলো সবাই খুশিতে গদগদ হয়ে গেলো। বিশেষ করে ভুনা খিচুরি এতো এতো পদের ভর্তা দেখে।হেমন্ত প্রায় চেচিয়েই বললো,
-” ওয়াও! ওয়াও! হুয়াট অা প্লেজেন্ট সার্প্রাইজ।এতো এতো ভর্তা তাও সাথে ভুনা খিচুরি।ইয়াম ইয়াম।আজ তো পেট পুরে খাবো আমি। সেলিমা খালা তোমাকে এত্তো এত্তোগুলো থ্যাংক ইউ।”
প্রাহি অনেক খুশি হলো হেমন্তকে এতোটা খুশি হতে দেখে।এদিকে সেলিমা খালা মুখটা কাচুমাচু করে বললো,
-” কিন্তু আইজকা তো আমি কিছুই রান্দি নাই।”
হিয়া ডিম ভাজি মুখে দিয়ে জিজ্ঞেস করলো,
-” কে করেছে খালা?আম্মু নাকি ছোট মা।”
সেলিমা খালা প্রাহির দিকে তাকিয়ে বললেন,
-” প্রাহি রানছে আইজকা সব কিছু।”
সবাই খাওয়া থামিয়ে এইবার হা করে তাকালো প্রাহির দিকে।সবার এইভাবে তাকানো দেখে প্রাহির গলায় খাবার আটকে গেলো।বেচারির নাক মুখ লাল হয়ে গিয়েছে।আকস্মিক অর্থ দাঁড়িয়ে পড়লো তারপর একগ্লাস পানি নিয়ে প্রাহির অপারপাশ হতেই প্রাহির দিকে বাড়িয়ে দিলো। প্রাহি প্রথমে ভড়কে গিয়ে চোখ নামিয়ে কাশতে কাশতেই পানির গ্লাসটা একটানে শেষ করে ফেললো।
নুরুল আমিন জিজ্ঞেস করলেন,
-” দাদু তুই ঠিক আছিস?”
প্রাহি মাথা নাড়িয়ে বললো,
-” হ্যা দাদু।”
রায়হানা বেগম প্রাহির মাথায় হাত বুলিয়ে দিলেন,
-” আমার ছেলেটার না ভুনা খিচুরি নানান পদের ভর্তা দিয়ে খেতে অনেক ভালোবাসে।কিন্তু কি করবো বল বয়স হয়েছে এখন আর এইসব বাটাবাটি করতে পারিনা।তাই এগুলা রান্না করেও আর খাওয়ানো হয় না।আর মেয়েটা তো একেবারে অলসের উপর ডিগ্রি নিয়ে বসেছে।সে একটা ডিমই ভাজতে পারেনা।”
হিয়া ঠোঁট উলটে বললো,
-“মা।”
রায়হানা বেগম হালকা ধমকে বললেন,
-” কি মা হ্যা?শিখ কিছু হিয়ার থেকে।তোর থেকে কতো ছোট হয়েও সব পারে।”
প্রাহি এইবার তাচ্ছিল্য হেসে বলে,
-” আমিও এসব পারতাম না বড় মামুনি।তোমার মতো যদি আমার মাও বেচে থাকতেন তাহলে আমারও কোনদিন রান্না শিখা হতো না।কিন্তু মামির অত্যাচারে সেই আট বছর বয়স হতেই আস্তে আস্তে সব রান্না শিখে নিয়েছি আমি।তবে এটার জন্যে মামিকে ধন্যবাদ জানাবো আমি।আজ তিনি আমাকে রান্না শিখিয়েছেন বলেই আমি তোমাদের সবাইকে রান্না করে খাওয়াতে পারছি।”
সবার মনটা খারাপ হয়ে গেলো।কারো সারাশব্দ না পেয়ে প্রাহি চোখ তুলে তাকিয়ে দেখলো সবার মন খারাপ হয়ে গেছে।তাই প্রাহি নিজেকে ঠিক করে নিয়ে বললো,
-” আরে আমি কষ্ট করে রান্না করেছি সবাই তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে।”
প্রাহিকে হাসিখুশি দেখে সবার মুখেও হাসি ফুটে উঠলো তারপর সবাই নাস্তা করতে লাগলো।সবার মুখে হাসি লেগে থাকলেও।একজন পুরোটা সময় গম্ভীর হয়ে বসেছিলো।প্রাহির কষ্টে জড়ানো প্রতিটা কথাই যেন তীরের মতো আঘাত করেছে অর্থের বুকে।প্রাহির প্রতিটা কষ্টে কেন তার হৃদয় ব্যাথিত হয় এটাই বুজতে পারছে না অর্থ।কাল সারাটা রাত ছটফট করেছে সে।নিজেকে পাগল পাগল লাগছে অর্থের।
প্রাহির রান্না খেয়ে সবাই প্রসংশায় পঞ্চমুখ।কিন্তু যার জন্যে এই স্পেশাল খাবারটা তৈরি করলো প্রাহি।তার থেকেই কিছু শুনলো না ও।সেলিমা খালা থেকে শুনেছিলো অর্থের পছন্দের খাবারের কথা তারপরেই তো তার জন্যে এসব রান্না করলো।মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেলো প্রাহির।কিন্তু তাও সবার সামনে হাসি মুখে থাকলো।এইদিকে অর্থ প্রাহির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলো কিছুক্ষন তারপর সবাইকে বিদায় জানিয়ে সে অফিসের উদ্দেশ্যে চলে গেলো।একে একে হিয়ান্ত আর হিয়াজ ও চলে গেলেন।হিয়া চলে গেলো কলেজে।হেমন্ত যাবে পুলিশ স্টেশনে।বাকিরাও যার যার কাজে চলে গেলো।এদিকে প্রাহি অর্থের মুখ থেকে নিজের বানানো খাবারের প্রসংশা না শুনে মুখ কালো করে রাখলো। লোকটা তো একেবারে চেটেপুটে খেয়ে নিয়েছে সব।কিন্তু তাও কেন একটু সুনাম করলো না প্রাহি।ছোট্ট প্রাহি আর ছোট্ট মনে বিশাল আকারের একটা অভিমান জমালো অর্থকে নিয়ে।কিন্তু আদৌ তার অভিমান কি কখনো অর্থ বুজবে?কি জানি।
#চলবে,,,