বোবা ছেলের নিয়তি, পর্ব:০১

0
1557

বোবা ছেলের নিয়তি, পর্ব:০১
লেখক:- Neel Fardin

আমি :- Hii,kemon achen??(ফেসবুকে)
মেয়ে:- valo,u?
আমি:- valo,ki koren?
“এইভাবে প্রতিদিন একটা মেয়ের সাথে ফেসবুকে চেট করতাম”
আজ ৪ মাসের মতো হয়েছে মেয়েটার সাথে চেট করছি,সত্যি বলতে মেয়েটা অনেক বড় ঘরের মেয়ে বাবার টাকা পয়সা কোনো কমতি নেই,কিন্তু মেয়েটা কোনো অংশে অহংকারি না,আর মেয়েটা আমার উপর অনেকটা দূর্বল হয়ে পড়ছে আমার খবরা খরব নিচ্ছে,অনেকবার ফোন নাম্বার ও চাইছে দি নাই।
কারণ আমি কথা বলতে পারি না(বোবা)
নিয়তি মানুষকে কঠিন পরিস্থিতির মধ্যে ও সরণ করতে শিখায় তুমি ১০০% পরিপূণ নও।
মেয়ে:- নিল শুনো না?(রোজা মেসেজ দিলো)
আমি:- বলো!
মেয়ে:- আমি শুধু একটাবার তোমার সাথে দেখা করতে চাই,তুমি প্লীজ আমার কথা টা রাখো!
আমি:- এ সম্ভব হয়না রোজা(মেয়েটার নাম রোজা)
মেয়ে:- কেন সম্ভব হয়না?তুমি ভাল করেই জানো আমি তোমাকে ভালবাসি খুব,তুমি যদি এই দুইদিনের মধ্যে আমার সাথে দেখা না করো আমি কিছু একটা করে পেলবো নিজের সাথে দেখিও।
আমি:- (আমি চুপ করে রইলাম আর ভয় পেতে লাগলাম আমার কারণে রোজার কিছু হলে হয়তো পৃথিবীতে বাচাটাই কষ্টের হবে না এটা হতে দেওয়া যাবে না)
মেয়ে:- কি হলো নিল?কথা বলছো না কেন(জোরে একটা ধমকে সুরে)
আমি:- আচ্ছা কাল দেখা করবো!
রোজা:- সত্যি!তুমি সত্যি বলছো,(মেয়েটা কতোটা খুশি হয়েছে)
আমি:- আচ্ছা বাই,
রোজা:- ওকে বাই আই লাভ ইউ সো মাছ,(মেসেজে)

আমি ভাবছি রোজা যখন জানতে পারবে আমি গরিবের ছেলে আর কথা বলতে পারি না তখন কেমন রিয়েক্ট করবে হয়তো রাগের চোটে থাপ্পড় ও দিবে মনে হয়,আমি নিজেকে শান্ত রাখা চেস্টা করলাম,
সারারাত ধরে ঘুম হলো না হয়তো আজ রোজাকে সারাজীবন এর জন্য হারিয়ে ফেলবো,

পরেরদিন,,,,,,
আমি একটা বাস স্টাডে পাশে দাড়িয়ে আছি,,রোজার জন্য অপেক্ষা করছি,
রোজা মেসেজ দিলো তার বাস স্টাডে পৌছাতে ১০ মিনিট লাগবে”
আমারর একটু ভয় হচ্ছে,রোজা হয়তো আমাকে অপমান করতে পারে,
আমি বোবা আর গরিব ঘরের ছেলে,
হঠাত দেখলাম একটা বড় কার এসে রাস্তার পাশে ব্রেক করলো,সাথে সাথে আমি ও একটু আড়াল হোলাম,দেখলাম ঘাড়ি থেকে একটা পরি মতো মেয়ে নামতেছে,এটাতো রোজা,ছবি দিয়েছিলো কিন্তু ছবির চাইতেও সুন্দর,
হঠাত ভয়ে পা কাপছে,
আমি:- না নিল তোকে পালাতে হবে,দিলাম দৌড় একটু দুরে এসে হাপাতে লাগলাম,আমি মেয়েটার যৌগ্য না,
হঠাত মেসেজ দিলো:-
রোজা:- নিল কই তুমি আমি এসে দাড়িয়ে আছি তো!
আমি:- (আমি ভয়ের চোটে সিন করে রাখলাম)
রোজা:- কি হলো নিলল,তুমি যদি এখন না আসো তাহলে আমি এখানে সুইসাইড করবো দেখিও,

আমি কিছু না বলে দিলাম দৌড়,রোজার সামনে এসে হাপাতে লাগলাম,(হাটু দরে দরে)
রোজা:- আমার আমাকে জরিয়ে ধরলো হঠাত,কিছু না বুজার আগে।
আমি :- জোর করে ছাড়িয়ে দিলাম,(হাত দিয়ে বুজাতে লাগলাম আমি তোমাকে কিছু বলতে চাই)কিন্তু সে কিছু বুজতে পারলো না,
রোজা:- এমন করছো কেন নিল?
আমি:- আমি ওকে মেসেজে লিখলাম আমি তোমাকে কিছু বলতে চাই!
রোজা:- তো মেসেজে লেখার কি আছে?
আমি:- রোজা আমি তোমাকে আগে বলি নাই যে আমি কথা বলতে পারি না আমি বোবা!আমি খুব গরিব ঘরের ছেলে,তোমাকে দেওয়ার মতো কিছুই নাই আমার কাছে!
রোজা:- (কিছু বলছে না,রোবট এর মতো দাড়িয়ে আছে)
আমি:- রোজা তুমি ফিরে যাও,আমাকে ভালবাসার কিছু নাই,আমি একটা বোবা(মেসেজে লিখলাম) (সৃষ্টিকর্তার উপর ভিশন রাগ হচ্ছে কেন যে বোবা করলো কপালটাই খারাপ)
এক নিমিশে সব শেষ হয়ে গেলো,রোজা দাড়িয়ে আছে আমি চলে যাচ্ছি,আর মনে পরতে লাগলো মেয়েটারই বা কি দোষ সেতো চেয়েছিলো তার প্রিয় মানুষ টা কথা বলুক তার সাথে তার নাম ধরে ডাকুক,,
চিতকার করতে ইচ্ছে হচ্ছে কিন্তু পারছিনা,
একবার পিছন ফিরে দেখলাম দেখি রোজা ঘাড়িতে উঠে চলে যাচ্ছে,
চলেই গেলো,বোবা মানুষকে হয়তো ভালবাসতে পারে না কেউ।
বাড়িতে এসে দেখি আইডি নিল থেকে সাদা হয়ে গেলো।শেষমেষ ব্লক
ভাল থাকিও রোজা,

চলবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here