প্রেম_নিবেদন part- 10

0
2221

story- #প্রেম_নিবেদন part- 10
Writer- #Nur_Nafisa

.
.
আরাফ- শুরু হয়ে গেল আমার #প্রেম_নিবেদন এর জীবন ? ৫ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। আজ থেকে ভার্সিটি যাবো, যদিও পরীক্ষা শেষ হওয়ায় কোনো ক্লাস নেই। তবে মাষ্টার্সে এখানেই ভর্তি হবো। বাইকটা নিয়ে স্টোর রুমে রেখে দিলাম।
.
নিসা- আরে ভাইয়া বাইক চালানোর শখ মিটে গেল নাকি!! ? স্টোর রুমে রাখলে যে?
.
আরাফ- আজ থেকে আর চালাবো না। ?
.
নিসা- ☹️☹️ তাহলে কি গাড়ি নিয়ে যাবা? আমি স্কুলে যাবো কিভাবে?
.
আরাফ- না, গাড়ি ও নিবো না।
.
নিসা- তাহলে ভার্সিটি যাবে কিভাবে?
.
আরাফ- পায়ে হেটে ?
.
নিসা- ??? যে নাকি গাড়ি / বাইক ছাড়া ২ মি এর রাস্তা ও অতিক্রম করে না সে ১৫মি এর রাস্তা হেটে যাবে!!!!
.
আরাফ- আমার জানপাখিটা প্রতিদিন ২০মি হাটতে পাড়লে আমি ১৫মি এর রাস্তা হেটে যেতে পারবো না কেন?
.
নিসা- কিইইইই! ??? আম্মুউউউ…… তুমি কোথায়! দেখো তোমার ছেলে কি বলে, এবার বোধহয় পাগল হয়ে গেছে তুমি পাগলের আম্মু, আমি পাগলের বোন! ?
.
আম্মু- হাহাহা….. ??
.
নিসা- তুমি হাসছো! ব্যাপার টা কি বলো তো!
.
আম্মু- love fact ?
.
নিসা- ? সত্যিইইই! omg! ভাবিকে দেখবো ভাইয়া?
.
আরাফ- ভাবি তো হয় বিয়ের পর! তাহলে বিয়ের পর দেখিস।? তারপর আমি চলে আসলাম।
.
.
নাফিসা- ভার্সিটি যাচ্ছি। হঠাৎ দেখলাম আরাফ আমার পিছনে। কিছুটা দূরত্ব বজায় রেখে পিছু পিছু হাটছে। ব্যাপার টা কি! আমাকে ফলো করছে নাকি! আর আমাকে ফলো করবে কেন, আমি তো ভার্সিটি যাচ্ছি। আমি আমার মতো হেটে চলে আসলাম। দিনা আজ আসে নি। ও এখন সপ্তাহে ২/১ দিন আসে। একা একা ক্লাস করতে বোরিং লাগছে। ২টা ক্লাস করেই বেরিয়ে গেলাম, লাইব্রেরিতে বসে বই পড়ছি। এখানেও আরাফ!! গত ৪ মাসে কখনো ওকে লাইব্রেরিতে দেখি নি। আমি ১ টা ছোট গল্প পড়ে বেরিয়ে গেলাম। পিছু পিছু সেও চলে এলো। বারান্দায় এসে এবার বলেই ফেললাম, এই আপনি কি আমাকে ফলো করছেন?
.
আরাফ- তুমি যা মনে করো?
.
নাফিসা- কিহ! ? ফলো করছেন কেন?
.
আরাফ- I love you. ?
.
নাফিসা- what!!!?
.
আরাফ- yes, I love you. গোলাপ আনিনি, জানি তুমি নিবে না। তাই এমনি প্রপোজ করলাম ?
.
নাফিসা- আপনি কি পাগল হয়ে গেছেন?
.
আরাফ- হুম তোমার প্রেমে ?
.
নাফিসা- আমি কি বলবো! কিছুই বুঝতে পারছিনা। সেখান থেকে চলে আসছিলাম। দেখি সেও আসছে পিছুপিছু। খবরদার, একদম পিছু নিবেন না?
.
আরাফ- তাহলে একসাথে হাটি? ☺️
.
নাফিসা- never ?
.
আরাফ- তাহলে পিছনেই হাটবো, আমার কোনো দোষ নেই, তুমিই না করেছো একসাথে হাটতে ?
.
নাফিসা- ওফফ!? আমি আমার মতো হেটে চলে আসলাম।
.
আরাফ- আমিও ওর পিছু পিছু ওর বাসা পর্যন্ত গেলাম। ওর বাসা চেনার জন্যই সেখানে যাওয়া? ও ভেতরে ঢুকলে আমি আমার বাসায় চলে আসলাম।
.
এভাবেই চলছে দিন….
.
৩ দিন পর…
.
আরাফ- সকালে শিহাব ফোন করলো,
-হ্যালো?
.
শিহাব – হ্যালো দোস্ত, চল আজ ভার্সিটি যাই। অনেক দিন হলো যাই না।
.
আরাফ- আমি তো প্রতিদিনই যাচ্ছি ?
.
শিহাব – প্রতিদিন যাচ্ছিস মানে! ?
.
আরাফ- কিছুনা। চলে আয়
শিহাব- আচ্ছা bye.
.
.
নাফিসা- ওহ! প্রতিদিন এই ছেলে আমার পিছু নেয় ?! আজও আসছে, হঠাৎ দাঁড়িয়ে গেলাম। পিছনে তাকিয়ে,
– এই ছেলে, আপনার সমস্যা কি!?
.
আরাফ- আমার তো কোনো সমস্যা নেই!?
.
নাফিসা- কিন্তু আমার আছে, আপনি প্রতিদিন পিছু পিছু আসেন, লোকে কি ভাববে!
.
আরাফ- যে যা ভাবার ভাবুক, তাতে আমার কি! ?
.
নাফিসা- কিন্তু আমার অনেক কিছু। দয়া করে আমার পিছু নেয়া বন্ধ করুন। ভালো লাগে না আমার এসব? (প্রায় কেদে দিলাম)
.
আরাফ- আচ্ছা, তুমি চাইলে আর আসবো না। but I love you & love forever ❤️
.
নাফিসা- ?, আমি ভার্সিটি চলে আসলাম। আজ দিনা এসেছে। লাইব্রেরিতে বসে আমরা বই পড়ছি এমন সময় আরাফ ও আসলো,
.
আরাফ- হায়, চাশমিশ ☺️ কি করছো?
.
নাফিসা- ? নাচছি।
.
আরাফ- ছি, বই নিয়ে নাচতে নেই। আর এটা তো লাইব্রেরি।
.
নাফিসা- দিনা, চলতো। তারপর বেরিয়ে আসলাম।
.
দিনা- কিরে আরাফ তোর পিছু নিয়েছে কেন? এবার তো মনে হচ্ছে তোর প্রেমে পড়ে যাবে ??
.
নাফিসা- আরে যাবে কি! গেছে বল। এমনকি প্রপোজ ও করে দিছে ?
.
দিনা- ? কি বলিস! কিভাবে প্রপোজ করলো বলতো?
.
নাফিসা- আমার সামনে এসে বলে ” I love you. জানি তুমি গোলাপ নিবে না, তাই গোলাপ ছাড়াই প্রপোজ করলাম ”
.
দিনা- হাহাহা.. ? how interesting!
.
পিছন থেকে,
আরাফ- বাহ চাশমিশ, তুমি তো দেখছি আমার উক্তি মুখুস্ত করে ফেলেছো।
.
নাফিসা- ওহ! আল্লাহ বাচাও আমাকে ?
.
আরাফ- এভাবে বলে না লক্ষিটি!
.
নাফিসা- আপনি যাবেন এখান থেকে! ?
.
শিহাব- কিরে তুই আমাকে ক্যানটিনে বসিয়ে রেখে এখানে এসে পরেছিস! টানতে টানতে ওকে নিয়ে এলাম।
.
আরাফ- দুরর! তোদের জন্য একটু শান্তিতে কথাও বলতে পারি না।
.
শিহাব- তুই ওই মেয়ের পিছনে ঘুরছিস কেন?
.
আরাফ- উহু, সম্মান দিয়ে কথা বল। তোদের ভাবি হয়।?
.
শিহাব, নিলয়, জয়- কিইইই!
.
আরাফ- জ্বিইই।
.
নিলয়- তা এসব কবে থেকে চলছে?
.
আরাফ- চলছে তো অনেক আগে থেকেই, প্রকাশ করলাম ৪দিন আগে। ☺️
.
শিহাব- accepted?
.
আরাফ- noo..?
.
সবাই- হাহাহা…?
.
শিহাব- ভালো কথা চালিয়ে যা ?। কাল তো আমাদের ভার্সিটিতে তারুণ্য জাগরণ প্রোগ্রাম আছে, আসবি না।
.
আরাফ- হুম অবশ্যই। ? আরাফ কোনো প্রোগ্রাম miss করে না৷
.
নিলয়- তোর would be আসবে তো?
.
আরাফ- জানি না। মনে হয় আসবে না। কোনো প্রোগ্রামে তো ওকে দেখিনি।
.
শিহাব- আচ্ছা চল যাওয়া যাক। আরাফ, তোর বাইক কোথায়?
.
আরাফ- স্টোর রুমে ঘুমায় ?
.
শিহাব- কেন?
.
আরাফ- এমনি।
.
শিহাব- এখন বাসায় যাবি কিভাবে! আচ্ছা চল আমি তোকে নামিয়ে দিয়ে আসি।
.
আরাফ- না, আমি হেটে যাবো। bye.
.
শিহাব- আরে, এই ছেলের হঠাৎ কি হয়ে গেল!?
.
.
চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here