প্রেম_নিবেদন Part- 18

0
1809

story- #প্রেম_নিবেদন Part- 18
Writer- #Nur_Nafisa

.
.
আরাফ- রুমে এসে দেখি নাফিসা খাটে হেলান দিয়ে চোখ বুঝে বসে আছে। আমি দরজাটা লাগিয়ে দিলাম।
.
নাফিসা- দরজার শব্দে চোখ খুলে তাকালাম। আরাফ মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে।
.
আরাফ- একি আমার বউ নাকি!?
.
নাফিসা- ?
.
আরাফ- না, মানে বিয়ে তো করেছিলাম নাফিসাকে, কিন্তু মেকাপের কারণে তো তোমার মধ্যে নাফিসাকে খুঁজে পাচ্ছি না।
.
নাফিসা- বিয়ে পড়ানোর সময় মেকাপ ছিলো না??
.
আরাফ- এখন খুঁজে পেয়েছি নাফিসাকে?। এসব চেঞ্জ করে ওযু করে আসো।
.
নাফিসা- তারপর আরাফ লাগেজ নিয়ে আমার সামনে খাটের ওপর খুলে রাখলো। আমি সুতি থ্রিপিস নিয়ে ওয়াসরুমে গেলাম। ধনীদের বাসা, রুমের সাথে ওয়াশরুম সেট করা। ওযু করে এসে দুজনেই নামাজ পড়ে নিলাম। আবার খাটে বসতেই আরাফ আমার সামনে একটা মলম এগিয়ে দিলো।
.
আরাফ- এটা লাগিয়ে নাও, মাথা ব্যাথা করবে না।
.
নাফিসা- ? (আশ্চর্য, আমিতো কাউকে কিছু বলিনি, সে বুঝলো কিভাবে আমার মাথা ব্যাথা!)
.
আরাফ- এমন করে তাকানোর কি আছে? তোমার চেহারা দেখে বুঝা যাচ্ছে তোমার মাথা ব্যাথা। এটা লাগিয়ে ঘুমিয়ে পড়ো। মাথা ব্যাথা কমে যাবে। নাকি আমি লাগিয়ে দিবো??
.
নাফিসা- ওর হাত থেকে সাথে সাথে মলমটা নিয়ে নিলাম। লাগবে না, ?
.
আরাফ- ওকে মিসেস আরাফ ?।
.
নাফিসা- আমি মলম লাগিয়ে খাটের একপাশে উল্টোদিকে মুখ করে ঘুমিয়ে পড়লাম।

আরাফ- ওফ! মাথা থেকে বড় একটা বোঝা নামলো।? নাফিসাকে হারানোর ভয় আমার আজ কেটে গেছে। অবশেষে জানপাখি তুমি আমার ?।
নাফিসা আমার বিপরীত দিকে ঘুরে ঘুমিয়ে গেছে। ও ঘুমানোর বেশ কিছুক্ষণ পর আমি আমার ১টা কাজ শেষ করে নিলাম। যার অপেক্ষায় আমি বহুদিন ছিলাম। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম।
.
নাফিসা- ভোরে ফজরের আযান শুনে ঘুম ভেঙে গেলো। হঠাৎ কেমন যেনো খটকা লাগলো। দ্রুত উঠে বসে পড়লাম। চারিদিকে তাকিয়ে এখন মনে হলো আমি আমার বাসায় নেই। আমার কাল বিয়ে হয়েছে। পাশে তাকিয়ে দেখি খাটের একপাশে আরাফ ঘুমাচ্ছে। আযান দিয়েছে, ডাকবো নাকি! দেখেতো মনে হয় না নামাজ পড়ে!
এতোদিন পড়ুক আর না পড়ুক, এখন থেকে পড়তে হবে।
– এই যে শুনছেন? উঠুন আযান দিয়েছে।
.
এমনি মোবাইলে রিংটোন বেজে উঠলো। আরাফও উঠে বসে রিংটোন বন্ধ করলো।
.
আরাফ- এলার্ম দিয়ে রাখি ফোনে, নামাজ পড়ার জন্য। রিংটোন শুনে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দেখি নাফিসা বসে আছে।
.
– আযান দিয়েছে, নামাজ পড়বে না?
.
নাফিসা- হুম এজন্যইতো আপনাকেও ডাকছিলাম। আপনি শুনতেই পাচ্ছেন না।
.
আরাফ- এতো আস্তে ডাকলে শুনবো কিভাবে! তোমার মাথা ব্যাথা কমেছে?
.
নাফিসা- হুম।
.
আরাফ- ওকে, আমি মসজিদে যাচ্ছি, তুমি নামাজ পড়ে নাও।
.
নাফিসা- আমি ওযু করে নামাজ পড়ে নিলাম। কুরআন শরীফ থাকলে পড়তাম। কিন্তু নেই এই রুমে। রুমটা ভালোভাবে দেখলাম। বড়সড় রুমটা খুব সুন্দরভাবে গুছানো। চারদেয়ালের ১দিকে মাঝখানে খাট পাতানো, খাটের বামপাশের দেয়াল ঘেঁষে ১টা ড্রেসিং টেবিল রাখা, ১টা আলমারি আর বাথরুমের দরজা, পাশের দেয়ালে ঘেঁষে ১টা বড় সুকেচ ও রুমের মেইন দরজা, খাটের ডানপাশের দেয়াল ঘেঁষে সোফা রাখা আর সম্পূর্ণ দেয়ালটা পর্দা লাগানো। পর্দা সরিয়ে দেখলাম রুমের দেয়ালের পরিবর্তে সম্পূর্ণ গ্লাস লাগানো। আর গ্লাসের বিপরীতে বারান্দা। আমি গ্লাস খুলে বারান্দায় গ্রিল ধরে দাড়ালাম। বাইরে একটু একটু আলো ফুটছে, হালকা বাতাস। খুব ভালো লাগছে। গাড়ির শব্দ শুনে এতোক্ষণে নিচের দিকে তাকালাম। আমি কত তলায় দাড়িয়ে আছি তা আমার খেয়াল ই নেই। কাল বাসায় আসার সময় তো কিছুই খেয়াল করিনি। মনে হয় ৩/৪ তলায় হবে। কারণ রাস্তা মোটামুটি অনেকটা নিচে দেখা যাচ্ছে।
.
আরাফ- নামাজ পড়ে বাসায় ফিরে দেখি নাফিসা বারান্দায় দাঁড়িয়ে আছে। আমিও সেখানে গেলাম। ঘুমাওনি, এখানে দাড়িয়ে আছো যে!
.
নাফিসা- সকালে নামাজ পড়ে আর ঘুমাইনা।
.
আরাফ- বাসায় এইসময় কি করো?
.
নাফিসা- কুরআন শরীফ পড়ি।
.
আরাফ- আমার রুমে তো কুরআন নেই। আম্মুর কাছে আছে, পরে নিয়ে নিও। এখন কিছুক্ষণ ঘুমিয়ে থাকো, পরে না হয় আবার মাথা ব্যাথা করবে।
.
নাফিসা- আমি আর কিছু না বলে খাটে এসে শুয়ে পড়লাম। আরাফও এসে ঘুমিয়ে পড়েছে।
.
নাফিসা- কারো ডাকে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি নিসা ডাকছে।
.
নিসা- ভাবি, উঠো। ১১টা বাজে। না খেয়ে এতো ঘুমালে শরীর খারাপ করবে।

নাফিসা- আমি দ্রুত উঠে পড়লাম, ১১টা বাজে!!?
.
নিসা- হুম।
.
নাফিসা- এতো ঘুমালাম কিভাবে!
.
নিসা- কিভাবে আবার, শুয়ে শুয়ে ?। আরো আগেই ডাকতাম, ভাইয়া বলে গেলো না ডাকতে।
.
নাফিসা- তোমার ভাইয়া কোথায় গেছে?
.
নিসা- আব্বুর সাথে অফিসে গেছে। কি যেন দরকার। আর তোমাদের বৌভাত অনুষ্ঠান তো কালকে।
.
এমনি আন্টি রুমে আসলো,
আন্টি- নাফিসার ঘুম ভেঙেছে? ?
.
নাফিসা- আসসালামু আলাইকুম আন্টি।
.
আন্টি- ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমার আন্টি কে, শুনি? মা বলে ডাকবে আমায়। আজ থেকে আমার ২মেয়ে নাফিসা আর নিসা। ওকে??
.
নাফিসা- ওকে?
.
নিসা- ভাবি আমি কিন্তু তোমাকে আপু বলে ডাকবো না। বিয়ের আগেই বলেছি। তোমাকে আপু ডাকলে আমি ভাবি ডাকবো কাকে!?
.
আন্টি- ?
.
নাফিসা- আচ্ছা, তোমার যা ইচ্ছে ডেকো ?
.
আন্টি- আচ্ছা নাফিসা, ফ্রেশ হয়ে এসো আমি নাস্তা দিচ্ছি। একসাথে খাবো।
.
নাফিসা- ওকে।
.
আমি আর আমার শাশুড়ি একসাথে খেয়ে নিলাম। নিসা আগেই খেয়ে নিয়েছে। তারপর আমি আবার আমার রুমে চলে আসলাম। একটু পর নিসা আসলো,
.
নিসা- ভাবি, তোমাকে আম্মুর রুমে যেতে বলেছে।
.
নাফিসা- আচ্ছা চলো।
.
নিসা- তুমি যাও, আমি এখানেই আছি। তুমি আসলে গল্প করবো তোমার সাথে। ?
.
নাফিসা- আচ্ছা ?
.
.
চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here