রাত_যখন_গভীর Season:02,Part :12,13
জান্নাতুল_মাওয়া_মহুয়া
Part :12
সবাই মনোযোগ দিয়েছে।মুগ্ধ শুরু করে।কাল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লো। তখন আমার মনে কেন জানি অদ্ভুত লাগছিল। মনটা বারবার আনচান করছিল। মন অস্থির হয়ে থাকলে ঘুম আসে না।তাই ঘুমাতে পারিনি।কি করবো চিন্তা করতে করতে।
রাতে ছাদে গিয়ে বসেছিলাম।অমাবস্যার রাত,বিদঘুটে অন্ধকার। গুমট একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল।সঙ্গী হয়েছে আমার মনের আনচান অনুভুতি। রাতে কি করবো কিছু করতে না পেরে। আমি আনমনে কিছু একটা ভাবিতেছিলাম।তখনই মন চাইলো একটা গান গাই।তাই
মনে মনে একটা গান ও ধরেছিলাম,
“বকুলের ও মালা শুকাবে
রেখে দিবো তার সুরভি।
তুমি চোখের আড়াল হও,
পলকে বাঁধনে রও,
জেনে রেখো আমিও ছিলাম,
এই মন তোমাকে দিলাম।
এই প্রেম তোমাকে দিলাম। ”
গান শেষ হতেই কারো যেন নুপুর এর ঝুমুর ঝুমুর শব্দ শুনতে পেলাম। তবে শব্দ টা অনেকটা দূরের থেকে আসছিল।তাই আমি নুপুরের শব্দ কোথা থেকে আসছে জানার জন্য রাস্তায় চলে যায়। তবে,
আমি অনেক টা পথ চলার পর ও কাউকে দেখতে পেলামনা।
যখনই মন স্থির করি, ফিরে বাসায় চলে আসবো।তখনই নাকে একটা ঘ্রাণ পাই।এই ঘ্রাণ টা যে আমার খুব চেনা।রাতের মৃদু বাতাসে ঘ্রাণ টা বারবার নাকে আসছিল।মে অজানা আতংক। আমি আর পিছপা হয়নি।কারণ এই ঘ্রাণ জান্নাত এর আমি জানি। খুব ভালো ভাবে বুঝতে পারি ওর গায়ের সেই মিষ্টি ঘ্রাণ। সোজা ঘ্রাণ টা যেদিক দিয়ে আসছে ওইদিকে যাচ্ছিলাম।যখন একটা নদীর তীরে আসি।তখন দেখি,জান্নাত হাত, পা ছোটাছুটি করছে। সেই মুহূর্তে হার্ট বিট বন্ধ হয়ে যাওয়ায় উপক্রম হয়েছিল। সাথে সাথে ঝাপিয়ে পড়লাম নদীতে। এরপর তীরে নিয়ে যায়।
অতঃপর বাসায় নিয়ে আসি।বাকিটা তো আপনারা জানেন ই।।
মুগ্ধ ইচ্ছে করে,কৃত্রিম শ্বাস এর ব্যাপারে বলে নি।কারণ জান্নাত জানতে পারলে,লঙ্কা কান্ড বাধিয়ে ফেলবে।
সবাই মুগ্ধ কে কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে সকালের নাস্তা করে নেই। এরপর ই শুরু হবে তাদের কার্যক্রম।হাবিব অল্প একটু নাস্তা করে নিজের রুমে প্রবেশ করে।
হাবিব ড্রেসিং টেবিলের সামনে বসে মোবাইল টা দেখছে।আড়ালে শাম্মির কিছু ছবি তুলেছিল।সেগুলো কেমন হয়েছে দেখছে?
তখনই, হাবিবের চোখ জোড়া গেল আয়নাতে। টাস করে মোবাইল পড়ে যায়।
হাবিব বলেঃ ইয়ে মানে, আপনি এখানে? আয়নাতে কি করছেন?আমার রুমে অনুমতি ছাড়া কেন আসছেন? তুক্কো আমার আয়না তে?
শাম্মি বলেঃ এইখানে না আসলে জানতাম ই না আমার ছবি তুলে রাখা হচ্ছে। ওই মিয়া কারো অনুমতি ছাড়া ছবি তোলা যাই না জানো না?আরোও আসছে আয়নাতে কেন অনুমতি নিয়ে আসেন্নি বলতে।ঢং।।।
হাবিব বলেঃ আসলে, আসলে।।
শাম্মি বলেঃ আসলে কি?
আপনার খবর আছে,আজ আপনাকে মজা দেখাবো।
এই বলে,শাম্মি আয়না থেকে বেরিয়ে মোবাইল টা নিতে আসছিল। এমন সময় হাবিব মোবাইল টা নিয়ে ভো দৌড় দিল।শাম্মি ও কম কিসের। পিছু নিলো। দুজনের দৌড়াদৌড়ি একদম ছাদ অবধি চলে গেল। দুদিন আগের বৃষ্টির জন্য ছাঁদ কিছুটা পিছলে ছিল। শাম্মি, হাবিব কে অলমোস্ট ধরে ফেলছিল। তার আগেই টাস করে পড়ে যায়। হাবিব, শাম্মি কে ধরতে গিয়ে। শাম্মির পায়ের সাথে লেগে গিয়ে শাম্মির উপর পড়ে যায়।দুজনের চোখাচোখি হয়ে গেছে। শাম্মির মুখ লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করেছে।
হাবিবের ঠোঁট একদম শাম্মির ঠোঁটের ২ ফিট দূরত্বে ছিল।শাম্মি চোখ বন্ধ করে ফেলে। হাবিব আস্তে করে সরে যায়। হাবিব তার হাত বাড়িয়ে দেয়।
হাবিব বলেঃ উঠে পড়েন।
শাম্মি চোখ জোড়া খুলে দেখে হাবিব দাঁড়িয়ে আছে। হাত বাড়িয়ে। শাম্মি একটা মুচকি হাসি দেয়। এই হাসি যেন কিছু একটা ইশারা করছে।
হাবিব মনে মনে বলছে, একটা মেয়ের মন পেতে হলে তার কব্জি শক্ত করে ধরতে হয়না। আলতো করে মেয়েটার হাতটা মুঠোয় পুরে নিতে হয়।এতে মেয়ে টা ব্যথা ও পায় না আবার মেয়েটার মন ও খারাপ হয় না।
হাবিবের মনে একটা চাপা আনন্দ। শাম্মির এই মৃদু হাসি যেন কোন ভালো কিছুর ইশারা করছে।
এই বলে, রিনি এগিয়ে যাচ্ছে বোতলটার দিকে,প্রিন্স এর মনে চাপা উত্তেজনা কাজ করছে।রিনি বোতলে হাত দেয়। রিনির খুব জানতে ইচ্ছে হচ্ছে। কি আছে ভেতরে?,এত আকর্ষণীয় লাগছে কেন এই বোতালটা কে?
রিনি আর সাত,পাঁচ না ভেবে বোতল টার মুখ খুলে ফেলে। চারপাশে একটা মিষ্টি ঘ্রাণ চড়িয়ে পড়ে । রিনির খুব চেনা মনে হচ্ছে এই ঘ্রাণ টা কে।হঠাৎ চোখ জোড়া গেল বোতলে।হালকা হালকা ধোঁয়া বের হচ্ছে। রিনি চোখ জোড়া বন্ধ করে, রিনি মাতাল করা সেই ঘ্রাণ টা নিচ্ছে। তখনই, কেউ একজন মিষ্টি স্বরে বলে, রিনি।।।।।ও রিনি।
রিনি বলেঃ কে?
কেউ একজন বলেঃ চোখ তু খুলে দেখো।
রিনি চোখ জোড়া খুলে দেখে এটা প্রিন্স (ইনতিয়াজ)। রিনির মনে পড়ছে এটা সেই বোতল যেটাতে প্রিন্স কে বন্দী করা হয়েছিল। রিনি একদম অবাক হয়ে গেছে। কেমনে কি হলো?প্রিন্স রিনি কে জড়িয়ে ধরে।
রিনি এবার বলে উঠেঃ কেমন আছেন? কেমন ছিলেন?
প্রিন্স বলেঃ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছিলাম।
রিনি বলেঃ বোতল বন্দী জীবনে কেমনে ভালো ছিলেন?অতীত চিন্তা করে কি আপসোস হচ্ছে না?
প্রিন্স বলেঃ রিনি,একটা কথা মনে রাখবে,যে অবস্থায় থাকোনা কেন।ভালো থাকবে।ভালো থাকার চেষ্টা করবে।কেননা ভালো থাকতে হলে জীবনে থাকা চাই সন্তুষ্টি। আর সেজন্য বর্তমান কে বর্তমান দিয়েই বিবেচনা করতে হবে। উপভোগ করতে হবে সবটা আনন্দ আজই।কেননা যা চলে যায়, বা গিয়েছে তা আর ফিরে আসবেনা।অতীত হয়তো কষ্টের ছিল তা ভুলে থাকতে পারলেই ভালো থাকতে পারবো।তাছাড়া যা আছে তা অমূল্য, তাকে সাজাতে হয়।আমি ও সাজাবো আমার যা আছে তা দিয়ে।
এইতো তা তাই বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি রিনি।
তখনই,
প্রিন্স আবার বলেঃ এই দিকে কাছে আসো!আমাকে শক্ত করে ঝাপটে ধরো???
রিনি চোখ গোল গোল করে তাকিয়ে আছে,
রিনি বলেঃ কি বলছেন এসব?
প্রিন্স বলেঃ আমার কোন ছোঁয়াছে রোগ নেই। সো চিন্তা করিও না।যা বললাম তাই কর।
আর খুব শক্ত করে আঁকড়ে ধরবে কিন্তু। তোমার সাথে কি হয়েছে কে করছে এমন?
এখানে কেমনে আসলে?
সব শুনবো।
তার আগে এখন দেখি তো গায়ে কেমন শক্তি আছে?
কত শক্ত করে আঁকড়ে ধরতে পারো?
রিনি এক মূহুর্ত দেরি না করে।হুরমুডিয়ে প্রিন্সের বুকের সাথে মিশে যায়। খুব শক্ত করে আঁকড়ে ধরেছে। রিনি স্পষ্ট অনুভব করতে পারছে প্রিন্স এর শ্বাস প্রশ্বাস।
প্রিন্স তখন, একটা দীর্ঘ শ্বাস নেই। সাথে সাথে,
চোখ বন্ধ করে,,,
চলবে…….
রাত_যখন_গভীর
জান্নাতুল_মাওয়া_মহুয়া
Season:02
Part :13
************
প্রিন্স তখন, একটা দীর্ঘ শ্বাস নেই। সাথে সাথে,
চোখ বন্ধ করে।
প্রিন্স (ইনতিয়াজ) বলেঃ আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে? নাকি জড়িয়ে ধরে থাকার ইচ্ছে?এইভাবে জড়িয়ে ধরে থাকলে কিন্তু কিছু একটা হয়ে যাওয়ার সম্ভবাবনা আছে। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবা না।আবার কান্না ও করতে পারবে না।
রিনি চোখ জোড়া খুলে দেখে। একটা খুব সুন্দর রুম। অনেক বড়।কিন্তু রিনির মনে হচ্ছে, প্রিন্স কে জড়িয়ে ধরেছে মাত্র ১ মিনিট ও হবেনা।এত তাড়াতাড়ি পৌঁছে গেল।
রিনি মনে মনে বলছেঃ চান্দু,আমাকে কথা শোনাই ছো।এর হিসেব আমি বরাবর করে দিবো।আমি তো জানতাম না ১ মিনিট পৌঁছে যাবো যে সেটা।তাই বলে ওমন কথা বলবে।সময় আমারও আসবে,
রিনি আড় চোখে তাকিয়ে আছে প্রিন্সের দিকে।
তখনই,
প্রিন্স বলেঃ বস।এবার বল,কি হয়েছিল? তুমি কেমনে এইখানে? সব খুলে বল রিনি।।।।
রিনি সব খুলে বলে। এরপর
রিনি বলেঃ আপনি কেমনে ওই ঘরে, ওই মহিলার রুমে ছিলেন?আপনার সাথে কি হয়েছিল?
প্রিন্স ও তার সাথে যা যা হয়েছে সব খুলে বলে। প্রিন্স বলেঃ আচ্ছা, রিনি তুমি তো সব বলছো।তবে যে জিন এসব করছে? তার নাম কি?
দেখতে কেমন?কিছুই তো বল নি।
রিনি বলেঃ বিশ্বাস করবেন? কে করছে এসব তার নাম বললে!তাছাড়া হুহ্। আমার প্রতি আপনার প্রতিশোধ এর নেশা ধরিয়ে দিতে সে মুখ্য ভুমিকা রেখেছিল।
প্রিন্স বলেঃ আমি জানি রিনি তুমি মিথ্যা বল না।তোমার সাথে তু ছিলাম।যখন ছিলাম, তখন প্রতিটি মূহুর্তে, তোমাকে অনুসরণ করেছি।বিশ্বাস করি তোমাকে রিনি।আমার নিজের চেয়ে বেশি। বল কে করছে?
রিনি বলেঃ সব কিছুর মূলে আছে, রহমান জিন। আপনার সেই কলিজার বন্ধু। যা কে নিয়ে আমার স্কুলে যাওয়ার পথে দাড়িয়ে থাকতেন।
প্রিন্স নিস্তব্ধ হয়ে আছে। সে যেন নিজের কান কে বিশ্বাস করতে পারছে না।
প্রিন্স বলেঃ রিনি ওটা শয়তান জিন এর বাসা ছিল। বলতে পারো শয়তান প্রিন্স এর।কিন্তু রহমান কেমনে শয়তান প্রিন্স?
রিনি বলেঃ সেসব তু আমি জানি না।
প্রিন্স বলেঃ রিনি, সরি।তোমার জীবন টা একদম নষ্ট করে পেলেছি।আসলে, রাগ,প্রতিহিংসা, প্রতিশোধ এর মনোভাব কখনও ভালো কিছু নিয়ে আসে না।তার জ্বলন্ত উদাহরণ হচ্ছো,তোমার পরিণতি রিনি।
রিনি বলেঃ আমি এসব নিয়ে চিন্তা করি না।এটাই আমার ভাগ্যে আছে বা ছিল বলে মেনে নিয়েছি।বাবার কথার অবাধ্য হওয়ার জন্য এই শাস্তি আল্লাহ পাক আমাকে দিয়েছে এটা আমার প্রাপ্য।
প্রিন্স বলেঃ আমরা ২,৩ দিন পর পৃথিবীতে যাবো।কারণ এখন যাওয়া টা তোমার জন্য সুরক্ষিত না।এই জায়গায় তুমি সুরক্ষিত।
রিনি হালকা মাথা নাড়ে। দুজন দু পাশে বসে আছে। প্রিন্স এর মন বড্ড জ্বালাচ্ছে। কারণ, সে ভালো ভাবে বুঝতে পারছে,রিনির মনে তার জন্য এখনো কোন জায়গা হয়নি।জায়গা তো এমনে এমনে হয়না করে নিতে হয়।
প্রিন্স জানালায় দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখছে।সত্যি বলতে, যখন কারো প্রতি ভালবাসা বেশি হয়ে যাই, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়।
এটা বলে, প্রিন্স পিছনে ফিরে দেখে রিনির দিকে।রিনি কোন প্রতি উত্তর দেয় কিনা।
কিন্তু রিনি বাচ্চা মেয়ের মতো ঘুমিয়ে পড়লো ।মুখে ফুটে আছে রিনির ভুবন ভোলানো মিষ্টি একটা হাসি।
প্রিন্স আবার বলে উঠেঃযে মিষ্টি হাসি দিয়ে সবার কষ্ট কে ভুলিয়ে দেয়, হাসি ভুলে সে ও একসময় কাঁদে কিছু কষ্ট ভুলতে পারে না বলে।
এমন কিছু কষ্ট লুকিয়ে আছে রিনি ও প্রিন্স দুজনের মনে।তারা এসব কষ্ট পিছিয়ে রেখে সামনের জীবন টা সুন্দর করতে পারবে?।রিনির মনে কি একটু জায়গা হবে প্রিন্স এর জন্য?
নাকি অপ্রাপ্তির খাতায় নাম লিখাবে দুজনেই?
?
?
?
=>সুমি প্লিজ এমন করো না। তাছাড়া, আমাকে ভুল বুঝলে।ও আমার চাচাতো বোন ছিল। বিশ্বাস কর, সব ঠিক হয়ে যাবে।আর আজকে হলুদ ড্রেস পরেছো।বেশ মানিয়ে ছে।চোখ ই সরাতে পারছিনা।
এতক্ষণ ধরে সিরাজ তার শেষ চেষ্টা করছে সুমি কে বুঝাতে। সুমি বাসার সবার চোখ ফাঁকি দিয়ে।বিশেষ করে জান্নাত এর চোখ ফাঁকি দিয়ে বাসার থেকে একটু দূরত্বে একটা কফির দোকানে এসেছে।কারণ সিরাজ নানা ভাবে ইমোশনাল করছিল।শেষ দেখা হলে করতে বলেছে। এক সময় তো ভালোবেসে ছিল এখন ও ভালোবাসে সুমি। অনুভূতি গুলো এখনো কাজ করে তাইতো শেষ দেখা করতে চলে এসেছে।
সুমি বলেঃ আচ্ছা সিরাজ,
নিজের হবু বর কে যদি অন্য মেয়ের গলায় হাত দিয়ে ঘুরতে দেখি?
সেই মেয়ের কোলে মাথা রেখে গল্প করতে দেখি? তাহলে নিজের চোখ জোড়া কে কেমনে অবিশ্বাস করবো?
আসলে, তুমি যে আমার পাশে বসে আছ আমার কাছে তোমাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হচ্ছে না।
কথায় আছে,
“মনের দূরত্ব বেড়ে গেলে,
পাশাপাশি চেয়ারে বসে ও
তাকে প্রয়োজনীয় মানুষ
বলে মনে হয় না।”।।।।
তাছাড়া, কারো সম্পর্কে খুব বেশী জেনে ফেলতে নেই,সবটা পড়া হয়ে গেলে তার প্রতি আমাদের আগ্রহ কমে যায়। প্রকৃতি রহস্য পছন্দ করে না।মানুষ রহস্য পছন্দ করে। মানুষ কে থাকতে হবে রহস্যময়।।।
আমার জীবনের প্রত্যেক পাতা তোমার জানা তাই হয়তো রহস্য ময়ী ভাব টা নেই। সমস্যা নেই তোমাকে মুক্ত করে দিলাম।
মনে রাখবে সিরাজ একটা কথা, আগে যতটা চেষ্টা ছিলো, তোমাকে পাওয়ার, আজ তার চেয়ে বেশি চেষ্টা , তোমাকে ভলে যাওয়ার।আসি সিরাজ।খুদাহ হাফেজ।
সিরাজ বেশ কয়েক বার ডেকে ছিল। সুমির অশ্রুতে টলটল চোখ জোড়া পিছনে ফিরে দেখে নি।এগিয়ে চলছে সামনের দিকে।
সুমি মনে মনে বলছে, সিরাজ,তোমার তো আজ কথা, বলার অনেক মানুষ আছে, তাই বুঝি আজ আমায় তোমার এতো অচেনা লাগে। রাস্তার পাশ দিয়ে হেটে আসছে।।।
?
?
বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে। অর্ক বলেঃ তোমরা সবাই আছ,সুমি কই? কোথায় গেছে?এখন আমাদের কাজ শুরু করবো তো।ওকে যে দরকার।
সবাই চুপচাপ।কারণ কেউ জানে না সুমি কই গেছে?
অর্ক রেগে গিয়ে বলেঃ সবাই কে নিষেধ করে দিছিলাম কোথাও না যাইতে।দুর এখন রিনি কে না খুঁজে সুমি কে খুঁজতে হচ্ছে। অথচ, কথা ছিল আজ রিনিকে চিরনি অবিজান চালিয়ে খুঁজে বের করবো।বাল তা আর হলো না।সুমির মোবাইলে কল দে জান্নাত।
জান্নাত বলেঃ মোবাইল টা যে বন্ধ। বেশ কয়েক বার কল দিছি।
তখনই,
শাম্মি বলেঃ সিরাজ কে একটা কল দিয়ে দেখেন মনে হচ্ছে, ওনি কিছু জানতে পারে।
রাহাত হুজুরঃ কল দিল।জানতে পারলো তাদের দেখা হয়েছে। তবে অনেকক্ষণ হয়ে গেছে, সুমি কফির দোকান থেকে বেরিয়ে পড়েছে।
হাবিব বলেঃ তাহলে, সুমি কোথায়?দোকান টা থেকে আসতে তো এতক্ষণ লাগে না।আনুমানিক, ১০ মিনিট লাগবে।এখন তো প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে।
সবাই সারাদিন বিভিন্ন জায়গায় সুমিকে খুঁজে দেখে কিন্তু পেল না।জান্নাত একদম মন মরা হয়ে গেছে। কারণ তার বেস্ট ফ্রেন্ড কে পাচ্ছে না।কোথায় কথা ছিল আজ রিনি কে খুঁজে বের করবে সবাই মিলে।সেই জায়গায় আরেক জন নিখুজ হয়ে গেছে। রাতে সবাই চিন্তা করছে।সারাদিন খুঁজে ও পেল না সুমিকে।পুলিশ কে ও জানিয়েছে।পর মুহূর্তে,
=>মেম মেম কই আপনি??? আপনার রুম রেডি।সরি একটু বেশি দেরি করে ছি।তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন।কাল যে বিয়ে। অনেক ধকল যাবে কাল আপনার উপর। তাই রেস্ট নিয়ে নেন।
মহিলা রুমে প্রবেশ করে দেখে রিনি নেই। পাশে সেই বোতল টা খুলা অবস্থায় পড়ে আছে।
মহিলা সারা ঘর খুঁজে দেখে কিন্তু কোথাও রিনি নেই।
।
মহিলা বলেঃ কাল যদি বিয়ে টা না হয়?
রিনি কে না পাই রহমান তো আমাকে মেরে ফেলবে।তাছাড়া রিনি যে কেমনে পালিয়ে গেছে এই ঘর থেকে হুহ।প্রিন্স রহমান এর বউ পালিয়ে গেছে নানা জনননানা কথা বলবে।কি যে করি?????
মহিলা ভেবে কোন কোল কিনারা পাচ্ছে না। এমন সময়, মহিলার আরেক জিন বান্ধুবীর কথা মনে পড়ে। সে অসম্ভব সুন্দরী ও বুদ্ধিমতি।সেই পারবে এই অবস্থা থেকে বের করতে। মহিলা এক মুহূর্তে চলে গেল তার বান্ধুবীর বাড়িতে।রাত তখন অনেক গভীর । এমন সময়,
………
চলবে……..