ভালোবাসি তাই #পর্বঃ৬,৭

0
2591

#ভালোবাসি তাই
#পর্বঃ৬,৭
#Tanisha Sultana
পর্বঃ৬

অভি তেড়ে তানহার দিকে এগিয়ে আসে। তানহা দুইকানে হাত দিয়ে মুখটাকে ইনোসেন্ট করে বলে
“এতো গুলা সরি। আসলে আমার সব জামাকাপড় ভিজে গেছে

অভি তানহার কাছে এসে হাত ভাজ করে দাঁড়ায়।
” এই শার্টটাই পেলে?

“আমি তো আর শার্টটা খেয়ে ফেলবো না। জাস্ট কিছুখন পড়ে থাকবো। তারপর কেঁচে দেবো আপনায়। বাই দা ওয়ে শার্টটা কি আপনার বউ গিফট করছে?

” বউ? ভ্রু কুচকে অবাক হয়ে বলে অভি।

“আরে আজ সকালে আপনি বউ মনে করে আমায় জড়িয়ে ধরেছিলেন।
তানহার কথা শুনে অভির কাশি উঠে যায়। তানহা কেবলার মতো তাকিয়ে আছে।

” আমার কোনো বউ টও নাই। কোনো মতে হাসি থামিয়ে বলে অভি।

তানহা দাঁত কেলিয়ে বলে
“আমি দেখতে বোকা বোকা হতে পারি কিন্তু আমি প্রচুর চালাক। আপনার বউ আছে। আর সেটা আমি খালামনিকে বলবো। তোমার লুকোচুরি ধরা পড়ে গেছে বাবু
লাস্টের কথাটা সুর টেনে বলে।
অভির রাগে মাথা ফেটে যাচ্ছে। এতো কথা কেমনে বলে মেয়েটা। তানহাকে টেনে ওয়াশরুমে নিয়ে যায়।
” আরে আরে কোথায় নিয়ে যাচ্ছেন

ওয়াশরুমে ছেড়ে সাওয়ার অন করে দেয়। সাথে সাথে তানহা ভিজে যায়। অভি বেরিয়ে আসতে নিলে তানহা অভির শার্ট ধরে টান নিয়ে অভিকেও সাওয়ারের নিচে নিয়ে আসে। অভিও ঋিজে যায়। দেয়ালের সাথে লেগে যায় তানহা। আর তানহার সামনে অভি।
“কেমন দিলাম বস? চোখ টিপে বলে তানহা।
অভি কটমট চোখে তাকিয়ে বলে
” এবার শাস্তি ভোগ করো।

বলেই বেরিয়ে এসে দরজা লক করে দেয়। এখন যতখন না বাবা মা বাড়ি আসবে ততোখন এই মেয়েটা এখানেই থাকবে। সাওয়ার অন না করলে তানহার শব্দ বাইরে থেকে শোনা যাবে। শার্ট পাল্টে জোরে একটা শ্বাস নিয়ে খাটে বসে অভি।
“পাগল হয়ে যাবো আমি
বিরবির করে বলে। ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছে তানহা। অভি বেলকনিতে গিয়ে ফোন হাতে নেয়। দেখে একটা মেসেজ এসেছে। ঢাকা ভার্সিটিতে মেনেজমেন্টে অনার্স করার চান্স পেয়েছে তানহা। অভি মাথায় হাত দেয়।
” এবার এই লেজ ছাড়া বাঁদরটা আমার কলেজেও চলে যাবে আমাকে জ্বালাতে।
অভি রুমে এসে একটা শার্ট আর টাওজার নিয়ে ওয়াশরুমের দরজা একটু খুলে তানহার দিকে এগিয়ে দেয়
“এগুলো নাও

এতোখন ডাকাডাকির পরে অভি দরজা খোলায় ফট করে তানহা জামাকাপড় নেয়। অভি আবার গিয়ে খাটে বসে। তানহা চট করে চেঞ্জ করে বাইরে বের হয় তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে। অভি তানহার দিকে তাকিয়ে ঢোক গিলে। সাদা শার্ট আর ক্রিম কালার টাওজার পড়া লেজ ছাড়া বাঁদর দাঁড়িয়ে আছে। টাওজারের পা অনেক বড় হয়েছে। শার্টের ও হাতা বড় হয়েছে। তানহা কিছু বলতে যাবে তার আগেই অভি এসে তানহার হাত ধরে। তানহাকে খাটে বসিয়ে নিজে ফ্লোরে বসে পড়ে। তানহা হা হয়ে দেখছে। তানহার বা পাটা ধরে নিজের পায়ের ওপর রাখে। তানহা সরিয়ে নিতে গেলে চোখ গরম করে তাকায়। অদ্ভুত এক শিহরণ বয়ে যায় তানহার ওপর দিয়ে। বুকের ভেতর টিপটিপ করছে। অভি তানহার পায়ের টাওজার গুটিয়ে দেয়।

” এই করলার আবার কি হলো? হঠাৎ এতো কেয়ার? গাঁজা খাইছে মেবি
মনে মনে বলে তানহা। এখন শার্টের হাতা গুটিয়ে দিচ্ছে।

“ক্রাশ টাশ খাইলেন না কি আমার ওপর? যদিও বা আমি ক্রাশ খাওয়ার মতোই মেয়ে। কতো ছেলেরা পেছনে ঘুরে। আমি কিন্তু আপনাকে পাত্তা দেবো না।
অভি তানহার শার্টের কলার ধরে হালকা টান দেয়। তানহা অভির দিকে ঝুঁকে যায়। তানহা বড়বড় চোখ করে তাকায়। অভির গা থেকে কড়া পারফিউমের গন্ধ আসছে। সাথে মুখ থেকে সিগারেটের গন্ধ।

” আর একটা কথা বললে চাপকে দাঁত ফেলে দেবো। কিছুটা ফিসফিস করে বলে অভি। অভির ভয়েস শুনে তানহার শরীরে কাঁটা দিয়ে ওঠে। দুরে সরে যায়। নিজেকে সামলে নিয়ে বলে

“আমি বুঝতে পারি না আপনার মতো একটা তেতো মানুষকে ওই আপুটা আই মিন আপনার লুকিয়ে রাখা বউ কি দেখে বিয়ে করলো। রোমান্টিক তো আপনি কখনোই না। আর মিষ্টি কথাও বলতে পারেন না। তাহলে? নিশ্চয় ফাঁসিয়ে বিয়ে করেছেন। ছিনেমার হিরোদের মতো সাদা কাগজে সাইন করিয়ে সেটাকে রেজিস্ট্রি পেপারে বসিয়ে দিয়েছেন।

” সাট আপ
কানে হাত দিয়ে জোরে ধমক দিয়ে বলে অভি। তানহা ছিটকে দুই হাত দুরে সরে যায়। অভি তানহার হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে
“সোজা কথা বোঝো না তুমি? তোমাকে চুপ থাকতে বললাম শুনলে না। এবার আমি চুপ করাবো তোমায়।

তোয়ালে দিয়ে তানহার হাত বেঁধে মুখে কসটিপ লাগিয়ে দেয় অভি। তারপর খাটে আধসোয়া হয়ে জোরে শ্বাস টেনে বলে
” ছোটমট সাইকোন বয়ে গেলো এখানে।

তানহা কাঁদো কাঁদো ফেস করে অভির দিকে তাকিয়ে আছে। অভি গোল হয়ে বসে বলে

“এবার আমি বলবো তুমি শুনবা।
তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছো। তো আমি সেখানেই পড়ি। এবার তোমর ডিসকু মা বর আমার আম্মু এটা জানতে পারলে তোমাকে আমার ফ্লাইটে পাঠিয়ে দেবে আমাকে জ্বালাতে। তো তুমি এবার সবাইকে বলবা তুমি দেবেন্দ্র কলেজে পড়তে চাও। ক্লিয়ার?

তানহা মন দিয়ে শুনলো। তারপর চোখে মুখে হাসি ফুটে ওঠে। এক ঢিলে দুই পাখি। আবিরের স্মৃতি থেকে বাঁচতে দুরেও যাওয়া হবে আবার অভিকে জ্বালানোও হবে।

” কি হলো বলো?

তানহা ইশারায় কসটিপ দেখায়।
“থাক বলতে হবে না। এভাবেই থাকো।
তানহা মনে মনে হাজারটা গালি দেয় অভিকে। প্রচুর খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খায় নি। আর এখন এখানে বসে আছে বন্দি হয়ে। তানহার চুল থেকে পানি পড়ে অভির বিছানা ভিজে যাচ্ছে। ভালো করে চুলটাও মুছে নি। অভি ফোন দেখছে আর একটু পরপর তানহার দিকে তাকাচ্ছে। কেনো জানি খুব ভালো লাগছে। সাধারণ শার্টে কাউকে এতো ভালো লাগতে পারে?

পাক্কা আধ ঘন্টা পরে কলিং বেল বাজে। অভি দরজা খুলে দেখে মা দাদু, অনিক আর খালামনি এসেছে।
” তানহা কোথায় রে?
খালামনি উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করে। অভি দরজার সামনে থেকে সরে গিয়ে বলে
“আমার রুমে

” তোর রুমে তানহা। তাও এখন আসলো না
সন্দেহ নিয়ে খালামনও আর আম্মু এগিয়ে যায়। দাদু ক্লান্ত বলে ওখানেই বসে পড়ে। অনিক মেসেঞ্জারে বেবিটার রাগ ভাঙাতে ব্যস্ত।

মা আর খালামনি ভ্রু কুচকে তাকায় তানহার দিকে। তানহা ওদের দেখে খুশি হয়।
“তোর এ কি অবস্থা? দৌড়ে গিয়ে হাত আর মুখ খুলে দেয়। তানহা জোরে জোরে শ্বাস নেয়।

” খালামনি তোমার ছেলে একটা রাহ্মস
কাঁদো কাঁদো ফেস করে বলে। অভিও রুমে চলে আসে। মা আর খালামনি তাকিয়ে আছে।

“জানো খালামনি তোমার ছেলের বউ আছে

” কিহহহহহ
খালামনি আর মা এক সাথে চিৎকার দিয়ে বলে। অভি কটমট চোখে তাকায়।

“হুমমম আজ সকালে আমি যখন ওনার রুমে এসেছিলাম তখন উনি আমাকে জড়িয়ে ধরে
কথা শেষ হওয়ার আগেই অভি দৌড় এসে তানহার মুখ চেপে ধরে।
খালামনি আর মা ভ্রু কুচকে তাকায়।
অভি থমথমে গলায় বলে

” ওর মাথায় গন্ডগোল হয়েছে তাই আবল তাবল বলছে
তানহা হাত ছাড়ানোর জন্য ছটফট করছে। অভি কানের কাছে ফিসফিস করে বলে

“জড়িয়ে ধরছিলাম তাই না? একবার ওনারা যাক তারপর বোঝাবো জড়িয়ে ধরা কাকে বলে
অভির কথা শুনে তানহা ছটফট বন্ধ করে ফেলে। তানহার মা অভির মা কে টেনে বাইরে নিয়ে যায় কিছু বলার জন্য। তানহা শুকনো ঢোক গিলে

” কি দরকার ছিলো এতোগুলো কথা বলার। এবার তো পতন নিশ্চিত

চলবে

#ভালোবাসি তাই
#পর্বঃ৭
#Tanisha Sultana

“কান ধরে উঠবস করে সরি বললেও এখন কাজ হবে না

অভি তানহার দিকে তৃঙ্খ দৃষ্টিতে তাকিয়ে বলে।
তানহা চুল ঠিক করতে করতে ভাব নিয়ে বলে
” সরি বলতে আমার বইয়েই গেছে।
অভি তানহার দিকে একটু এগিয়ে আসে। তানহা একটা বালিশ নিয়ে আধশোয়া হয়।

“কাছে আসো কাছে আসো কাছে আসো না
সুর টেনে গানটা গায়। অভি থেমে যায়।

“ক্লোজ আপ দিয়ে ব্রাশ করার কি গুণ। অভি ভাইয়া খালি আমার কাছে চলে আসে।
একটা গান মনে পড়ে গেলো
বুক চিনচিন করছে হায়
মন তোমায়,কাছে চায়

অভি দু পা পিছিয়ে যায়। তানহা সোজা হয়ে বসে।
” কি গো আমার খালাতো ভাই দুরে সরে গেলেন কেনো? ওহহ আমি তো ভুলেই গেছি আপনি আমার হাতা গুটিয়ে দিছেন এটা তো খালামনি আর আমার ডিসকু মাকে বলতে হবে।
মাথায় হাত দিয়ে বলে তানহা।

অভি দুই হাত গুঁজে কপালে ভাজ ফেলে বলে
“এটাও বলে দেবে?

“কেনো বলবো না? এতো সুন্দর করে আমার পা টা আপনার পায়ের ওপর দিয়ে গুটিয়ে দিলেন। এটা না বললে তো পৃথিবীর থমকে যাবে। আমার পেটের মধ্যে কথাগুলো ঘুরপাক খাচ্ছে।

“সাট আপ
জোরে ধমক দিয়ে বলে অভি। তানহা কেঁপে ওঠে। বুকে থু থু নিয়ে বলে
” শিশু নির্যাতন করলে কিন্তু আপনার নামে মামলা করবো। পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে রিমান্ডে নেমে। জীবনেও বউ পাবেন না। শেষমেশ বউ শূন্যতায় মারা যাবে।

অভি কানে হাত দিয়ে বসে পড়ে।
“জাস্ট ইম্পসিবল
হতাশার সুরে বলে অভি। তানহা অভির ভাব দেখে মুচকি হাসে
” ভালোই দিয়েছি করলাকে। আমাকে বকবি না। এবার মজা বুঝ।
মনে মনে বলে

“প্লিজ তুমি আমার রুম থেকে যাও
দুই হাত জোর করে বলে অভি। তানহা দাঁত কেলিয়ে ভালো করে বসে কোলবালিশ কোলের ওপর রাখে।

” কেনো যাবো?
আপনার রুমটা আমার দারুণ লাগে। মন চায় সারাক্ষণ এখানেই বসে থাকি। বাই দা ওয়ে বউয়ের নাম কি আপনার?

“তানহা শুনছো? না কি এবার আরও প্রশ্ন আছে?
অভি বলে
তানহা হা করে আছে
” মানে আপনার বউয়ের নাম তানহা। আমারও নাম তানহা। ওয়াও এক নামই আমাদের দুজনের। তাহলে আমরা দুজন সই হবো।

“আল্লাহ আমাকে নিয়ে যাও
বিরক্তি হয়ে চোখ বন্ধ করে বলে অভি।

” ও মা কোথায় যাবেন? নিশ্চয় বউয়ের কাছে।

“নাহহ বউয়ের থেকে বাঁচতে চায়। বউ আমার আশেপাশে থাকলে কয়েকদিনে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দেবে আমাকে।

” কেনো?? আপনার বউ কে? দেখমু আমি?

গালে হাত দিয়ে বলে তানহা। অভি উঠে দাঁড়িয়ে তানহার হাত ধরে টেনে রুম থেকে বের করে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তারপর জোরে শ্বাস নেয়।
“এই মেয়েটা আস্ত একটা ইডিয়েট। পাগল করে ছাড়বে আমায়।

তানহা নিজের রুমে গিয়ে জামাকাপড় মেলে দেয় শুকাতে। কাল থেকে ভর্তি শুরু। আজকেই ঢাকা যেতে হবে। সাটিফিকেট সব বাবার বাড়িতে। আবার ওই বাড়িতে যেতে হবে। আবিরকে দেখতে হবে। ভেবেই দীর্ঘ শ্বাস ফেলে তানহা। নিয়তি কি অদ্ভুত। কখন কার জীবনের মোর ঘুরে যায় কেউ বলতে পারে না। তানহার মা তানহার রুমে আসে। তানহা তখন ফ্যানের নিচে দাঁড়িয়ে একটা জামা ধরে রেখেছে।
” তানহা

তানহা মায়ের দিকে তাকিয়ে একটু হেসে বলে
“তুমি? নিশ্চয় খালামনির পার্লারে এসেছো সাজতে? বয়স হয়েছে তোমার এখন এরকম সাজা ঠিক না।

তানহার মা মুখ বাঁকিয়ে বলে
” কি এমন বয়স হয়েছে? তোর থেকে মাএ তেরো বছরের বড় আমি।

তানহা চুপ করে যায়। মায়ের সাথে কথায় পারা ইম্পসিবল।
“মা আমি আজকেই ঢাকা চলে যাবো

তানহার মা বিজয়ীর হাসি দেয়। কারণ এতোদিন উনি দিন রাত প্রে করেছে যাতে তানহা ঢাকা ভার্সিটিতে চান্স পায় আর অভির কাছাকাছি থাকে। কাছাকাছি থাকলে তবেই তো ভালোবাসার সৃষ্টি হবে।
” তাহলে আমি তোর জামাকাপড় গুছিয়ে দেই।
হাসিমুখে বলে তানহার মা।

“এখানে যা আছে সব ভিজে গেছে। আমাকে ওই বাড়িতে যেতে হবে। ওখান থেকে নিয়ে আসবো।

” আচ্ছা

মায়ের সাথে কথা বলতে বলতে জামা শুকিয়ে যায়। চট করে জামা পড়ে বেরিয়ে পড়ে। বাড়িতে এসে কলিং বেল বাজতেই বাবা দরজা খুলে দেয়।

“তানহা এসেছো?
হাসিমুখে বলে বাবা। তানহা বাবাকে পাশ কাটিয়ে রুমে চলে যায়। কিছু জামাকাপড় গুছিয়ে সাটিফিকেট আর প্রয়োজনীয় সব কিছু নিয়ে নেয়। ঈদের সালামি আর ড্রেস কেনার টাকা জমিয়ে বারো হাজার টাকা আছে তানহার কাছে। সেটাও নিয়ে নেয়। বেরিয়ে যাওয়ার সময় নজর পড়ে আবিরের রুমের দিকে। আবির তাকিয়ে আছে তানহার দিকে। একটা মেয়ে খাবার টেবিল সাজাচ্ছে। তানহা মেয়েটার কাছে যায়।

” কি নাম তোমার?

“মায়া
মেয়েটা একটু মিষ্টি হেসে বলে। তানহা মেয়েটার মাথায় হাত বুলায়।
” অনেক ভালো থাকবে তুমি। খুব লাকী তুমি।

মেয়েটা আবিরের বউ। ফুপি আর বাবা ওখানেই ছিলো। তানহার চোখে পানি টলমল করছে।

“আসছি হ্যাঁ। আমি কিন্তু তোমার ননদ।

” হুমম
মেয়েটা ছোট করে বলে।
তানহা মায়ার মাথায় ঘোমটা টেনে দেয়। মুচকি হেসে বলে
“খুব সুন্দর তুমি। রুপ গুন সব আছে। আমার মতো পাগল না। আমি তো বেশি কথা বলি। যাকে বলো বাচাল। তুমি তো তোমার শাশুড়ীর মনের মতো। দেখে রেখো

বলেই তানহা যেতে নেয়। আবির দৌড়ে আসে তানহার কাছে। তানহা আবিরকে দেখে মুচকি হেসে বলে
” থ্যাক্স। মায়া খুব ভালো। আশা করবো ওর সাথে বাজে বিহেব করবে না।

“তুমি কি আর এখানে থাকবে না?
মাথা নিচু করে বলে আবির

” নাহহহ। আমার লাইফ সেটেল হয়ে গেছে। ফিউচার ব্রাইট হয়ে গেছে। এবার নিজে কিছু করে দেখাবো যাতে অনেকে আফসোস করে। শুধু শুধু এখানে পড়ে থেকে মিষ্টার তুহিন ইসলামের টাকা নষ্ট করবো কেন?
বাবার দিকে আড় চোখে তাকিয়ে বলে তানহা।

“তুমি যেখানেই যাও আমার টাকা ছাড়া এক পা চলতে পারবে না। দুনিয়াটা সহজ নয়। মুখ ফুটে বলার আগেই পেয়ে যাও তো তাই মর্ম বুঝো না।
কিছুটা রাগী কন্ঠে বলে তানহার বাবা।

” আমি আপনার টাকা ছাড়াই চলবো। ইটস মাই চ্যালেন্স। ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করবো। খুব খুব ভালো একটা জব করবো। আপনার থেকে বেশি টাকা ইনকাম করবো আর আবিরের থেকে বেটার ছেলেকে বিয়ে করবো। দেখে নিও

বলেই হুরমুর করে তানহা চলে যায়। আবির রুমে চলে যায়। মায়ার চোখে পানি চিকচিক করছে। অনিশ্চিত একটা সম্পর্কে জড়িয়ে আছে মায়া। যেখানে ভালোবাস তো দুর একটু এটেনশনও কপালে নেই। তানহার বাবা মুচকি হাসে। এটাই তো উনি চেয়েছিলো। তানহা অনেক বড় হোক। আবিরের সাথে বিয়ে হলে তানহার কেরিয়ারটা নষ্ট হয়ে যেতো। পড়াশোনা হতো না। এবার তানহাকে দুনিয়া দেখবে। সবাই বলবে তুহিন ইসলামের মেয়ে তানহা ইসলাম। এক নামে চিনবে।

একটা রিকশার জন্য তানহা দাঁড়িয়ে আছে। তখন অভি গাড়ি নিয়ে আসে। তানহার সামনে গাড়ি দাঁড় করায়। তানহা চোখের পানি মুছে ফেলে। হাসিমুখে অভিকে হাই বলে। অভি ঢোক গিলে। এবার আর কানের রহ্মে নেই।

“আমার করলা ভাই চলে এসেছেন? আমি জানতাম আপনি আসবেন।

” চুপচাপ গাড়িতে বসো।

তানহা গাড়িতে বসে। অভি তানহার দিকে তাকায়।

“তুমি এমন কি করে? এতো এতো না পাওয়া নিয়ে সব সময় হাসিখুশি কি করে থাকো? নিজের কপালের ওপর রাগ হয় না? নিজেকে আনলাকী মনে হয় না?

তানহা এক গাল হেসে বলে
” নাহহহ। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর আবেগ লুকোতে হয়। আমার দুঃখ আমি সব সময় প্রকাশ করলে সবাই বিরক্ত হবে। তাছাড়া শেয়ার করলে তো কেউ কমিয়ে দিতে পারবে না। আর সব থেকে বড় কথা হলো আমি এরকমই

অভি তাকিয়ে আছে তানহার দিকে। তানহা চোখ টিপে বলে
“এভাবে তাকিয়েন না প্রেমে পড়ে যাবেন।
অভি চোখ ফিরিয়ে নেয়।
” লেজ ছাড়া বাঁদর

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here