শুভ্র_নীলের_প্রেমপ্রহর_২,পর্ব ৯,১০

0
1076

#শুভ্র_নীলের_প্রেমপ্রহর_২,পর্ব ৯,১০
লেখক-এ রহমান
পর্ব ৯

ল্যাম্পপোষ্টের হলদে আলোয় একদল পোকা ঝাক বেঁধে উড়ছে। তার ঠিক নিচেই দুটো কুকুর বসে একে অপরের দিকে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে অনুভুতির আদান প্রদান করছে। আশেপাশে কি হচ্ছে সেটা নিয়ে কোন মাথা ব্যাথা নেই তাদের। নিজেদের নিয়েই ব্যস্ত তারা। ঐ দূর নীল আকাশের বুকে মস্ত চাঁদটা ঝলমল করে উঠছে। সেই শুভ্র আলোয় ধরণীর রুপ যেন চকচক করছে। আজ পূর্ণিমা। ভরা জোছনায় প্রেম নিবেদনের রাত। গরমটাও ছাপিয়ে প্রকৃতি যেন শীতল হতে চাইছে। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। সেই হাওয়া ভেসে এসে গায়ে শীতল অনুভুতির উদ্রেক ঘটাচ্ছে। আবহাওয়াটা বেশ লাগছে। এই আবহাওয়া প্রিয় মানুষটার অনুপস্থিতি বিশেষ ভাবে মনে করিয়ে দিচ্ছে ইভানকে। রিক্সায় বসেই একটা তপ্ত শ্বাস ছাড়ল সে। জ্যামে আটকে আছে। আশেপাশে রিক্সার বহর। বড় বড় গাড়ির ভেতরে থাকা লোকগুলো অনবরত হর্ন বাজিয়েই যাচ্ছে। বেশ বিরক্ত লাগছে তার। এর মাঝেই পকেটে ফোনটা কেঁপে উঠলো। বের করে দেখল ইশান ফোন করেছে। কানে লাগিয়ে বলল
–ইশান কাছাকাছি চলে এসেছি।

–আর কতক্ষন ভাইয়া?

অধৈর্য কণ্ঠে বলল ইশান। ইভান তপ্ত শ্বাস ছেড়ে বলল
–জ্যামে। ছাড়লেই পৌঁছে যাবো।

ইশান বলল
–তাড়াতাড়ি আসো। তোমার জন্য সবাই অপেক্ষা করছে।

ইভান ফোন রেখে সামনের দিকে তাকাল। যতদূর চোখ পড়ছে শুধু গাড়ি আর গাড়ি। কখন যে জ্যাম ছাড়বে। আজ সবাই এসেছে বাসায়। তাই ইভানের অফিস থেকে তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু একটা জরুরী মিটিং এ দেরি হয়ে গেলো। সবাই তার জন্য অপেক্ষা করছে। জ্যাম ছেড়ে দিয়েছে। রিক্সা চলতে শুরু করেছে তার গন্তব্যে। অল্প কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলো সে। রিক্সা থেকে নেমে বাড়ির মেইন গেটের ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে উঠলো দোতলায়। কলিং বেল বাজানোর জন্য সুইচ বোর্ডে হাত দিতেই কারেন্ট চলে গেলো। অন্ধকার হয়ে গেলো চারদিক। নিস্তব্ধ হয়ে যাওয়ায় ভেতর থেকে সোরগোল কানে আসছে। তাদের বাড়িতেই বসেছে আড্ডার পসরা। ইভান বিরক্তিকর একটা শ্বাস ছাড়ল। দরজায় জোরে জোরে শব্দ করলো। কেউ একজন এগিয়ে আসলো দরজা খুলতে। ইভান জুতা খুলে এক পাশে রেখে দিলো। ইরিনা দরজা খুলেই এক গাল হেসে বলল
–ভাইয়া কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। এতো দেরি করলে যে?

ইভান মুচকি হেসে বলল
–সরি রে। একটু কাজ ছিল। তাই দেরি হয়ে গেলো।

ইরিনা দরজা থেকে সরে দাড়িয়ে বলল
–যাক এসে পড়েছ অবশেষে।

ইভান হেসে ভেতরে ঢুকল। সায়ান হেসে বলল
–আরে ইভান তোর জন্যই অপেক্ষা করছিলাম।

ইভান হাতের ব্যাগটা সোফায় রেখে হেসে এক ধাপ এগুতেই ঈশা মোমবাতি হাতে সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলো ইভান। হার্ট বিট মিস করে ফেললো বোধহয় কয়েকটা। পলকহীন চোখে চেয়ে রইল। নীল জামদানি সাথে সাদা ব্লাউজ। কাজলে আকা চোখ দুটো মায়ায় আচ্ছন্ন হয়ে আছে। ঘন পাপড়ি ঝাপটে ঈশা পলক ফেললো কয়েকবার। ছেয়ে গেলো মায়া সর্বত্র। কি অপূর্ব সেই দৃশ্য! কপালের নীল টিপ আর ঠোঁটের হালকা গোলাপি আভা ইভানের চোখের ভেতর দিয়ে সোজা বুকে এসে বিধল। তীব্র আঘাতে বেসামাল হয়ে উঠলো সে। মৃদু বাতাসে খোলা চূলগুলো উড়ছে। মোমবাতির হলদেটে আলোয় ঈশার মুখটা অবুঝ চঞ্চল কিশোরীর মতো লাগছে। যার রুপের তেজে হাজারও প্রেমিকের মৃত্যু অনিবার্য। এ যেন সদ্য এক মায়াপুরি থেকে মায়াবতী নেমে এসেছে ধরনির বুকে। যার রুপের আঘাতে এই প্রেমিক হাজার বার নিহত হতে রাজি আছে। আশেপাশে থেকে কেউ কিছু একটা বলল যা ইভানের কান ভেদ করে ঘোর কাটাতে অক্ষম। তাদের কথার রেশে ঈশার হালকা গোলাপি ঠোট দুটো কেঁপে উঠলো। লাজুক ভাবে হাসল সে। ইভানের তৃষ্ণা যেন আরও বেড়ে গেলো। এলোমেলো হয়ে গেলো ভেতরটা। ইরিনা ইভানের সামনে তুড়ি বাজিয়ে বলল
–এটা তোমার বউ ভাইয়া।

সম্ভিত ফিরে পেলো ইভান। কয়েকবার অস্থির পলক ফেললো। বিভ্রান্ত দৃষ্টিতে ইরিনার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল
–ধন্যবাদ পরিচয় করিয়ে দেয়ার জন্য। নাহলে আমি তো চিনতেই পারতাম না।

ইরিনা বোকা চোখে তাকাল। সবাই হেসে ফেললো তার কথা শুনে। ইভান আরও একবার ঈশাকে ভালো করে দেখে নিয়ে এগিয়ে গেলো। বেসিনের সামনে দাড়িয়ে মুখে পানির ঝাপটা দিতেই ইফতি বলল
–তোমাদেরকে আমি আমার স্পেশাল মসলা চা খাওয়াবো। কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে। ভাবী আপু তুমি আমাকে হেল্প করবে?

ঈশা হেসে মাথা নাড়ল। ইভান আয়নার ভেতরে ঈশার সেই মুগ্ধ হাসি দেখছে। ঈশা সেদিকে তাকাতেই চোখে চোখ পড়লো। ইভানের চোখে মুগ্ধতা। ঈশা ঠোট এলিয়ে হাসল। ইভান মুচকি হেসে নিজের এলোমেলো চুল আঙ্গুল দিয়ে গুছিয়ে নিলো। ঈশা ইফতিকে বলল
–আয়।

ইফতি ঈশার পেছনে পেছনে রান্না ঘরে চলে গেলো। ঈশা চায়ের পানি বসিয়ে দিয়ে ইফতিকে বলল
–আর কি কি লাগবে?

ইফতি বেশ অভিজ্ঞের ভঙ্গিতে একটা বয়াম নিয়ে ঢাকনা খুলে সেটার দিকে ভ্রু কুচকে তাকাল। এক চামুচ তুলে নিয়ে বলল
–চিনি দিতে হবে।

ঈশা হাত ধরে ফেললো। বড় চোখে তাকিয়ে বলল
–ওটা লবন গাধা।

ইফতি মাথা বাড়িয়ে তাকাল। একটু মুখে দিয়ে দাঁত কেলিয়ে বলল
–ওহ! চিনির জমজ ভাই তাই তো বুঝতে পারিনি।

–তোর মতো গাধার বোঝার কথাও না।

ইভানের গম্ভীর আওয়াজ শুনে সেদিকে তাকাল দুজনেই। ইভান ইফতির পেছনে এসে দাঁড়ালো। বলল
–কি কি লাগবে সেটা বলে দে ঈশাকে। তুই বানাতে যাস না। সেটা আর খাওয়ার যোগ্য থাকবে না।

ইফতি ভ্রু কুচকে তাকাল। বলল
–কোনভাবে তুমি কি আমাকে অপমান করলে? করতেই পারো আই ডোন্ট মাইন্ড। ভাবী আপু তোমাকে আমি হাত লাগাতে দেবো না। আজ আমি নিজেই রান্না করবো। নাহলে সব ক্রেডিট তুমি নিয়ে নেবে। এ আমি কিছুতেই হতে দেবো না।

বলেই আবারো একটা বয়াম খুলে সেখান থেকে চামুচে তুলে পানিতে দিতে গেলো। ঈশা আবারো আটকে দিয়ে জোরে হেসে ফেললো। বলল
–ওটা সুজি।

ইফতি ভ্রু কুচকে আবারো তাকাল। বয়ামের ঢাকনা লাগিয়ে দিয়ে বলল
–বুঝেছি। ভাইয়া তুমি ঠিক বলেছ। আমি যাচ্ছি। নাহলে অঘটন ঘটে যাবে। ভাবী আপু তুমিই বানাও তোমার মতো করে।

বলেই ইফতি বাইরে চলে গেলো। ঈশা একবার ইভানের দিকে তাকাল। দৃষ্টি ফিরিয়ে নিজের কাজে মনোযোগ দিলো। ইভান ঈশার পেছনে গিয়ে দুই পাশে হাত দিয়ে দাঁড়ালো। চুলে নাক ডুবিয়ে চোখ বন্ধ করে শ্বাস টেনে নিলো। ঈশা পেছনে ঘুরতেই ইভানের নাকে নাক স্পর্শ করলো। ইভান কপালে কপাল ঠেকিয়ে দিলো। মাদকময় একটা সুঘ্রান এসে ঠেকল ঈশার নাকে। গভীরভাবে শ্বাস টানতেই ইভান দুই হাতে কোমর জড়িয়ে ধরে আরও কাছে টেনে নিলো। ঈশা এলোমেলো অনুভুতির ছোবলে জর্জরিত হয়ে লাজুক কণ্ঠে বলল
–বাইরে সবাই আছে।

–তাতে কি?

ইভানের গা ছাড়া উত্তরে ঈশা মৃদু ধাক্কা দিয়ে নিজেকে ছাড়াতে চেষ্টা করল। কিন্তু লাভ হল না। এক বিন্দুও ইভান কে সরাতে পারল না। উল্টা ইভান হাতের বাধন আরও দৃঢ় করলো। ঈশা নিজেকে ছাড়াতে চেষ্টা করে বলল
–প্লিজ আমাকে ছাড়ো।

ইভান নেশাল কণ্ঠে বলল
–এভাবে সেজে গুঁজে সামনে ঘুরে বেড়ালে কি ছাড়া যায়? এভাবে মানসিক অত্যাচার করার অপরাধে একটা শাস্তি তো পাওয়াই উচিৎ।

ইভানের কথা শেষ হতেই চারিদিকে আলোতে ঝলমল করে উঠলো। বাইরে থেকে ইলুর আওয়াজ এলো।
–ঈশা একবার এদিকে আয় তো।

ইভান ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। অসন্তুষ্ট কণ্ঠে বলল
–আর সময় পেলো না। অসহ্য!

ঈশা ঠোট চেপে হাসল। ইভান সরু চোখে তাকাল। দুষ্টু হেসে বলল
–হেসে কোন লাভ নেই। যত সময় পার হবে শাস্তি ততই বেড়ে যাবে। গেট রেডি জান।

————
গুড়ি গুড়ি বৃষ্টি নিয়ে সকালের আগমন। জানালার স্বচ্ছ কাচের গা বেয়ে বৃষ্টির ফোঁটা বাড়ি খেয়ে পড়ছে। অদ্ভুত এক তরঙ্গ ধ্বনির সৃষ্টি হয়েছে। মৃদুমন্দ শীতল হাওয়ায় গাছাপালা কুঁকড়ে গেছে। এমন বৃষ্টি স্নাত সকাল ঘুমের জন্য বেশ উত্তম। গায়ের কাঁথাটা আরও ভালো করে টেনে নিয়ে নড়েচড়ে ঘুমিয়ে গেলো ঈশা। ইভান আয়নার ভেতরে সেই দৃশ্য দেখে মুচকি হাসল। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল সে। ঈশা এখনো ঘুমে বিভোর। মেয়েটার এমন মায়াভরা ঘুমন্ত মুখশ্রী দেখে আর ডেকে দিতে ইচ্ছা করলো না। তাই আর ডাকে নি ইভান। নিজেই উঠে নাস্তা করে রেডি হচ্ছে। ঈশার পাশে গিয়ে বসল। কিছুক্ষন তাকিয়ে থেকে কপালে আলতো করে চুমু দিলো। ঈশা কিছুটা নড়েচড়ে উঠলো। ইভান বলল
–জান আমি অফিসে যাচ্ছি।

ঈশা কি শুনল কে জানে। চোখ বন্ধ করেই ঘুম জড়ানো কণ্ঠে বলল
–কেন?

ইভান হেসে ফেললো। সেই হাসির শব্দ শুনে ঈশার ঘুম ভেঙ্গে গেলো। চোখ মেলে তাকাল। সবুজ রঙের শার্টের হাতা ভাঁজ করছে ইভান। উঠে বসতে যেতেই ইভান আবার চেপে ধরে শুয়ে দিয়ে বলল
–উঠতে হবে না। আর একটু ঘুমাও। পরে উঠবে।

ঈশা কৌতূহলী কণ্ঠে বলল
–কোথায় যাচ্ছ?

–অফিসে।

ঈশা পিটপিট করে তাকাল। বলল
–দেরি হয়ে গেছে তাই না?

ইভান মৃদু হাসল। বলল
–হয়নি। এখনো অনেক সময় আছে।

ঈশার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেলো। ইভান বুঝতে পেরেই বলল
–এতদিক সামলাতে তুমি অসুস্থ হয়ে পড়বে। নিজের খেয়ালটাও তো রাখতে হবে তাই না? রেস্ট নিতে হবে তো।

ঈশা অভিমানী কণ্ঠে বলল
–আমাকে ডাকো নি কেন?

ইভান একটা শ্বাস ছেড়ে বলল
–ডাকার প্রয়োজন হয়নি তাই ডাকি নি। নাজমা সব রেডি করেছে। তোমাকে কোন কিছু নিয়ে ভাবতে হবে না। মাকে খাইয়ে ঔষধ খাইয়ে দিয়েছে। আমিও খেয়েছি। এখন অফিসে যাচ্ছি। তুমি আর একটু রেস্ট নাও। একটু পর উঠে খেয়ে নেবে। ঠিক আছে?

ঈশা হাসল। বলল
–ঠিক আছে।

ইভান কপালে গভীর চুমু দিয়ে উঠে গেলো। ইভান অফিসে চলে যাওয়ার প্রায় ১ ঘণ্টা পর ঈশা ঘুম থেকে উঠলো। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো। নাজমা তখন রান্নার প্রস্তুতি নিচ্ছে। ঈশাকে দেখে বলল
–আপনি নাস্তা খান। ভাইয়া বলে গেছে ঘুম থেকে উঠলে আপনারে খাওয়ায় দিতে।

ঈশা হাসল। টেবিলে বসতেই নাজমা সব রেডি করে দিলো। নাস্তা শেষ করে চায়ের কাপে প্রথম চুমুকটা দিতেই কলিং বেল বেজে উঠলো। নাজমা দরজা খুলে দিলো। ঈশা টেবিলে বসেই সেদিকে তাকিয়ে বলল
–কে এসেছে?

নাজমা কোন কথা বলল না। ঈশা ব্যক্তিটাকে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।

চলবে……

#শুভ্র_নীলের_প্রেমপ্রহর_২
লেখক-এ রহমান
পর্ব ১০

রান্না ঘর থেকে ফুটন্ত পানির টগবগে আওয়াজ আসছে। সেই পানির ভাপে আশপাশটা একদম ভ্যাপসা গরমে ছেয়ে গেছে। সেই উত্তাপ রান্না ঘর ছাপিয়ে ডাইনিং পর্যন্ত চলে এসেছে। মশলার উটকো গন্ধটা বিশ্রীভাবে নাকে এসে লাগছে। মাঝে মাঝে সব কিছু ভেঙ্গে ভেতর থেকে হাঁচি এসে পড়ছে। ঈশা আচলে মুখ চেপে একটা হাঁচি দিয়ে নাক ডলে সামনে তাকাল। তার ঠিক সামনের চেয়ারে বসে আছে তার এক মাত্র ফুপু। সকাল সকাল ছোট মেয়েকে নিয়ে চলে এসেছেন ভাইয়ের বাসায়। ঈশা ওনাকে এভাবে আশা করে নি। তাই একটু বিচলিত হয়ে পড়েছিলো। ঈশার ফুপু রহিমা বেগম নাস্তা করছেন টেবিলে বসে। পাশেই তার ছোট মেয়ে অরপা বসে আছে। ঈশা গলা তুলে বলল
–নাজমা চা দিয়ে যাও।

নাজমা রান্না ঘর থেকে চা নিয়ে এলো। ঈশা তার দিকে তাকিয়ে বলল
–তুমি একটু সামলে নাও আমি আসছি।

নাজমা কাটকাট জবাব দিলো
–আপনে রান্না ঘর যাবেন না ভাবী। ভাইয়া না করছে। আজ সারাদিন আপনাকে রান্না ঘর যেতে না করছে।

ঈশা ভ্রু কুচকে ফেললো। অবাক কণ্ঠে বলল
–কেন? আমাকে রান্না ঘরে যেতে নিষেধ করার কারন কি?

–আমি জানি না ভাবী। কিন্তু ভাইয়া আমারে নিষেধ করে গেছে। আমি যেন আপনার খাওয়ার সময় দাঁড়ায়ে দেখি। আর রান্না ঘরে যেন না আসতে দেই।

ঈশা বিরক্ত হল। রান্না ঘরে না যেতে দিলে এখন সে কি করবে? তার আর তো কোন কাজ নেই। রহিমা এতক্ষন চুপ করে শুনছিলেন। নাজমা চলে যেতেই তিনি বললেন
–ইভান তো দেখি তোর ভালই খেয়াল রাখছে। রাখবে না কতদিন পর বউ ফিরে পেয়েছে।

ওনার কথা শুনে ঈশা স্থির দৃষ্টিতে তাকাল। কথার ধরন বুঝতে একটুও কষ্ট হলনা তার। মনে পড়ে গেলো ৫ বছর আগের সেই দৃশ্যপট। কোন এক অদ্ভুত কারনে রহিমা বেগম ঈশার প্রতি একটা বিরুপ মনোভাব পোষণ করেন। ঈশার অক্ষমতার কথাটা জানতে পেরেই তিনি এই বাড়িতে চলে এসেছিলেন। ঈশাকে নানা রকম কথা বলে ছোট করার চেষ্টা করেছিলেন। উঠতে বসতে তার কথার তোড়ে এই বাড়িতে ঈশার জীবন বিপর্যস্ত হয়ে উঠেছিল। কোনভাবে ঈশাকে দমাতে না পেরে ইভানের মায়ের কাছে তার দ্বিতীয় বিয়ের প্রস্তাব করেন। বলেছিলেন ঈশা সন্তান দিতে না পারলে ইভানের কোন অস্তিত্ব থাকবে না। তারা দুজন মরে গেলে তাদের আর কোন চিহ্ন থাকবে না। আর অনাথ আশ্রম থেকে কোন বাচ্চা এনে মানুষ করলেই সে নিজের বাচ্চা হয়ে যায় না। পরে যখন জানতে পারবে তখন অনেক ঝামেলা হবে। আর ইফতির বউ আসার পর বিষয়টা কেমন ভাবে দেখবে সেটা নিয়েও সংশয় রয়েছে। ইভানের মা বিষয়টা মাথায় ঢুকিয়ে নেন। কিন্তু ইভানের সামনে দ্বিতীয় বিয়ের প্রস্তাব রাখার মতো দুঃসাহস করে উঠতে পারেন নি। ইভানের বাবার সাথে এই নিয়ে অনেক ঝামেলা হতো। দুজনের মাঝে ঝগড়া অশান্তি লেগেই থাকতো। অবশেষে রহিমা বেগম নিজেই ঈশার কাছে এই প্রস্তাব রাখেন। ঈশা বিষয়টা গুরুত্ব না দিলেও পরে ঠিকই বুঝতে পারে যে বাড়িতে একটা অশান্তি চলছে। ইভানের মা আর তার বাবার মাঝে যে অশান্তি চলছে সেটা মুলত তার জন্যই। শুধু এই বাড়িতেই যে বিষয়টা সীমাবদ্ধ ছিল তেমন না। সেই অশান্তির ছটা ছড়িয়ে পড়েছিলো ঈশাদের বাড়িতেও। দুই পরিবারের মধ্যে একটা চাপা মন মালিন্য তৈরি হয়েছিলো। বড় ভাই হিসেবে ইভানের বাবাকে ঈশার বাবা মুখ ফুটে কিছু না বললেও মনে মনে তিনি ঠিকই নিজের মেয়ের ওপর এমন অত্যাচার নিয়ে ক্ষিপ্ত ছিলেন। মেয়েকে শান্তিতে সংসার করার জন্যই তিনি তুলে দিয়েছিলেন ইভানের হাতে। কিন্তু পুরোটাই উল্টা হয়ে গেলো। ঈশার জীবনে শান্তি তো হল না উল্টা সবার জীবনটাই অশান্তিতে ভরে গেলো। সবকিছু মিলে ঈশা ডিপ্রেশনে চলে গিয়েছিল। তার মাথা কাজ করছিলো না। তাই সব কিছুর অবসান করতেই সে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ভেবেছিল হয়তো তার এই সিদ্ধান্তের কারনে সবার ভালো হবে। হয়তো হয়েছে। কিন্তু যাকে ভালো রাখার উদ্দেশ্য ছিল সে ভালো থাকতে পারেনি। এতদিন যাবত ঈশা বিষয়টা বুঝেও বুঝতে চায়নি। কিন্তু এখন ভালভাবে বুঝতে পেরেছে তার এই সিদ্ধান্ত ইভানের উপরে কতোটা প্রভাব ফেলেছে। ইভান ভীষণ কষ্ট পেয়ছে। এমনকি সে বেপরয়া জীবন যাপন শুরু করে। বাচার ইচ্ছা একদম ছেড়ে দেয়। ঈশা আর কোনভাবেই তাকে কষ্ট দিতে চায় না। চোখ বন্ধ করে ফেললো ঈশা। একটা হতাশ শ্বাস ছাড়তেই রহিমা বেগম আবার বললেন
–শুনেছি তুই নাকি অনেকদিন এসেছিস। তো এতদিন কোথায় ছিলিস? আর হঠাৎ করে আবার এই বাড়িতে এলি যে?

ঈশা একটু ভাবল। এসব কথা এক সময় তাকে ভীষণ কষ্ট দিত। কিন্তু এখন আর এমন ভাবলে চলবে না। ভালো থাকতে গেলে মানুষের এসব কথাগুলোকে গুরুত্ব দেয়া যাবে না। তার একমাত্র গুরুত্ব হবে ইভানের কথার উপরে। এটা তার সংসার। মানুষের কথায় নিজের শান্তি নষ্ট করার কোন মানেই হয়না। অনেক হয়েছে। যে মানসিক সুখের আশায় ইভান তাকে বিয়ে করেছিল সেই সুখ ঈশা তাকে কোনদিন দিতে পারেনি। কিন্তু এখন আর সেই ভুল সে করবে না। বাইরের কারো কথার প্রভাব তাদের জীবনে পড়তে দেবে না। ঈশা মুচকি হেসে বলল
–আমি বিদেশে গিয়েছিলাম আমার পড়াশোনা শেষ করতে। শেষ হয়ে গেছে এখন ফিরে এসেছি। আর হঠাৎ করে কি বলছ। এটা আমার সংসার। এই সংসারে আমারই থাকার কথা ছিল ফুপু।

রহিমা বেগম পূর্ণ দৃষ্টিতে তাকালেন। বললেন
–এতো বছর পর মনে হয়েছে এটা তোর সংসার? এতদিন কি হয়েছিলো? যদি ইভান বিয়ে করে নিতো? কমদিন তো আর দূরে থাকলি না।

ঈশা হেসে ফেললো। রহিমা অবাক চোখে তাকিয়ে বলল
–হাসির কথা নয় ঈশা। ছেলেটা ছন্নছাড়ার মতো ঘুরে বেড়াচ্ছে। মানুষ আফসোস করে বলে চাচাত বোনকে ভালবেসে বিয়ে করে ছেলেটার সংসার হল না।

কথাটা ঈশার বুকের ভেতরে গিয়ে বিধল একদম। ভেতরের কষ্টটা দেখার মতো কেউ নেই। অথচ এসব নিয়ে কথা বলার মানুষের অভাব নেই। নিজেকে সামলে নিলো ঈশা। বলল
–আমি মানুষের কথা নিয়ে ভাবিনা ফুপু। আর স্বামী স্ত্রীর সম্পর্কের সুতোই হল বিশ্বাস। বিশ্বাস না থাকলে সেই সম্পর্কের কোন ভিত্তি নেই। ইভান আমাকে খুব ভালবাসে। আর ওর উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। তাই তো এতো বছর ছেড়ে থাকতে পেরেছি। আর আমাদের সংসার আমরা বুঝে নেবো তুমি এতো ভেব না ফুপু।

ঈশার কথা শেষ হতেই ইফতি এসে দাঁড়ালো। বড় করে হাই তুলে বলল
–ভাবী আপু খেতে দাও। ক্ষুধা পেয়েছে।

বলেই সামনের দিকে তাকাল। চোখ বড় বড় করে কিছুক্ষন তাকিয়ে থেকে বলল
–আরে ফুপু কখন এলে?

রহিমা হেসে বলল
–অনেক্ষন আগেই এসেছি। তুই কি মাত্র ঘুম থেকে উঠলি? আজকাল কার ছেলেরা কোন কাজ করে না। বসে বসে খায় আর এমন উচ্ছন্নে যায়। কি যে হল যুগটার।

বলেই তিনি গজগজ করতে করতে উঠে গেলেন ইভানের মায়ের ঘরের দিকে। ইফতি কি বলবে বুঝতে পারল না। ঘুম থেকে উঠে এসেই এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হবে সেটা ধারনাই করেনি সে। ঈশা ঠোট চেপে হাসল। কারন সে ভালোভাবেই বুঝতে পারছে তার রাগটা ইফতিকে হজম করতে হল। ইফতি কঠিন চোখে তার দিকে তাকাল। ঈশা হাসি থামিয়ে বলল
–বস। কি খাবি বল।

ইফতি হতাশ ভাবে বসে পড়লো চেয়ারে। খানিকবাদেই সামনে চোখ পড়তেই দেখল একটা কম বয়সী মেয়ে নিচের দিকে তাকিয়ে চায়ে চুমুক দিচ্ছে। খুব একটা ফর্সা না হলেও চেহারায় একটা মায়া আছে। ইফতি ঈশার দিকে তাকিয়ে চোখের ইশারায় জানতে চাইল মেয়েটা কে। ঈশা বলল
–অরপার কথা ভুলে গেছিস?

ইফতি যেন আকাশ থেকে পড়লো। অবাক চোখে তাকিয়ে বলল
–তুমি অরপা?

অরপা অপ্রস্তুত হয়ে মাথা নাড়ল। ইফতি হেসে বলল
–কেমন আছো অরপা?

অরপা মৃদু হেসে বলল
–ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন?

ইফতি হাসল। বলল
–ভালো আছি।

————
রাত ১১ টা। ঈশা গেস্ট রুমটা ঠিক করে দিয়েই চলে আসলো নিজের ঘরে। ওখানে তার ফুপু আর অরপা থাকবে। ইভান এখনো বাসায় আসেনি। ঘণ্টা খানেক আগে ফোন করে জানিয়ে দিয়েছে আসতে নাকি দেরি হবে। অফিসে একটু জরুরী কাজ আছে। ঈশাকে খেয়ে নিতে বলেছে। সে নাকি বাইরে থেকে খেয়েই আসবে। ঈশা সবার সাথে বসে খেয়ে নিয়েছে। আজ সারাদিন কোন কাজ নেই তার। ইভান নাজমা কে বলে দেয়ার পর থেকে সে ঈশাকে রান্না ঘরে ঢুকতেই দেয়নি। তাই অলস সময় কেটেছে তার। এখনো বেশ বিরক্ত লাগছে। বিছানায় হেলানি দিয়ে ফোনে স্ক্রল করছে। কিছুক্ষন পরেই ইভান আসলো। সে কলিং বেল বাজায় নি। চাবি দিয়ে দরজা খুলেছে। ঈশা তাই বুঝতেও পারেনি। ইভান নিঃশব্দে ঘরে ঢুকে ঈশার দিকে তাকাল। ভালো করে দেখে নিয়ে ভেতরে ঢুকে ব্যাগটা রাখতেই ঈশা চোখ তুলে তাকাল। বলল
–কখন এলে?

ইভান টাই টা খুলে বিছানায় পা ঝুলিয়ে শুয়ে পড়লো। বলল
–মাত্র আসলাম।

ইভান কে খুব টায়ার্ড দেখাচ্ছে। ঈশা কিছুক্ষন তাকিয়ে থেকে বলল
–কফি খাবে?

ইভান উঠে বসলো। একটু ভেবে বলল
–খাওয়া যায়।

–তুমি ফ্রেশ হয়ে আসো। আমি কফি নিয়ে আসি।

ঈশা চলে গেলো কফি বানাতে। কফি বানিয়ে ঘরে এসে দেখে ইভান ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে কি যেন কাজ করছে। ঈশা কফির একটা কাপ তার দিকে এগিয়ে দিতেই ইভান সেটা হাতে নিয়ে বলল
–থ্যাংক ইউ!

ঈশা মৃদু হেসে সামনে বসল। ইভান ব্যস্তভাবে ল্যাপটপে কাজ করছে। একবার কফির কাপে চুমুক দিয়েই ল্যাপটপের দিকে তাকিয়েই বলল
–তোমার কি শরীর খারাপ?

ঈশা একটু থমকে গেলো। বলল
–না তো। কেন?

ইভান ল্যাপটপটা বন্ধ করলো। ঈশার একটু কাছাকাছি এসে মুখে পড়ে থাকা চূলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে বলল
–তাহলে কয়েকদিন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করছ না কেন?

ঈশা অবাক চোখে তাকাল। বলল
–কে বলেছে তোমাকে?

ইভান হাসল। ঈশার গালে আলতো করে হাত রেখে বলল
–আমি তোমাকে না দেখেই সবকিছু বুঝে যাই আর দেখেও বুঝতে পারব না সেটা ভাবা বোকামি ঈশা পাখি। কয়েকদিন থেকেই তুমি ঠিক মতো খাচ্ছ না। আর শরীরটাও তেমন ভালো না। সব সময় টায়ার্ড থাকো। এখন বল কি সমস্যা তোমার?

এক অন্যরকম প্রশান্তি ছড়িয়ে গেলো সারা শরীর জুড়ে। অদ্ভুত অনুভূতি হচ্ছে ঈশার। ইভান বদলে যায়নি। তার ভালবাসা একই রকম আছে। এই ভালবাসাটা এতদিন ঈশা উপলব্ধি করতে পারেনি। কিন্তু আজ পারছে। ভালোভাবেই পারছে। মৃদু হেসে বলল
–কিছু হয়নি। কয়েকদিন এ বাড়ি আর ঐ বাড়ি দৌড়াদৌড়ি করতে এলোমেলো হয়ে গিয়েছিল। তাই একটু টায়ার্ড লাগে।

ইভান কঠিন গলায় বলল
–কয়েকদিন রেস্ট নেবে। কোন কাজ করবে না। আর ঠিক মতো খাবে। কেমন? আমি অফিসে থাকি বলে খেয়াল রাখতে পারি না। আর তুমি সেটারই সুযোগ নাও।

ঈশা মৃদু হাসল। ইভানের বুকে মাথা রাখল। ইভান আলতো করে জড়িয়ে ধরে বলল
–আমি সারাদিন কাজ করে যতই টায়ার্ড হয়ে যাই না কেন তোমার চেহারা দেখলেই আমার সব ক্লান্তি চলে যায়। কিন্তু তুমি যদি অসুস্থ থাকো তাহলে আমি এনার্জি কোথায় পাবো বল।

ঈশা মাথা তুলে বলল
–এতো ভাবতে হবে না। আমি নিজের খেয়াল রাখবো।

ঈশা উঠে গিয়ে বারান্দার দরজা বন্ধ করে দিলো। ইভান কৌতূহল বশত জিজ্ঞেস করলো
–বাসায় কি কেউ এসেছে?

ঈশা সহজ স্বাভাবিক ভাবে বলল
–ফুপু এসেছে।

ইভান ঈশার মুখের দিকে তাকাল। তার মুখভঙ্গি অতি স্বাভাবিক। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। কারন কোন কিছুই ইভানের অজানা নয়। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেলো। অনেক কষ্টে ঈশাকে সে কাছে পেয়েছে। এবার আর কোন কষ্ট পেতে দেবে না সে। সকাল হলেই একটা ব্যাবস্থা করবে।

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here