#অবিরাম ভালোবাসা
পর্ব – ৫
#Writer:-#Sajna Akther
হঠাৎ আমার সামনে সাগর এসে হাজির
কি হল আমার সামনে কেনো এসে দাঁড়ালেন সরুন যাবো আমি
কোথায় যাবে?
আমিতো আর এখানে সারাজীবন থাকতে আসিনি তাই আমি রেডি হয়ে বাসায় যাবো সরুন
(সাগর) – সারাজীবন তো তোমায় এখানেই থাকতে হবে জাস্ট ওয়েট (বাঁকা হেসে মনে মনে)
কাল রাতের কথা মনে আছে তো ছেলেদের সাথে কথা বলতে যেনো না দেখি আমার কথার অমান্য হলে কিন্তু তোমারই ক্ষতি so be careful (বলেই গটগট করে চলে গেলেন)
কেনরে আমি তোর কথা কেনো মানতে যাবো তুই কি আমার বয়ফ্রেন্ড না হবুবর (আমিও রাগে গটগট করে রুমে এসে সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়লাম)
.
.
মামি আমি বাসায় চলে যাচ্ছি কাল আমার কলেজ আছে
ঠিক আছে মা যা সাবধানে যাস আর তমাকে (কাজের মেয়ে) বলে দিয়েছি সব কাজ করবে (মামি)
(হঠাৎ কি হলো মামির এতো মধুর মধুর কথা বলছেন নিশ্চিত কোনো গন্ডগোল আছে (মনে মনে)
যাই হোক এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা রওনা দিলাম
রাত….
.
.
মামি আমার রুমে এসেছেন
মামি কিছু বলবে (ব্রো কূচকে)
না মানে বলছিলাম যে শুন মা তোর তো বিয়ের বয়স হয়েছে এভাবে আর কতদিন মামার কাছে থাকবি তাই আমি আর তোর মামা মিলে তোর বিয়ে ঠিক করেছি সাতদিন পরেই তোর বিয়ে ঠিক করা হয়েছে চিন্তা করিস না ছেলে তুই দেখেছিস আমার বোনের ছেলে সাগর
সাগরর??
তোর মতামত জানিয়ে দিস আসলে ছেলেটা এখন একা হয়ে গেছে বোনটা ছিল সে ও চলে গেছে আর বাপটা কাজ নিয়েই ব্যস্ত
মামি আমি তোমাকে সকালে জানাবো আমাকে ভাবতে দাও
(তারপর মামা এসে ও আমাকে কতকিছু বুঝিয়ে গেছেন মনে হয় এতদিন তাদের ওপর বোঝা হয়ে ছিলাম)
সকালে জানিয়ে দিলাম আমি বিয়েতে রাজি মামা যেখানে আমার কাছে অনুরোধ করেছেন সেখানে আমি না বলার কে ছোট থেকেই মামাকে বাবার মতো দেখে এসেছি তাই মামার মনে কষ্ট দিতে চাই না
.
.
.
.
(সাগর) – আমার কাছ থেকে আর দূরে যেতে দেবো না তাইতো ফুপির কাছে তোমাকে চেয়েছি তুমি শুধু আমার তানিসা তোমার প্রতি আমার কেনো যে আমার এতো “অবিরাম ভালোবাসা” (মনে মনে)
.
.
.
আর মাত্র দুই দিন পরেই আমার বিয়ে কেনো জানি আমার কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে এই সব কিছু শেষ হয়ে যাবে কেনো হচ্ছে এমন
রাতে খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম রাত প্রায় ১২টা মামির চেঁচামেচি শুনে ধরফর করে উঠলাম
.
মামি কি হয়েছে এভাবে চেঁচামেচি করছো কেনো
কিরে হা*জাদি কি এমন করেছিস সাগরের সাথে যে কাল যার গায়েহলুদ আজ সে বিয়ে ভেঙে গেছে (মামি)
(কি সাগর বিয়ে ভেঙে গেছে but why)
আমি আবার কি করেছি আমিতো তেমন কিছু করিনি মামি ‘যে বিয়ে ভেঙে যাবে
(মামাকেও একি কথা বলেছিলাম মামা কিছু বল্লেন না আর মামিতো যানয় তা গালি দিয়ে গেলেন)
খুব রাগ হচ্ছে নিজের ওপর নিজেরি কেনো যে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম
আচ্ছা কি এমন হলো যে ওনি বিয়ে ভেঙে দিলেন
.
.
.
.
.
প্রায় দশদিন পর কলেজে এসেছি সেই দিনের পর সাগরের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু পারিনি
আমার মনে হচ্ছে আমিও সাগরকে ভালোবেসে ফেলেছি সবসময় ওর কথাই মনে পড়ে কিন্তু আমার সাথে কেনো এমন করলো (এসব ভাবছি আর হাটছি কলেজে কেন্টিনের সামনে আসতেই হঠাৎ আমাকে একটা ছেলে জড়িয়ে ধরে আর বলে)
এতদিন পর এলি কোথায় ছিলি আমাকে তো একটা খবর দিতি জানিস কত টেনশনে ছিলাম এতদিন (ওয়ন)
(ওয়ন হচ্ছে আমার ফ্রেন্ড কলেজে রিয়া , কলি, আর ওয়ন আমার এই তিনটাই ফ্রেন্ড ওয়ন আসলে আমাকে নিয়ে একটু বেশি ভাবে)
আরে আমায় বলতে দে…(আর কিছু বলতে পারিনি কোথা থেকে সাগর এসে আমাকে টেনে নিয়ে যাচ্ছে)
(তারপর ১ম পর্বে আছে?)
.
.
.
.
বর্তমান.
.
.
তানিসা ওঠো রাত হয়ে গেছে এই মেয়ে এখনো ঘুমিয়ে আছে কি হল ওঠো, না খেয়ে ঘুমিয়ে থাকবে নাকি (সাগর)
(পুরুষের কন্ঠ শুনে আমি ধরফরিয়ে উঠলাম চেয়ে দেখি আমার সামনে সাগর চোখ বুলিয়ে আবার দেখি হে এটা সাগরিতো তারপর সব কথা মনে পড়তেই একটা চিৎকার দিলাম আআআআআআ
(আমার মুখ হাত দিয়ে চেপে ধরে)
এই মেয়ে এতো জুড়ে চিল্লাও কেনো (সাগর)
আমি হাত ছাড়িয়ে, রাত কখন হলো আমাকে একবার ডাকলেন ও না এখন মামিকে গিয়ে আমি কি বলবো
তোমাকে কি আমি এখানে এনেছি যেতে দিতে কাল আমাদের বিয়ে আর তুমি বলছো চলে যাবে (রাগে দাঁতে দাঁত চেপে)
আআআমাকে যেতে দিন আমি আপনাকে বিয়ে করবো না
কেনো তুমিতো আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে
হয়েছিলাম কিন্তু সেই বিয়ে আপনি ভেঙে দিয়েছেন আর আজ এসেছেন সেই বিয়ে জোড়া লাগাতে যে বিয়ে একবার ভেঙে গেছে আমি সেই বিয়ে আমি করবো না, কেন করেছিলেন এমন আমি কি দোষ করেছিলাম বলুন (শার্টের কলার ধরে)
দেখো তোমার কোনো দোষ ছিলো না আর আমারো আমি তোমাকে সব খুলে বলছি
হুমম বলুন আমি শুনি আপনি কি বলতে চান
তারপর সাগর বলতে শুরু করে……
.
.
.
.
.
চলবে…….