revenge #part_6

0
1116

#revenge
#part_6
#sabiha_kh

সকাল ১০ টা,,,,,,

এসআই কলেজে প্রন্সিপালের সাথে কথা বলে তার পারমিশন নিয়ে কলেজের মাইকে সব ছেলে মেয়েদের মাঠে এক জাগায় হতে বললো।।। ১০ মিনিটের মধ্যে সব ছেলে মেয়েরা মাঠে উপস্তিত হলো।।।

এসআই প্রন্সিপাল আসলো।।। প্রন্সিপাল বললো-

– students তোমরা সবাই জানো ৭/৮ দিন আগে রহিত নামে Inter Fast year একজন ছেলে সুইসাইড করেছে।। এটাও সবাই যানো যে রহিতের মৃত্যুর কেও প্রতিশোধ নিতে চাচ্ছে।।। এখন,,,,,

বলতেই এসআই বললো- স্যার আমি বলছি।।।

প্রন্সিপাল- জি অবশ্যই,,

এসআই- students আমি অল্প কিছু কথা বলবো।।। আমি এখানে এসেছি তোমাদের সাবধান করতে।। তোমরা সবাই জানো তোমাদের কলেজের অনার্সের চারজন ছেলে এখন হসপিটালে ভর্তি।।। আর কেন তারা হসপিটালে ভর্তি এটা আশা করি নতুন করে বলতে হবে না।।। গত কাল রাতে intar এর সাইন্সস বিভাগের তিনজন ছেলেকে কিন্তু উধাও।। ওদের পাওয়া যাচ্ছে না।। আমরা ধারণা করছি এটাও সেই লোকটার কাজ যে অনার্সের ছেলে গুলোকে মেরেছে।।। তোমরা সবাই জানো রহিতের লাশ চুরির সাথে ডায়েরিও চুরি হয়ে গেছে।। আমরা ধারনা করছি রহিত তার ডায়রি তে এমন কিছু লিখেছে যেটা পরে পরে লোকটি প্রতিশোধ নিচ্ছে।। তোমরা সবাই সাবধান থেকো।।

তারপর সবাই সবার ক্লাসে চলে গেলো।। সবার ভিতরে একটা একধরনের ভয় কাজ করতে লাগলো।। কিন্তু একজনের ভয় একটু অন্যরকম ছিলো সেটা খেয়াল করলো মিরা।। মিরা ক্লাসে বসে সবার কথা শুনছিলো হঠাৎ তার চোখ মাইশার দিকে যাই। মিরা দেখলো মাইশা প্রচুর ভামছে এবং এক হাত দিয়ে আরেক হাত ডোলছে যেমন অনেক টেনশনে মানুষ এমন টা করে থাকে। মাইশার চোখ হঠাৎ মিরার দিকে যায়। দেখে তার দিকে কেমন সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে আছে।।। মাইশা তারাতারি নিজের ব্যাগ নিয়ে উঠে ক্লাস রুম থেকে বের হয়ে চলে গেলো।।

৩০-০৪-২০২১

আজ খুব অবাক হয়েছি। কারণ এমন একটা হাসির ঘটনা ঘটেছে।। আমি বিকালে একটু হাটতে বের হয়েছিলাম কারণ আমি সেই ঘটনার পর আজকে ১৫ দিন হলো আমি কলেজে যাওয়ার সাহস করতে পারিনি। খুব এক ঘেয়ামি লাগছিলো রুমের মধ্যে তাই একটু হাটতে বের হয়েছিলাম।। আমি হাটছিলাম হঠাৎ কেও আমার নাম ধরে ডাক দিলো।। আমি পিছনে ঘুরে তাকায় দেখি রাস্তার ওই পারে মাইশা।। আমি মাইশা কে দেখে একটু অবাক হয়েছি।।। রাস্তা পার হয়ে মাইশা আমার সামনে এসে বললো- কি হয়েছে ১৫ দিন হলো কলেজে আসছো না কেন?? আমি কিছুই বলিনি চুপ ছিলাম।। মাইশা বললো- আমি না বলেছি তাই কলেজ ছাড়ার নিয়েছো নাকি?? না দেখেছি এমন সিনেমা নাটকে।। ছেলে মেয়েকে প্রপোজ করলে মেয়ে না বললে ছেলে কষ্টে কলেজ ছেড়ে দিয়ে চলে যাই।। আমার মাইশা কথা শুনে এমন হাসি পাচ্ছিলো।। আমি বললাম- এমন কিছুই না। এমনি যাই নি ভালো লাগছিলো না।। মাইশা বললো- হমম বুঝলাম। দেখো রহিত আমি ভালোবাসা বিশ্বাস করি না।। তুমি চায়লে আমরা বন্ধু হতে পারি।। মাইশা যখন একথা বললো আমি সত্যি খুব খুশি হয়েছি লাভার না হয় বন্ধু তো হতে পারবো।। আমি মাইশার কাথায় রাজি হলাম এবং ওর সাথে আজ বন্ধুত্ব করলাম।।। সত্যি খুব ভালো লাগছে।।

২-০৫-২০২১

আজ আমি মাইশার সাথে কফি খেতে একটা রেষ্টুরেন্টে গিয়েছিলাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

৫-০৫-২০২১

মেরান আমাকে আজ এতো হাসিয়েছে আমার এখনো পেট ব্যাথা করছে।। অনেক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২০-০৫-২০২১

আজ আবির মেরান আর আমি শিশুপার্কে বেড়াতে গিয়েছিলাম।। মনে হচ্ছিলো আমরা তিনজনি বাচ্চা হয়ে গিয়েছিলাম,,,,,,,,,,,,,,,,,,,

২৫-০৫-২০২১

মাইশা আজকে আমাকে ট্রিট দিয়েছে।।। কারণ মাইশা ডটখেলায় আমার কাছে হেরেছে,,,,,,,,,,,,,,,,,,,,

৩০-০৫-২০২১

আজ স্যার আমাকে অনেক বকেছে পড়া পারিনি তাই,,,,,,,,,,,,,,
?
( এগুলো অল্প অল্প করে পরেছে)

১৫-০৬-২০২১

আজকে কলেজে এমন একটা বাজে ঘটনা ঘটেছে।। সত্যি আমার ভাবলে এখনো খুব খারাপ ফিল হচ্ছে।। আজ কলেজের একটা আপু আমাকে,,,,,,,,,,,, না লিখতে পারছিনা।। নিজের কাছেই বাজে লাগছে। আমি তার কতো ছটো হয় আর সে আমাকে,,, ছি,, ছি,,,
আমি মনে করতে চাচ্ছি না।।।

২৯-০৬-২০২১

আজ সন্ধ্যা একটু বের হয়েছিলাম মেরানের সাথে।।। মেরান আমি গল্প করতে করতে রাস্তা দিয়ে হাটছিলাম। হঠাৎ দেখি এক কফি হাউজে মাইশা সবে আছে সাথে একটা ছেলে।।। আমি অবাক হয়েছি কারণ মাইশা আর সেই ছেলে খুব ক্লোজ বসেছিলো।।৷ দুইজন দুইজনার হাত ধরে হাসা হাসি করছিলো।। সেই সময় আমার মাইশার বলা সেই কথাটা মনে হলো। বলেছিলো- আমি ভালোবাসা বিশ্বাস করি না তাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে।। ।।তাহলে এখন কেন সে অন্য একটা ছেলের সাথে,,,,,,,৷ সত্যি খুব অবাক হয়েছি আমি।।।

৭-০৭-২০২১

মাইশা আজ আমার সাথে খারাপ ব্যবহার করেছে।। হয়তো ভুলটা আমারি ছিলো।। আসলে সে দিন ওকে অন্য ছেলে সাথে দেখার পর থেকে আমি ওকে একটু ইগনোর করছিলাম।। ও আমাকে আজকে সেই কথা জিজ্ঞেস করেছে কেন আমি তার সাথে ঠিক মতো কথা বলছি না।। আমি একটু রেগেই বলিছি তোমার তো বয়ফ্রেন্ড আছে তার সাথেই কথা বলো আমার কাছে কি?? এই কথা শুনে মাইশা খুব রেগে যাই এবং আমার সাথে বন্ধুত্ব শেষ করে চলে যাই।। এখন মনে হচ্ছে আমার ভুল হয়েছে। ওকে এই কথা বলা আমার ঠিক হয়নি।। সবার চোখে সবাইকে ভালোলাগবে এমন তো কনো কথা নাই।। কেন জানি বিষয় টা আমার মনটাকে যন্ত্রণা দিচ্ছে।। আমি কখনোই চায়নি মাইশা আর আমার বন্ধুত্ব টা নষ্ট হোক।।

৬-০৭-২০২১

আমি আজ মাইশাকে গত কালের বিষয় টার জন্য সরি বলেছি।। মাইশা আমাকে ক্ষমা করেছে তবে মাইশা আগের মতো আর আমার সাথে আর কথা বলছে না।।। কথা না বলাটাও স্বাভাবিক।।। যাই হোক এই বিষয়টার জন্য আমি একটু আপসেট।।। তবে আশা করছি আসতে আসতে সব ঠিক হয়ে যাবে আমার আর মাইশার মধ্যে।।

১৫- ০৭-২০২১

আজকে একটা মেয়ের কথা বলবো।।মেয়েটা আমার কলেজের আমার ক্লাসের। আমি কলেজে সেই প্রথম থেকেই খেয়াল করছি মেয়েটা আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে।। কয়েক বার তো ওর চোখের উপর চোখ পেরেছে। আমি চোখ সরিয়ে নিয় কিন্তু সে সরায় না। কেমন আজব ভাবে তাকিয়ে থাকে।। আমার মাঝে মাঝে মনে হয় গিয়ে জিজ্ঞেস করি কেন সে এভাবে আমার দিকে তাকিয়ে থাকে।। কিন্তু সাহসে কুলায় না।। যাই হোক মেয়েটার নাম রিমা।। তবে ভেবেছি সুযোগ বুঝে একদিন গিয়ে জিজ্ঞেস করবো সে আমার মধ্যে এমন কি দেখে যে এমন ফেলফেল তাকিয়ে থাকে।।

২৫-০৭-২০২১

আজ আমার কলেজে টেস্ট পরিক্ষা ছিলো।। ভালই দিয়েছি।।। তবে মেরান আবির আমার সামনে নকল করেছে।। বন্ধু হয় তাই কিছু বলতে পারিনি।। দুইটাই সেই পড়াচোর।। আমি,,,,,,,,,,,,,,,,,

(চার/ পাঁচ পাতাই তেমন গুরুত্বপূর্ণ কিছু লিখা ছিলো না। তাই অল্প অল্প করে পরে সামনে আগালো।। )

১০-০৮-২০২১
আজ একজনের কথা খুব মনে পরছে। কারণ আজ তার জন্মদিন।। ইচ্ছা করছে উইস করতে কিন্তু করবো না। কারণ ও আজ যেমন!! আমি তাকে তেমন কখনোই চায়নি।। তাকে বলে ছিলাম আমার সাথে আসতে কিন্তু সে আসেনি।। যাই হোক এগুলো আর মনে করতে চায় না।।।।

১৪-০৮-২০২১

আজ আমাদের কলেজের সাথে এন এস কলেজের ফাইনাল ফুটবল খেলা ছিলো।৷ খেলাটা আজ বেশ ইনজয় করেছি৷ কারণ মেরানের ভাই ছিলো আমাদের ফুটবল টিমের ক্যাপটেন।।। তবে তিনজন আপুর জন্য আনিজি ফিল ও হয়েছে আজকে।।। গ্যালারিতে খেলা দেখতে আমি, মেরান আবির একসাথে বসেছি। আমার পাশে মাইশা বসেছে।। আর আমার উপরে সিটে তিন জন আপু বসেছ তাদের মধ্যে একজন আমার চেনা।।। যাই হোক খেলা দেখছি পিছন থেকে ওই তিন জনের মধ্যে একজন আপু আমার সামনে বাদাম এগিয়ে দিলো।। আমি পিছনে ঘুরে তাকালাম আপুটা বললো- নাও রহিত খেলা দেখতে দেখতে বাদাম খেতে মজা লাগে।। আমি নিবো না বললাম। আপুটা তাও জোর করলো। মাইশা আমাকে বললো- নিতে কি সমস্যা নাও বড় আপু হয় দিচ্ছে নাও।। আমি আপুটার হাত থেকে বাদামের প্যাকেট টা নিলে সে আমার গলা স্পর্শ করে হাত সরিয়ে নিলো। তার স্পর্শ আমার খুব বিরক্ত লাগলো। তার কিছুখন পর আরেকটা আপু আমার ঘাড়ে হাত দিলো আমি চমকে উঠে পিছনে তাকালাম। তারা বললো- রোদে ঘেমে যাচ্ছো এই রুমালটা ভেজা ঘারে দিয়ে রাখো আরাম লাগবে। আমি বললাম লাগবে না তাও জোর করে দিলো।। মেরান আর আবির আমার দিকে তাকিয়ে হাসছিলো মেরান তো কাছে এসে বলেই দিলো দেখ আপুরা তোকে কতো কেয়ার করে এমনটা যদি আমরাও পেতাম নিজেদের ভাগ্য বান মনে করতাম।।। আমি কিছুই বললাম না কারণ আমার খুব বিরক্ত লাগছিলো।। খেলা শেষ হলো আমরা সবাই আনন্দ করছি কারণ আমরা জিতে গিয়েছি।। এমন সময় ওই আপুরা এসে আমাকে জোরিয়ে ধরলো৷। আমি একদম অবাক হয়ে গেছি যে কি করে।। ওরা বললো- তুমি কি রাগ করলে আরে আমরা তোমার আপুর মতো। আমরা কি আমাদের ভাইকে জোরিয়ে ধরতে পারিনা আমাদের কলেজ জিতে গিয়েছে বলে কথা।।। আমি তাদের কথা শুনে পুরা বেকুব হয়ে গেলাম। আপু গুলা চলে যাওয়ার পরে।।। আবির আমাকে বললো- এমন সিনিয়ার আপুরা আমার পরিচিত থাকলে আমি তো লাইন মারতাম।। কিন্তু এখানে তো দেখছি সিনিয়ার আপুরাই তোর উপর লাইন মারছে।।। কথাটা যদিও আমি ফান ভাবে নিয়েছিলাম কিন্তু বিষয় টা আমার কাছে খুব বিরক্তিকর ছিলো।।।

১৫-০৮-২০২১

আজ সন্ধ্যায় একটা পার্টি আছে। পার্টি টা মেরানের ভাই রেখেছে ফুটবল খেলায় জিতার উপলক্ষে।। শুনেছি কলেজের অনেকেই ইনভাইট সেই পার্টিতে। মেরান আমাকে ইনভাইট করেছে মাইশাকেও করেছে।। আরো আমাদের ক্লাসে কাকে কাকে জানি করেছে।। আমি একটু এক্সাইটেড কারণ এমন পার্টিতে কখনো যায়নি।।।

ডায়েরির পরের পাতা উল্টালো দেখলো আর কনো লিখা নেই।। সে ডায়েরির আগের পাতা উল্টিয়ে তারিখ টা ভালো করে দেখলো( ১৫-০৮-২০২১) রহিতের মৃত্যুর একদিন আগের তারিখ।।। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠলো।। ফোন রিসিভ করে কানে ধরলো।।

মিরা- কলেজে পুলিশ এসেছিলো।।। সবাইকে সাবধানে থাকতে বলেছে।।। তবে পুলিশের এই কথায় মাইশাকে একটু বেশিই ভয় পেতে দেখেছি। ব্যাপারটা খুব ভালো ঠেকলো না আমার।।।

– হমম জানি।। যাই হোক তোমাকে একটা প্রশ্ন করার আছে??

মিরা- হমম বলো!!!!

– রহিতের মৃত্যুর একদিন আগে একটা পার্টি হয়েছিলো।। তুমি কি সেই পার্টিতে ছিলে???

মিরা- আ,,, হমম আমি পার্টির কথা শুনে ছিলাম। কিন্তু পার্টিতে আমি ইনভাট পাইনি।। আমি সেই পার্টির ব্যাপারে কনো কথা বলতে পারবো না।।।

– সেই পার্টিতে মাইশা ইনভাইট ছিলো।। আমি জানি এখন আমার কি করতে হবে।।।

রিমা- আমি কি কনো সাহায্য করতে পারি,,,,,,,,,,,

রাত ৮ টা,,,,,,,,,

মাইশা ঠিক করলো। সে আজ রাতেই এই শহর থেকে চলে যাবে তার খালার বাড়িতে।।।। তাই মাইশা তার কাপড়ের ব্যাগ গোছিয়ে বের হলো। এমন সময় মাইশার মা মাইশাকে ব্যাগ নিয়ে বের হতে দেখে মাইশাকে থামালো।।।

মা- কথায় যাচ্ছো এতো রাতে??? তাও আবার কাপড়ের ব্যাগ নিয়ে?? মা চমকে বললো- মাইশা তোমার সেই ছেলে মৃত্যুর সাথে কনো সংযোগ নেই তো??

মাইশা থতমত খেয়ে বললো- না মা এমন কিছুই না আমার ভালোলাগছে না কলেজে এই বিষয় গুলো নিয়ে সারা দিন আলোচনা।। আমার মাথা আর নিতে পারছে না তাই আমি ঠিক করেছি আজি খালার বাসায় যাবো। এবং ওখানে কিছু দিন থাকবো।।।

মা- কাল সকালে গেলেও তো পারো।।

মাইশা- না মা আমি আজ রাতেই যাবো।।

মা- ঠিকাছে আমি ড্রাইভার কে বলছি তোমাকে তোমার খালার বাড়িতে রেখে আসবে।।

মাইশা- আ,,, ঠিকাছে ঠিকাছে মা।।।

মাইশা গিয়ে গাড়িতে আটোসাটো হয়ে বসলো।। মাইশার মনের ভিতর ভয় একদম চেপে বসেছে।। মাইশা মনে মনে ভাবলো- কনো রকম এই শহর পার হতেই পারলেই আমি বেচে যাবো।।।।

,,,,,,,,,,,,,continue,,,,,,,,,,

ভুলত্রুটি ক্ষমা করবেন।।।।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here