দুষ্টু বউয়ের ডেভিল বর,part:12,13

0
1241

দুষ্টু বউয়ের ডেভিল বর,part:12,13
writer:Nurzahan akter allo
part:12
❤❤

নুর লেকের পাড়েই সাদনানকে দেখছিল পরে নুর সাদনানের সব ডিটেইলস জেনে নিয়ে রেগুলার ওর বাসায় চিঠি দিত,সাদনান ওগুলো রেগে ফেলে দিত আর নুর যা করতো সব আড়ালে থেকে,সাদনান নুরকে দেখেনি এর আগে, এজন্য সাদনানে এর কিছুই জানে না ।সাদনান যখন এসব পছন্দ করতো না নুর তখন সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে, সাদনানের ইগনোর করে,কারন জোর করে তো ভালবাসা পাওয়া যাই না, নুর যখন ওর বাপির থেকে নিয়ে সাদনানের পিক দেখলো তখন আর না করতে পারে নি,কারন সাদনান কে ও পছন্দ করতো।

কিন্ত ভাগ্য আজ ওদের এক করে দিয়েছে।সাদনান সব কথা শুনে ওর মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা, কারন যাকে এত ইগনোর করছে আজ কি না তার প্রেমেই সে হাবুডুবু খাচ্ছে? আল্লাহ ওদের জুটি বেঁধে ছিল বলে আজ ওরা আবার এক হয়েছে,সাদনান খুব মনোযোগ দিয়ে নুরের কথা গুলো শুনলো,কিন্ত নুরের আর কথা না শুনতে পেয়ে সাদনান মাথা উচু করে তাকিয়ে দেখে,নুর ঘুমিয়ে গেছে। সাদনান নুরকে ভালো করে শুইয়ে দিল।তারপর লাইট অফ করে দিয়ে,নুর কপালে ঠোঁট ছুঁইয়ে দিল,আর নুরকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো,আর মনে মনে ভাবতে লাগলো,,,

সাদনানঃ দুষ্টু রানী সরি,তবে আজ থেকে আর কোন ইগনোর নই,আজ থেকে এই সাদনান পুরোপুরি তোমার,তুমি এইকথা গুলো আজ না বললে জানতামই না, তবে আজ আমি খুব খুশি কারন তুমি আমাকে ভালবাসো।আর কোন রাগ,অভিমান নই,আমি তোমার মনের কথা জেনে গেছি আর তোমাকে কষ্ট দিবো না।আমি কল্পনাও করি নি,এই দুষ্টু মেয়েটা নাকি আমাকে ভালবাসতো,রঙ্গবতী গানটা তোমার এত পছন্দ হয়েছে, যে প্রেমেই পড়ে গেলা,,??,।আমি তোমার পছন্দের গান তোমার সামনে বসে তোমাকে ডেডিকেটেড করবো,আর তোমার লজ্জামাখা মুখটা দেখবো,,,।আমি তো ভেবেছিলাম আমিই তোমাকে বুদ্ধি খাটিয়ে আমার করে নিয়েছি বাট এখন বুঝলাম তুমিই গোল দিয়ে বসে আছো ??।

সাদনানও একসময় ঘুমিয়ে গেল,ওর ভালবাসার মানুষ টাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে,এভাবে জড়িয়ে ধরে ঘুমানোতে এক অন্যরকম ভাললাগা আর একটা অন্যরকম অনুভুতি,,।সকালে বেলা নুরের ঘুম ভেঙে গেছে,নিজের দিকে তাকিয়ে দেখে,ওর সাদনানের বাহুডোরে বন্দি,এভাবে থাকাতে খুব লজ্জা পেলো তারপর কুটুস করে একটা কিস করলো,দাড়িতে হাত বুলালো,, সাদনানের ঘুম ভেঙে গেছে,সাদনান নড়ে উঠতেই নুর আবার চোখ বন্ধ করে নিল,সাদনান নুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো,,

সাদনানঃআমি তো শুধু তোমার তাহলে এরকম চোরের মত আদর দাও কেন?এবার থেকে জেগে থাকা অবস্থায় দিবা কেমন??

নুরঃএকদম বাজে কথা ব ব বলবেন না,,,
(উরি বাবা ধরা পড়ে গেলাম???,না ওকে কিছুতেই বুলতে দেওয়া যাবে না,মনে মনে বললো)

নুর তো এবার যাই যাই অবস্থা, কোনরকম নিজেকে সামলে নিয়ে,চোখ খুলে সাদনানের দিকে তাকিয়ে দেখে সাদনান এক হাতের উপর ভর করে শুয়ে শুয়ে ওকে দেখছে,নুর সাদনানকে মুখে ভেংচি দিয়ে উঠতে যাবে,সাদনান নুরকে একটানে ওর বুকের উপর ফেলে,বাট নুর সাদনানের গলায় একটা কামড় বসিয়ে দেই,আর সাদনান ওকে ছেড়ে দেই আর নুর দৌড় দিয়ে ওয়াশরুমে ডুকে যাই,,

সাদনানঃউফফফ এই মেয়েটা এরকম কেন?ভাবলাম মনিং কিস দিয়ে সকালটা শুরু করবো বাট কিস তো দুরো থাক, এ তো ভ্যামপায়ারের মত কামড় দিলো,,,,।ওকে ম্যম আপনাকে আমি দেখে নিবো,,, ??

নুর আবার ওর রুমে এসে মনিং ওয়াকের জন্য ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ে।সাদনান শুয়ে শুয়ে শুধু ওর কাজগুলো দেখছিলো,,নুর রুমে এসে ইয়ারফোন আর ফোন হাতে নিয়ে রুম থেকে বের হবে এমন সময়,সাদনান নুরকে টেনে পাশের দেওয়ালের সাথে চেপে ধরে,,নুর কিছু বলার আগেই সাদনান ওকে বলে,,,

সাদনানঃবরকে রেখে কেউ এভাবে মনিং ওয়াকে যাই গাধী, তুমি চলে গেলে আমি বোরিং ফিল করবো তারপরেও আমাকে একা রেখে চলে যাচ্ছে কেন?ওয়েট করো আমি আসছি,,
,
নুরঃহুমমম(মনে মনে বলছে, চলুন চলুন আজ আপনাকে কেমন করে ফাঁদে ফেলি শুধু ওটাই দেখেন, আমি তো এটাই চেয়েছিলাম ডেভিল বর??)

সাদনান আর নুর, দুজনেই ওয়াকের জন্য বের হলো,সকালবেলা তেমন কেউ নেই,নুর কানে ইয়ার গুজেছে আর সাথে একটা পছন্দের গান আর সাথে পছন্দের মানুষ আর কি লাগে?নুর সাদনানের দিকে তাকিয়ে বললো,,,

নুরঃসামনে একটা পার্ক আছে খুব সুন্দর যাবেন

সাদনানঃহুমম তুমি নিয়ে গেলেই যাবো,কারন আমি তো এখানে তেমন কিছু চিনি না,,তুমি আমাকে যেখানে নিয়ে যাবে, আমি সেখানে যেতেই রাজি,,
নুরঃ সত্যি তো,,,
সাদনানঃএকদম পাক্কা,,,
নুরঃআজ আমি আপনাকে আজ আমার কিছু অভ্যাসের সাথে পরিচয় করে দিবো,,

সাদনানঃওকে ম্যম,তবে তোমার এই এত সফট ভয়েজের কথা গুলোতে আমার কেন জানি ডাউট হচ্ছে? সত্যি করে বলো তো, তোমার মনে কি চলছে তোমার?

নুরঃএই আপনাদের একটা দোষ ভাল হলেও বকবেন আবার রুড বিহেব করলোও বকবেন,তাহলে আমার কি করা উচিত বলে তো?

(উরি বাবা এই ডেভিলটা তো খুব চালাক,না না এখান আর কিছু করা যাবে না,আপনাকে আমি নিজ দায়িত্বে সময় মত ফাঁসিয়ে দিবো,,মনে মনে কথাটা বললো?)

সাদনানঃওকে ওকে আমি আর কিছু বলছি না,,,, ?

ওরা পার্কে গিয়ে,নুর ধপাস করে একটা দোলনায় বসে পড়লো,সাদনানও বসলো নুরের পাশে,,নুর ওর কেইস খুলে খালি পায়ে হাটলো সাথে সাদনানকেও হাটালো,সাদনান এই প্রথম খালি পায়ে সকালবেলা ঘাসের উপর হাটলো,পায়ের নিচে সারারাতে ভিজে থাকা হালকা শিশির ভেজা ঘাস, সাদনান নুরের দিকে পাশ ফিরে তাকিয়ে দেখে,নুর দুইহাত তুলে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচেছ,সাদনান নুরে পাশে দাড়িয়ে ওকে দেখছে,এটা করার কারনটা কি জানতে পারি?

নুরঃআমাদের এই ধুলোবালিময় শহরটাতে প্রান ভরে নিঃশ্বাস নেওয়ার মত জায়গা নেই,এজন্য সকালবেলা আমি এটা করি,আপনি করে দেখেন খুব ভাল লাগবে,কারন সকালের এই পরিবেশটা আমাদের শরীরের জন্য খুব উপকারী,,,

সাদনানঃহুমম তোমার চিন্তা ভাবনা গুলো দেখে সত্যি খুব ভাল লাগলো,তবে আমার খুব কাতুকুতু লাগছে,পায়ের নিচে এই ঘাসগুলো☺☺

নুরঃঢং দেখি বাচি না,বুইড়া বয়সে এসে এখনো উনার নাকি এখনো কাতুকুতু কমে নি,দাড়ান আপনার কাতুকুতু কমিয়ে দিচ্ছি আমি,,,??

নুর ওখানে দাড়িয়ে সাদনানকে কাতুকুতু দেওয়া শুরু করে আর সাদনান হাসতে শুরু করে,কারন সাদনানে ছোট থেকেই খু্ব কাতুকুতু,,। ওরা দুজনেই খুব হাসছে,সাদনান নুরকে এই প্রথম এভাবে হাসতে দেখছে এজন্য সাদনান নুরকে আটকাচ্ছে না,পাশ দিয়ে একটা দাদু আর একটা বাচ্চা হেটে যাচ্ছিল,তখন বাচ্চাটা ওর ওর দাদুকে বলছে,,,

বাচ্চাটাঃদাদু দেকো(দেখো)ওলা খাতুখুতু খেলতে(খেলছে),আমিও ওদেল থাতে খাতুখুতু কেলবো,,

দাদুঃআরে না ওরা পাগল হয়ে গেছে, তুমি আর আমি বাসায় যাই,,,,চলো তারাতারি??

নুর কোন রকম হাসতে হাসতে ঘাসের উপর বসে পড়ে সাথে সাদনানও,নুর এবার উঠে দাড়িয়ে, সাদনানকেও উঠে যেতে বললো,,
সাদনানঃআমি হাঁপিয়ে গেছি ইয়ার একটু বিশ্রাম নিয়ে নেই প্লিজ,,
নুরঃআরে না উঠুন, আমরা আরেক জায়গাতে যাবো,,(সাদনানের হাত ধরে টেনে তুলে)

সাদনানঃওকে চলো,,??

নুর সাদনানকে একটা টং চায়ের দোকানে নিয়ে গেল,বাট সাদনান তো এর আগে এসব দোকানে চা খায়নি, তবে নুরের দিকে তাকিয়ে মুখে কিছু বললো না,নুরের সাথে দোকানদারে খুব ভাল পরিচয়, সেটা ওদের কথা শুনেই সাদনান বুঝে গেছে,,

নুরঃরহিম কাকু এটা আমার বর,ওকে একটা ঝাক্কাস করে চা দাও তো,সাথে আমাকেও দিও,,

রহিমঃআরে বাবা বসুন, গরীব মানুষ আমি, কিছু মনে করবেন না,এখানে বসার ভালো কোন জায়গা নেই,নুর মা ওনাকে একদিকে সাথে নিয়ে বসো,(নুরের দিকে তাকিয়ে) আমি এখুনি চা বানিয়ে দিচ্ছি,,

সাদনানঃআপনি এত উওেজিত হবেন না প্লিজ,,
নুরঃহুমম কাকু তারাতারি দাও???
সাদনানঃ??
ওরা দুজনেই চায়ে চুমুক দেয়,চায়ের টেস্ট টা আসলেই দারুন,সাদনান নুরের দিকে তাকায় আর নুর ভ্র নাচিয়ে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে?সাদনানও ভ্রু নাচিয়েই বুঝায় দারুন হয়েছে,,
(এই আপনারা কি ভ্রু নাচিয়ে চেষ্টা করলেন নাকি,,??? ভাবা যাই??)
হঠাৎ একটা বাচ্চা এসে সাদনানের সামনে দাড়ায়,আর সাদনানের দিকে মিষ্টি হেসে বলে,,

বাচ্চাঃতোমলা তকন খাতুখুতু খেলছিলে না,আমি তকন তোমাদেল দেকছি,আমিও এখন তোমাদেল সাতে খাতুখুতু খেলবো,,,☺☺
সাদনান আর নুর দুজন দুজনের দিকে তাকিয়ে
সাদনান আর নুরঃ???????
বাচ্চাটাঃ☺☺
ওরা এবার বাচ্চাটাকে ধরে কাতুকুতু দেওয়া শুরু করলো,আর বাচ্চা মেয়েটি খিলখিল করে হাসা শুরু করলো,,

চলবে,,

দুষ্টু বউয়ের ডেভিল বর
writer:Nurzahan akter allo
part:13
❤❤
সাদনান আর নুর ওই বাচ্চা মেয়েটির সাথে দুষ্টুমিতে মেতে উঠলো,আর বাচ্চাটা মেয়েটির দাদু মেয়েটি খুজে বেড়াচেছ,সাদনান বাচ্চাটিকে কোলে নিয়ে বসালো,আর সাদনান বাচ্চাটার গালে একটা টোকা দিয়ে বললো,,
সাদনানঃ আচ্ছা বাবু তোমার নাম কি?আর এখানে কার সাথে এসেছো,

বাচ্চা মেয়েটিঃআমাল নাম আলো,,?

(নিজের নাম দিয়েই চালিয়ে দিলাম,ইসস এখন লজ্জা লাগছে ☺,বেশি আধা কেজির মত লজ্জা পাচ্ছি ??)

সাদনানঃবাহ নাইচ নেইম তো,তোমার মত খুব মিষ্টি একটা নাম,, ?

নুরঃ??? ঢং দেখে বাঁচি না?(,কই আমাকে তো এভাবে বলে না,আর এখন দেখো মুখে কেমন বুলি ফুটেছে ডেভিল একটা,মনে মনে)

আলোঃআমাকে গানে(গালে)হাত দিও না,আমাল কুব নজ্জা (লজ্জা) লাগে☺☺,কাউকে হাত দিতে দেয় না,☺

সাদনানঃতাই নাকি????

নুরঃ দাঁত ক্যালানো বন্ধ করেন,এই বাচ্চা নামো আমার বরের কোল থেকে,আমার হিংসা হচ্ছে ??

সাদনানঃআরে ব্যাস সকাল থেকে আর কতো সারপ্রাইজ দিবে নুর,আমি তো এবার মারা যাবো বউ,আর এই বাচ্চাটা আমার কোলে বসেছে তাই হিংসা হচ্ছে ভাবা যাই??।না জানি কোন মেয়ের সাথে কথা বললে কি করবে আমাকে???

আলোঃএই মেয়েতা তো কুব দুটু(দুষ্টু )তুমি উনাতেও কোনে (কোলে)নাও,,তাহনে আর নাগ(রাগ) করবে না?

সাদনানঃবাবু ও তো আর তোমার মত এত কিউট না,ও তো একটা ময়দার বস্তা,ওকে কোলে নিলে আমি তো নড়তেই পারবো না(নুরকে রাগানোর জন্য)

আলোঃআমি সত্যি কুব তিউট(কিউট)সবাই বলে☺☺

নুরঃহ্যা একবারে বিশ্ব কিউট আপনি,এবার নামেন ??।আর তুই আমাকে কি বললি,আমি ময়দার বস্তুা তাহলে তুই কি রে?তাহলে তুই একটা মহিষ,??

আলোঃনামবো না আমি,, তুমি দাও(যাও),আর তুমি মুহিস(মহিষ)তুমি ওকে মুহিস বুলবে না(সাদনানের গলা জড়িয়ে ধরে)

নুরঃতুই নামবি নাকি তোরে চায়ের মধ্যে চুবাবো ফাজিল মেয়ে,আর ওকে ছাড় বলছি??

সাদনানঃ???? তোমরা থামো,আর নুর ও তো বাচ্চা, ওর সাথে এভাবে কথা বলছো কেন?ও তো এসব কিছু বোঝে না,,,?

আলোঃএই ছেনে(ছেলে)তোমাকে আমাল কুব ভাল নাগছে,আমি তোমাকে বিয়ে তরবো(করবো),তুমি দেখতে কুব সুনদল(সুন্দর)।আল(আর)আমিও তিউট(কিউট)তাহনে সমস্যা হবে না☺☺,আল আমাকে বাততা বলবে না,আমি বড় হয়ে গেচি(গেছি)??

নুর আর সাদনানঃ??? ভাবা যাই এসব কি বলে??

সাদনান এবার নুরে দিকের তাকায়, আর নুর দুম করে উঠে সাদনানের কোলে বসে পড়লো,একপাশে নুর আর একপাশে আলো,আর সাদনান মাথা ঘুরিয়ে,একবার নুরের দিকে তাকাচ্ছে আর একবার আলোর দিকে তাকাচেছ,বেচারা পড়ে গেছে মাইনক্যার চিপায় ??

সাদনানের অবাক হওয়া শেষ হচ্ছে না,এতটুকু একটা বাচ্চা এসব কি বলে?আর নুর ও সমান তালে আলোর সাথে ঝগড়া করেই যাচ্ছে,আলোরও মুখের বুলি থেমে রাখে নি। এবার আলো নুরের উপর খুব রেগে গিয়ে সাদনানের চুল হাত দিয়ে ধরে,সাদনানের মাথা ধরে ঝাকাতে লাগলো,,আর নুরও হা করে তাকিয়ে আছে আলো দিকে,, ??

সাদনানঃআআআআআহহহহহহ আমার লাগছে??

নুরঃএই ফাজিল মেয়ে ওর চুল ছাড়, ওর লাগছে,তোর সহ তো সাহস কম না আমার বরের চুল ছাড়,ওকে আমি এভাবে ধরবো শুধু,তুই ধরার কে?ওরে ছাড় তা না হলে তোকে মেরে চ্যাকা করে দিবো ফাজিল মেয়ে,,??

আলোঃবন(বল) কাকে বিয়ে কলবি?বিয়ে করলে কল(কর)না হলে ডোরেমন কেক আর মামা বিস্কুট কিনে দে, নাহলে চুল ছালবো না(ছাড়বো না)

সাদনানঃওকে ওকে দিবো,,দিচ্ছি আলোমনি প্লিজ চুলটা ছাড়ো,,??
আলোঃ আচ্ছা ?তালাতালি(তারাতারি)

ছোটরা কত অবুজ না বুঝে কত কথা বলে দেই,কিন্ত নুর তো রেগে একাকার অবস্থা,আলোর দাদু এসে আলোকে জোর করে নিয়ে যাই,সাদনানও আলোকে অনেক গুলো চকলেট, ডোরেমন কেক আরো কিছু কিনে দিলো, আর যাওয়ার সময় নুর আর সাদনানকে কিসি দিয়ে গেল।নুর আর রেগে নেই আলো ওর গলা জড়িয়ে ধরে কিসি দেওয়াতে ওর রাগে কমে গেছে,নুর আলোর উপর রাগ না করলেও সাদনানের উপর খুব রেগে আছে।সাদনান আর নুর বাসার দিকে যাচ্ছে, নুর সাদনানের সাথে কথা বলছে না,সাদনান নুরের দিকে তাকিয়ে বলছে,,,,,

সাদনানঃওই বাচ্চাটি তো তোমাকে কিস করলো রাগ ভেঙে গেল,তাহলে কি আমিও,না মানে ইয়ে,,আমিও একটা কিস করতে পারি???

নুরঃ??আমার সাথে আপনি মজা করছে, আমি কি বাচ্চা নাকি?আমাকে কিসি দিবেন?এসব বাজে কথা একদম বলবেন না।

সাদনানঃওই বাচ্চা মেয়েটিক কথায় রাগ করে না পাগলি,ও তো একটা বাচ্চা,,। ওর তো বুদ্ধি নেই, এজন্য সহজ মনে এসব বলে ফেলছে,বাচ্চারা কত কথা বলে সব কথা মনে রাখতে নেই বা ধরতেও নেই।তবে আমার আলোকে দেখে খুব ইচ্ছে করছে, আমাদেরও একটা ছোট্ট নুর আসুক,আমি ওর সাথে মজা করবো,কোলে নিবো,ও ফোকলা দাতে হাসবে,নানান ধরনের বায়না ধরবে, খুব মজা হবে কিন্তু তাই না,চলো আমরা একটা ছোট্ট নুর আনার ব্যবসথা করি,,?

নুরঃ আচ্ছা চলেন, তবে আপনার যদি ওকে খাওয়াতে পারেন, আমার সাহায্য ছাড়া,ওর ন্যাপকিন বদলে দিবেন,গোসল করাবেন,রাত জেগে ওর কান্না থামাবেন, তাহলে আমিও রাজি,,,

,(নিজেই বাচ্চা আর উনি এসেছে বাচ্চা নিতে ঢং দেখে বাচি না,বাচ্চা বলে যাকে তাকে দুম করে তুলে নেই,আর আমি একটু বড় বলে, মুখে না বললে বোঝে না ডেভিল একটা?)

সাদনানঃ আমি ওকে খাওয়াবো কি করে?আমি তো মানে ইয়ে,,,,না মানে পারবো না খাওয়াতে,
আচ্ছা এসো আদর করে দেই তাও রাগ করে থেকো না গো,তোমারা গোমরা মুখ আমার ভাল লাগে না।আচ্ছা এসো তোমাকে কোলে নেয়,

নুরঃহুমম পারবেন না তো মুখে লাগাম দেন,সময় হোক সব হবে, আর আপনার এত তারা থাকলে,যা বললাম সেগুলো করতে হবে,,,???।

(আমাকে কোলে নিলি না আর আমি তোকে বাচ্চা দিবো,, না পারবো না ডেভিল একটা,,,,??মুখে না বলে এসে কোলে নিবে তা না,,ন্যাকামো করে বলছে কোলে নেই,ফাজিল পোলা একটা,আমি কি বলবো নাকি, আমাকে কোলে নাও,কোলে নাও??,আমার তো লজ্জা আছে না কি?এই হুতুম টাকে বোঝাবো কি করে?আমার তার কোলে উঠে ঘুরতে ইচ্ছে করছে☺☺)

সাদনান আর নুর বাসাতে আসার জন্য রাস্তা দিয়ে হাটছিলো,আর নুর মনে মনে দুষ্টু বুদ্ধি আটছিলো, আর পেয়েও গেল,নুর সামনে পড়ে থাকা গোবর দেখতে পেলো,আর সাদনানকে ধাক্কা দিল,আর সাদনানের এক পা গোবরের মধ্যে ঢুকে গেল।সাদনান জানতো নুর কিছু একটা করবে বাট তাই বলে রাস্তায় এভাবে,,,।সাদনানের মুখের অবস্থা দেখে নুর হাসতে হাসতে মাটিতে বসে পড়ছে,,,??

সাদনান করুন চোখে নুরের দিকে তাকিয়ে আছে,,।নুর ওদের বাসায় ঢুকলো,সাদনানও খোটাতে খোটাতে আসলো,,
বাগানে পানি দেওয়ার জন্য যে পানির কল বসানো আছে ওখানে থেকে পানির পাইপটা নিয়ে সাদনানকে দিয়ে পা টা ধুতে বললো,নুর এখনো হেসে যাচ্ছে কিন্ত সাদনান পা ধুয়ে পায়ের পানি দিতে দিতে নুরের দিকে পানির পাইপ টা ধরলো,আর নুরকে ভিজিয়ে দিল,নুর ভিজে একাকার অবস্থা,,, এবার সাদনান আস্তে করে পানির পাইপ ফেলে দৌড় দিল,তা না হলে নুর ওকে যে কাক ভেজা করেই ছাড়বে,,,????।

নুর বাসায় গিয়ে রাগে হন হন করতে করতে রুমে গিয়ে দুম করে দরজা মেরে দিল,নুরের বাপি সাদনানের হাসি দেখে বুঝলো, সাদনান এর সাথে জড়িত।সাদনান নুরের যাওয়ার দিকে তাকিয়ে আছে,নুরের বাপি ওদের কথা না জিজ্ঞাসা করে, সাদনান কেও গিয়ে ফ্রেস হয়ে ব্রেক ফাস্ট করে নিতে বললো,,সাদনান মাথা নেড়ে নুরের রুমের সামনে দরজার হাত দিয়ে দেখলে লক করা না,সাদনান রুমে ঢুকতেই ওর ফোন আসাতে বারান্দায় চলে গেল,নুরের বারান্দায় বিভিন্ন ফুলের গাছ আছে,,,ওগুলো দেখছিলো আর ফোনে কথা বলছি,,,
সাদনান কথা শেষ করে রুমে আসতেই,,,দেখলো নুর,,
সাদনানঃ?????

(আমি আর বলবো না, আবার কালকে বলবো,,???)

চলবে,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here