প্রিয়_অভিমান পার্ট : ৭,৮

0
1433

#প্রিয়_অভিমান
পার্ট : ৭,৮
লেখা : নিশাত সিদ্দিকা
পার্ট : ৭

গাড়িতে বসে আছি নববধূর সাঁজ নিয়ে,
কাব্য ভাইয়া একমনে গাড়ী চালাচ্ছেন,
কোনো কথা বলছেন কিন্তু কিছুক্ষন পর পর আমার দিকে তাকাচ্ছেন ,
আর মুচকি মুচকি হাসছেন,
উনার এমনভাবে তাকানো আমার মোটেও সুবিধার মনে হচ্ছে,
উনি যে কি মতলব করছেন তা উনিই ভালো জানেন,
প্রথমে তো উনার কথায় কিছু না ভেবে রাজি হয়ে গেছি কিন্তু এখন ভীষন ভয় করছে ,
কেন জানি না শুধু এ কথাই বার বার মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি,
কেমন একটা অশান্তি কাজ করছে মনের মাঝে,
বৌ সাজার পর থেকে মনের মাঝে অদ্ভুত একটা ফিলিং হচ্ছে যেন আজই আমার বিয়ে,
কিন্তু এটা তো মিথ্যে আমি শুধু অভিনয় করার জন্য এমন সেঁজেছি।
তাহলে এমন কেন হচ্ছে সব কিছু সত্যি মনে হচ্ছে কেন?
বৌ সেঁজে বসে থাকতে একদম ভালো লাগছে না ভীষন কান্না পাচ্ছে ,
কিন্তু এছাড়া কোনো উপায় নেই কাব্য ভাইয়াকে কথা দিয়ে ফেলেছি উনি কিছুতেই এখন আমায় ছেড়ে দিবেন না।
কাব্য ভাইয়া আমার দিকে আবার তাকাতেই আমি একটু উচ্চ সুরে বলে উঠতে লাগলাম,
গাড়ী থামাও ! গাড়ী থামাও!!!
আমার এমন কথা শুনে কাব্য ভাইয়া সাথে সাথে গাড়ী থামিয়ে প্রশ্নবিদ্ধ চোঁখে আমার দিকে তাকালেন,
আমি উনার দিকে কিঞ্চিৎ ব্রু কুঁচকে তাকিয়ে বললাম,
তুমি বার বার আমার দিকে তাকাচ্ছো কেন??
আর এইভাবে হাসছোই বা কেন?
আমাকে কি তোমার জোকার মনে হচ্ছে??
আমার কথা শুনে কাব্য ভাইয় দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠলেন ,
তোমার দিকে কি আর সাধে তাকাচ্ছি এতো পয়সা করচ করে তোমার মতো পেত্নিকে পরি সাঁজিয়েছি নিজের জন্য , সেটা
ঠিকঠাক মতো আছে কি না দেখতে হবে না ,তা না হলে আমার বয়েই গেছে তোমার দিকে তাকাতে।
উনার কথা শুনে রাগে আমার গা জ্বলে উঠল,
যেখানে আমার রূপের প্রশংসা করতে সবাই পরি ,অপ্সরি উপাধী দিয়ে থাকে সেখানে উনি আমাকে পেত্নি বলছেন,
আমি রাগে জ্বলে উঠে বললাম,
আমি যখন পেত্নি তখন আমাকে দিয়ে নিজের নাটকে অভিনয় করাচ্ছেন কেন??
আমার কথা শুনে কাব্য ভাইয়া হতাশ হওয়ার ভঙ্গিতে বলে উঠলেন,
কপাল বুঝলে সবই কপাল তা নাহলে আমার চারিপাশে এতো এতো সুন্দরী মেয়ে থাকতে শেষে কিনা তোমাকে আমার প্রয়োজন পরল,
কি আর করা বলো ফেঁসে গেছিতো এখন তোমাকেই তো উদ্ধার করতে হবে আমাকে।
উনার এমন জবাবে আমি আর কিছু খুঁজে পেলাম না বলার ,রাগী দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে রইলাম,
উনি আমার এমন তাকানো দেখে একটা বাঁকা হাসি দিয়ে আবার গাড়ী স্টার্ট দিলেন,
আমিও আর কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে রইলাম ,
.
গাড়ী থামার শব্দে কাব্য ভাইয়ার দিকে তাকালাম,
উনি গাড়ী থেকে নামতে নামতে আমাকেও নামতে বললেন,
ভাবলাম হয়তো উনার কাজের জায়গায় এসে গেছি তাই আমিও নেমে পরলাম।
গাড়ী থেকে নেমে সামনে তাকিয়ে আমার মাথা ঘুরে উঠল ,
এটা তো কাজি অফিস !!!
এখানে উনার কি কাজ থাকতে পারে?
কাব্য ভাইয়া আমাকে এখানে নিয়ে এলেন কেন??
আমি কাব্য ভাইয়ার দিকে চোঁখ বড় বড় করে তাকিয়ে বলে উঠলাম,
-আমাকে এখানে কেন নিয়ে এলে ??এটা নিশ্চই তোমার কাজের জায়গা নয়,,
আমার কথা শুনে কাব্য ভাইয়া ধমক দিয়ে বলে উঠলেন,
-এসেছি যখন নিশ্চই কাজে এসেছি,
এতো বেশী প্রশ্ন করো কেন ,বকবক না করে আমার সঙ্গে এসো,
বলেই উনি হাঁটতে লাগলেন,
ভাবলাম হয়তো এখন থেকেও কাউকে নাটকের জন্য নিবেন তাই আমি আর কোনো প্রশ্ন না করে ,একরাশ কৌতূহল নিয়ে উনার পিঁছন পিঁছন ভিতরে যেতে লাগলাম,
.

ভিতরে গিয়ে দেখি কাব্য ভাইয়া দু জন ছেলের সঙ্গে কথা বলছেন,
তাদের কথা বার্তা শুনে মনে হচ্ছে ছেলে দুটি কাব্য ভাইয়ার বন্ধু,
আমি ভিতরে এক কোনে জড়সড় হয়ে দাড়িয়ে আছি কি হচ্ছে বা কি ঘটছে কিছুই আমার মাথায় ঢুকছে না ,
কি নিয়ে এতো আলোচনা হচ্ছে রে বাবা!!নিশ্চই তাদের নাটক নিয়ে,
কিন্তু আমাকে সাঁজিয়ে এখানে এভাবে সঙ এর মতো দাঁড় করিয়ে রেখেছে কেন কে জানে,
উফ!অসহ্য।মনের মাঝে এক তিক্ত অনুভুতি নিয়ে দাঁড়িয়ে রইলাম।
.
হঠাৎ করে কাব্য ভাইয়া এসে আমার হাত ধরে বলে উঠলেন,
আমি যা বলছি মন দিয়ে শুনো ,
আমি উনার এমন আচমকা কান্ডে হতবিহ্বল হয়ে উনার মুখের দিকে তাকিয়ে রইলাম,
কাব্য থেমে আবার বলে উঠলেন,
তোমাকে কোনো নাটকের জন্য সাঁজানো হয়নি ,আজ এখানে এই মুহূর্তে আমাদের বিয়ে হবে।
কাব্য ভাইয়া কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল,
আমি এক জটকায় উনার হাত থেকে আমার হাত সরিয়ে নিয়ে মৃদু চিৎকার করে বলে উঠলাম,
-কি সব আবোল তাবোল বলছো আমি কেন তোমাকে বিয়ে করতে যাবো?
আমার কথা শুনে কাব্য ভাইয়া শয়তানি হাসি হেসে বলে উঠলেন,
-সত্যি তো তুমি কেন আমাকে বিয়ে করবে?
বিয়ে তো করবো আমি তোমাকে ,আর সেটা যে ভাবেই হোক।
উনার কথা শুনে আমি রেগে গিয়ে বলে উঠলাম,
তার মানে তুমি আমাকে এখানে মিথ্যে বলে নিয়ে এসেছো??
আমার কথা শুনে কাব্য ভাইয়া ব্রু নাচিয়ে বলে উঠলেন,
এভরি থিং ইজ ফেয়ার লাভ এন্ড ওয়ার,
আমি তোমাকে সত্য বললে তুমি নিশ্চই নাচতে নাচতে এভাবে সেঁজেগুজে বিয়ে করতে চলে আসতে না।
তাই এই অভিনয়টা করতে হলো,দেখো তোমার বর কতো বুদ্ধিমান নিজের বরের এমন ট্যালেন্ট দেখে নিশ্চই তোমার গর্ম হচ্ছে,
উনার কথা শুনে রাগে আমার সমস্ত শরীর জ্বলে উঠল,বুদ্ধি না ছাই মাথাটা আস্ত একটা শয়তানের কারখানা।হাতের কাছে একটা লাঠি থাকলে সেটা দিয়ে উনার মাথাটা ফাটিয়ে তারপর শান্তি পেতাম।
নিজের বোকামির জন্য যে ভালো ভাবে ফেঁসে গেছি সেটা হারে হারে টের পাচ্ছি,এখন রেগে গেলে চলবে না ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে।
উনার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম,
প্লিজ ভাইয়া আমার এতো বড় সর্বনাশ করো না,
আমি তো তোমার ছোট বোনের মতো নিজের বোনের এত বড় ক্ষতি কেউ করে ,প্লিজ ভাইয়া আমার সাথে এমন করো না ,বোন হই তো আমি তোমার।
আমার কথা শুনে কাব্য ভাইয়া বিরক্তি নিয়ে বলে উঠলেন,
-লিসেন সুহা প্রথমত তুমি আমার নিজের বোন নও এন্ড দ্বিতীয়ত ছেলেরা নিজের থেকে বয়সে ছোট মেয়েদেরই বিয়ে করে বড়দের নয় ওকে।
তোমাকে বিয়ে করতে আমার কোনো বাঁধা নেই সো এসব লেইম এক্সকিউজ দিয়ে কোনো লাভ হবে না।
বিয়ে তো তোমার আমাকেই করতে হবে।
এবং সেটা আজই।
উনার এমন কথা শুনে আমি রেগে বলে উঠলাম,
আমি কখনই তোমাকে বিয়ে করবো না,
এভাবে লুকিয়ে তো করবই না বরং সবাই ও যদি চায় আমি তোমাকে বিয়ে করি তখনও করবো না।
আমার কথাগুলো শুনে কাব্য ভাইয়া ভয়ংকর রেগে গেলেন,রেগে গিয়ে উনি আমার হাত ধরে অন্য একটা রুমে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলে উঠলেন,
যা বলছি ভালোয় ভালোয় মেনে নাও না হলে বিয়ের পরের কাজ বিয়ে আগে করতে বাধ্য হবো ।
আর এটা নিশ্চই তোমার ভালো লাগবে না।
আমি যা বলি তাই করে ছাড়ি সেটা নিশ্চই তোমার অজানা নয় ।
কাব্য ভাইয়ার এমন ভয়ানক আচরনে ভয়ে আমি কেঁদে দিলাম ,
কি করবো কিছুই বুঝতে পারছি না,মাথা কাজ করছে না।
কিন্তু আমার যে আজ আর রক্ষা নেই এইটুকু বুঝতে পারছি।
আমি কিছু বলছি না দেখে কাব্য ভাইয়া আবার চিবিয়ে চিবিয়ে বলে উঠলেন,
আজ হোক বা কাল হোক বিয়ে কিন্তু তোমার আমাকেই করতে হবে ,এখন যদি তুমি আমার কথা না মানো পরের ঘটনাটা কিন্তু না তোমার জন্য সুখকর হবে না তোমার পরিবারের জন্য।
বলেই উনি আমাকে ছেড়ে আমার এক হাত ধরে টেনে বাইরে নিয়ে এসে কাজির সামনে একটি চেয়ারে বসিয়ে দিলেন,আর উনি আমার পাশে দাঁড়িয়ে রইলেন।দেখলাম উনার দুই বন্ধুও সেখানে উপস্থিত ,এতক্ষনে বুঝতে পারলাম এদের দুজনের কাজ কাব্য ভাইয়া বিয়ে সাক্ষির জন্য এদের এখানে এনেছেন,
কাজি সাহেব আমাকে কবুল বলতে বলছেন কিন্তু আমি কিছু না বলে ,মাথা নিচু করে অজোর ধারায় কেঁদে চলছি ,এই রকম একটা বাজে দিন যে আমার জীবনে আসবে আমি কোনো দিন কল্পনাই করি নি,
নিজেকে ভীষন অসহায় লাগছে,
কাজি সাহেব আমাকে তাড়া দিতে লাগলেন কবুল বলার জন্য ,কিন্তু আমি কিছুই বলছি না কেঁদেই যাচ্ছি,
হঠাৎ কাব্য ভাইয়া এক চিৎকার করে বলে উঠলেন ,
-তুমি কবুল বলবে কি না বলেই সজোরে টেবিলে একটা ঘুষি মারলেন,
উনার এমন কান্ডে আমি কেঁপে উঠলাম ,
এবং ভয়ে কেঁপে কেঁপে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো
-ক ক কবুল।
এটা শুনে কাব্য ভাইয়া শান্ত হয়ে এসে আমার পাশে বসলেন তখন ও আমি মাথা নিচু করে কেঁদে চলছি,
কাজি সাহেব আমার বলা কবুল শুনে আলহামদুল্লিলাহ বলে আবার বলতে বললেন আমি ঠিক আগের বারের
মতো বলে উঠলাম উনি আমাকে আবার বলতে বললেন আমি
ঠিক একি ভাবে উচ্চারন করলাম।
তারপর কাব্য ভাইয়া কবুল বললেন।
কবিননামায় সই করে আমাকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন,
বাইরে এসে আমি মূর্তির মতো দাড়িয়ে কেঁদে চলছি ,
কাব্য ভাইয়া আমার কাছে এসে উনার সঙ্গে যাবার জন্য বললেন কিন্তু উনার কোনো কথাই আমার কান দিয়ে যাচ্ছে না আমি দাঁড়িয়েই রইলাম,
অবশেষে কাব্য ভাইয়া এসে আমাকে পাজো কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলেন ,
আমি কোনো রিয়েক্ট করলাম না আমি শুধু কেঁদেই যাচ্ছি ।
আমাকে গাড়িতে বসিয়ে কাব্য ভাইয়া গাড়ী স্টার্ট দিলেন,আমি শূন্য মস্তিষ্ক নিয়ে ভাবতে লাগলাম ,
একটি রাত আর একটি দিনের ভিতরে আমার জীবন সম্পূর্ন
উলট পালট হয়ে গেল,
কি থেকে কি যে হয়ে গেল,সব কিছু স্বপ্নের মতো লাগছে বিরাট বড় দু:স্বপ্ন।
যে মানুষটাকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারিনা তাকে আমি সারা জীবন কি ভাবে সহ্য করবো।
কখনই না এ বিয়ে কিছুতেই আমি মেনে নিবো না।
পরিবারের সবাই নিশ্চই সবটা শুনলে আমাকে উনার হাত থেকে রক্ষা করবে,
এই রাক্ষসটার হাতে নিশ্চই আমাকে ওরা ছেড়ে দিবে না।
এক বুক আশা নিয়ে গাড়িতে বসে রইলাম।
.
কাব্য ভাইয়া গাড়ী চালাচ্ছেন উনার মুখে বিজয়ের হাসি ,
যে হাসিটা দেখে আমার সমস্ত গা পিত্তি জ্বলে যাচ্ছে,
উনার দিকে তাকাতেই মন চাইছে না।
বাইরের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম।
.
বাড়িতে এসে উনার সঙ্গে ভিতরে ঢুকলাম,
আমাকে এভাবে কনের সাঁজে দেখে আপু আর আন্টি অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেলেন,
বিস্ময় নিয়ে তারা একবার আমার দিকে একবার কাব্য ভাইয়ার দিকে তাকাচ্ছেন,
আমি কিছু বলতে যাবো তার আগেই কাব্য ভাইয়া সবাইকে যা বললেন সেটা শুনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না।

(চলবে)

#প্রিয়_অভিমান

পার্ট : ৮

লেখা : নিশাত সিদ্দিকা

.
কাব্য ভাইয়া আপু আর আন্টির দিকে তাকিয়ে বলতে লাগলেন,
আমি আর সুহা একে অপরকে ভালবাসি ,
অনেক দিন ধরে আমাদের রিলেশন । ভেবেছিলাম কিছুদিন পর সবাইকে সবটা জানাবো এবং সবার মত নিয়ে আমরা বিয়ে করবো।
কিন্তু সুহার বাসায় বিয়ের কথা চলছে এটা শুনে ও ভীষন ভয় পেয়ে গেছে ওর ধারনা আমাদের রিলেশন আমাদের দুই পরিবারের কেউ মেনে নিবে না।
কাল এখানে আসার পর থেকে আমার কাছে এসে শুধু কান্না করছে ও না কি আমাকে ছাড়া বাঁচবে না ,
অন্য কোথাও বিয়ে করতে পারবে না।
তোমরা তো জানো ও একটু ভীতু সবাইকে সবটা বলতে ওর ভয় করছে।
আমি বলেছিলাম আমি সবার সাথে কথা বলবো সেটা শুনে ও ভয়ে আরো কান্না করতে লাগল,
আমাকে মানা করতে লাগল যাতে সবাইকে কিছু না বলি,
আমিও ওকে অনেক ভালবাসি ওর কান্না আমি একদম সহ্য করতে পারিনি, তাই বাধ্য হয়ে কাউকে কিছু না জানিয়ে ওকে বিয়ে করে ফেলেছি,
এক নিঃশ্বাসে কথা গুলো বলে কাব্য ভাইয়া থামলে ,
আমি এতক্ষন অবাক হয়ে কাব্য ভাইয়ার কথা গুলো শুনছিলাম ,আমার কান্না থেমে গেছে অনেকক্ষন আগে সেখানে জন্ম নিয়েছে একরাশ বিস্ময় ,আমার মাথা হ্যাং হয়ে আছে সব শুনে, কি সব বলছেন উনি আমাদের বাসায় আমার বিয়ের কথা চলছে অথচ আমি জানি না ,
এই বিষয়ে কেউ আমার সাথে কোনো কথা বলে নি,
উনার সাথে নাকি আমার রিলেশন ছিল,আমি নাকি উনাকে ছাড়া বাঁচবো না ,কত বড় মিথ্যা কথা।
নিজে অপরাধ করে সব দোষ আমার ঘারে চাপিয়ে
দিচ্ছেন।
কি সাবলিল ভাষায় এতো গুলো মিথ্যে কথা বলে গেলেন,
যে কেউ উনার এই ভাবে সুন্দর করে গুছিয়ে বলা মিথ্যে কথাগুলোকে চোঁখ বন্ধ করে বিশ্বাস করে নিবে।
উনার কথা শুনে আন্টি কিছু বললেন না অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমাদের দুজনের দিকে।
আপু আমার কাছে এসে বলতে লাগলেন,
সুহা আমরা তোর কাছে এতটা পর হয়ে গেলাম,
আমরা তো শুধু তোর বিয়ের ব্যাপারে কথা বলছিলাম তুই যখন ভাইয়াকে পছন্দ করিস তাহলে আমাদের একবার বলে দেখতি আমরা কি করি।
এত দিনে তুই আমাদের এই চিনেছিস আমরা কি তোর মতে বিরোদ্ধে গিয়ে জোর করে তোর বিয়ে দিয়ে দিতাম,
আপু কথাগুলো শুনে আমি কান্না করতে লাগলাম কাব্য ভাইয়ার বলা মিথ্যে কথার জন্য আপু আমায় ভুল বুঝছেন তাহলে তো মা ও আমায় ভুল বুঝে ভীষন কষ্ট পাবেন,
আপুকে সব সত্যি কথা বলতে হবে ,আমি কেঁদে কেঁদে আপুকে বলতে লাগলাম,
আপু আমি কিছু করিনি,এই বিয়ে আমি করতে চাইনি, কাব্য ভাইয়া আমাকে জোর করে এই কথার মাঝে কাব্য ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে উনি করুন মুখ বানিয়ে বলতে লাগলেন,
ছি! সুহা ভয় পেয়ে এখন সব দোষ আমায় দিয়ে দিচ্ছো ,তুমি যদি না চাইতে তাহলে কি আমি তোমায় বিয়ে করতে পারতাম,
তুমিই বলো ভাবী কাউকে এই ভাবে এতো সুন্দর করে বিয়ের সাঁজে সাঁজিয়ে জোর করে বিয়ে করা যায়,যদি তার নিজের মত না থাকে।
কাব্য ভাইয়া কথা শুনে আপু আমাকে ধমক দিয়ে বলে উঠলেন,
এ সব কি হচ্ছে সুহা অপরাধ করেছিস আবার মিথ্যে কথা বলছিস ।বিয়ে করার আগে তো ভয়ে সত্যিটা বলতে পারিস নি , এখনও কেন বলতে পারছিস না, এখন কিসের ভয় পাচ্ছিস।
এভাবে সেঁজেগুজে বিয়ে করতে ভয় করেনি আর সেটা বলতে ভয় করছে।
আপুর ধমক শুনে আমার কান্নার বেগ আরো বেড়ে গেলো ,সত্যি তো আমার এভাবে সাঁজগুজ দেখে কেউই বিশ্বাস করবে না যে আমাকে জোর করে বিয়ে করা হয়েছে,
আমি আর কিছুই খুঁজে পেলাম না বলার ,চুপচাপ মাথা নিচু করে দাড়িয়ে অশ্রু বিসর্জন দিতে লাগলাম।
আপু আমাকে বকছেন দেখে আন্টি গম্ভীর কন্ঠে আপুকে বলে উঠলেন ,
বড় বৌ মা ওকে এভাবে বকছো কেনো যা হবার তা তো হয়ে গেছে , দেখো না ওকে কেমন নার্ভাস দেখাচ্ছে ভয় পেয়ে হয়তো এমন বলছে ,তুমি সুহাকে তোমার রুমে নিয়ে যাও ।আমি বেয়াইনকে ফোন দিচ্ছি আমাদের এখানে আসার জন্য তারপর এ বিষয় নিয়ে কথা হবে।
তুমি একটু এ দিকে এসো কথা আছে, বলে আন্টি আপুকে নিয়ে একটু দূরে সরে গিয়ে কি যেন কথা বলতে লাগলেন ,
আমি একা কাব্য ভাইয়ার পাশে জড়েসড়ো হয়ে দাঁড়িয়ে রইলাম,ভীষন ভয় লাগছে মাকে কি বলবো আর সবটা শুনে মা কি রিয়েক্ট করবেন সেটা ভেবে।
আমি কাব্য ভাইয়ার দিকে তাকালাম ,আমি তাকাতেই উনি চোঁখ মারলেন যেটা দেখে আমার মাথায় আগুন ধরে গেল রাগি দৃষ্টিতে তাকিয়ে রইলাম,
আমার এভাবে তাকানো দেখে কাব্য ভাইয়া শয়তানি হাসি হেসে আমার কাছে এসে ঝুকে ফিসফিসিয়ে বলতে লাগলেন,
ওগো শুনছো সোনাবউ আমার ,যাও বাসর রাতের জন্য গিয়ে রেডি হও ,আজ তো আমাদের বাসর রাত ।আর এভাবে রাগি লুক দিয় না প্লিজ !!তুমি কি জানো তোমার এভাবে তাকানো সরাসরি গিয়ে আমার কলিজায় লাগে ইচ্ছে করে তোমায় খেয়ে ফেলি।
এভাবে পাগল বানিয়ে দিও না আমাকে তা নাহলে কিন্তু আমি রাত পর্যন্ত ওয়েট করতে পারবো না।
উনার এসব অসভ্য কথা বর্তা শুনে রাগে আমার মন চাইছিল উনার মাথায় বোমা মেরে উনাকে পৃথিবী থেকে উরিয়ে দেই ,
আমি রাগি রাগি কন্ঠ নিয়ে উনাকে ফিসফিসিয়্ বলতে লাগলাম ,
আজ তুমি যা করলে তার জন্য আমি তোমাকে কখনই ক্ষমা করবো না ,
আমার কথা শুনে কাব্য ভাইয়া বাঁকা হেসে বলে উঠলেন,
আমি তোমার কাছে ক্ষমা চাইছি না কি ,যে তুমি আমাকে ক্ষমা করবে কি না করবে সেটা ভাবছো।স্বামী স্ত্রীর মাঝে ক্ষমা টমা আসলো কি করে আমাদের মাঝে তো শুধু থাকবে ভালোবাসা বাসি অনলি ফুল রোমান্স ।
উনার এমন কথা শুনে বুঝতে পারলাম এই ইতর লোকটা জীবনে ও
ঠিক হবে না।আমার সিরিয়ার কথার মাঝে ও তার অসভ্য কথাগুলো ঢুকিয়ে দিয়েছে।
আপু আমাদের দিকে এগিয়ে আসছেন দেখে কাব্য ভাইয়া সোজা হয়ে দাঁড়ালেন,
আপু এসে বলতে লাগলেন সারারাত পরে আছে বরের সাথে কথা বলার জন্য এখন চল ফ্রেশ হবি।
আর এই যে বর সাহেব আপনিও যান গিয়ে ফ্রেশ হোন গিয়ে ।
আপুর কথা শুনে কাব্য ভাইয়া হেসে মাথা নাড়লেন।
আপু আমাকে উনার সঙ্গে যাবার কথা বলে যেই ঘুরলেন অমনি কাব্য ভাইয়া আমার কাছে এসে আমার গালে কিস করে বসলেন।
উনার এমন কান্ডে আমি জমে ফ্রিজড হয়ে গেলাম।

(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here