জা_মানে_জালিম,পর্ব_৪_ও_শেষ

0
1512

জা_মানে_জালিম,পর্ব_৪_ও_শেষ
সত্য ঘটনা অবলম্বনে
Nusrat Haq.

তার পর যখন সিদ্ধান্ত নিলাম আর সংসার করবো না।
বাপের বাড়ি চলে আসলাম একে বারে৷

আর যাবো না পরিবারের সবাইকে সবকিছু বললাম।
মা আমার কাহিনী গুলো শুনে কাঁদতে কাঁদতে শেষ কারন এগুলো কিভাবে সহ্য করলাম। আর এত বছর কাউকে কিছু বলিনি কেন।

এরপর এগুলো শুনে সবাই থানায় মামলা করতে বলে আর চট্টগ্রাম এর রাউজান থানায় মামলা করলাম।

তার মধ্যে আমার জা কথা উঠালো আমি নাকি নগদ ১ লাখ টাকা আর সোনা নিয়ে পালাইছি৷

তো আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান ধরে সালিশ হলো।
মাঝখান থেকে তারা আমার নামে এতটা বদনামি উঠাইছে সব বদনামি আমার।

এর মধ্যে আমি ও আমার ভাসুরকে সব বলে দি।

২০১৩ টা এভাবে কাটলো।
অবশেষে সালিশ বৈঠক শেষে থানা পুলিশ সব শেষে ডিভোর্স হয়ে গেলো।

২০১৪ সালে ২০ জানুয়ারি ডিভোর্স হলো৷
আর কোটে আমি আমার বরকে বললাম আল্লাহ কোনোদিন এগুলো মাফ করবেনা।

আমার কাবিনের টাকা টা ও দেয়নি৷
যাইহোক আমি মাফ করে দিয়েছি৷

২০০৪ সালে বিয়ে হয় আর ২০১৪ সালে ডিভোর্স। নসুব খারাপ ছিলো৷

বাপের বাড়িতে ছিলাম আর খুব মানুসিক যনএনায় ভুগছিলাম।

আর এসময় টাতে আমার মা আমাকে সাপোর্ট দেয়।
তার থেকে পারিবারিক ভাবে আবার বিয়ের চাপ দেয় কিন্তু কোনো রকমে বিয়েতে ইচ্ছে নেই।

কারন ঘৃনা ধরে গেছে সংসার জীবন আর পুরুষ দের উপর।

তারপর ২০১৫ সালে শুনলাম আমার ভাসুর মারা যায়। স্টোক করে।

আর পরিবার সবসময় বুজাতো জীবন এভাবে চলে না বিয়ে টা করে নে।

কিন্তুু রাজি ছিলাম। ২০১৬ সালে একটা বিয়ের সমন্বধ আসে৷
লোকটার বয়স ৬০ এর মত বউ মারা গেছে ২ টা ছেলে আছে।
লোকটা ওমানে থাকে আর ও খানে ব্যবসা আছে।

রাজি ছিলাম না বলে ফিরিয়ে দি।
আর চারদিক থেকে আরো বিয়ের প্রস্তাব আসতো।
কিন্তুু মন কোথায় শায় দিতো না।

এরপর ২০১৭ তে লোকটা আবার আসে বিদেশ থেকে আর আবার সমনধ টা আসে।

তো লোকটা আমায় দেখতে আসে।
আসার ওর লোকটা আমায় বলে আমি কখনও আমার ১ম বউকে ভুলতে পারবো না।
কিন্তুু তোমাকে ভালোবাসতে ও কমতি রাখবো না।

তবে একটা কথা আমার ছেলেকে গুলো কে একটু ভালোবাসলেই হবে।
আর কিছুই চাওয়ার নেই।
সেদিন হয়ত ওনার চোখের ভাষা বুজতে পেরেছিলাম।

যাই হোক ২০১৭ তে আমার বিয়ে হয় ওনার সাথে।
তার পর আমি এক অন্য রকম জীবনে পা দি।

এই সংসারে ও জা আছে আমার কিন্তুু ওনি আমার মায়ের থেকেও ভালো।
আমি নিজের চাইতে আমার এ জাকে বেশি ভালোবাসি৷
২০১৭ র রোজার পর আমি ওমান চলে আসি। আর আমরা যে আগের বিবাহিত এটা আসলে আমরা ভুলে যায়
ওনি আমাকে এতো ভালোবাসে মনে হয় যেন ১৮ বছরের যুবতি আমি।

আর ছেলে গুলো ও আমাকে মায়ের মতো করে। আমার মাথায় ও আসে না যে তারা আমার গর্ভের নই।

দেশে আর যায়নি।
তবে ২০২১ এ যাবো শুনেছি আমার আগের জা নাকি ওনার বরের মৃত্যুর পর আমার সাবেক বরকে বিয়ে করেছে৷

আর আমার জায়ের নাকি জরায়ু ক্যানসার ধরা পড়ছে।
আর কিছু জানি না।

তবে আমি আগে আল্লাহকে অনেক গালি দিতাম আমার জীবনটা এমন কেন।

কিন্তুু এখন শুকরিয়া জানাই তখন যদি ওরকম কস্ট না করতাম হয়ত এখন সুখ হতো।

আমার ছেলে গুলো এখন আমাকে পাগল করে দিচ্ছে তাদের নাকি বোন লাগবে৷

আমার বড় ছেলের বয়স ২২ আর ছোটটার ১৮।

বেশির ভাগ কাজেই তারা আমাকে সাহায্য করে৷
আলহামদুলিল্লাহ।

ভালোবাসায় পরিপূর্ণ আমার সংসার ।
দোয়া করবেন আমার জন্য।

আর অবশেষে সুখ জীবনে ধরা দিয়েছে।

সমাপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here