Mr. Devil
Part : 01
Writer: Aruhi khan
রশ্নি::: স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন,,,,,,প্লিজ কাছে আসবেন না
ইয়াশ::: আরে আরে বেইবি আজ তো আমাদের বাসর রাত আজ কাছে আসবো না তো কি করবো
বলেই শয়তানি হাসি শুরু করলো
রশ্নি::: কেন করছেন আমার সাথে এমন,,,,,আমি কি ক্ষতি করেছি আপনার
রশ্নির কথার পাত্তা না দিয়ে ইয়াশ নিজের মতো শার্টের বোতাম খোলায় ব্যাস্ত
ইয়াশকে শার্ট খুলতে দেখে রশ্নি এবার কেঁদে দিলো
রশ্নি::: প্লিজ আমার সাথে এমন করবেন না,,,,,কেন করছেন এমন? কেন আমার এত বড় সর্বনাশ করছেন?
রশ্নির কথা শুনে ইয়াশ কিছু না বোঝার ভান করে বললো
ইয়াশ::: সর্বনাশ? আরেহ মেরি জান সর্বনাশ কেন করতে যাবো এটা তো আমার অধিকার
রশ্নি::: অধিকার দেখাচ্ছেন আপনি?? কিসের অধিকার আপনার? যখন এই বিয়েটা আমি মানিই না, ভুলে যাবেন না আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করে বিয়েটা করেছেন
ইয়াশ::: উহু,,,,ওসব বলে এখন আর কি লাভ লিগালি তুমি আমার ওয়াইফ আর আমি তোমার হাসবেন্ড আর এটাই সত্যি
স্বামী হিসেবে তোমার উপর আমার সব ধরণের অধিকার আছে সো এখন বেশি কথা না বলে কাছে এসো
রশ্নি::: না একদম না,,,,,,আপনি আমার কাছে আসবেন না
ইয়াশ ডেভিল স্মাইল দিয়ে ধীরে ধীরে রশ্নির দিকে এগিয়ে যাচ্ছে
আর রশ্নি এখানে কান্না করতে করতে পিছাচ্ছে
ইয়াশ নিজের শার্টের লাস্ট বোতাম টা খুলে শার্টটা ফ্লোরে ছুড়ে ফেলে দিলো
রশ্নি::: প্লিজ কা,,,,,,
রশ্নির কথা শেষ হওয়ার আগেই ইয়াশ রশনিকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিলো
তারপর নিজের সব টুকু ভর তার উপর ছেড়ে দিলো
রশ্নির হাত দুটো নিজের হাত দিয়ে খুব শক্ত করে বেডের সাথে চেপে ধরে রেখেছে ইয়াশ
রশ্নির ঠোটে ইচ্ছে মতো চুমু খাচ্ছে ইয়াশ যেন কতো বছরের পিপাসা মিটাচ্ছে
এবার রশ্নির ঘরে এলোপাতাড়ি চুমু দেওয়া শুরু করলো ইয়াশ
রশ্নি বারবার ধাক্কা,কিল,ঘুষি দিয়েই যাচ্ছে ইয়াশকে কিন্তু এক চুল পরিমানও নড়াতে পারছে না
এবার শরীরের সর্ব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিলো ইয়াশকে এতে সে একটু দূরে গিয়ে পড়ে
এতে ইয়াশের রাগে যেনো মাথায় রক্ত চড়ে গেছে
এই সুযোগে রশ্নি উঠে দৌড় দিতে নেয় কিন্তু তার আগেই ইয়াশ তাকে ধরে ফেলে
রশনিকে এক টানে বেড়ে ফেলে দিয়ে তার উপর উঠে বসে
রশ্নির গাল চেপে ধরে বলতে থাকে
ইয়াশ::: খুব শখ না তোর আমার কাছ থেকে পালানোর
আমার থেকে পালানোর শখ আজ গুছিয়ে দিব তোর
বলেই রশ্নির ঠোটে জোরে এক কামড় দিলো
বেথায় কুকিয়ে উঠলো রশ্নি
ইয়াশকে ধাক্কাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না
এক পর্যায় সে ছটফট করা বন্ধ করে দিলো তার চোখের কোনে দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে
কিন্তু এতে ইয়াশের কোনো ধ্যান নেই সে রশ্নির নেশায় পাগল হয়ে গিয়েছে
ডুব দিয়েছে রশ্নির নেশাভরা জালে
।
।
।
।
।
[ এতক্ষন যাদের বেপারে কথা বলছিলাম এরা হলো,,ইয়াশ আর রশ্নি
রশ্নি ছিল ইয়াশের অফিসের পিএ
প্রত্যেক দিনের মতো আজও অফিসে যাচ্ছিল রশ্নি
কিন্তু আজ তাদের অফিসে একটা পার্টি আছে সেখানে নাকি অফিসের সবার জন্য একটা সারপ্রাইজ আছে
সবাই খুব এক্সাইটেড সাথে রশ্নিও
কিন্তু এই সারপ্রাইজ টা যে তার জীবনের সব থেকে ভয়ঙ্কর অধ্যায় হতে যাচ্ছে তা কার জানা ছিল]
চলবে?