নিরালায় ভালোবাসি,০৯,১০

0
1213

নিরালায় ভালোবাসি,০৯,১০
কলমে : তুহিনা পাকিরা
৯ .

আজ ঠাণ্ডা একটু কমই আছে। নাহলে ছাদে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো কী শীতের পোশাক ছাড়া থাকতে পারে। কিন্তু এর কারণটা মনে হয় একটা মেয়েই বলতে পারবে। আসলে সাজুগুজু করলে ঠান্ডার মাঝে মেয়েদের ঠাণ্ডা ঠিক লাগে না। ওই যে আমরা শীতের সময় দেখি না, বিয়ে বাড়িতে মেয়েদের মাথায় রুমাল তো দূর পরনে শীতের কিছুই থাকে না। তবে কিছু মেয়ে সেক্ষেত্রে ব্যাতিক্রম। আবার কিছু মেয়ের পরনের চাদরটা অতীব দুর্ভিক্ষের ন্যায় পড়ে থাকে। বেচারারা জড়বস্তু হওয়ার দরুণ কেবল গর্জে উঠে বলতে পারে না, “হে রমণী গণ দয়া করিয়া আমাদের তোমরা ন্যাপথলিন মাখিয়ে আলমারিতে আগের ন্যায় রেখে এসো। এমন অপমানিত বোধ করি আমরা আগে হয়নি।”

ইচ্ছে নীরব যখন ছাদে এলো তখন দেখে এখানে নীরবের সব বন্ধুই রয়েছে। তার মধ্যে অনেকে তার স্ত্রী তো কেউ গার্লফ্রেন্ড কে এনেছে। একদিকে আবার ইপশিও আছে। এই মেয়ে কোন ফাঁকে এখানে এসেছে কে জানে। নীরবকে দেখে তো সব বন্ধুতে একেবারে হামলে পড়েছে। হুট করেই ইপশি বলে ওঠে, ” তোরা জানিস নীরবের বউ খুব ডেঞ্জারাস। তবে নীরবকে খুব ভালোবেসে তাই তো আমাকে টিকটিকি আরশোলা দেখিয়ে ভয় দেখিয়েছিল। ”

সকলের সামনে এমন একটা কথায় নীরবের কাশি উঠে গেলো। নীরবের বন্ধু গুলো এটা জানলেও তাদের স্ত্রী, গার্লফ্রেন্ডরা শুনে ইচ্ছের দিকে চোখ বড়ো বড়ো তাকালো। সোহেলের গার্লফ্রেন্ড হিতৈষী মজা করে ইচ্ছের কাঁধে ধাক্কা মেরে বললো, ” তাই নাকি বৌদি।
এতো দেখি জবরদস্ত লাভ স্টোরি। ”

ইচ্ছে অসস্তি নিয়ে আশেপাশে তাকালো। আগে জানলে ও এখানে আসতো না। আগে তখন ওর মাথায় বুদ্ধি কম ছিল। নীরবের ভালোবাসায় সিক্ত হয়ে কতো ভুল কাজ করে ফেলছে। ইসস, তখন যদি ও এমনটা না করতো তবে হয়তো নীরবকে ওর দায়িত্ত্ব নিতে হতো না। ইচ্ছের ভাবনার মাঝেই ইপশি পুনরায় বললো, ” আরে সে তো নকল টিকটিকি ছিল। তো আমি একদিন ওকে ডেকে বলি আজ কী দিয়ে ভয় দেখবে ও? কিন্তু আমি কি করে জানবো এই মেয়ে নিজের সঙ্গে আরশোলা নিয়ে গিয়েছে।”

সকলে হা হা কর হেসে উঠলো। রিন্টুর স্ত্রী কবিতা হাসতে হাসতে রেলিঙে গা এলিয়ে দিল।
– ” তো সেই আরশোলা কি তোমার গায়ে ছেড়ে দিয়েছিল?”

নীরব হাসে। আড় চোখে ইচ্ছেকে দেখে। আগের ইচ্ছে যদি এখানে থাকতো, তবে হয়তো টিকটিকি কী আরশোলা ধরে এনে ইপশির গায়ে এতক্ষণে ছুঁড়ে মারত। নীরব জানে ইপশি কেউ। মেয়েটা অন্য ধাঁচের। নিজের ঢাক নিজেই পেটায়। ভালো খারাপ যা মুখে আসে তাই বলতে পারে ইপশি। মন রেখে কথা বলতে ইপশি পারে না। ও বলেই হয়তো কথা গুলো এক নিমেষে বলে দিলো। অন্য কোনো মেয়ে হলে কখনোই এই কথা গুলো হেসে হেসে বলতে পারতো না। তাও আবার সেই কান্ড রটনা কারি কারোর নামে প্রশংসা করে।

– ” না না ছাড়ে নি। শুধু বলেছিল, এবার কিন্তু আসল আরশোলা আছে। নকলের কারবার বন্ধ ইপশি ম্যাম।”

সকলের হাসির মাঝে নীরবের একটা কল এলে নীরব নীচে চলে যায়। ঠিক নীচে না কয়েক ধাপ সিঁড়ি নীচে।

হিতৈষী এবার ইচ্ছে কে চেপে ধরে। তার সঙ্গে কবিতাও যোগ দেয়।
– ” কী ইচ্ছে, নীরব দাদাকে তো খুব ভালোবাসো। ”

– ” ভাবা যায় কেউ এমন করতে পারে।”

ইপশি বলে, ” তোমাকে আজ খুব করে বকতাম। কিন্তু রজত বললো বলেই এবারের মতো ছেড়ে দিলাম তোমাকে। ”

ইচ্ছে আগেও কিছু বলেনি এখনও বললো না। কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো। হুট করেই কবিতা বললো, ” বিয়ের কতো বছর হলো ইচ্ছে?”

এতক্ষণ নীরবের বন্ধুরা দূরে দাঁড়িয়ে সবই শুনছিল। এবার তাদের থেকে রীতেশ বললো, ” এইতো কয়েক সপ্তাহ আগেই নীরব বিয়ে করলো। কাউকেই বলেনি খুব ছোটো করে। আমরা তো জানতামই না। আজ সোহেল বললো। ”

হাসির মুহূর্তে বিষ্মাদ যেনো হুট করেই এসে পড়ে। হাসি খুশি চলা সুন্দর পরিবেশ হুট করেই অন্ধকার হয়ে যায়। যা এই মুহূর্তে ঘটতে চলেছে। রীতেশ এর বলা কথা গুলো শুনে ইপশি হুট করেই বলে উঠলো,

– ” কী বলছিস, ইচ্ছের তো বিয়ে হয়েছে প্রায় কয়েকমাস। ইনভাইট না হয় ছিলাম না কিন্তু পাড়া আমাদের পাশাপাশি। সব খবরই পাওয়া যায়। ”

হিতৈষী মুখ ফসকে বলেই ফেললো, ” এটা তো দ্বিতীয় বিয়ে।” ধমকে উঠল সোহেল। সব কথাই সে হিতৈষী কে বলে। তেমনি এই বিষয়টাও বলা ছিল। কিন্তু এই ভাবে যে জনসম্মুখে এই কথাটা ও বলে বসবে তা ভাবনি সোহেল। জানলে হয়তো ভুলেও বলতো না।

ইচ্ছে থমথমে মুখে সিঁড়ি ঘরের দরজার দিকে তাকায়। কিন্তু নীরবকে না দেখে ও আশাহত হয়। এই পরিস্থিতিতে তো ও পড়তে চায় না। কষ্ট হয় ওর। এর আগেও শুনেছে । কিন্তু নীরবের জন্যে প্রতিবার নিজেকে স্পেশাল ফিল করেছে ইচ্ছে। আজও ওর নীরবকে প্রয়োজন।

ইপশি বলে উঠলো, ” তার মানে তোমার আগে বিয়ে হয়েছিল। তাহলে নীরবকে বিয়ে করলে কেনো?”

জবাব নেই ইচ্ছের কণ্ঠে। চোখ জোড়া আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। কণ্ঠ নালী শব্দের অপেক্ষায় থেকে থেকে জ্বলে উঠছে।

– ” কী হলো ইচ্ছে বলো। নীরবকে বিয়ে করলে তবে?”

ততক্ষনে সকলে ইপশিকে থামাতে চেষ্ঠা করছে। কিন্তু ইপশি কারোর মনের অপ্রকাশিত ক্ষত গুলোকে না বুঝেই বলে চলে আবোল তাবোল।

” নিশ্চয়ই আগের বরকে ছেড়ে দিয়েছো না। সত্যিই তুমি নীরবকে খুব ভালোবাসো। ” ইচ্ছে চুপ। কান্না গুলো দলা পাকিয়ে যাচ্ছে গলায়। আজ ওর কণ্ঠ নালীকে বড্ড নিষ্ঠুর মনে হচ্ছে। ইপশি পুনরায় বলে, ” বোবা হলে নাকি। কিছু বলছো না যে।”

ছাদের মধ্যে ঠাণ্ডা পরিবেশ কথা নেই কারোর মুখেই কেবল ইপশি ব্যতীত। নীরব যখনই ছাদে পা রাখে ধাক্কা লাগে কারোর সাথে। ছুটে বেরিয়ে যায় ইচ্ছে। থমকে যায় নীরব। সব কিছু বোঝার আগেই ইপশি বলে,
” আমাকে তো খুব অপছন্দ ছিল। আর তোর বউ কোন দিকে ভালো। কোনোদিকে না। আবার দেখি কথাও বলতে পারে না। আগে তো পকপক করতো। বোবা হয়ে গেছে নাকি? ”

ধমকে উঠল নীরব, ” কার নামে কি বলছিস জানিস নিশ্চয়ই। ভুলে যাবি না ইচ্ছে আমার স্ত্রী। কী বলছিস ওকে? ও বেরিয়ে গেলো কেনো?”

সব খুলে বললো সোহেল। সকলেই বলে উঠলো, ও একটাও কথা বললো না কেনো?”

– ” কেনো আবার, আমার মনে হয় বোবা। শেষে বোবাকে বিয়ে করলি নীরব।

– ” ইনাফ ইজ ইনাফ ইপশি। অনেক বলেছিস। ও বোবা হলেও আমার স্ত্রী, খোঁড়া হলেও আমার স্ত্রী। আর ওকে নিয়ে কেউ কোনো মন্তব্য করবে এটা আমি চাইনা। যেখানে আমি ওকে আগলে রাখি। তুই ওকে এমন বলার সাহস কোথায় পেলি? ”
নীরবের এক একটা কথায় ভয় পায় ইপশি। নীরব তারাহুর করে ছুটলো। ইচ্ছেকে খুঁজতে হবে ওর। যাওয়ার আগে বলে গেছে, ” আজ তোকে ছেড়ে দিলাম। পরবর্তী সময়ে আমার থেকে খারাপ কাউকে দেখবি না।

নীরব তো চলেই গেল কিন্তু ইপশির মন তখনও বলছে, যাহ বাবা, আমি খারাপ কী বললাম।

————————————————–

ঘর অন্ধকার করে মেঝেতে বসে রয়েছে ইচ্ছে। গায়ের চাদরটা আসার পথে কোথাও হয়তো পড়ে গেছে। মনের মধ্যে হাজারও ভয়, হাজারও কান্না বেঁধে বসে রয়েছে ইচ্ছের।

ইচ্ছের পড়ে থাকা চাদরটা সিঁড়ি থেকে পেয়েছে নীরব। তারপর প্রায় ছুটতে ছুটতে বাড়িতে ফিরেছে ও। বাড়ি এখন সম্পূর্ণ ফাঁকা। রুমা দেবী গেছে ননদের বাড়ি তাথৈ কে রেখে আসতে। আজ আশাও কাজে আসেনি। নীরব ঘরে ঢুকে লাইট অন করা মাত্রই রেগে গেলো। ঠান্ডার মাঝে ইচ্ছে মেঝেতে বসে রয়েছে। আগে গিয়ে নীরব ইচ্ছেকে মেঝে থেকে তুলে ধমক দিলো। বিছানার সঙ্গে চেপে ধরলো ইচ্ছেকে।

– ” তোর এতো রাগ ইচ্ছে আমার উপর যে কথাই বলিস না। ঠিক আছে আমি তো তোকে কিছু বলি না। কিন্তু তুই আজ নিজের অপমান ও মুখ বুঝে হজম করলি। কেনো করলি? তোর আত্মসম্মান নেই? কেনো শুনলি ওর কথা? ওরা তোকে বোবা বলছিল। বোবা। ”

ছলছল চোখে নীরবের দিকেই তাকিয়ে আছে ইচ্ছে। নীরবের এই দৃষ্টি কষ্ট দিচ্ছে। ইচ্ছেকে ছেড়ে বারান্দায় চলে গেল নীরব। মাথা প্রচুর গরম। ও আজ ইচ্ছেকে ছেড়ে না গেলে এত কথা ইচ্ছের প্রাপ্র ছিল না। আর ইচ্ছে, সেও কেনো সহ্য করবে। পাশ থেকে ইরা বলে চলেছে, পিকু। বিশেষত ইরা কাউকে দেখলেই ডেকে ওঠে। নীরবের অভ্যেস আছে। কিন্তু আজ সে অতিমাত্রায় রেগে। তাই রেগে ইরার খাঁচায় একটা থাপ্পড়ের ন্যায় চড় বসলো নীরব। ধমকে বললো, ” চুপ কর।”

নীরবের ধমকে ঘরে বসে থাকা ইচ্ছে কেঁপে উঠলো।

( চলবে )

নিরালায় ভালোবাসি
কলমে : তুহিনা পাকিরা
১০ .

ক্যাম্পাসের মাঠে আর সকলের মতো ইচ্ছেও এক ধারে বসে রয়েছে। একেবারে সূর্যের দিকে মুখ করে থাকায় এই শীতের মধ্যেও টুপ টাপ করে এক দুই ফোঁটা ঘাম গড়িয়ে পরছে ওর মাথা থেকে। কিন্তু তাও ইচ্ছে ওই ভাবেই বসে রয়েছে। দৃষ্টি 60 ডিগ্রি কোণে হেলে থাকা সূর্যের দিকেই। আমরা তো কেবল রাতের আঁধারে চাঁদের দিকেই পলকহীন তাকিয়ে থাকি। কিন্তু কেউ কী কখনো সূর্যের দিকে তাকিয়ে থাকে? থাকেনা। কারণ সূর্যের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কিন্তু সূর্যের তেজ যখন একটু কম থাকে তখন সূর্যের দিকে তাকিয়ে দেখলে অসম্ভব একটা ভালো লাগে। কিন্তু সূর্যদেব এই মুহূর্তে মধ্যগগনে বেশ উত্তপ্ত হয়েই রয়েছে ঠিক নীরবের মতো। ইচ্ছেও নীরবের মতো আকাশের সূর্যের দিকে যতক্ষণ তাকাতে পারছে তাকাচ্ছে পরক্ষণেই চোখ বন্ধ করছে। আবারও চোখ খুলে সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। এতে ঠিক ও সূর্যকে দেখতে পারছে না। মাঝে মাঝেই ইচ্ছের মনে হচ্ছে ওর চোখের সামনে ছায়া এসে পড়ছে, কালো ছায়া। কিন্তু তা তো নয়। কোনো ছায়াই পড়ছে না। পুরোটাই এতো আলোর মধ্যে দৃষ্টি রাখার জন্যে হচ্ছে।

ইচ্ছের মনটা এই কদিন খুব খারাপ। নীরব ওর সঙ্গে আগের মতো কথা বলছে না। ইচ্ছেকে আগের মতো খুশি করতে কোনো উটকো কান্ড কারখানাও সে করছে না। ইচ্ছে জানে সেই দিন ইপশিদের বাড়ি থেকে আসার পর থেকেই নীরব ওর উপর রেগে আছে। ইচ্ছের সঙ্গে সরাসরি কথা নীরব বলে না। ইরাকে শুনিয়ে শুনিয়ে নীরব ইচ্ছেকে কোনো কিছু বলে। ইচ্ছের খুব খারাপ লাগে। কিন্তু পরক্ষণেই ভাবে, নীরব যে ওকে এতো ভালো রেখেছে এটাই তো অনেক ওর জন্যে। ওর আর কি চাই। সামান্য মাথা গোঁজার মতো একটু ঠাঁই। একবার তো ওর জন্যে পরিবারের কতো কথা শুনতে হয়েছে। আবারও শুনুক তা চায় না ইচ্ছে।

ইচ্ছের ঠিক সামনে বসে থাকা নিতু অনেকক্ষণ ধরে বকেই চলেছে। যার কোনো কথাতেই ইচ্ছের হুশ নেই। নিতু ইচ্ছের সিনিয়র, একই ডিপার্টমেন্ট। ক্লাস শুরুর এক মাস পর থেকে ইচ্ছে এই সবে কলেজ আসছে।
সত্যি বলতে ওর এই একসপ্তাহে তেমন কোনো বন্ধুই হয়নি। এই নিতু আর রক্তিমা ছাড়া। রক্তিমা , ইচ্ছের ক্লাসমেট। কিন্তু আজ সে আসেনি, ওর দিদির বিয়ে ছিল গতকাল। এলে সেই দুই দিন পর।

– ” ইচ্ছে, এই ইচ্ছে তোর কী হয়েছে বলতো? এই দুইদিন দেখছি আগের থেকেও বেশ চুপচাপ, কী হয়েছে বল তো?”

সূর্যের দিক থেকে চোখ নামিয়ে সামনে থাকা নিতুর দিকে তাকালো ইচ্ছে। কিন্তু ওই যে চোখটা বড্ড ঝাপসা হয়ে রয়েছে। কিছুতেই নিতুর মুখটা ইচ্ছের কাছে স্পষ্ট হচ্ছে না। হাত দিয়ে চোখ রগড়ে কোনো মতে নিতুর দিকে তাকালো ইচ্ছে। ভ্রু কুঁচকে বুঝতে চাইলো কী বলতে চাইছে নিতু।

– ” এই তোর বর বুঝি খুব খারাপ? তোকে কি কিছু বলেছে যার জন্যে তোর মন খারাপ?” ইচ্ছে মনে মনে বললো, খারপই তো, নীরবের জন্যে। এইদিকে ইচ্ছেকে চুপ করে থাকতে দেখে নিতু তারাহুরো করে ইচ্ছের পাশে সরে গিয়ে ইচ্ছেকে ভালো করে দেখে বললো, ” এই ইচ্ছে তোকে কি মারধর করে? ” ইচ্ছে হাঁ করে নিতুর দিকে তাকিয়ে রইল। কী বলে এই মেয়ে! না হয় ক্রাইম পেট্রোল এর পোকা নিতু, তা বলে সব ক্ষেত্রে ও এই কথাই বলে। নিতুর সঙ্গে ইচ্ছের আলাপ অনেক আগেই। একই টিচারের কাছে ওরা আগে পড়েছে। সেখানেই একবার পিকনিকে গিয়েছিল ওরা। সিনিয়র আর জুনিয়র মিলে।

ইচ্ছে কিছু বলবে তার আগেই ইচ্ছের ফোনটায় নতুন একটা হার্টবিট সাউন্ড বেজে উঠলো। একমাত্র নীরব ফোন করলেই এই হার্টের সাউন্ডটা বেজে ওঠে। এই মিউজিকের গানটা ইচ্ছের খুব ভালো লাগে, হার পল ইহা জি ভর জিয়ো, জো হে সমা কাল হো না হো। শারুখ খানের মুভি ‘কাল হো না হো’। নীরবই এটা রিংটোন হিসেবে সেট করে দিয়েছিল। সেই সময় এটাও বলেছিল, ” শোন ইচ্ছে, আমরা যেহেতু স্বামী স্ত্রী তাই আমরা একে অপরের হার্ট।

ইচ্ছের আগেই ফোনটা ধরে নিতু। ওপাশে নীরব রাগী গলায় ইচ্ছেকে কিছু বলতে ফোন করেছিল। কিন্তু নীরবের কিছু বলার আগেই নিতু বলে, ” এই কেমন মানুষ আপনি আমার বন্ধুকে নির্ঘাত আপনি টর্চার করেন তাইনা। তাই তো ভাবি ইচ্ছে তো এমনিতেই চুপচাপ থাকে। কিন্তু ইদানিং যে কোন খেয়ালে থাকে কে জানে? নিশ্চয়ই আপনি কিছু করেছেন?”

– ” কে বলছেন আপনি?” নিতু হয়তো এই প্রশ্নে নিজের নামটাই উচ্চারণ করতে চেয়েছিল। কিন্তু নীরবই দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ” আমার জন্যে আপনার বন্ধু চুপচাপ না। সে নিজের কারণেই চুপ। ওকে জিজ্ঞেস করুন তো বিয়ের পর আমার দিকে তাকিয়ে একবারও হেসেছে কিনা! সবসময় মুখ ফুলিয়ে বসে রয়েছে। যত সব আলতু ফালতু কাজ করে। নিজের তো এতটুকুও খেয়াল রাখে না। আগের উড়ন চণ্ডী দেখি বেশি ভালো ছিল। এখনকার ইচ্ছে কে ঠেলা মেরে ফেলে দিলেও কিছু বলবে না। ”
নীরব নিজের মতো ইচ্ছের নামে যা পারে নালিশ করার মুহূর্তে নিতু তো হেসেই চলেছে। আর ইচ্ছে, সে তো নিতুর থেকে ফোন নেবার চেষ্টা করছে। দূর থেকে যে নিতুর ক্লাসমেট ওকে ডাকছে সেই দিকে নিতুর হুশ নেই। ইচ্ছের থেকে কোনো মতে একটু বেঁচে নিতু ধীরে সুস্থে বললো , ” খুব ভালোবাসেন না! নাহলে তো ওর নামে এতো কথা বলতেন না!”

থেমে গেলো নীরব। নিতুও ইচ্ছেকে ফোন দিয়ে সেখান থেকে ছুটে বন্ধুদের কাছে গেলো। প্রবীর স্যার এখন ওদের ক্লাসটা নেবে। তার জন্যেই হল টু তে যেতে বলেছে।

অপর দিকে ইচ্ছে কানে ফোনটা ধরতেই নীরব নিজের মনের উত্তর দিয়ে বললো, ” ভালোবাসি কি না এখনও জানিনা। মাঝে মাঝে ভাবি আমি ওকে ভালবাসি না। কিন্তু হুট করেই মন বলে মিথ্যে, তুই ওকে ভালবাসিস। আমি জানিনা আমার সাথে ঠিক কি হয়। তবে দিন শেষে আমি ওকে নিরালায় ভালোবাসতে চাই। কিন্তু আমি ওর মায়ায় পড়েছি, ভালোবাসা হয়তো অনেক দূর। জানিনা ভালোবাসতে পারবো কি …..”

আর বলতে পারলো না নীরব, থেমে গেলো। ফোনের ওপাশ থেকে ভেসে আসছে কারোর ঘন ঘন নিশ্বাসের শব্দ। নীরব খুব সহজেই বুঝেছে এটা ইচ্ছে। তাই আর সে কথা বাড়ায় না। গলার স্বর শক্ত করে বলে, ” আজ তোকে নিতে যেতে আমার দেরি হবে। তুই কি একা যেতে পারবি? ”

কিছুই বলে না ইচ্ছে। চুপ করে ফোনটা কানে ধরে থাকে। অপর দিকে নীরব হ্যালো, হ্যালো বলেই চলেছে।

– ” তুই এমন কেনো ইচ্ছে। আমার সাথে কথা বললেই কি তোর মুখ খারাপ হয়ে যাবে নাকি। তোকে একবার ফিরিয়ে দিয়েছিলাম বলে তোর এতো জেদ। আরে আমি তো তোকে ভালোবাসাতো দূর পছন্দও করতাম না। আর এতে আমার দোষটা ঠিক কী আমি নিজেও জানি না। মানুষ হুট করেই কাউকে কোনো কারণ ছাড়াই অপছন্দ করে। আমিও করতাম তোকে। সেটা আমি মানছি। কিন্তু তুই আমাকে ইগনোর করিস। এই যে আমি এতগুলো কথা বলছি তুই তো কিছু বলছিস না। বল কিছু?

ইচ্ছে চুপ করে কানে ফোন নিয়ে বসে রয়েছে। ওদের ডিপার্টমেন্টের একটা মেয়ে ওর পাশ দিয়ে যাবার সময় ওকে দেখে মুখ চেপে হেসে ওর এক বন্ধুকে দেখিয়ে, তার কানে কানে কিছু বলে পুনরায় হেসে দিলো।

ইচ্ছের বিষন্ন দৃষ্টিতে সেইদিকে তাকালো। অপর দিকে ইচ্ছের চুপ থাকা দেখে নীরব বলে উঠলো, ” ছাড় তোকে কিছু বলা মানেই সময় নষ্ট। তোকে একা যেতে হবে না। তুই কলেজেই থাকিস আমি নিয়ে যাব। কথা টুকু বলেই ফোনটা কেটে দিলো নীরব।

কিন্তু ইচ্ছে এখনও ফোন কানে বসে রয়েছে। বিড়বিড় করে কিছু বলে চলেছে। কিন্তু শব্দগুলো প্রকাশিত হচ্ছে না।

( চলবে )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here