Lovable part : 1

0
3781

Lovable part : 1
writer : kabbo mahmud

★★★★
কাব্যঃ আবির তোর জন্য আজ আমার ফোন নষ্ট হয়েছে আজ তুই ফোন choice করে দিবি।
আবিরঃ ok boss sorry sorry কিন্ত কিনে দিতে পারব না choice করে দেবো ?
কাব্যঃ আমি কিনে দিতে বলেছি? এতো রেখে আমার ফোনটাই পেলি??
আবিরঃ sorry dosto ফোনে balance ছিলোনা তাই তোর ফোন নিয়ে একটু তাহিয়ার সাথে কথা বলছিলাম কিন্ত পাজি মেয়ে এতো পরিমান রাগিয়ে দিয়েছিলো যে সব রাগ ফোনের উপর দিয়ে যাই।
কাব্যঃ কেন তাহিয়া আবার কি করেছে?
আবিরঃ বলছে অফিসে আর কাজ করতে পারবে না। তুই তো জানিস ও কে না দেখলে কেমন করি আমি। তাও ও কেমন যেনো *আমার প্রতি কোন attraction নেই।
কাব্যঃ বিয়ে করে নে তাহলে সব ঠিক।
আবিরঃ হুম এবার সেটাই করতে হবে।
কাব্যঃ হুম চল চলে এসেছি।
আবিরঃ হুম।
**কাব্য ও আবির গাড়ি থেকে নেমে মোবাইল কিনার জন্য যাই।
কাব্যঃ hi,
লোকটিঃ hello sir, আপনি এখানে?
কাব্যঃ হুম আসলাম। actually আমার ফোনটি Lost হয়ে গেছে।
লোকটিঃ ওহ বুঝেছি sir, ১মিনিট।
————————————————————–
লোকটিঃ নিন sir, আপনার ফোনেরই ফোন কিন্ত এটা ওটার থেকেও সবদিক থেকে ভালো।
কাব্যঃ thank you…..
**কাব্য ক্রেডিট দিয়ে Bill payment করে দিয়ে চলে আসবে তখনিই সে খেয়াল করে তার একটু দূরে একটা মেয়ে একজন mobile manager লোকের সাথে ঝামেলা করছে।
কাব্যঃ আচ্ছে মেয়েটা এমন কেন করছে?
লোকটিঃ দেখুননা sir মোবাইল নিতে এসে মোবাইল এর যা কিছু আছে কেমন ভালো কি খারাপ এসব জিজ্ঞেস করতে করতে লোকটিকে তেজপাতা করে দিলো ভালো হয়েছে আমার কাছে আসেনি। কী মেয়েরে বাবা?
-কাব্য মেয়েটির দিকে লক্ষ্য করতেই শক্ শরীরে পোশাক বলতে সাধারণভাবে আছে কিন্ত সব কিছু সাদারঙ। পোশাক যেমন সাদা তেমনি মেয়েটাও অনেক সুন্দরি হালকা বাতাসে মাথাই ওড়না দিয়েও সামনের চুল গুলো ঠিক থাকছেনা। এতো সুগঠন একটি মেয়ে হয়েও কিন্ত সে বুঝতে পারছেনা এতো সুন্দর মেয়ে হয়ে এতো পাজি কেন? এমন মেয়ে তো এমন হয়না। সে অনেক মেয়ে দেখেছে কিন্ত এরকম কোনদিন দেখেনি।
কাব্যঃ আবির চল তো একটু। আর ধন্যবাদ আপনাকে.
লোকটিঃ ধন্যবাদ কেন বলছেন sir,আপনাদের জন্যই আমরা তাই আপনাদেরই আমরা ধন্যবাদ দেবো।
-কাব্য সেখানে থেকে ঐ মেয়েটির কাছে যাই।
কাব্যঃ hello এখানে এতো ঝামিলা কিসের?
মেয়েটিঃ আপনি যেনে কি করবেন?যান এখান থেকে।(ঝাড়ি দিয়ে)
কাব্যঃ কী মেয়েরে বাবা(কপাল কূচকে)
মেয়েটিঃ এইযে পেচা কাকু আপনি মোবাইল বিক্রি করবেন আর মোবাইল সম্পর্কিত কিছু জানেন না তাহলে বিক্রি করছেন কেন?বজ্জাত লোক।
manager: sir please sir আমাই বাচান এই মেয়ের হাত থেকে আমি আর পারছিনা।
কাব্যঃ ok ok wait…….
মেয়েটিঃ আপনি আবার কি বলবেন?
-কাব্য তার মোবাইল নিয়ে লোকটির সাথে wifi password নিয়ে Internet connection on করে।
কাব্যঃ এবার বলুন আপনার কেমন মোবাইল লাগবে??
মেয়েটিঃ ohh শেষমেশ আপনিও এমন লোক?
কাব্যঃ না আমি এখনের কেউ না কিন্ত সবকিছু মনে করেন আমার। আমিই এটার owner….
মেয়েটিঃ তাই??আচ্ছা একটা ভালো মোবাইল বের করুন যেটা সবদিক থেকে ভালো।
কাব্যঃ ok…
**সবদিক লক্ষ্য করে একটা ফোন বের করে আনে।
কাব্যঃ এটার বিষয়ে সবকিছু বলতে হবে?
মেয়েটিঃ হুম।
কাব্যঃ মোবাইলটির নাম vivo 15
details হলো::আচ্ছা ইংলিশ বোঝেন?
মেয়েটিঃ এতো বড় কথা আপনার English বুঝবোনা??
কাব্যঃ okkk.আমি সব বলছি শোনেন-

Vivo V15 Pro full display খুব সুন্দর একটি ফোন।

CONNECTIVITY-Network2G, 3G, 4G support
SIMDual Nano SIMWLAN✅ dual-band,
Wi-Fi direct, Wi-Fi hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅ A-GPS, GLONASS, BDSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C✖

BODY

StyleMax Full-ViewMaterialPlastic backWater Resistance✖Dimensions157.3 x 74.7 x 8.2 millimetersWeight185 grams

DISPLAY
এটা দেখেই বুঝতে পারছেন সব কিছু

BACK CAMERA-ResolutionTriple 48+8+5 MegapixelFeaturesF/1.8, f/2.2 & f2.4, 1/2″, 0.8µm, 13mm ultrawide, depth sensor, PDAF, LED flash, portrait, bokeh & moreVideo RecordingUltra HD 4K 2160p, video stabilization

FRONT CAMERA

Resolution32 MegapixelFeaturesPop-up camera, f/2.0, HDR, portrait, bokeh & moreVideo RecordingFull HD 1080p

BATTERY

Type and CapacityLithium-polymer 3700 mAh non-removable Fast Charging✅ 18W Fast Charging: 9V/2A Dual Engine

PERFORMANCE

Operating SystemAndroid Pie v9.0 Funtouch OS 9ChipsetQualcomm Snapdragon 675AIE (11 nm)RAM6 GBProcessorOcta core, 2.0 GHzGPUAdreno 612

STORAGE

ROM128 GBMicroSD Slot✅ up to 256 GB

SOUND

3.5mm Jack✅FeaturesLoudspeaker, noise cancellation mic.

SECURITY

Fingerprint✅ In-displayFace Unlock✅

OTHERS

Notification Light✖SensorsFingerprint, Accelerometer, Gyroscope, Proximity, Ambient Light, E-CompassManufactured byVivoMade in–Sar Value–

Vivo V15 Pro Highlights

Vivo V15 Pro is a high-mid range smartphone. The main feature of this phone is a 32-megapixel pop-up front camera and a no notch max full-view display.

The phone comes with a huge 6.39-inch fully bezel-less screen. It is one of the main specialties of this smartphone. Watching videos, reading, using apps or internet browsing should be very comfortable with the big screen and without any notch on top. The display quality is super AMOLED Full HD+ with 400 PPI. Super AMOLED is also known for its crisp view and considered as the best display technology in the current market. We couldn’t find any information about Gorilla Glass screen protection. The back side is made of plastic with gradient colors and kind of glass-like finish on the top of it. It is a very premium thing to look at. It can be a nice gift or a good choice for long-term premium users who have a taste for design.

There should not be any worry about the performance with an optimized Snapdragon 675AIE chipset, 6 GB ROM and Adreno 612 GPU. If the user intends to run a graphics-intensive app, it will automatically prioritize the performance of the app over other tasks and background apps to ensure accelerated GPU performance. Furthermore, the chipset ensures lower power consumption so that the user may have a longer backup with 3700 mAh battery. There is also a fast-charging technology which will charge 24% in just 15 minutes. It is an excellent deal for very frequent users.

Vivo V15 Pro comes with 128 GB internal storage of which 113 GB should be there as free space. There is a dedicated slot that supports up to 256 GB MicroSD card. So, storage is a big positive of this device as well. There is a fast and very accurate in-display fingerprint sensor, quick face unlock, dual SIM, OTG, Android Pie version (an upgrade to next version is also expected) etc. This phone doesn’t come with an LED notification light feature.

এটুকুইমাত্র এর বেশি কিছু নেই আর এই ফোনটাই সাধারণ ভাবে চলছে আর এর থেকেও বেশি ব্রান্ড এর ফোন ও পাবেন।
–এতোক্ষণ কাব্য সবকিছু ফোনের ব্যাপারে বল্ল আর মেয়েটি হা হয়ে শুনছে কিছুই বুঝতে পারছেনা এতো জোরে যে English বলতে পারে ভাবতে পারছেনা সে সব তার মাথার উপর দিয়ে গেলো।
কাব্যঃ কি হলো?
মেয়েটিঃ দাম কতো?
কাব্যঃ ফোনটির দাম ৪০০০০ টাকা কিন্ত আপনার কোন টাকা দেওয়া লাগবে না।
মেয়েটিঃ মানে?
কাব্যঃ মানে এটা আমরা হাজারে একজন লোককে ফ্রিতে দিই আর আপনি সেই একজন তাই আপনাকে ফ্রি তে দেবো।
মেয়েটিঃ সঅঅত্যি????????
কাব্যঃ হুম।।
–চারিপাশে সবাই অবাক হয়ে দেখছে যে কাব্য এসব কি করছে।
কাব্যঃ এই ফোনটি নিতে হলে আপনার নাম ও সম্পন্ন address বলতে হবে আমরা প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করব।
মেয়েটিঃ হুম ঠিক আছে।
কাব্যঃ ok…..
আপনার নাম
মোবাইল নাম্বার
পরিবার সদস্য

বাসার address দেন
মেয়েটিঃ মোবাইল কিনতে এসব লাগে?
কাব্যঃ জানিনা তবে এখানে এমন শর্ত দেওয়া আছে।
মেয়েটিঃ আচ্ছা।
কাব্যঃ আপনার নাম কি?
মেয়েটিঃ আমার নাম তানিশা ইসলাম তুলি। সবাই তানিশা বলে ডাকে।
কাব্যঃ ওহ্ বজ্জাত মেয়ে তোমায় বোঝাবো দুষ্টুমি কেমন কিন্ত তোমাই দেখেই তো ক্রাস খেলাম এখন কি করব? এই ফোনটাই আমাই তোমার কাছে নিয়ে যাবে।
(মনে মনে)
নিন এখানে সব লিখে দিন।
তানিশাঃ আচ্ছা।
*তানিশা সব কিছু লিখে আজ আনন্দের সাজে নাচতে নাচতে বাসাই চলে যাই। কী যে আনন্দ লাগছে তার সে বুঝতেই পারছেনা আজ কি থেকে কি হলো তার।
আর এদিকে কাব্য manager এর সাথে সব কথা বলে ফোনের দামটি দিয়ে চলে আসে।
**গাড়িতে বসে…
আবিরঃ এটা কেন করলি তুই? মেয়েটাকে এমনি এমনি ফোনটা দিলি কেন? আর এখন তো কোন ফ্রি কিছু থাকে তাই বলে মোবাইল ফ্রিতে?
কাব্যঃ ও কে আমি এমনি এমনি দিই নি ফোনটা।
আবিরঃ তাহলে?
কাব্যঃ কাব্য মাহমুদ এর আজ প্রথম কোন মেয়েকে ভালো লাগলো তাই তার সাথে তো একটু কিছু বুঝে দেখতে হবে।
আবিরঃ সত্যি??
কাব্যঃ হুম।
-আবির কি করবে বা বলবে ভেবে পাচ্ছেনা যে ছেলে মেয়েদের দিকে তাকানো পছন্দ করেনা সেই ছেলে আর তানিশার দিকে একভাবে চেয়ে থেকে সব কথাগুলো বল্ল। যেটা আবির বিশ্বাস করতে পারছেনা।
আবিরঃ আমি কি বলব ভেবে পাচ্ছিনা শুধু এটুকু জানি শুভ কামনা দোস্ত আমি আজ খুব খুশী।
কাব্যঃ থাক হয়েছে চল বাসাই যাই অনেকক্ষণ হলো।
আবিরঃ হুম চল।
-দুজনেরই বাসাই রওনা হলো কাব্য+তানিশা।

{জানিনা কেমন হলো।}
★ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।?

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here