ভালোবাসার_সাত_গোলাপ #পর্ব-২

0
3336

#ভালোবাসার_সাত_গোলাপ
#পর্ব-২
#ঊর্মি_আক্তার_ঊষা

আমি : No tanvir you can’t do this to me! (মনে মনে)

তানভীর : I Love You too (অনুর হাত ধরে)

অনু সবার সামনে তানভীরকে কে জড়িয়ে ধরলো। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। মনে হচ্ছে কেউ বুকে ছুড়ি চালিয়ে দিয়েছে। দৌড়ে ওখান থেকে চলে এলাম।

বাড়িতে…….প্রায় এক ঘন্টা যাবৎ ওয়াশরুমে ভিজছি। চোখের পানিও আজ অবাধ্য হয়ে গেছে।

আমি : কেন এমন হলো আল্লাহ? যে আমাকে ভালোবাসে না তাকে আমি কেন এত ভালোবাসলাম?

রিয়ার বাড়িতে………

মুনা : ঊর্মি কোথায় গেলো?

রিয়া : এখানে তো নেই!

ওদের চিন্তিত দেখে তানভীর, রায়হান আর ফয়সাল এলো।

তানভীর : কি হয়েছে?

রিয়া : আসলে ভাইয়া ঊর্মি কে পাচ্ছিনা।

ফয়সাল : মানে??

মুনা : ওকে কোথাও খুঁজে পাচ্ছিনা।

তানভীর : কখন থেকে?

রিয়া : যখন ওই আপুটা আপনাকে Propose করলো তার পর থেকে।

তানভীর : আমি ঊর্মির সামনে অনুর Proposal Accept করলাম সেই রাগে ও কিছু করেনি তো? কি করবো এখন? (মনে মনে)

রায়হান : আমাদের খোঁজা উচিত!

ফয়সাল : হ্যাঁ।

অনু : তোমাদের এমন লাগছে কেনো? কিছু কি হয়েছে?

তানভীর : হ্যাঁ আমার বোন কে পাচ্ছিনা।

সবাই অবাক হলো কারণ তানভীর কখনোই ঊর্মি কে এভাবে বোন বলে না।

অনু : তোমার বোন? তোমার তো কোনো বোন নেই।

তানভীর : ও আমার Cousin ঊর্মি।

অনু : Ohhh my god তাহলে খোঁজো। চলো আমিও খুঁজছি।

তানভীর : হ্যা চলো।

সব জায়গায় ঊর্মি কে খুঁজলো কিন্তু কোথাও নেই ঊর্মি। থাকবে কি করে? সে তো বাড়ি চলে গিয়েছে।

তানভীর : Where are you ঊর্মি? কোথায় খুঁজবো তোকে?

অনু : আচ্ছা ও বাড়ি যায়নি তো?

তানভীর : আমি ফুপিমণি কে বলছি।

রিয়া : আন্টি চিন্তা করবেন তো!

তানভীর : কি করার আছে?

তানভীর ঊর্মির মা কে ফোন দেয়……..

আম্মু : হ্যা তানভীর বল।

তানভীর : ফুপিমণি আসলে ঊর্মি!

আম্মু : ওহ ঊর্মি? ও তো চলে এসেছে।

তানভীর : কখন?

আম্মু : অনেকক্ষণ হলো।

তানভীর : Ok রাখছি।

তানভীর এর রাগে শরীর জ্বলে যাচ্ছে….

ফয়সাল : কি হলো?

তানভীর : আমাদের এখানে চিন্তায় ফেলে উনি বাড়ি চলে গিয়েছে!!

রিয়া : কি??

অনু : আগেই বলেছিলাম।

ভার্সিটিতে……..আমি, রিয়া আর মুনা বসে কথা বলছি। হঠাৎ নজর গেলো গেইটের দিকে তানভীর আর অনু ভার্সিটির ভিতরে ঢুকছে। ওদের একসঙ্গে দেখে বুকটা ধক করে উঠলো। আমাকে দেখা মাত্র তানভীর এর চোখদুটো লাল হয়ে যায়। হুট করেই আমাকে টেনে বসা থেকে দাড় করায়।

ঠাসসসসসসসসস

রিয়া : ভাইয়া কি করছেন কি?

অনু : তানভীর এটা কি করলে?

আমি : আমাকে মারলে কেন?

তানভীর : ফাজিল মেয়ে কাল না বলে চলে এলি কেন? জানিস আমরা কত খুজেছি তোকে? (রেগে)

আমি : তুমিও খুঁজেছো?

তানভীর : হ্যা খুঁজেছি।

আমি : তার মানে তুমিও আমাকে ভালবাসো?

অনু : ও তো তোমাকে ভালবাসেই।

আমি : তাহলে তুমি ওকে কেন Propose করলে? দুই বছর ধরে আমি তানভীর কে ভালোবাসি। তুমি কাবাব মে হাড্ডি কেন হলে?

মুনা : আমি তো কিছুই জানতাম না।

রিয়া : আমি জানতাম!

আমি : তানভীর ওকে ছেড়ে দাও আমি তোমাকে ভালবাসি।

অনু : ঊর্মি তানভীর তোমার ভাই হয়!

আমি : চুপ করো। তানভীর তুমি কিছু বলো।

তানভীর : Stop this nonsense.

আমি : I love you.

ঠাসসসসসসসসসস

তানভীর : তোকে বারন করেছি না? আর কখনো এসব না বলতে? তোকে আমি সহ্য করতে পারি না আর হ্যাঁ আমি তোকে ভালোবাসি না। অনু আমার Girlfriend আমি ওকেই ভালবাসি।

আমি : তোমাকে ভালবাসার অপরাধে তুমি আমাকে আর কি কি বলবে? কতবার থাপ্পড় দেবে? (মুচকি হেসে)

তানভীর : মানে?

আমি : মানে কিছুনা। আর কখনো ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। একদিন তুমিও আমাকে ভালোবাসবে দেখো কিন্তুু!

তানভীর : কিন্তুু কি?

আমি : খুব বেশী দেরী না হয়ে যায়।

তানভীর : মানে কি?

আমি : মানে তুমি আমাকে ভালবাসলে কিন্তু আমি রইলাম না বা সেই ভালবাসাটা হয়তো হারিয়ে গেলো।

তানভীর : কি বললো এটা? ধুর আমি কেনো ওর কথা ভাবছি? আমি তো ওকে ভালোবাসি না! (মনে মনে)

আমি : তোমরা থাকো আমি যাই।

রিয়া : যাই মানে?

ওদের কাউকে কিছু বলতে না দিয়ে ওখান থেকে চলে এলাম। তবে আজ ভিষণ কান্না পাচ্ছে। একটা রিকশা নিয়ে বাড়ি উদ্দেশ্য রওনা দিলাম।

চলবে??………….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here